বিখ্যাত ব্যক্তিদের সমাধিস্থল তালিকা: আজকে আমরা আলোচনা করবো, বিখ্যাত ব্যক্তিদের সমাধিস্থল তালিকা নিয়ে। আশা করি, সাধারণ জ্ঞানের প্ৰশ্ন উত্তর গুলি আপনাদের বিভিন্ন সরকারি ও বেসরকারি পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে।
Table Of Contents
বিখ্যাত ব্যক্তিদের সমাধিস্থল তালিকা
ব্যক্তিবর্গ | সমাধিস্থল |
---|---|
রবীন্দ্রনাথ ঠাকুর | নিমতলা ঘাট |
এ.পি.জে আব্দুল কালাম | রামেশ্বরম |
মহাত্মা গান্ধী | রাজঘাট |
রাজা রামমোহন রায় | বিস্টল (ইংল্যান্ড) |
ড. রাজেন্দ্র প্রসাদ | মহাপ্রয়ান ঘাট |
বি. আর. আম্বেদকর | চৈত্যভূমি |
জওহরলাল নেহেরু | শান্তিবন |
ইন্দিরা গান্ধী | শক্তিস্থল |
অটল বিহারী বাজপেয়ী | স্মৃতিস্থল |
রাজীব গান্ধী | বীরভূমি |
লাল বাহাদুর শাস্ত্রী | বিজয় ঘাট |
মোরারজী দেশাই | অভয় ঘাট |
চরণ সিং | কিষান ঘাট |
গুলজারিলাল নন্দ | নারায়ণ ঘাট |
চন্দ্রশেখর | ঐকতাস্থল |
নানাসাহেব | মরভি (মহারাষ্ট্র) |
আলেকজান্ডার | মিশর |
শাহজাহান ও মমতাজ | তাজমহল (আগ্রা) |
শেরশাহ | সাসারাম (বিহার) |
হুমায়ুন | দিল্লি |
দিল্লি | কাবুল |
জাহাঙ্গীর | লাহোর |
আকবর | সেকেন্দ্রা (আগ্রা) |
জগজীবন রাম | সমতাস্থল |
আর. কে. নারায়ণ | উদয়্ভূমি |
সুচিত্রা সেন | কেওড়াতলা |
উত্তমকুমার | কলকাতা |
সুষমা স্বরাজ | দিল্লির লোধী |
বিখ্যাত ব্যক্তিদের সমাধিস্থল সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তরঃ
প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধিস্থল কোথায় ?
উত্তরঃ নিমতলা ঘাট রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধিস্থল।
প্রশ্নঃ রাজা রামমোহন রায়ের সমাধিস্থল কোথায় ?
উত্তরঃ বিস্টল (ইংল্যান্ডে) রাজা রামমোহন রায়ের সমাধিস্থল।
প্রশ্নঃ মহাত্মা গান্ধীর সমাধিস্থল কোথায় ?
উত্তরঃ রাজঘাট মহাত্মা গান্ধীর সমাধিস্থল।
প্রশ্নঃ এ.পি.জে আব্দুল কালামের সমাধিস্থল কোথায় ?
উত্তরঃ রামেশ্বরমে এ.পি.জে আব্দুল কালামের সমাধিস্থল।
প্রশ্নঃ ড. রাজেন্দ্র প্রসাদের সমাধিস্থল কোথায় ?
উত্তরঃ মহাপ্রয়ান ঘাটে ড. রাজেন্দ্র প্রসাদের সমাধিস্থল।
প্রশ্নঃ বি. আর. আম্বেদকরের সমাধিস্থল কোথায় ?
উত্তরঃ চৈত্যভূমি বি. আর. আম্বেদকরের সমাধিস্থল।
প্রশ্নঃ জওহরলাল নেহেরুর সমাধিস্থল কোথায় ?
উত্তরঃ শান্তিবন জওহরলাল নেহেরুর সমাধিস্থল।
প্রশ্নঃ ইন্দিরা গান্ধীর সমাধিস্থল কোথায় ?
উত্তরঃ শক্তিস্থল ইন্দিরা গান্ধীর সমাধিস্থল।
প্রশ্নঃ অটল বিহারী বাজপেয়ীর সমাধিস্থল কোথায় ?
উত্তরঃ স্মৃতিস্থল অটল বিহারী বাজপেয়ীর সমাধিস্থল।
প্রশ্নঃ রাজীব গান্ধীর সমাধিস্থল কোথায় ?
উত্তরঃ বীরভূমি রাজীব গান্ধীর সমাধিস্থল সমাধিস্থল।
প্রশ্নঃ লাল বাহাদুর শাস্ত্রীর সমাধিস্থল কোথায় ?
উত্তরঃ বিজয় ঘাট লাল বাহাদুর শাস্ত্রীর সমাধিস্থল।
প্রশ্নঃ মোরারজী দেশাইর সমাধিস্থল কোথায় ?
উত্তরঃ অভয় ঘাট মোরারজী দেশাইর সমাধিস্থল।
প্রশ্নঃ চরণ সিং – এর সমাধিস্থল কোথায় ?
উত্তরঃ কিষান ঘাট চরণ সিং – এর সমাধিস্থল।
প্রশ্নঃ গুলজারিলাল নন্দের সমাধিস্থল কোথায় ?
উত্তরঃ নারায়ণ ঘাট গুলজারিলাল নন্দের সমাধিস্থল।
প্রশ্নঃ চন্দ্রশেখরের সমাধিস্থল কোথায় ?
উত্তরঃ ঐকতাস্থল চন্দ্রশেখরের সমাধিস্থল।
প্রশ্নঃ নানাসাহেবের সমাধিস্থল কোথায় ?
উত্তরঃ মরভি (মহারাষ্ট্রে) নানাসাহেবের সমাধিস্থল।
প্রশ্নঃ আলেকজান্ডারের সমাধিস্থল কোথায় ?
উত্তরঃ মিশর আলেকজান্ডারের সমাধিস্থল।
প্রশ্নঃ শাহজাহান ও মমতাজের সমাধিস্থল কোথায় ?
উত্তরঃ আগ্রার তাজমহলে শাহজাহান ও মমতাজের সমাধিস্থল।
প্রশ্নঃ শেরশাহের সমাধিস্থল কোথায় ?
উত্তরঃ বিহারের সাসারামে শেরশাহের সমাধিস্থল।
প্রশ্নঃ হুমায়ুনের সমাধিস্থল কোথায় ?
উত্তরঃ দিল্লিতে হুমায়ুনের সমাধিস্থল।
প্রশ্নঃ বাবরের সমাধিস্থল কোথায় ?
উত্তরঃ কাবুলে বাবরের সমাধিস্থল।
প্রশ্নঃ জাহাঙ্গীরের সমাধিস্থল কোথায় ?
উত্তরঃ লাহোরে জাহাঙ্গীরের সমাধিস্থল।
প্রশ্নঃ আকবরের সমাধিস্থল কোথায় ?
উত্তরঃ আগ্রার সেকেন্দ্রাতে আকবরের সমাধিস্থল।
প্রশ্নঃ জগজীবন রামের সমাধিস্থল কোথায় ?
উত্তরঃ সমতাস্থলে জগজীবন রামের সমাধিস্থল।
প্রশ্নঃ আর. কে. নারায়ণের সমাধিস্থল কোথায় ?
উত্তরঃ উদয়্ভূমিতে আর. কে. নারায়ণের সমাধিস্থল।
প্রশ্নঃ সুচিত্রা সেনের সমাধিস্থল কোথায় ?
উত্তরঃ কেওড়াতলাতে সুচিত্রা সেনের সমাধিস্থল।
প্রশ্নঃ উত্তমকুমারের সমাধিস্থল কোথায় ?
উত্তরঃ কলকাতাতে উত্তমকুমারের সমাধিস্থল।
প্রশ্নঃ উত্তমকুমারের সমাধিস্থল কোথায় ?
উত্তরঃ কলকাতাতে উত্তমকুমারের সমাধিস্থল।
প্রশ্নঃ সুষমা স্বরাজের সমাধিস্থল কোথায় ?
উত্তরঃ দিল্লির লোধীতে সুষমা স্বরাজের সমাধিস্থল।
বিখ্যাত ব্যক্তিদের সমাধিস্থল তালিকা PDF
File Details:
PDF Name : বিখ্যাত ব্যক্তিদের সমাধিস্থল তালিকা PDF
Language: Bengali
Size: 47 KB
No. of Pages: 02
Download Link: Click Here To Download