ঐতিহাসিক ব্যক্তিদের সমাধিস্থল তালিকা: আজকে আমরা আলোচনা করবো, ঐতিহাসিক ব্যক্তিদের সমাধিস্থল তালিকা নিয়ে। আশা করি, সাধারণ জ্ঞানের প্ৰশ্ন উত্তর গুলি আপনাদের বিভিন্ন সরকারি ও বেসরকারি পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে।
Table Of Contents
ঐতিহাসিক ব্যক্তিদের সমাধিস্থল
ব্যক্তির নাম | সমাধিস্থল | রাজ্য/দেশ |
---|---|---|
আকবর | সিকান্দার | উত্তর প্রদেশ |
হুমায়ুন | দিল্লি | দিল্লি |
ওয়ারেন হেস্টিংস | কলকাতা | পশ্চিমবঙ্গ |
নুরজাহান | সহোদরা বাগ | পাকিস্তান |
বাবর | কাবুল | আফগানিস্তান |
বাহাদুর শাহ জাফর | রেঙ্গুন | মায়ানমার |
মমতাজ, শাহজাহান | আগ্রা (তাজমহল) |
উত্তর প্রদেশ |
ঔরঙ্গজেব | খুলদাবাদ, ঔরঙ্গাবাদ |
উত্তর প্রদেশ |
ইতমাদ-উদ-দ্দৌলা | দিল্লি | দিল্লি |
গিয়াসউদ্দিন তুঘলক | দিল্লি | দিল্লি |
জব চার্নক | কলকাতা | পশ্চিমবঙ্গ |
মীরজাফর | মুর্শিদাবাদ | পশ্চিমবঙ্গ |
সিরাজদ্দৌলা | মুর্শিদাবাদ | পশ্চিমবঙ্গ |
হুসেন শাহ | পান্ডুয়া | পশ্চিমবঙ্গ |
তানসেন | গোয়ালিয়র | মধ্যপ্রদেশ |
মহম্মদ আদিল শাহ | বিজাপুর | কর্নাটক |
রানী লক্ষ্মীবাই | গোয়ালিয়র | মধ্যপ্রদেশ |
শেরশাহ | সাসারাম | বিহার |
মীরকাশিম | মুঙ্গের | বিহার |
জাহাঙ্গীর | লাহোর | পাকিস্তান |
ঐতিহাসিক ব্যক্তিদের সমাধিস্থল সংক্রান্ত প্রশ্ন উত্তরঃ
প্রশ্নঃ আকবরের সমাধীস্থল কোথায় অবস্থিত ?
উত্তরঃ উত্তর প্রদেশের আগ্রার শহরতলী সিকান্দ্রাতে অবস্থিত।
প্রশ্নঃ মমতাজের সমাধীস্থল কোথায় অবস্থিত ?
উত্তরঃ উত্তর প্রদেশের আগ্রার শহরতলী তাজমহলে অবস্থিত।
প্রশ্নঃ শাহজাহানের সমাধীস্থল কোথায় অবস্থিত ?
উত্তরঃ উত্তর প্রদেশের আগ্রার শহরতলী তাজমহলে অবস্থিত।
প্রশ্নঃ ঔরঙ্গজেবের সমাধীস্থল কোথায় অবস্থিত ?
উত্তরঃ উত্তর প্রদেশের ঔরঙ্গাবাদে অবস্থিত।
প্রশ্নঃ ইতমাদ-উদ-দ্দৌলার সমাধীস্থল কোথায় অবস্থিত ?
উত্তরঃ দিল্লিতে অবস্থিত।
প্রশ্নঃ গিয়াসউদ্দিন তুঘলকের সমাধীস্থল কোথায় অবস্থিত ?
উত্তরঃ দিল্লিতে অবস্থিত।
প্রশ্নঃ হুমায়ুনের সমাধীস্থল কোথায় অবস্থিত ?
উত্তরঃ দিল্লিতে অবস্থিত।
প্রশ্নঃ ওয়ারেন হেস্টিংস – এর সমাধীস্থল কোথায় অবস্থিত ?
উত্তরঃ কলকাতাতে অবস্থিত।
প্রশ্নঃ জব চার্নকের সমাধীস্থল কোথায় অবস্থিত ?
উত্তরঃ কলকাতাতে অবস্থিত।
প্রশ্নঃ মীরজাফরের সমাধীস্থল কোথায় অবস্থিত ?
উত্তরঃ মুর্শিদাবাদ অবস্থিত।
প্রশ্নঃ সিরাজদ্দৌলার সমাধীস্থল কোথায় অবস্থিত ?
উত্তরঃ মুর্শিদাবাদ অবস্থিত।
প্রশ্নঃ হুসেন শাহের সমাধীস্থল কোথায় অবস্থিত ?
উত্তরঃ পান্ডুয়াতে অবস্থিত।
প্রশ্নঃ তানসেনের সমাধীস্থল কোথায় অবস্থিত ?
উত্তরঃ মধ্যপ্রদেশের গোয়ালিয়র অবস্থিত।
প্রশ্নঃ মহম্মদ আদিল শাহের সমাধীস্থল কোথায় অবস্থিত ?
উত্তরঃ কর্ণাটকের বিজাপুরে অবস্থিত।
প্রশ্নঃ রানী লক্ষ্মীবাইর সমাধীস্থল কোথায় অবস্থিত ?
উত্তরঃ মধ্যপ্রদেশের গোয়ালিয়রে অবস্থিত।
প্রশ্নঃ শেরশাহের সমাধীস্থল কোথায় অবস্থিত ?
উত্তরঃ বিহারের সাসারামে অবস্থিত।
প্রশ্নঃ মিরকাশিমের সমাধীস্থল কোথায় অবস্থিত ?
উত্তরঃ বিহারের মুঙ্গের অবস্থিত।
প্রশ্নঃ নুরজাহানের সমাধীস্থল কোথায় অবস্থিত ?
উত্তরঃ পাকিস্তানের সহোদরা বাগে অবস্থিত।
প্রশ্নঃ বাবরের সমাধীস্থল কোথায় অবস্থিত ?
উত্তরঃ আফগানিস্তানের কাবুলে অবস্থিত।
প্রশ্নঃ বাহাদুর শাহ জাফরের সমাধীস্থল কোথায় অবস্থিত ?
উত্তরঃ মায়ানমারের রেঙ্গুনে অবস্থিত।
ঐতিহাসিক ব্যক্তিদের সমাধিস্থল তালিকা PDF
File Details:
PDF Name : ঐতিহাসিক ব্যক্তিদের সমাধিস্থল তালিকা PDF
Language: Bengali
Size: 49KB
No. of Pages: 02
Download Link: Click Here To Download