ভারতের বিভিন্ন নদীর সঙ্গমস্থল: আজকে আমরা আলোচনা করবো, ভারতের বিভিন্ন নদীর সঙ্গমস্থল তালিকা নিয়ে। আশা করি, সাধারণ জ্ঞানের প্ৰশ্ন উত্তর গুলি আপনাদের বিভিন্ন সরকারি ও বেসরকারি পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে।
Table Of Contents
ভারতের বিভিন্ন নদীর সঙ্গমস্থল
নদীর নাম | সঙ্গমস্থল |
---|---|
শ্যামগঙ্গা ও ভাগীরথী | শ্যামপ্রয়াগ |
নীলগঙ্গা ও ভাগীরথী | গুপ্তপ্রয়াগ |
সোমনদী ও মন্দাকিনী | সোমপ্রয়াগ |
গঙ্গা-যমুনা-সরস্বতী | প্রয়াগরাজ |
মন্দাকিনী ও অলশতরঙ্গিনী | সূর্য প্রয়াগ |
গঙ্গা ও যমুনা | এলাহাবাদ |
গঙ্গা ও কোশী | কুরুশিলা |
যমুনা ও বেতোয়া | হামিরপুর |
কৃষ্ণা ও তুঙ্গভদ্রা | আলমপুর |
গোদাবরী ও ইন্দ্রাবতী | ভদ্রকালী |
তুঙ্গ ও ভদ্রা | কুডলী |
গঙ্গা ও গণ্ডক | হাজীপুর |
শতদ্রু ও বিপাশা | হারিকে জলাভূমি |
যমুনা, চম্বল, পহুজ, সিন্ধ ও কুমারী | পাঁচনদ |
অলকানন্দা ও ধৌলিগঙ্গা | বিষ্ণুপ্রয়াগ |
অলকানন্দা ও সরস্বতী | কেশবপ্রয়াগ |
অলকানন্দা ও নন্দাকিনী | নন্দপ্রয়াগ |
অলকানন্দা ও পিন্ডার | কর্ণপ্রয়াগ |
অলকানন্দা ও মন্দাকিনী | রুদ্রপ্রয়াগ |
অলকানন্দা ও ভাগীরথী | দেবপ্রয়াগ |
ভাগীরথী ও ন্যাসগঙ্গা | ইন্দ্রপ্রয়াগ |
ভারতের বিভিন্ন নদীর সঙ্গমস্থল সংক্রান্ত প্রশ্ন উত্তরঃ
প্রশ্নঃ শ্যামগঙ্গা ও ভাগীরথী নদীর মিলনস্থল কী নামে পরিচিত?
উত্তরঃ শ্যামপ্রয়াগ
প্রশ্নঃ নীলগঙ্গা ও ভাগীরথী নদীর মিলনস্থল কী নামে পরিচিত?
উত্তরঃ গুপ্তপ্রয়াগ
প্রশ্নঃ সোমনদী ও মন্দাকিনী নদীর মিলনস্থল কী নামে পরিচিত?
উত্তরঃ সোমপ্রয়াগ
প্রশ্নঃ গঙ্গা-যমুনা-সরস্বতী নদীর মিলনস্থল কী নামে পরিচিত?
উত্তরঃ প্রয়াগরাজ
প্রশ্নঃ মন্দাকিনী ও অলশতরঙ্গিনী নদীর মিলনস্থল কী নামে পরিচিত?
উত্তরঃ সূর্য প্রয়াগ
প্রশ্নঃ গঙ্গা ও যমুনা নদীর মিলনস্থল কী নামে পরিচিত?
উত্তরঃ এলাহাবাদ
প্রশ্নঃ গঙ্গা ও কোশী নদীর মিলনস্থল কী নামে পরিচিত?
উত্তরঃ কুরুশিলা
প্রশ্নঃ যমুনা ও বেতোয়া নদীর মিলনস্থল কী নামে পরিচিত?
উত্তরঃ হামিরপুর
প্রশ্নঃ কৃষ্ণা ও তুঙ্গভদ্রা নদীর মিলনস্থল কী নামে পরিচিত?
উত্তরঃ আলমপুর
প্রশ্নঃ গোদাবরী ও ইন্দ্রাবতী নদীর মিলনস্থল কী নামে পরিচিত?
উত্তরঃ ভদ্রকালী
প্রশ্নঃ তুঙ্গ ও ভদ্রা নদীর মিলনস্থল কী নামে পরিচিত?
উত্তরঃ কুডলী
প্রশ্নঃ গঙ্গা ও গণ্ডক নদীর মিলনস্থল কী নামে পরিচিত?
উত্তরঃ হাজীপুর
প্রশ্নঃ শতদ্রু ও বিপাশা নদীর মিলনস্থল কী নামে পরিচিত?
উত্তরঃ হারিকে জলাভূমি
প্রশ্নঃ যমুনা, চম্বল, পহুজ, সিন্ধ ও কুমারী নদীর মিলনস্থল কী নামে পরিচিত?
উত্তরঃ পাঁচনদ
প্রশ্নঃ অলকানন্দা ও ধৌলিগঙ্গা নদীর মিলনস্থল কী নামে পরিচিত?
উত্তরঃ বিষ্ণুপ্রয়াগ
প্রশ্নঃ অলকানন্দা ও সরস্বতী নদীর মিলনস্থল কী নামে পরিচিত?
উত্তরঃ অলকানন্দা ও সরস্বতী
প্রশ্নঃ অলকানন্দা ও নন্দাকিনী নদীর মিলনস্থল কী নামে পরিচিত?
উত্তরঃ নন্দপ্রয়াগ
প্রশ্নঃ অলকানন্দা ও পিন্ডার নদীর মিলনস্থল কী নামে পরিচিত?
উত্তরঃ কর্ণপ্রয়াগ
প্রশ্নঃ অলকানন্দা ও মন্দাকিনী নদীর মিলনস্থল কী নামে পরিচিত?
উত্তরঃ রুদ্রপ্রয়াগ
প্রশ্নঃ অলকানন্দা ও ভাগীরথী নদীর মিলনস্থল কী নামে পরিচিত?
উত্তরঃ দেবপ্রয়াগ
প্রশ্নঃ ভাগীরথী ও ন্যাসগঙ্গা নদীর মিলনস্থল কী নামে পরিচিত?
উত্তরঃ ইন্দ্রপ্রয়াগ
প্রশ্নঃ শ্যামপ্রয়াগ কোন কোন নদীর সঙ্গমস্থল?
উত্তরঃ শ্যামগঙ্গা ও ভাগীরথী
প্রশ্নঃ গুপ্তপ্রয়াগ কোন কোন নদীর সঙ্গমস্থল?
উত্তরঃ নীলগঙ্গা ও ভাগীরথী
প্রশ্নঃ সোমপ্রয়াগ কোন কোন নদীর সঙ্গমস্থল?
উত্তরঃ সোমনদী ও মন্দাকিনী
প্রশ্নঃ প্রয়াগরাজ কোন কোন নদীর সঙ্গমস্থল?
উত্তরঃ গঙ্গা-যমুনা-সরস্বতী
প্রশ্নঃ সূর্য প্রয়াগ কোন কোন নদীর সঙ্গমস্থল?
উত্তরঃ মন্দাকিনী ও অলশতরঙ্গিনী
প্রশ্নঃ এলাহাবাদ কোন কোন নদীর সঙ্গমস্থল?
উত্তরঃ গঙ্গা ও যমুনা
প্রশ্নঃ কুরুশিলা কোন কোন নদীর সঙ্গমস্থল?
উত্তরঃ গঙ্গা ও কোশী
প্রশ্নঃ হামিরপুর কোন কোন নদীর সঙ্গমস্থল?
উত্তরঃ যমুনা ও বেতোয়া
প্রশ্নঃ আলমপুর কোন কোন নদীর সঙ্গমস্থল?
উত্তরঃ কৃষ্ণা ও তুঙ্গভদ্রা
প্রশ্নঃ ভদ্রকালী কোন কোন নদীর সঙ্গমস্থল?
উত্তরঃ গোদাবরী ও ইন্দ্রাবতী
প্রশ্নঃ কুডলী কোন কোন নদীর সঙ্গমস্থল?
উত্তরঃ তুঙ্গ ও ভদ্রা
প্রশ্নঃ হাজীপুর কোন কোন নদীর সঙ্গমস্থল?
উত্তরঃ গঙ্গা ও গণ্ডক
প্রশ্নঃ হারিকে জলাভূমি কোন কোন নদীর সঙ্গমস্থল?
উত্তরঃ শতদ্রু ও বিপাশা
প্রশ্নঃ পাঁচনদ কোন কোন নদীর সঙ্গমস্থল?
উত্তরঃ যমুনা, চম্বল, পহুজ, সিন্ধ ও কুমারী
প্রশ্নঃ বিষ্ণুপ্রয়াগ কোন কোন নদীর সঙ্গমস্থল?
উত্তরঃ অলকানন্দা ও ধৌলিগঙ্গা
প্রশ্নঃ কেশবপ্রয়াগ কোন কোন নদীর সঙ্গমস্থল?
উত্তরঃ অলকানন্দা ও সরস্বতী
প্রশ্নঃ নন্দপ্রয়াগ কোন কোন নদীর সঙ্গমস্থল?
উত্তরঃ অলকানন্দা ও নন্দাকিনী
প্রশ্নঃ কর্ণপ্রয়াগ কোন কোন নদীর সঙ্গমস্থল?
উত্তরঃ অলকানন্দা ও পিন্ডার
প্রশ্নঃ রুদ্রপ্রয়াগ কোন কোন নদীর সঙ্গমস্থল?
উত্তরঃ অলকানন্দা ও মন্দাকিনী
প্রশ্নঃ দেবপ্রয়াগ কোন কোন নদীর সঙ্গমস্থল?
উত্তরঃ অলকানন্দা ও ভাগীরথী
প্রশ্নঃ ইন্দ্রপ্রয়াগ কোন কোন নদীর সঙ্গমস্থল?
উত্তরঃ ভাগীরথী ও ন্যাসগঙ্গা
ভারতের বিভিন্ন নদীর সঙ্গমস্থল PDF
File Details:
PDF Name: ভারতের বিভিন্ন নদীর সঙ্গমস্থল PDF
Language: Bengali
Size: 41KB
No. of Pages: 02
Download Link: Click Here to Download