জানা অজানা সাধারণ জ্ঞান MCQ -1

টেলিগ্রামে যুক্ত হোন

known-unknown-general-knowledge-mcq-1

আজকে, জানা অজানা সাধারণ জ্ঞান নিয়ে আমরা আলোচনা করবো।জানা অজানা সাধারণ জ্ঞানের প্রশ্ন উত্তরগুলি আপনাদের সামনে সুন্দর ভাবে তুলে ধরা হল।সাধারণ জ্ঞানের এই প্রশ্ন উত্তর গুলি বিভিন্ন প্রতিযোগিতামূলক এসে থাকে। আশা করি পোস্টটি পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে।


See Also:
বাংলাদেশের প্রধানমন্ত্রীর তালিকা PDF
ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলসমূহ
ভারতের প্রধানমন্ত্রী তালিকা PDF
ভারতের অভয়ারণ্য তালিকা PDF
207+ বাগধারা তালিকা PDF
পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান
ভারতের রাষ্ট্রপতির তালিকা PDF
ভারতের উপরাষ্ট্রপতির তালিকা PDF
বর্তমানে কে কোন পদে আছেন 2023 PDF
কে কোন রাজ্যের খেলোয়াড় তালিকা PDF


জানা অজানা সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তরঃ

1. পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপালের নাম কী?
Ans: সিভি আনন্দ বোস

2. মালয়েশিয়ার রাজধানীর নাম কী?
Ans: কুয়ালালামপুর

3. আয়ারল্যান্ডের রাজধানীর নাম কী?
Ans: ডাবলিং

4. কলকাতা কোন নদীর তীরে অবস্থিত?
Ans: হুগলি নদী

5. কোলকাতার এলগিন রোডের উপর ভারতের কোন মহাপুরুষের বাড়ি অবস্থিত?
Ans: নেতাজী সুভাষ চন্দ্র বসুর পৈতৃক

6. কলকাতা শহর কবে প্রতিষ্ঠিত হয়েছিল?
Ans: ১৬৯০ সালে

7. কলকাতার মেয়র এর নাম কী?
Ans: ফিরাদ হাকিম

8. জলদাপাড়া জঙ্গলটি পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত?
Ans: পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলায়

9. কোন জাতীয় উদ্যান টি একশৃঙ্গ গন্ডার এর জন্য বিখ্যাত?
Ans: কাজিরাঙা জাতীয় উদ্যান

10. মরক্কোর রাজধানীর নাম কী?
Ans: রাবাত

11. কলকাতা জাহাজ বন্দরের নাম কী?
Ans: খিদিরপুর

12. ভারতের রাজধানী কোথায়?
Ans: দিল্লি

13. কলকাতা চিড়িয়াঘরের নাম কী?
Ans: আলিপুর চিড়িয়াখানা

14. বাংলা ভাষা দিবস কবে?
Ans: ২১ ফেব্রুয়ারি

15. সিটি অফ জয় কোন শহরকে বলা হয়ে থাকে?
Ans: কলকাতাকে


See Also:
জ্ঞানপীঠ পুরস্কার প্রাপকদের তালিকা PDF (১৯৬৫ – ২০২২ )
সাহিত্য একাডেমি পুরস্কার 2022 PDF
বিভিন্ন পুরস্কার ও তার ক্ষেত্র তালিকা PDF
রাজ্যভিত্তিক ভারতের তাপবিদ্যুৎ কেন্দ্র তালিকা PDF
ভারতের জলবিদ্যুৎ কেন্দ্র তালিকা PDF
ভারতীয় সংবিধানের বিভিন্ন উৎস PDF
ভারতের বিভিন্ন ব্যাঙ্কের প্রতিষ্ঠা সাল ও সদর দপ্তর PDF
পরিবেশ সংক্রান্ত দিবস সমূহ তালিকা PDF


16. পশ্চিমবঙ্গের ডায়মন্ড হারবার শহরটি কোন নদীর তীরে অবস্থিত?
Ans: হুগলি নদী

17. বেলুড় মঠ কে প্রতিষ্টা করেছিলেন?
Ans: স্বামী বিবেকানন্দ

18. ইডেন গার্ডেনের পূর্ব নাম কী ছিল?
Ans: অকল্যান্ড সার্কাস গার্ডেন

19. কৃষ্ণনগর কোন নদীর তীরে অবস্থিত?
Ans: জলঙ্গী

20. ভারতের রাজধানী কোথায়?
Ans: নতুন দিল্লি

21. ভারতে গোলাপি শহর কোনটি?
Ans: জয়পুর

22. সুভাষ চন্দ্র বোস কত সালে কলকাতা পৌরসভার মেয়র ছিলেন?
Ans: ১৯৩০ সালে

23. বাংলা ভাষা দিবস কবে কবে পালিত হয় ?
Ans: ২১শে ফেব্রুয়ারি

24. কলকাতা বিশ্ববিদ্যালয় কবে এবং কে প্রতিষ্ঠাতা করেন?
Ans: ১৮৫৭ সালের ২৪ জানুয়ারি ভারতের গভর্নর জেনারেল লর্ড ক্যানিং

25. সম্রাট অশোকের রাজধানীর নাম কী?
Ans: পাটলিপুত্র

26. পশ্চিমবঙ্গের নামকরণ কবে হয়েছিল?
Ans: ১৯৪৭ সালে

27. রবীন্দ্র সেতু কত সালে তৈরি হয়?
Ans: ১৮৭৪ সালে

28. কলকাতার প্রথম ফুটবল ক্লাব-এর নাম কী?
Ans: মোহনবাগান স্পোর্টিং ক্লাব

29. হুগলি সেতুর অপর নাম কি?
Ans: রবীন্দ্র সেতু

30. বাংলাদেশের রাজধানী কোথায়?
Ans: ঢাকা


See Also:
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরদের তালিকা PDF
ভারতের অর্থ কমিশন ও তার চেয়ারম্যান তালিকা PDF
প্রাচীন ভারতের মুদ্রার নাম তালিকা PDF
অশোকের শিলালিপি তালিকা PDF
বিভিন্ন ধর্ম ও মতবাদের প্রতিষ্ঠাতা তালিকা PDF
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তালিকা PDF
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তালিকা PDF
কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তালিকা PDF
পৃথিবীর বিখ্যাত শিল্প সমৃদ্ধ দেশসমূহ তালিকা PDF
ভারতের অধিক জনসংখ্যা যুক্ত শহরের তালিকা PDF
ভারতের শীর্ষ দশ বৃহত্তম হ্রদ তালিকা PDF

Share your love

Leave a Reply