ভারতের সমুদ্র বন্দর সমূহ তালিকা: আজকে আমরা আলোচনা করবো, ভারতের সমুদ্র বন্দর সমূহ তালিকা নিয়ে। আশা করি, সাধারণ জ্ঞানের প্ৰশ্ন উত্তর গুলি আপনাদের বিভিন্ন সরকারি ও বেসরকারি পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে।
Table Of Contents
ভারতের সমুদ্র বন্দর সমূহ তালিকা
বন্দরের নাম | অবস্থান | প্রকৃতি |
---|---|---|
কলকাতা বন্দর | কলকাতা,কলকাতা জেলা, পশ্চিমবঙ্গ | বৃহৎ নদী ও সমুদ্র বন্দর |
হলদিয়া বন্দর | হলদিয়া,পূর্ব মেদিনীপুর, পশ্চিমবঙ্গ | বৃহৎ নদী ও সমুদ্র বন্দর |
পারাদ্বীপ বন্দর | পারাদ্বীপ, ওড়িশা | সমুদ্র বন্দর |
বিশাখাপত্তনম বন্দর | বিশাখাপত্তনম, অন্ধ্রপ্রদেশ | সমুদ্র বন্দর |
এন্নোর বন্দর | চেন্নাই, তামিলনাড়ু | সমুদ্র বন্দর |
চেন্নাই বন্দর | চেন্নাই, তামিলনাড়ু | সমুদ্র বন্দর |
তুতিকোরিন বন্দর | তুতিকোরিন, তামিলনাড়ু | সমুদ্র বন্দর |
কোচি বন্দর | কোচি, কেরালা | সমুদ্র বন্দর |
নিউ ম্যাঙ্গালোর বন্দর | ম্যাঙ্গালোর, কর্ণাটক | সমুদ্র বন্দর |
মারগাঁও বন্দর | পানাজি, গোয়া | সমুদ্র বন্দর |
জহওরলাল নেহেরু বন্দর | নবি মুম্বই, মহারাষ্ট্র | সমুদ্র বন্দর |
মুম্বাই বন্দর | মুম্বই, মহারাষ্ট্র | সমুদ্র বন্দর |
কান্ডালা বন্দর | কান্ডালা, গুজরাত | সমুদ্র বন্দর |
ভারতের সমুদ্র বন্দর সমূহ তালিকা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য:
কলকাতা বন্দর:
- এটি ভারতের সবচেয়ে প্রচীন বন্দর।
- ১৮৭০ সালে কলকাতা বন্দর স্থাপিত হয়।
- এটি পশ্চিমবঙ্গের কলকাতা জেলায় অবস্থিত।
- এটি বৃহৎ নদী ও সমুদ্র বন্দর।
- এটি হুগলি নদী / বঙ্গোপসাগর – এর ওপর গঠিত হয়েছে।
হলদিয়া বন্দর:
- এটি কলকাতা বন্দর কর্তৃপক্ষ এর অধীনস্থ।
- ১৯৬৭ সালে হলদিয়া বন্দর স্থাপিত হয়।
- এটি পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত।
- এটি বৃহৎ নদী ও সমুদ্র বন্দর।
- এটি হুগলি নদী / বঙ্গোপসাগর – এর ওপর গঠিত হয়েছে।
পারাদ্বীপ বন্দর:
- ১২ মার্চ ১৯৬৬ সালে পারাদ্বীপ বন্দর স্থাপিত হয়।
- এটি ওড়িশার পারাদ্বীপে অবস্থিত।
- এটি একটি সমুদ্র বন্দর।
- এটি বঙ্গোপসাগর- এর ওপর গঠিত হয়েছে।
বিশাখাপত্তনম বন্দর:
- ভারতের পূর্ব উপকূলের একমাত্র প্রাকৃতিক পোতাশ্রয় যুক্ত বন্দর।
- এটি অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে অবস্থিত।
- এটি একটি সমুদ্র বন্দর।
- এটি বঙ্গোপসাগর- এর ওপর গঠিত হয়েছে।
এন্নোর বন্দর:
- এটি তামিলনাড়ুর চেন্নাই -তে অবস্থিত।
- এটি একটি সমুদ্র বন্দর।
- এটি বঙ্গোপসাগর- এর ওপর গঠিত হয়েছে।
চেন্নাই বন্দর:
- এটি তামিলনাড়ুর চেন্নাই -তে অবস্থিত।
- এটি একটি সমুদ্র বন্দর।
- এটি বঙ্গোপসাগর- এর ওপর গঠিত হয়েছে।
তুতিকোরিন বন্দর:
- এটি তামিলনাড়ুর তুতিকোরিনে অবস্থিত।
- এটি একটি সমুদ্র বন্দর।
- এটি বঙ্গোপসাগর- এর ওপর গঠিত হয়েছে।
কোচি বন্দর:
- এটি কেরালার কোচি – তে অবস্থিত।
- এটি একটি সমুদ্র বন্দর।
- এটি আরব সাগরের ওপর গঠিত হয়েছে।
নিউ ম্যাঙ্গালোর বন্দর:
- এটি কর্ণাটকের ম্যাঙ্গালোর – এ অবস্থিত।
- এটি একটি সমুদ্র বন্দর।
- এটি আরব সাগরের ওপর গঠিত হয়েছে।
মারগাঁও বন্দর:
- এটি গোয়ার পানাজি – এ অবস্থিত।
- এটি একটি সমুদ্র বন্দর।
- এটি আরব সাগরের ওপর গঠিত হয়েছে।
জহওরলাল নেহেরু বন্দর:
- ভারতের বৃহত্তম কন্টেইনার বন্দর এবং দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম কন্টেইনার বন্দর
- এটি মহারাষ্ট্রের নবি মুম্বই – তে অবস্থিত।
- এটি একটি সমুদ্র বন্দর।
- এটি আরব সাগরের ওপর গঠিত হয়েছে।
মুম্বাই বন্দর:
- এটি মহারাষ্ট্রের মুম্বই – তে অবস্থিত।
- এটি একটি সমুদ্র বন্দর।
- এটি আরব সাগরের ওপর গঠিত হয়েছে।
কান্ডালা বন্দর:
- ভারতের বৃহত্তম পণ্যবাহী বন্দর
- এটি গুজরাতের কান্ডালা – তে অবস্থিত।
- এটি একটি সমুদ্র বন্দর।
- এটি কচ্ছ উপসাগরের ওপর গঠিত হয়েছে।
ভারতের সমুদ্র বন্দর সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তরঃ
প্রশ্নঃ কলকাতার পরিপূরক বন্দর কোনটি ?
উত্তরঃ হলদিয়া বন্দর।
প্রশ্নঃ পারাদ্বীপ বন্দর কোথায় অবস্থিত ?
উত্তরঃ এটি মহানদী নদী এবং বঙ্গোপসাগরের মিলনস্থলে অবস্থিত।
প্রশ্নঃ কালিকট বন্দর কোন নদীর তীরে অবস্থিত ?
উত্তরঃ এটি শীতলক্ষ্যা নদীর উপর অবস্থিত।
প্রশ্নঃ মার্মাগাঁও বন্দর কোথায় অবস্থিত ?
উত্তরঃ মারগাঁও বন্দর ভারতের গোয়া রাজ্যের মারগাঁও শহরে অবস্থিত।
প্রশ্নঃ দক্ষিণ ভারতের বৃহত্তম বন্দর কোনটি ?
উত্তরঃ চেন্নাই দক্ষিণ ভারতের বৃহত্তম সমুদ্র বন্দর।
প্রশ্নঃ ভারতের নবীনতম বন্দর কোনটি ?
উত্তরঃ ভারতের নবীনতম বন্দর পোর্ট ব্লেয়ার।
প্রশ্নঃ ভারতের প্রাচীনতম বন্দর কোনটি ?
উত্তরঃ ভারতের প্রাচীনতম বন্দর লোথাল বন্দর।
প্রশ্নঃ ভারতের গভীরতম বন্দর কোনটি ?
উত্তরঃ বিশাখাপত্তনম বন্দর ভারতের গভীরতম বন্দর।
প্রশ্নঃ ভারতের হাইটেক বন্দর কোনটি ?
উত্তরঃ নভসেবা কে ভারতের হাইটেক বন্দর বলা হয়।
প্রশ্নঃ নভসেবা বন্দর কোথায় অবস্থিত ?
উত্তরঃ নভসেবা বন্দর মহারাষ্ট্রের মুম্বাই- তে অবস্থিত।
প্রশ্নঃ ভারতের বৃহত্তম বন্দর কোনটি ?
উত্তরঃ ভারতের বৃহত্তম বন্দর মুম্বাই- তে অবস্থিত।
প্রশ্নঃ ভারতের বৃহত্তম প্রাকৃতিক বন্দর কোনটি ?
উত্তরঃ মুম্বাই হল ভারতের বৃহত্তম প্রাকৃতিক বন্দর।
প্রশ্নঃ ভারতের আধুনিকতম বন্দর কোনটি ?
উত্তরঃ কলকাতা বন্দর ভারতের আধুনিকতম বন্দর।
ভারতের সমুদ্র বন্দর সমূহ তালিকা PDF
File Details:
PDF Name : ভারতের সমুদ্র বন্দর সমূহ তালিকা PDF
Language: Bengali
Size: 50 KB
No. of Pages: 01
Download Link: Click Here To Download