599+ পদ পরিবর্তন তালিকা PDF

টেলিগ্রামে যুক্ত হোন

pod-poriborton-list

আজকে, 599+ পদ পরিবর্তন তালিকা PDFটি নিয়ে আমরা আলোচনা করবো। পদ পরিবর্তন তালিকাটি আপনাদের সামনে সুন্দর ভাবে তুলে ধরা হল। সাধারণ জ্ঞানের এই প্রশ্ন উত্তর গুলি বিভিন্ন প্রতিযোগিতামূলক এসে থাকে। আশা করি পোস্টটি পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে।






আরো পড়ুন :
পশ্চিমবঙ্গের জাতীয় প্রতীক
পশ্চিমবঙ্গের কোন জেলা কিসের জন্য বিখ্যাত
পশ্চিমবঙ্গের জেলার তালিকা PDF
পশ্চিমবঙ্গের লোকসভা কেন্দ্রের তালিকা
পশ্চিমবঙ্গের নদ নদীর তালিকা PDF
জানা অজানা সাধারণ জ্ঞান MCQ -2
পশ্চিমবঙ্গের সেতুর তালিকা PDF
জানা অজানা সাধারণ জ্ঞান MCQ -1
বাংলাদেশের প্রধানমন্ত্রীর তালিকা PDF
ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলসমূহ
ভারতের প্রধানমন্ত্রী তালিকা PDF
ভারতের অভয়ারণ্য তালিকা PDF
207+ বাগধারা তালিকা PDF




পদ পরিবর্তন তালিকা

বিশেষ্য বিশেষণ
অকস্মাৎ আকস্মিক
অক্ষর আক্ষরিক
অভিধান আভিধানিক
অভেদ অভিন্ন
অক্ষি অক্ষীয়
অরন্য আরন্যক
অরুণিমা অরুণ
অংশ আংশিক
অখণ্ডতা অখণ্ড
অগ্নি আগ্নেয়
অধুনা আধুনিক
অধ্যয়ন অধীত
অনুগমন অনুগত
অনুরোধ অনুরুদ্ধ
অনুসরণ অনুসৃত
অন্ত অন্তিম
অন্তর আন্তরিক
অকরণ অকরণীয়
অপমান অপমানিত
অবগুণ্ঠন অবগুণ্ঠিত
অবধারণা অবধারিত
অবসান অবসিত
অবিনাশ অবিনশ্বর
অঙ্গ আঙ্গিক
অঞ্চল আঞ্চলিক
অণু আণবিক
অধিষ্ঠান অধিষ্ঠিত
অধিষ্ঠান অধিষ্ঠাত্রী
অভিধা অভিহিত
অর্থ আর্থিক
অলংকার অলংকৃত
অশ্রু সাশ্রু
অগ্র অগ্রিম
অতিথি আতিথেয়
অধর্ম অধার্মিক
অধিকার অধিকৃত
অন্বয় অন্বিত
অন্তর্ধান অন্তর্হিত
অনুমান আনুমানিক
অনুগ্রহ অনুগৃহীত
অনুরাগ অনুরক্ত
অপসরণ অপসৃত
অবগুণ্ঠন অবগুণ্ঠিত
অবধারণা অবধারিত
অবসান অবসিত
অবগতি অবগত
অবদমন অবদমিত
অভ্যাস অভ্যস্ত
অভিধা অভিহিত
অভেদ অভিন্ন
আইন আইনি
আকর্ষণ আকৃষ্ট
আকাশ আকাশি
আকৃতি আকৃত
আক্রমণ আক্রান্ত
আঘাত আহত
আঘ্রাণ আঘ্রাত
আতপ আতপ্ত
আতিশয্য অতিশয়
আত্মা আত্মীয়
আত্মীয় আত্মীয়তা
আদর আদুরে
আদি আদ্য
আদেশ আদিষ্ট
আধান আহিত
আধিক্য অধিক
আধিপত্য অধিপতি
আনন্দ  আনন্দিত
আনুকূল্য অনুকূল
আপ্যায়ন আপ্যায়িত
আবরণ আবৃত
আমোদ আমোদিত
আরম্ভ আরম্ভিত
আরোহণ আরূঢ়
আলস্য অলস
আলো আলোকিত
আশ্বাস আশ্বস্ত
আশ্বাস আশ্বস্ত
আশ্রম আশ্রমিক
আশ্রয় আশ্রিত
আসন আসীন
আসন আসীন
আহার আহার্য
আহ্বান আহুত
ইক্ষু ঐক্ষব
ইচ্ছা ঐচ্ছিক
ইতর ঐতরেয়
ইতিহাস ঐতিহাসিক
ইন্দ্র ঐন্দ্র
ইন্দ্রজাল ঐন্দ্রজালিক
ইন্দ্রিয় ঐন্দ্রিয়
ইহ ঐহিক
ইহলোক ইহলৌকিক
ঈশ্বর ঐশ্বরিক
ঈশ ঐশ
উৎকণ্ঠা উৎকণ্ঠিত
উৎকর্ষ উৎকৃষ্ট
উত্তর উত্তুরে
উত্তরণ উত্তীর্ণ
উত্তাপ উত্তপ্ত
উদয় উদিত
উদ্ধার উদ্ধৃত
উদ্ভব উদ্ভূত
উদ্ভাবনা উদ্ভাবিত
উপনিষদ ঔপনিষদিক
উপস্থিতি উপস্থিত
ঋজুতা ঋজু
ঋদ্ধি ঋদ্ধ
ঋষি আর্ষ
এক ঐকিক
একতা এক
ঔচিত্য উচিত
ঔৎসুক্য উৎসুক
ঔদার্য উদার
ঔদাস্য উদাস
কথা কথিত
কন্যা কানীন
করুণ কারুণ্য
কর্ষণ কর্ষিত
কল্পনা কল্পিত
কল্পনা কাল্পনিক
কাগজ কাগুজে
কাজ কেজো
কাঠিন্য কঠিন
কাতরতা কাতর
কাপড় কাপুড়ে
কামনা কাম্য
কায় কায়িক
কারুণ্য করুণ
কুসুম কুসুমিত
কেশ কৈশিক
কোপ কুপিত
ক্লান্তি ক্লান্ত
ক্লেদ ক্লিন্ন
ক্লেশ ক্লিষ্ট
ক্ষণ ক্ষণিক
ক্ষীণতা ক্ষীণ
ক্ষোভ ক্ষুব্ধ
খণ্ড খণ্ডিত
খর খরতা
খেলা খেলোয়াড়
গঙ্গা গাঙ্গেয়
গঠন গঠিত
গমন গম‍্য
গাঁ গেঁয়ো
গাছ গেছো
গান গেয়
গুরুত্ব গুরু
গৃহস্থ গার্হস্থ্য
গ্যাস গ্যাসীয়
গ্রহণ গৃহীত
গ্রাম গ্রাম্য
গ্রাস গ্রস্ত
ঘনত্ব ঘন
ঘর ঘরোয়া
ঘা ঘেয়ো
ঘাট ঘেটো
ঘাস ঘেসো
ঘৃণা ঘৃণিত
ঘৃণা ঘৃণ্য
চমৎকার চমৎকৃত
চমৎকারিত্ব চমৎকার
চালাক চালাকি
চিন্তা চিন্তিত
ছন্দ ছান্দিক
ছন্দহীনতা ছন্দহীন
ছায়া ছায়াময়
ছেদ ছিন্ন
ছোটত্ব ছোটো
জগৎ জাগতিক
জঙ্গল জংলি
জন্তু জান্তব
জন্ম জন্মিত
জন্ম জাত
জবাব জবাবি
জবাব জবাবদিহি
জল জলো
জল জলীয়
জাতি জাতীয়
জাহাজ জাহাজী
জীব জৈব
জীবন জৈবনিক
জীবন জীবিত
জীবন জীবন্ত
জ্যামিতি জ্যামিতিক
ঝড় ঝড়ো
ঝড় ঝোড়ো
ত‍্যাগ ত‍্যক্ত
ত‍্যাগ ত‍্যাজ‍্য
ত্রাস ত্রস্ত
দখল দখলি
দম্ভ দাম্ভিক
দর্শন দৃশ‍্য
দর্শন দর্শনীয়
দল দলীয়
দহন দাহ্য
দাঁত দেঁতো
দানব দানবীয়
দাম দামি
দিন দৈনিক
দীক্ষা দীক্ষিত
দীন দৈন্য
দুঃখ দুঃখিত
দুধ দুধেল
দুর্লঙ্ঘ্যতা দুর্লঙ্ঘ্য
দূরত্ব দূর
দেশ দেশীয়
দেশ দেশজ
দৈর্ঘ্য দীর্ঘ
দোষ দুষ্ট
দ্বন্দ্ব দ্বান্দ্বিক
ধীরতা ধীর
ধৈর্য ধীর
নগর নাগরিক
নতুনত্ব নতুন
নবীনতা নবীন
নাম নামক
নাশ নশ্বর
নাশ নষ্ট
নিত্যতা নিত্য
নিধন নিহত
নিধান নিহিত
নিবিড়তা নিবিড়
নিমিত্ত নৈমিত্তিক
নিয়ম নিয়মিত
নিয়ম নিয়ত
নিরাপত্তা নিরাপদ
নির্গমন নির্গত
নির্দেশ নির্দিষ্ট
নির্বাচন নির্বাচিত
নির্মাণ নির্মিত
নিশা নৈশ
নীলিমা নীল
নুন নোনা
নৌ নাব্য
পক্ষ পাক্ষিক
পথ পাথেয়
পরিত্যাগ পরিত‍্যাজ‍্য
পরিবার পারিবারিক
পরীক্ষা পরীক্ষিত
পশু পাশবিক
পশ্চিম পশ্চিমা
পাহাড় পাহাড়ি
পিতা পৈতৃক
পুজা পূজ্য
পুর পৌর
পুরুষ পৌরুষ
পৃথিবী পার্থিব
পেট পেটুক
পোষ পোষ্য
প্রকৃতি প্রাকৃতিক
প্রণাম প্রণত
প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত
প্রত্যাগমন প্রত্যাগত
প্রদর্শন প্রদর্শিত
প্রবেশ প্রবিষ্ট
প্রমাণ প্রামাণ্য
প্রলোভন প্রলুব্ধ
প্রসিদ্ধি প্রসিদ্ধ
প্রাচুর্য প্রচুর
প্রাধান্য প্রধান
প্রাবল্য প্রবল
প্রারম্ভ প্রারম্ভিক
ফল ফলিত
ফাঁস ফাঁসুড়ে
ফুল ফুলেল
বড়ত্ব বড়
বৎস বৎসল
বৎসর বাৎসরিক
বন বন্য
বন্ধু বন্ধুসুলভ
বর্জন বর্জিত
বর্ণনা বর্ণিত
বর্ধন বর্ধিত
বসন্ত বাসন্তী
বস্তু বাস্তব
বাজার বাজারি
বায়ু বায়বীয়
বার্ধক্য বৃদ্ধ
বালি বেলে
বিকার বিকৃত
বিকিরণ বিকিরিত
বিক্রয় বিক্রীত
বিঘ্ন বিঘ্নিত
বিচার বিচার্য
বিড়ম্বনা বিড়ম্বিত
বিধান বিহিত
বিধি বৈধ
বিনাশ বিনষ্ট
বিপদ বিপন্ন
বিবাদ বিবাদি
বিভেদ বিভিন্ন
বিরাটত্ব বিরাট
বিশ্বাস বিশ্বস্ত
বিশ্রাম বিশ্রান্ত
বিশ্লেষণ বিশ্লিষ্ট
বিষণ্ণ বিষণ্ণতা
বিষাদ বিষণ্ণ
বুদ্ধ বৌদ্ধ
বুদ্ধি বৌদ্ধিক
বুদ্ধিমত্তা বুদ্ধিমান
বৃহস্পতি বার্হস্পত্য
বেদ বৈদিক
বেদ বৈদিক
বৈকল্য বিকল
বৈশাখ বৈশাখী
ব্যথা ব্যথিত
ব‍্যবধান ব‍্যবহিত
ব্যয় ব্যয়িত
ব্যাঘাত ব্যাহত
ব্যাপ্তি ব্যাপ্ত
ব্রত ব্রতী
ভক্তি ভক্ত
ভদ্র ভদ্রতা
ভয় ভয়ানক
ভয় ভীত
ভাত ভেতো
ভারত ভারতীয়
ভূগোল ভৌগোলিক
ভূত ভৌতিক
ভেদ ভেদ‍্য
ভোজন ভোজ্য
ভোর ভোরাই
ভ্রমণ ভ্রাম্যমাণ
মজবুতি মজবুত
মত্ততা মত্ত
মন মানসিক
মন্ত্র মন্ত্রপূত
মন্দত্ব মন্দ
মলিনতা মলিন
মহানতা মহান
মাছ মেছো
মাটি মেটে
মাঠ মেঠো
মাদকতা মাদক
মায়া মায়াবী
মালিন্য মলিন
মাস মাসিক
মিথ্যে মিথ্যুক
মুক্তি মুক্ত
মুখ মৌখিক
মুহূর্ত মৌহূর্তিক
মৃৎ মৃন্ময়
মেঘ মেঘলা
মেজাজ মেজাজি
মেয়াদ মেয়াদি
মোহ মুগ্ধ
যন্ত্র যান্ত্রিক
যাচনা যাচিত
রং রঙিন
রক্ত রক্তিম
রচনা রচিত
রাখাল রাখালিয়া
রাগ রাগী
রাগ রাগত
রাজা রাজকীয়
রেখা রৈখিক
রোগ রুগ্ন
লক্ষ্য লক্ষিত
লজ্জা লজ্জিত
লম্বা লম্বাটে
লিখন লিখিত
লেপন লিপ্ত
লোক লৌকিক
লোক লৌকিক
লোপ লুপ্ত
লোভ লুব্ধ
লোভ লোভী
লোম লোমশ
শক্তি শাক্ত
শব্দ শাব্দিক
শরৎ শারদীয়
শরৎ শারদীয়া
শরীর শারীরিক
শহর শহুরে
শাস্ত্র শাস্ত্রীয়
শিক্ষা শিক্ষিত
শোধন শুদ্ধ
শোধন শোধিত
শোভা শোভিত
শ্যামলিমা শ্যামল
শ্যামলী শ্যামল
শ্রবণ শ্রুত
সংখ্যা সাংখ্য
সংঘাত সাংঘাতিক
সংযম সংযত
সংস্থাপন সংস্থাপিত
সঙ্গম সঙ্গত
সঞ্চয় সঞ্চিত
সন্দেহ সন্ধিগ্ধ
সন্নিধান সন্নিহিত
সপ্তাহ সাপ্তাহিক
সবুজ সবজে
সবুজতা সবুজ
সময় সাময়িক
সমর সামরিক
সমাধি সমাহিত
সমাধি সমাধিস্থ
সমাস সমস্ত
সম্পদ সম্পন্ন
সম্ভাব্যতা সম্ভাব্য
সর্বনাশ সর্বনাশা
সর্বনাশ সব্বোনেশে
সহজতা সহজ
সহন সহ‍্য
সহন সহনীয়
সাঁওতাল সাঁওতালি
সাদৃশ্য সদৃশ
সাধুতা সাধু
সিন্ধু সৈন্ধব
সুখ সুখী
সুখ সুখকর
সুখ সুখময়
সুর সুরেলা
সূর্য সৌর
সৃষ্টি সৃষ্ট
সেচ সিক্ত
সৌজন্য সুজন
সৌন্দর্য সুন্দর
সৌষ্ঠব সুষ্ঠু
সৌহার্দ্য সুহৃদ
স্থান স্থানীয়
স্থিতি স্থির
স্নান স্নাত
স্নেহ স্নিগ্ধ
স্বপ্ন স্বপ্নিল
স্বর্গ স্বর্গীয়
স্বর্ণ স্বর্ণালি
হরণ হৃত
হাট হাটুরে
হাত হাতুড়ে
হিংসা হিংসুটে
হিংসা হিংসাত্মক
হৃদয় হার্দিক





আরো পড়ুন:
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরদের তালিকা PDF
ভারতের অর্থ কমিশন ও তার চেয়ারম্যান তালিকা PDF
প্রাচীন ভারতের মুদ্রার নাম তালিকা PDF
অশোকের শিলালিপি তালিকা PDF
বিভিন্ন ধর্ম ও মতবাদের প্রতিষ্ঠাতা তালিকা PDF
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তালিকা PDF
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তালিকা PDF
কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তালিকা PDF
পৃথিবীর বিখ্যাত শিল্প সমৃদ্ধ দেশসমূহ তালিকা PDF
ভারতের অধিক জনসংখ্যা যুক্ত শহরের তালিকা PDF
ভারতের শীর্ষ দশ বৃহত্তম হ্রদ তালিকা PDF




পদ পরিবর্তন সংক্রান্ত প্রশ্ন উত্তরঃ

1. সুন্দর পদ পরিবর্তন
Ans: সুন্দর একটি বিশেষন পদ, এর বিশেষ্য পদ হল সৌন্দর্য।

2. দিন পদ পরিবর্তন
Ans: দিন একটি বিশেষ্য পদ, এর বিশেষন পদ হল দৈনিক।

3. রাগ পদ পরিবর্তন
Ans: রাগ একটি বিশেষ্য পদ, এর বিশেষন পদ হল রাগী।

4. ঝড় পদ পরিবর্তন
Ans: ঝড় একটি বিশেষ্য পদ, এর বিশেষন পদ হল ঝড়ো।

5. দেশ পদ পরিবর্তন
Ans: দেশ একটি বিশেষ্য পদ, এর বিশেষন পদ হল দেশীয়।

6. ভয় পদ পরিবর্তন
Ans: ভয় একটি বিশেষ্য পদ, এর বিশেষন পদ হল ভয়ানক।

7. অন্তর পদ পরিবর্তন
Ans: অন্তর পদ একটি বিশেষ্য পদ, এর বিশেষন পদ হল আন্তরিকতা।

8. ঘুমন্ত পদ পরিবর্তন
Ans: ঘুমন্ত পদ একটি বিশেষন পদ, এর বিশেষ্য পদ হল ঘুম।

9. আকাশ পদ পরিবর্তন
Ans: আকাশ পদ একটি বিশেষ্য পদ, এর বিশেষন পদ হল আকাশি।

10. ফুল পদ পরিবর্তন
Ans: ফুল পদ একটি বিশেষ্য পদ, এর বিশেষন পদ হল ফুলেল।

11. মেঘ পদ পরিবর্তন
Ans: মেঘ পদ একটি বিশেষ্য পদ, এর বিশেষন পদ হল মেঘলা।

12. জন্তু পদ পরিবর্তন
Ans: জন্তু পদ একটি বিশেষ্য পদ, এর বিশেষন পদ হল জান্তব।

13. জল পদ পরিবর্তন
Ans: জল পদ একটি বিশেষ্য পদ, এর বিশেষন পদ হল জলীয়।

14. আলো পদ পরিবর্তন
Ans: আলো পদ একটি বিশেষ্য পদ, এর বিশেষন পদ হল আলোকিত।

15. পদ পরিবর্তন করো গাছ
Ans: গাছ পদ একটি বিশেষ্য পদ, এর বিশেষন পদ হল গেছো।

16. মধু পদ পরিবর্তন
Ans: মধু পদ একটি বিশেষ্য পদ, এর বিশেষন পদ হল মধুকন্ঠ।

17. পদ পরিবর্তন আকাশ
Ans: আকাশ পদ একটি বিশেষ্য পদ, এর বিশেষন পদ হল আকাশি।

18. পদ পরিবর্তন দেশ
Ans: দেশ পদ একটি বিশেষ্য পদ, এর বিশেষন পদ হল দেশীয়।

19. মাঠ পদ পরিবর্তন
Ans: মাঠ পদ একটি বিশেষ্য পদ, এর বিশেষন পদ হল মেঠো।

20. পদ পরিবর্তন ফুল
Ans: ফুল পদ একটি বিশেষ্য পদ, এর বিশেষন পদ হল ফুলেল।

21. সন্ধ্যা পদ পরিবর্তন
Ans: সন্ধ্যা পদ একটি বিশেষ্য পদ, এর বিশেষন পদ হল সান্ধ্য।

22. পদ পরিবর্তন কাজ
Ans: কাজ পদ একটি বিশেষ্য পদ, এর বিশেষন পদ হল কেজো।

23. ভোর পদ পরিবর্তন
Ans: ভোর পদ একটি বিশেষ্য পদ, এর বিশেষন পদ হল ভোরাই।

24. সোনা পদ পরিবর্তন
Ans: সোনা পদ একটি বিশেষ্য পদ, এর বিশেষন পদ হল সোনালী।

25. জাহাজ পদ পরিবর্তন
Ans: জাহাজ পদ একটি বিশেষ্য পদ, এর বিশেষন পদ হল জাহাজি।

26. ফসল পদ পরিবর্তন
Ans: ফসল পদ একটি বিশেষ্য পদ, এর বিশেষন পদ হল ফসলী।

27. মন পদ পরিবর্তন
Ans: মন পদ একটি বিশেষ্য পদ, এর বিশেষন পদ হল মানসিক।

28. ঘর পদ পরিবর্তন
Ans: ঘর পদ একটি বিশেষ্য পদ, এর বিশেষন পদ হল ঘরোয়া।

29. সূর্য পদ পরিবর্তন
Ans: সূর্য পদ একটি বিশেষ্য পদ, এর বিশেষন পদ হল সৌর।

30. সহজ পদ পরিবর্তন
Ans: সহজ পদ একটি বিশেষন পদ, এর বিশেষ্য পদ হল সহজতা।

31. স্বপ্ন পদ পরিবর্তন
Ans: স্বপ্ন পদ একটি বিশেষ্য পদ, এর বিশেষন পদ হল স্বপ্নিল।

32. নিমন্ত্রণ পদ পরিবর্তন
Ans:নিমন্ত্রণ পদ একটি বিশেষ্য পদ, এর বিশেষন পদ হল নিমন্ত্রিত।

33. পদ পরিবর্তন মেঘ
Ans:মেঘ পদ একটি বিশেষ্য পদ, এর বিশেষন পদ হল মেঘলা।

34. ভয় পদ পরিবর্তন
Ans:ভয় পদ একটি বিশেষ্য পদ, এর বিশেষন পদ হল ভয়ানক।

35. নীল পদ পরিবর্তন
Ans: নীল পদ একটি বিশেষন পদ, এর বিশেষ্য পদ হল নীলিমা।

36. সন্দেহ পদ পরিবর্তন
Ans: সন্দেহ পদ একটি বিশেষ্য পদ, এর বিশেষন পদ হল সন্ধিগ্ধ।

37. স্বর্গ পদ পরিবর্তন
Ans: স্বর্গ পদ একটি বিশেষ্য পদ, এর বিশেষন পদ হল স্বর্গীয়।

38. সময় পদ পরিবর্তন
Ans: সময় পদ একটি বিশেষ্য পদ, এর বিশেষন পদ হল সাময়িক।

39. লজ্জা পদ পরিবর্তন
Ans: লজ্জা পদ একটি বিশেষ্য পদ, এর বিশেষন পদ হল লজ্জিত।

40. বিশ্বাস পদ পরিবর্তন
Ans: বিশ্বাস পদ একটি বিশেষ্য পদ, এর বিশেষন পদ হল বিশ্বস্ত।

41. জগৎ পদ পরিবর্তন
Ans: জগৎ পদ একটি বিশেষ্য পদ, এর বিশেষন পদ হল জাগতিক।

42. গাছ পদ পরিবর্তন
Ans: গাছ পদ একটি বিশেষ্য পদ, এর বিশেষন পদ হল গেছো।

43. মাঠ এর পদ পরিবর্তন
Ans: মাঠ পদ একটি বিশেষ্য পদ, এর বিশেষন পদ হল মেঠো।

44. মন্দ পদ পরিবর্তন
Ans: মন্দ পদ একটি বিশেষন পদ, এর বিশেষ্য পদ হল মন্দত্ব।

45. উদার পদ পরিবর্তন
Ans: মন্দ পদ একটি বিশেষন পদ, এর বিশেষ্য পদ হল ঔদার্য।

46. পৃথিবী পদ পরিবর্তন
Ans: পৃথিবী পদ একটি বিশেষ্য পদ, এর বিশেষন পদ হল পার্থিব।

47. শিক্ষা পদ পরিবর্তন
Ans: শিক্ষা পদ একটি বিশেষ্য পদ, এর বিশেষন পদ হল শিক্ষিত।

48. আনন্দ পদ পরিবর্তন
Ans: আনন্দ পদ একটি বিশেষ্য পদ, এর বিশেষন পদ হল  আনন্দিত।

49. বাতাস পদ পরিবর্তন
Ans: বাতাস পদ একটি বিশেষ্য পদ, এর বিশেষন পদ হল  বাতাহত।

50. বছর পদ পরিবর্তন
Ans: বছর পদ একটি বিশেষ্য পদ, এর বিশেষন পদ হল বারসরিক।

51. দেহ পদ পরিবর্তন
Ans: দেহ পদ একটি বিশেষ্য পদ, এর বিশেষন পদ হল  দৈহিক।

52. শিশু পদ পরিবর্তন
Ans: শিশু পদ একটি বিশেষ্য পদ, এর বিশেষন পদ হল  শৈশব ।

53. সুখ পদ পরিবর্তন
Ans: সুখ পদ একটি বিশেষ্য পদ, এর বিশেষন পদ হল  সুখী।

54. পদ পরিবর্তন মন
Ans: মন পদ একটি বিশেষ্য পদ, এর বিশেষন পদ হল  মানসিক।

55. পদ পরিবর্তন ঘর
Ans: ঘর পদ একটি বিশেষ্য পদ, এর বিশেষন পদ হল ঘরোয়া।

56. চমৎকার পদ পরিবর্তন
Ans: চমৎকার পদ একটি বিশেষ্য পদ, এর বিশেষন পদ হল চমৎকৃত।

57. তুফান পদ পরিবর্তন
Ans: তুফান পদ একটি বিশেষ্য পদ, এর বিশেষন পদ হল

58. শীত পদ পরিবর্তন
Ans: শীত পদ একটি বিশেষন পদ, এর বিশেষ্য পদ হল শৈত্য।

59. পদ পরিবর্তন লজ্জা
Ans: লজ্জা পদ একটি বিশেষ্য পদ, এর বিশেষন পদ হল লজ্জিত।

60. মেঘ এর পদ পরিবর্তন
Ans: মেঘ পদ একটি বিশেষ্য পদ, এর বিশেষন পদ হল মেঘলা।

61. পদ পরিবর্তন করো অনুকূল
Ans: অনুকূল পদ একটি বিশেষন পদ, এর বিশেষ্য পদ হল আনুকূল্য।

62. পদ পরিবর্তন করো জল
Ans: জল পদ একটি বিশেষ্য পদ, এর বিশেষন পদ হল জলীয়।

63. পদ পরিবর্তন রাগ
Ans: রাগ পদ একটি বিশেষ্য পদ, এর বিশেষন পদ হল রাগী।

64. জটিল পদ পরিবর্তন
Ans: জটিল পদ একটি বিশেষন পদ, এর বিশেষ্য পদ হল জটা।

65. ভুল পদ পরিবর্তন
Ans: ভুল পদ একটি বিশেষ্য পদ, এর বিশেষন পদ হল  ।

66. রাগ পদ পরিবর্তন
Ans: রাগ পদ একটি বিশেষ্য পদ, এর বিশেষন পদ হল রাগী।

67. দিন এর পদ পরিবর্তন
Ans: দিন একটি বিশেষ্য পদ, এর বিশেষন পদ হল দৈনিক।

68. প্রাণ পদ পরিবর্তন
Ans: প্রাণ একটি বিশেষ্য পদ, এর বিশেষন পদ হল প্রাণময়।

69. পোশাক পদ পরিবর্তন
Ans: পোশাক একটি বিশেষ্য পদ, এর বিশেষন পদ হল পোশাকী।

70. দীর্ঘ পদ পরিবর্তন
Ans: দীর্ঘ পদ একটি বিশেষন পদ, এর বিশেষ্য পদ হল দৈর্ঘ্য।

71. মানুষ পদ পরিবর্তন
Ans: মানুষ একটি বিশেষ্য পদ, এর বিশেষন পদ হল মানসিক।

72. মধুর পদ পরিবর্তন
Ans: মধুর একটি বিশেষ্য পদ, এর বিশেষন পদ হল মাধুর্য।

73. পদ পরিবর্তন করো দিন
Ans: দিন একটি বিশেষ্য পদ, এর বিশেষন পদ হল দৈনিক।

74. পদ পরিবর্তন গেছো
Ans: গেছো পদ একটি বিশেষন পদ, এর বিশেষ্য পদ হল গাছ।

75. রাখাল পদ পরিবর্তন
Ans: রাখাল একটি বিশেষ্য পদ, এর বিশেষন পদ হল রাখালিয়া।

76. আদর পদ পরিবর্তন
Ans: আদর একটি বিশেষ্য পদ, এর বিশেষন পদ হল আদুরে।

77. লোভ পদ পরিবর্তন
Ans: লোভ একটি বিশেষ্য পদ, এর বিশেষন পদ হল লোভী।

78. ঘুম পদ পরিবর্তন
Ans: ঘুম একটি বিশেষ্য পদ, এর বিশেষন পদ হল ঘুমন্ত।

79. পদ পরিবর্তন আলো
Ans: আলো একটি বিশেষ্য পদ, এর বিশেষন পদ হল আলোকিত।

80. দূর পদ পরিবর্তন
Ans: দূর পদ একটি বিশেষন পদ, এর বিশেষ্য পদ হল দূরত্ব।

81. আবিষ্কার পদ পরিবর্তন
Ans: আবিষ্কার একটি বিশেষ্য পদ, এর বিশেষন পদ হল আবিষ্কৃত।

82. ফুলের পদ পরিবর্তন
Ans: ফুল একটি বিশেষ্য পদ, এর বিশেষন পদ হল ফুলেল।

83. বিরাট পদ পরিবর্তন
Ans: বিরাট পদ একটি বিশেষন পদ, এর বিশেষ্য পদ হল বিরাটত্ব।

84. স্নেহ পদ পরিবর্তন
Ans: স্নেহ একটি বিশেষ্য পদ, এর বিশেষন পদ হল স্নিগ্ধ।

85. পদ পরিবর্তন করো লজ্জা
Ans: লজ্জা একটি বিশেষ্য পদ, এর বিশেষন পদ হল লজ্জিত।

86. সংগ্রহ পদ পরিবর্তন
Ans: সংগ্রহ একটি বিশেষ্য পদ, এর বিশেষন পদ হল সংগৃহিত।

87. পদ পরিবর্তন জল
Ans: জল একটি বিশেষ্য পদ, এর বিশেষন পদ হল জলীয়।

88. জীবন পদ পরিবর্তন
Ans: জীবন একটি বিশেষ্য পদ, এর বিশেষন পদ হল জীবিত।

89. সন্ধান পদ পরিবর্তন
Ans: সন্ধান একটি বিশেষ্য পদ, এর বিশেষন পদ হল সান্ধ্য।

90. আশ্রয় পদ পরিবর্তন
Ans: আশ্রয় একটি বিশেষ্য পদ, এর বিশেষন পদ হল আশ্রিত।

91. পদ পরিবর্তন মাটি
Ans: মাটি একটি বিশেষ্য পদ, এর বিশেষন পদ হল মেটে।

92. অত্যাচার পদ পরিবর্তন
Ans: অত্যাচার একটি বিশেষ্য পদ, এর বিশেষন পদ হল অত্যাচারী।

93. ব্যাহত পদ পরিবর্তন
Ans: ব্যাহত পদ একটি বিশেষন পদ, এর বিশেষ্য পদ হল ব্যাঘাত।

94. বিখ্যাত পদ পরিবর্তন
Ans: বিখ্যাত পদ একটি বিশেষন পদ, এর বিশেষ্য পদ হল ।

95. কিশোর পদ পরিবর্তন
Ans: কিশোর পদ একটি বিশেষন পদ, এর বিশেষ্য পদ হল কৈশোর।

96. আদর এর পদ পরিবর্তন কি হবে
Ans: আদর একটি বিশেষ্য পদ, এর বিশেষন পদ হল আদুরে।

97. ব্যাথা পদ পরিবর্তন
Ans: ব্যাথা একটি বিশেষ্য পদ, এর বিশেষন পদ হল বেদনা।

98. মিথ্যা পদ পরিবর্তন
Ans: মিথ্যা পদ একটি বিশেষন পদ, এর বিশেষ্য পদ হল মিছা।

99. বিদ্যা পদ পরিবর্তন
Ans: বিদ্যা একটি বিশেষ্য পদ, এর বিশেষন পদ হল বিদ্যানুরাগী।

100. শ্যামল এর পদ পরিবর্তন
Ans: শ্যামল পদ একটি বিশেষন পদ, এর বিশেষ্য পদ হল শ্যামলী।






আরো পড়ুন:
জ্ঞানপীঠ পুরস্কার প্রাপকদের তালিকা PDF (১৯৬৫ – ২০২২ )
সাহিত্য একাডেমি পুরস্কার 2022 PDF
বিভিন্ন পুরস্কার ও তার ক্ষেত্র তালিকা PDF
রাজ্যভিত্তিক ভারতের তাপবিদ্যুৎ কেন্দ্র তালিকা PDF
ভারতের জলবিদ্যুৎ কেন্দ্র তালিকা PDF
ভারতীয় সংবিধানের বিভিন্ন উৎস PDF
ভারতের বিভিন্ন ব্যাঙ্কের প্রতিষ্ঠা সাল ও সদর দপ্তর PDF
পরিবেশ সংক্রান্ত দিবস সমূহ তালিকা PDF
পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান
ভারতের রাষ্ট্রপতির তালিকা PDF
ভারতের উপরাষ্ট্রপতির তালিকা PDF
বর্তমানে কে কোন পদে আছেন 2023 PDF
কে কোন রাজ্যের খেলোয়াড় তালিকা PDF




পদ পরিবর্তন তালিকা PDF

File Details:
PDF Name : পদ পরিবর্তন তালিকা PDF
Language: Bengali
Size: 210 KB
No. of Pages: 30
Download Link: Click Here To Download



Share your love

Leave a Reply