আজকে, ভারতবর্ষের হাইকোর্টের তালিকা নিয়ে আমরা আলোচনা করবো।ভারতবর্ষের হাইকোর্টের তালিকাটি আপনাদের সামনে সুন্দর ভাবে তুলে ধরা হল। সাধারণ জ্ঞানের এই প্রশ্ন উত্তর গুলি বিভিন্ন প্রতিযোগিতামূলক এসে থাকে। আশা করি পোস্টটি পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে।
ভারতবর্ষের হাইকোর্টের তালিকা
হাইকোর্ট | স্থাপিত | আইনবল | বিচারপতি |
---|---|---|---|
অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট | ১ জুলাই ২০১৯ | অন্ধ্রপ্রদেশ পূনর্গঠন আইন, ২০১৪ | ৩৯ |
উত্তরাখণ্ড হাইকোর্ট | ২০০০ | উত্তরপ্রদেশ পুনর্গঠন অধিনিয়ম, ২০০০ | ৯ |
এলাহাবাদ হাইকোর্ট | ১১ জুন ১৮৬৬ | উচ্চ আদালত অধিনিয়ম, ১৮৬৫ | ৯৫ |
ওড়িশা হাইকোর্ট | ৩ এপ্রিল ১৯৪৮ | ঊড়িষ্যা উচ্চ ন্যায়ালয় আইন, ১৯৪৮ | ২৭ |
কেরালা হাইকোর্ট | ১৯৫৬ | রাজ্য পুনর্গঠন আইন, ১৯৫৬ | ৪০ |
কর্ণাটক হাইকোর্ট | ১৮৮৪ | মহিসুর উচ্চ ন্যায়ালয় আইন, ১৮৮৪ | ৪০ |
কলকাতা হাইকোর্ট | ২ জুলাই ১৮৬২ | ভারতে উচ্চ আদালত অধিনিয়ম, ১৮৬১ | ৬৩ |
গুজরাত হাইকোর্ট | ১ মে ১৯৬০ | রাজ্য পুনর্গঠন আইন, ১৯৬০ | ৪২ |
গৌহাটি হাইকোর্ট | ১ মার্চ ১৯৪৮ | ভারত সরকার অধিনিয়ম, ১৯৩৫ | ২৭ |
ছত্তিসগড় হাইকোর্ট | ১১ জানুয়ারি ২০০০ | মধ্যাপ্রদেশ পুনর্গঠন আইন, ২০০০ | ৮ |
জম্মু ও কাশ্মীরি হাইকোর্ট | ২৮ জুন ১৯৪৩ | পত্র অধিকার দান | ১৪ |
ঝাড়খণ্ড হাইকোর্ট | ২০০০ | বিহার রাজ্য পুনর্গঠন আইন, ২০০০ | ১২ |
ত্রিপুরা হাইকোর্ট | ২৩ মার্চ, ২০১৩ | উত্তর-পূর্বাঞ্চল পুনর্গঠন অধিনিয়ম, ২০১২ | ৪ |
দিল্লি হাইকোর্ট | ৩১ অগাস্ট ১৯৩৩ | দিল্লী উচ্চ আদালত অধিনিয়ম, ১৯৩৩ | ৩৬ |
পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট | ৮ নভেম্বর, ১৯৪৭ | পাঞ্জাব উচ্চ আদালত অধিনিয়ম, ১৯৪৭ | ৫৩ |
পাটনা হাইকোর্ট | ২ সেপ্টেম্বর ১৯১৬ | ভারত সরকার অধিনিয়ম, ১৯১৫ | ৪৩ |
মাদ্রাজ হাইকোর্ট | ১৫ জুলাই ১৮৬২ | ভারতে উচ্চ ন্যায়ালয় আইন ১৮৬১ | ৪৭ |
বোম্বে হাইকোর্ট | ১৪ জুলাই ১৮৬২ | ভারতে উচ্চ আদালত অধিনিয়ম, ১৮৬১ | ৬০ |
মেঘালয় হাইকোর্ট | ২৩ মার্চ, ২০১৩ | উত্তর-পূর্বাঞ্চল পুনর্গঠন অধিনিয়ম, ২০১২ | ৩ |
মণিপুর হাইকোর্ট | ২৩ মার্চ, ২০১৩ | উত্তর-পূর্বাঞ্চল পুনর্গঠন অধিনিয়ম, ২০১২ | ৩ |
মধ্যপ্রদেশ হাইকোর্ট | ২ জানুয়ারি ১৯৩৬ | ভারত সরকার আইন, ১৯৩৫ | ৪২ |
রাজস্থান হাইকোর্ট | ২৭ জুন ১৯৪৯ | রাজস্থান উচ্চ আদালত অধিনিয়ম, ১৯৪৯ | ৪০ |
সিকিম হাইকোর্ট | ১৯৭৫ | ভারতের ৩৮তম সংবিধান সংশোধন | ৩ |
হিমাচল প্রদেশ হাইকোর্ট | ১৯৭১ | হিমাচল প্রদেশ গঠন আইন, ১৯৭০ | ৯ |
তেলেঙ্গানা হাইকোর্ট | ১ জানুয়ারি ২০১৯ | অন্ধ্রপ্রদেশ পুনর্গঠন আইন, ২০১৪ | …. |
সম্পর্কিত প্রশ্ন উত্তরঃ
1. ভারতের নবীনতম হাইকোর্ট কোনটি ?
Ans: অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট
2. রাজ্যের সর্বোচ্চ আদালত কোনটি ?
Ans: হাইকোর্ট
3. 1862 সালে, নিম্নলিখিত কোন স্থানে প্রথম হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়?
Ans: মাদ্রাজ
4. কলকাতা হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন?
Ans: মঞ্জুলা চেল্লুর
5. কলকাতা হাইকোর্ট কবে প্রতিষ্ঠিত হয়?
Ans: 1862
6. ভারতের প্রাচীনতম হাইকোর্ট কোনটি?
Ans: কলকাতা হাইকোর্ট
7. নিম্নলিখিত কোন উচ্চ আদালতের এখতিয়ার কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপ পর্যন্ত প্রসারিত হয়েছে?
Ans: কেরালা
8. ভারতবর্ষের সবচেয়ে পুরনো উচ্চ বিচারালয় কোনটি?
Ans: কলকাতা হাইকোর্ট
9. লাদাখ কোন হাইকোর্টের এখতিয়ারভুক্ত?
Ans: জম্মু ও কাশ্মীর
10. ভারতের প্রথম হাইকোর্ট কোথায় প্রতিষ্ঠিত হয়?
Ans: কলকাতা
File Details:
PDF Name : ভারতবর্ষের হাইকোর্টের তালিকা PDF
Language : Bengali
Size : 53 KB
No. of Pages : 03
Download Link : Click Here To Download