ভারতের অর্থ কমিশন ও তার চেয়ারম্যান তালিকা: আজকে আমরা আলোচনা করবো, ভারতের অর্থ কমিশন ও তার চেয়ারম্যান তালিকা নিয়ে।আশা করি সাধারণ জ্ঞানের প্ৰশ্ন উত্তর গুলি আপনাদের বিভিন্ন সরকারি ও বেসরকারি পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে।
ভারতের অর্থ কমিশন ও তার চেয়ারম্যান তালিকা:
অর্থ কমিশন | প্রতিষ্ঠাকাল | চেয়ারম্যান | কার্যকাল |
---|---|---|---|
১ | ১৯৫১ | কে. সি. নিয়োগী | ১৯৫২-৫৭ |
২ | ১৯৫৬ | কে. সান্থানাম | ১৯৫৭-৬২ |
৩ | ১৯৬০ | এ. কে. চন্দ | ১৯৬২-৬৬ |
৪ | ১৯৬৪ | পি. ভি. রাজমান্নার | ১৯৬৬-৬৯ |
৫ | ১৯৬৮ | মহাবীর ত্যাগী | ১৯৬৯-৭৪ |
৬ | ১৯৭২ | কে. ব্রহ্মানন্দ রেড্ডি | ১৯৭৪-৭৯ |
৭ | ১৯৭৭ | জে. এম. শেলাত | ১৯৭৯-৮৪ |
৮ | ১৯৮৩ | ওয়াই বি চবন | ১৯৮৪-৮৯ |
৯ | ১৯৮৭ | এন. কে. পি. সালভে | ১৯৮৯-৯৫ |
১০ | ১৯৯২ | কে. সি. পান্থ | ১৯৯৫-২০০০ |
১১ | ১৯৯৮ | এ. এম. খুশরো | ২০০০-০৫ |
১২ | ২০০২ | সি. রঙ্গরাজন | ২০০৫-১০ |
১৩ | ২০০৭ | ড. বিজয় এল. কেলকর | ২০১০-১৫ |
১৪ | ২০১৩ | ড. ওয়াই. ভি. রেড্ডি | ২০১৫-২০ |
১৫ | ২০১৭ | এন. কে. সিং | ২০২০-২৫ |
ভারতের অর্থ কমিশন সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরঃ
1. কেন্দ্র-রাজ্য আর্থিক সম্পর্কগুলি কে নির্ধারণ করে?
Ans: অর্থ কমিশন
2. কোন অনুচ্ছেদে অর্থ কমিশনের কথা বলা হয়েছে?
Ans: ধারা 280
3. পঞ্চায়েতের আর্থিক অবস্থা পর্যালোচনা করার জন্য অর্থ কমিশন গঠনের জন্য কে অনুমোদিত?
Ans: রাজ্যের রাজ্যপাল
4. অর্থ কমিশন কতদিন অন্তর গঠিত হয়?
Ans: পাঁচ বছরে একবার
4. ভারত সরকার কত সালে যোজনা কমিশন গঠন করেছিল?
Ans: 1950
5. রাজ্য অর্থ কমিশন একটি কীরূপ সংস্থা?
Ans: সাংবিধানিক সংস্থা
6. ভারতীয় সংবিধানের ধারা 280 দ্বারা নিম্নলিখিত কোনটি প্রতিষ্ঠিত হয়েছে?
Ans: অর্থ কমিশন
7. ভারতের প্রথম অর্থ কমিশন কোন বছরে স্থাপিত হয়েছিল?
Ans: 1951
8. সরকারি ব্যয়ের নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ কোনটি?
Ans: অর্থ কমিশন
9. ভারতের প্রথম অর্থ কমিশনের চেয়ারম্যান কে ছিলেন?
Ans: কে.সি নিয়োগী
10. অর্থ কমিশনের সভাপতিকে কে নিয়োগ করেন ?
Ans: রাষ্ট্রপতি
11. অর্থ কমিশনের মেয়াদ কত বছর?
Ans: পাঁচ বছর
12. অর্থ কমিশন কে গঠন করেন?
Ans: অর্থ কমিশন 1951 সালে ডঃ বি. আর আম্বেদকর, তৎকালীন আইনমন্ত্রী দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল
13. অর্থ কমিশনের কাজ কি?
Ans: কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে একটি সুস্থ আর্থিক এবং সহায়ক সম্পর্ক স্থাপন করা
14. বর্তমান অর্থ কমিশনের চেয়ারম্যান কে?
Ans: শ্রী এন. কে. সিং
15. অর্থ কমিশনের চেয়ারম্যান কে নিযুক্ত করেন?
Ans: রাষ্ট্রপতি
See Also:
> সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তালিকা
> পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তালিকা
> কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তালিকা
> ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরদের তালিকা
> ভারতের বিভিন্ন ব্যাঙ্কের প্রতিষ্ঠা সাল ও সদর দপ্তর
এই পোস্টটি লেখার জন্য কিছু বই এর সাহায্য নেওয়া হয়েছে। পোস্টটিতে কোনো রকম ভুল থাকলে অথবা আপনার কোনো মতামত থাকলে আমাদের সাথে [email protected] যোগাযোগ করুন।আশা করি এই পোস্টটি ভালো লেগেছে। পোস্টটি ভালো লাগলে কমেন্ট এ জানাবেন এবং সবার সাথে শেয়ার করবেন।