বিভিন্ন লবণের নাম ও সংকেত তালিকা PDF | Salts Names and Formulas

টেলিগ্রামে যুক্ত হোন

salts-names-and-formulas

বিভিন্ন লবণের নাম ও সংকেত তালিকা: আজকে আমরা আলোচনা করবো, বিভিন্ন লবণের নাম ও সংকেত তালিকা নিয়ে। আশা করি, সাধারণ জ্ঞানের প্ৰশ্ন উত্তর গুলি আপনাদের বিভিন্ন সরকারি ও বেসরকারি পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে।

বিভিন্ন লবণের সংকেত

লবণ সংকেত
সোডিয়াম ক্লোরাইড (খাদ্য লবণ) NaCl
পটাসিয়াম ফেরোসায়ানাইড K4[Fe(CN6)]
সোডিয়াম সালফেট Na2SO4
ক্যালসিয়াম কার্বনেট (চুনাপাথর) CaCO3
জিপসাম CasO4 2H2O
জিঙ্ক সালফেট ZnSO4
ম্যাগনেশিয়াম সালফেট (এপসম সল্ট) MgSO4
সোডিয়াম নাইট্রেট NaNO3
অ্যালুমিনিয়াম সালফেট Al3(SO4)3
ক্যালশিয়াম নাইট্রেট Ca(NO3)2
বেকিং সোডা NaHCO3
ওয়াশিং সোডা Na2CO3 10H2O
পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4
সোডিয়াম অ্যাসিটেট CH3COONa
ক্যালসিয়াম অক্সাইড CaO
গ্লবার সল্ট NaSO4 10H2O
কপার সালফেট (তুঁতে) CuSO4
অ্যামোনিয়াম ক্লোরাইড (নিশাদল) NH4Cl
অ্যামোনিয়াম ফসফেট (NH4)3PO4
পটাসিয়াম ক্লোরাইড KCl
গোল্ড ক্লোরাইড AuCl3
পটাসিয়াম নাইট্রেট KNO3
পটাসিয়াম সালফেট K2SO4

বিভিন্ন লবণের নাম ও সংকেত সংক্রান্ত প্রশ্ন উত্তরঃ

প্রশ্নঃ খাদ্য লবণের সংকেত কী?
উত্তরঃ NaCl

প্রশ্নঃ পটাসিয়াম ফেরোসায়ানাইডের সংকেত কী?
উত্তরঃ K4[Fe(CN6)]

প্রশ্নঃ সোডিয়াম সালফেটের সংকেত কী?
উত্তরঃ Na2SO4

প্রশ্নঃ চুনাপাথরের সংকেত কী?
উত্তরঃ CaCO3

প্রশ্নঃ ক্যালসিয়াম কার্বনেটের সংকেত কী?
উত্তরঃ CaCO3

প্রশ্নঃ জিপসামের সংকেত কী?
উত্তরঃ CasO4 2H2O

প্রশ্নঃ জিঙ্ক সালফেটের সংকেত কী?
উত্তরঃ ZnSO4

প্রশ্নঃ এপসম সল্টের সংকেত কী?
উত্তরঃ MgSO4

প্রশ্নঃ ম্যাগনেশিয়াম সালফেটের সংকেত কী?
উত্তরঃ MgSO4

প্রশ্নঃ সোডিয়াম নাইট্রেটের সংকেত কী?
উত্তরঃ NaNO3

প্রশ্নঃ অ্যালুমিনিয়াম সালফেটের সংকেত কী?
উত্তরঃ Al3(SO4)3

প্রশ্নঃ ক্যালশিয়াম নাইট্রেটের সংকেত কী?
উত্তরঃ Ca(NO3)2

প্রশ্নঃ বেকিং সোডার সংকেত কী?
উত্তরঃ NaHCO3

প্রশ্নঃ ওয়াশিং সোডার সংকেত কী?
উত্তরঃ Na2CO3 10H2O

প্রশ্নঃ পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সংকেত কী?
উত্তরঃ KMnO4

প্রশ্নঃ সোডিয়াম অ্যাসিটেটের সংকেত কী?
উত্তরঃ CH3COONa

প্রশ্নঃ ক্যালসিয়াম অক্সাইডের সংকেত কী?
উত্তরঃ CaO

প্রশ্নঃ গ্লবার সল্টের সংকেত কী?
উত্তরঃ NaSO4 10H2O

প্রশ্নঃ তুঁতের সংকেত কী?
উত্তরঃ CuSO4

প্রশ্নঃ কপার সালফেটের সংকেত কী?
উত্তরঃ CuSO4

প্রশ্নঃ নিশাদলের সংকেত কী?
উত্তরঃ NH4Cl

প্রশ্নঃ অ্যামোনিয়াম ক্লোরাইডের সংকেত কী?
উত্তরঃ NH4Cl

প্রশ্নঃ অ্যামোনিয়াম ফসফেটের সংকেত কী?
উত্তরঃ (NH4)3PO4

প্রশ্নঃ পটাসিয়াম ক্লোরাইডের সংকেত কী?
উত্তরঃ KCl

প্রশ্নঃ গোল্ড ক্লোরাইডের সংকেত কী?
উত্তরঃ AuCl3

প্রশ্নঃ পটাসিয়াম নাইট্রেটের সংকেত কী?
উত্তরঃ KNO3

প্রশ্নঃ পটাসিয়াম সালফেটের সংকেত কী?
উত্তরঃ K2SO4



বিভিন্ন লবণের নাম ও সংকেত তালিকা PDF

File Details:
PDF Name: বিভিন্ন লবণের নাম ও সংকেত তালিকা PDF
Language: Bengali
Size: 57KB
No. of Pages: 02
Download Link: Click Here to Download

Share your love

Leave a Reply