ভারতের বিভিন্ন ব্যাঙ্কের প্রতিষ্ঠা সাল ও সদর দপ্তর

টেলিগ্রামে যুক্ত হোন

List-of-various-banks-in-india-with-year-of-establishment-and-headquarters

ভারতের বিভিন্ন ব্যাঙ্কের প্রতিষ্ঠা সাল ও সদর দপ্তর তালিকা: আজকে আমরা আলোচনা করবো বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংকের প্রতিষ্ঠা দিবস ও সদর দপ্তর নিয়ে।আশা করি সাধারণ জ্ঞানের প্ৰশ্ন উত্তর গুলি আপনাদের বিভিন্ন সরকারি ও বেসরকারি পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে।

ভারতের বিভিন্ন ব্যাঙ্কের প্রতিষ্ঠা সাল ও সদর দপ্তর তালিকা

ব্যাঙ্ক প্রতিষ্ঠা সাল সদর দপ্তর
Axis Bank 1993 মুম্বাই
Bank of Baroda 20 July, 1908 ভাদোদরা
Bandhan Bank 2015 কলকাতা
Bank of India 7 Sep, 1906 মুম্বাই
Central Bank of India 21 Dec, 1911 মুম্বাই
Canara Bank 1 July, 1906 বেঙ্গালুরু
Equitas Small Finance Bank 2007 চেন্নাই
HDFC Bank 1994 মুম্বাই
ICICI Bank 1994 ভাদোদরা
IDBI Bank 1964 মুম্বাই
IDFC FIRST Bank 2015 মুম্বাই
Indian Overseas Bank 10 Feb, 1937 চেন্নাই
IndusInd Bank 1994 মুম্বাই
Punjab National Bank 19 May, 1894 নিউ দিল্লি
J&K Bank 1 Oct,1938 শ্রীনগর
Kotak Mahindra Bank 2003 মুম্বাই
Yes Bank 2004 মুম্বাই
RBL Bank 1943 মুম্বাই
UCO Bank 1943 কলকাতা
SBI 1955 মুম্বাই
Allahabad Bank 1865 কলকাতা

ভারতের বিভিন্ন ব্যাঙ্কের প্রতিষ্ঠা সাল ও সদর দপ্তর প্ৰশ্ন উত্তর

1. কোন বছরে ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রাষ্ট্রীয় মালিকানায় উত্তীর্ণ হওয়ার পরে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তৈরি হয়েছিল?
a. 1947
b. 1965
c. 1955
d. 1950
Ans: c

2. এলাহাবাদ ব্যাঙ্কের সদর দপ্তর কোথায় অবস্থিত?
a. কলকাতা
b. প্রয়াগরাজ
c. নতুন দিল্লি
d. লখনউ
Ans: a

3. ভারতের প্রাচীনতম সরকারি খাতের ব্যাঙ্ক কোনটি?
a. পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক
b. এলাহাবাদ ব্যাঙ্ক
c. ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র
d. ওরিয়েন্টাল ব্যাংক অফ কমার্স
Ans: b

4. এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত?
a. ভারত
b. চীন
c. ফিলিপিন্স
d. জাপান
Ans: c

5. 1969 সালে ভারতে কতগুলি ব্যাঙ্ক জাতীয়করণ করা হয়েছিল?
a. 8
b. 10
c. 12
d. 14
Ans: d

6. 2022 সালের 1 জুলাই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, SBI কততম প্রতিষ্ঠা দিবস পালন করছে?
a. 64
b. 65
c. 66
d. 67
Ans: d

7. প্রফেশনাল ওয়েলথ ম্যানেজমেন্ট (PWM) দ্বারা আয়োজিত গ্লোবাল প্রাইভেট ব্যাঙ্কিং অ্যাওয়ার্ড 2021-এ কোন ব্যাঙ্ককে ভারতের সেরা বেসরকারী ব্যাঙ্ক হিসাবে ঘোষণা করা হয়েছে?
a. HDFC ব্যাঙ্ক
b. ICICI ব্যাঙ্ক
c. Axis ব্যাঙ্ক
d. Yes ব্যাঙ্ক
Ans: a

8. ICICI ব্যাঙ্ক কবে প্রতিষ্ঠিত হয়?
a. 1991
b. 1992
c. 1993
d. 1994
Ans: d

9. Yes ব্যাঙ্ক কবে প্রতিষ্ঠিত হয়?
a. 2002
b. 2004
c. 2006
d. 2007
Ans: b

10. Bandhan Bank কবে প্রতিষ্ঠিত হয়?
a. 2015
b. 2010
c. 2009
d. 2008
Ans: a

11. SBI কবে প্রতিষ্ঠিত হয়?
a. 1950
b. 1940
c. 1955
d. 1945
Ans: c


See Also:
> সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তালিকা
> পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তালিকা
> কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তালিকা
> ভারতের অর্থ কমিশন ও তার চেয়ারম্যান তালিকা
> ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরদের তালিকা


এই পোস্টটি লেখার জন্য কিছু বই এর সাহায্য নেওয়া হয়েছে। পোস্টটিতে কোনো রকম ভুল থাকলে অথবা আপনার কোনো মতামত থাকলে আমাদের সাথে contact@netstudy.in যোগাযোগ করুন।আশা করি এই পোস্টটি ভালো লেগেছে। পোস্টটি ভালো লাগলে কমেন্ট এ জানাবেন এবং সবার সাথে শেয়ার করবেন।

Share your love

Leave a Reply