ভারতের সমুদ্র বন্দর সমূহ তালিকা PDF | Major Ports in India

টেলিগ্রামে যুক্ত হোন

major-ports-in-india-pdf

ভারতের সমুদ্র বন্দর সমূহ তালিকা: আজকে আমরা আলোচনা করবো, ভারতের সমুদ্র বন্দর সমূহ তালিকা নিয়ে। আশা করি, সাধারণ জ্ঞানের প্ৰশ্ন উত্তর গুলি আপনাদের বিভিন্ন সরকারি ও বেসরকারি পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে।

ভারতের সমুদ্র বন্দর সমূহ তালিকা

বন্দরের নাম অবস্থান প্রকৃতি
কলকাতা বন্দর কলকাতা,কলকাতা জেলা, পশ্চিমবঙ্গ বৃহৎ নদী ও সমুদ্র বন্দর
হলদিয়া বন্দর হলদিয়া,পূর্ব মেদিনীপুর, পশ্চিমবঙ্গ বৃহৎ নদী ও সমুদ্র বন্দর
পারাদ্বীপ বন্দর পারাদ্বীপ, ওড়িশা সমুদ্র বন্দর
বিশাখাপত্তনম বন্দর বিশাখাপত্তনম, অন্ধ্রপ্রদেশ সমুদ্র বন্দর
এন্নোর বন্দর চেন্নাই, তামিলনাড়ু সমুদ্র বন্দর
চেন্নাই বন্দর চেন্নাই, তামিলনাড়ু সমুদ্র বন্দর
তুতিকোরিন বন্দর তুতিকোরিন, তামিলনাড়ু সমুদ্র বন্দর
কোচি বন্দর কোচি, কেরালা সমুদ্র বন্দর
নিউ ম্যাঙ্গালোর বন্দর ম্যাঙ্গালোর, কর্ণাটক সমুদ্র বন্দর
মারগাঁও বন্দর পানাজি, গোয়া সমুদ্র বন্দর
জহওরলাল নেহেরু বন্দর নবি মুম্বই, মহারাষ্ট্র সমুদ্র বন্দর
মুম্বাই বন্দর মুম্বই, মহারাষ্ট্র সমুদ্র বন্দর
কান্ডালা বন্দর কান্ডালা, গুজরাত সমুদ্র বন্দর

ভারতের সমুদ্র বন্দর সমূহ তালিকা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য:

কলকাতা বন্দর:

  • এটি ভারতের সবচেয়ে প্রচীন বন্দর।
  • ১৮৭০ সালে কলকাতা বন্দর স্থাপিত হয়।
  • এটি পশ্চিমবঙ্গের কলকাতা জেলায় অবস্থিত।
  • এটি বৃহৎ নদী ও সমুদ্র বন্দর।
  • এটি হুগলি নদী / বঙ্গোপসাগর – এর ওপর গঠিত হয়েছে।

হলদিয়া বন্দর:

  • এটি কলকাতা বন্দর কর্তৃপক্ষ এর অধীনস্থ।
  • ১৯৬৭ সালে হলদিয়া বন্দর স্থাপিত হয়।
  • এটি পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত।
  • এটি বৃহৎ নদী ও সমুদ্র বন্দর।
  • এটি হুগলি নদী / বঙ্গোপসাগর – এর ওপর গঠিত হয়েছে।

পারাদ্বীপ বন্দর:

  • ১২ মার্চ ১৯৬৬ সালে পারাদ্বীপ বন্দর স্থাপিত হয়।
  • এটি ওড়িশার পারাদ্বীপে অবস্থিত।
  • এটি একটি সমুদ্র বন্দর।
  • এটি বঙ্গোপসাগর- এর ওপর গঠিত হয়েছে।

বিশাখাপত্তনম বন্দর:

  • ভারতের পূর্ব উপকূলের একমাত্র প্রাকৃতিক পোতাশ্রয় যুক্ত বন্দর।
  • এটি অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে অবস্থিত।
  • এটি একটি সমুদ্র বন্দর।
  • এটি বঙ্গোপসাগর- এর ওপর গঠিত হয়েছে।

এন্নোর বন্দর:

  • এটি তামিলনাড়ুর চেন্নাই -তে অবস্থিত।
  • এটি একটি সমুদ্র বন্দর।
  • এটি বঙ্গোপসাগর- এর ওপর গঠিত হয়েছে।

চেন্নাই বন্দর:

  • এটি তামিলনাড়ুর চেন্নাই -তে অবস্থিত।
  • এটি একটি সমুদ্র বন্দর।
  • এটি বঙ্গোপসাগর- এর ওপর গঠিত হয়েছে।

তুতিকোরিন বন্দর:

  • এটি তামিলনাড়ুর তুতিকোরিনে অবস্থিত।
  • এটি একটি সমুদ্র বন্দর।
  • এটি বঙ্গোপসাগর- এর ওপর গঠিত হয়েছে।

কোচি বন্দর:

  • এটি কেরালার কোচি – তে অবস্থিত।
  • এটি একটি সমুদ্র বন্দর।
  • এটি আরব সাগরের ওপর গঠিত হয়েছে।

নিউ ম্যাঙ্গালোর বন্দর:

  • এটি কর্ণাটকের ম্যাঙ্গালোর – এ অবস্থিত।
  • এটি একটি সমুদ্র বন্দর।
  • এটি আরব সাগরের ওপর গঠিত হয়েছে।

মারগাঁও বন্দর:

  • এটি গোয়ার পানাজি – এ অবস্থিত।
  • এটি একটি সমুদ্র বন্দর।
  • এটি আরব সাগরের ওপর গঠিত হয়েছে।

জহওরলাল নেহেরু বন্দর:

  • ভারতের বৃহত্তম কন্টেইনার বন্দর এবং দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম কন্টেইনার বন্দর
  • এটি মহারাষ্ট্রের নবি মুম্বই – তে অবস্থিত।
  • এটি একটি সমুদ্র বন্দর।
  • এটি আরব সাগরের ওপর গঠিত হয়েছে।

মুম্বাই বন্দর:

  • এটি মহারাষ্ট্রের মুম্বই – তে অবস্থিত।
  • এটি একটি সমুদ্র বন্দর।
  • এটি আরব সাগরের ওপর গঠিত হয়েছে।

কান্ডালা বন্দর:

  • ভারতের বৃহত্তম পণ্যবাহী বন্দর
  • এটি গুজরাতের কান্ডালা – তে অবস্থিত।
  • এটি একটি সমুদ্র বন্দর।
  • এটি কচ্ছ উপসাগরের ওপর গঠিত হয়েছে।

ভারতের সমুদ্র বন্দর সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তরঃ

প্রশ্নঃ কলকাতার পরিপূরক বন্দর কোনটি ?
উত্তরঃ হলদিয়া বন্দর।

প্রশ্নঃ পারাদ্বীপ বন্দর কোথায় অবস্থিত ?
উত্তরঃ এটি মহানদী নদী এবং বঙ্গোপসাগরের মিলনস্থলে অবস্থিত।

প্রশ্নঃ কালিকট বন্দর কোন নদীর তীরে অবস্থিত ?
উত্তরঃ এটি শীতলক্ষ্যা নদীর উপর অবস্থিত।

প্রশ্নঃ মার্মাগাঁও বন্দর কোথায় অবস্থিত ?
উত্তরঃ মারগাঁও বন্দর ভারতের গোয়া রাজ্যের মারগাঁও শহরে অবস্থিত।

প্রশ্নঃ দক্ষিণ ভারতের বৃহত্তম বন্দর কোনটি ?
উত্তরঃ চেন্নাই দক্ষিণ ভারতের বৃহত্তম সমুদ্র বন্দর।

প্রশ্নঃ ভারতের নবীনতম বন্দর কোনটি ?
উত্তরঃ ভারতের নবীনতম বন্দর পোর্ট ব্লেয়ার।

প্রশ্নঃ ভারতের প্রাচীনতম বন্দর কোনটি ?
উত্তরঃ ভারতের প্রাচীনতম বন্দর লোথাল বন্দর।

প্রশ্নঃ ভারতের গভীরতম বন্দর কোনটি ?
উত্তরঃ বিশাখাপত্তনম বন্দর ভারতের গভীরতম বন্দর।

প্রশ্নঃ ভারতের হাইটেক বন্দর কোনটি ?
উত্তরঃ নভসেবা কে ভারতের হাইটেক বন্দর বলা হয়।

প্রশ্নঃ নভসেবা বন্দর কোথায় অবস্থিত ?
উত্তরঃ নভসেবা বন্দর মহারাষ্ট্রের মুম্বাই- তে অবস্থিত।

প্রশ্নঃ ভারতের বৃহত্তম বন্দর কোনটি ?
উত্তরঃ ভারতের বৃহত্তম বন্দর মুম্বাই- তে অবস্থিত।

প্রশ্নঃ ভারতের বৃহত্তম প্রাকৃতিক বন্দর কোনটি ?
উত্তরঃ মুম্বাই হল ভারতের বৃহত্তম প্রাকৃতিক বন্দর।

প্রশ্নঃ ভারতের আধুনিকতম বন্দর কোনটি ?
উত্তরঃ কলকাতা বন্দর ভারতের আধুনিকতম বন্দর।

ভারতের সমুদ্র বন্দর সমূহ তালিকা PDF

File Details:
PDF Name : ভারতের সমুদ্র বন্দর সমূহ তালিকা PDF
Language: Bengali
Size: 50 KB
No. of Pages: 01
Download Link: Click Here To Download

Share your love

Leave a Reply