বিভিন্ন রোগের ভ্যাকসিনের নাম: আজকে আমরা আলোচনা করবো, বিভিন্ন রোগের ভ্যাকসিনের নাম নিয়ে। আশা করি, সাধারণ জ্ঞানের প্ৰশ্ন উত্তর গুলি আপনাদের বিভিন্ন সরকারি ও বেসরকারি পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে।
Table Of Contents
বিভিন্ন রোগের টিকার নাম তালিকা
টিকার নাম | রোগ | আবিষ্কর্তা |
---|---|---|
লাইভ ওরাল পোলিও | পোলিও | স্যাবিন |
ভ্যারিসেল্লা (VARICELLA) | চিকেন পক্স | টমাস ওয়েলার |
কলেরা ভ্যাকসিন | কলেরা | রবার্ট কোচ |
টিটেনাস টক্সয়েড(TT) | টিটেনাস | এমিল ভন বেহরিং |
ডিপথেরিয়া ভ্যাকসিন(DTP) | ডিপথেরিয়া | লেইলা ডেনমার্ক |
বিসিজি(BCG) ভ্যাকসিন | যক্ষ্মা | আলবার্ট কালমেট্টে, ক্যামিলে গুয়েরিন |
মাম্পস ভ্যাকসিন (MMR) | মাম্পস | মোরিস হিলম্যান |
র্যাবিস ভ্যাকসিন | জলাতঙ্ক | লুই পাস্তুর |
ইনঅ্যাক্টিভেটেড পোলিও | পোলিও | জোনাস সল্ক |
হেপাটাইটিস-এ (HEP A) | হেপাটাইটিস-এ | মোরিস হিলম্যান |
হেপাটাইটিস-বি (HEP B) | হেপাটাইটিস-বি | পাবলো ডিটি ভ্যালেনজুয়েলা |
ভ্যাক্সিনিয়া(VACCINIA) | স্মল পক্স | এডওয়ার্ড জেনার |
টাইফয়েড ভ্যাকসিন(TAB) | টাইফয়েড | আলমরথ এডওয়ার্ড রাইট |
নিউমোনিয়া ভ্যাকসিন(PCV) | নিউমোনিয়া | – |
HIB | ইনফ্লুয়েঞ্জা-বি | ডেভিড স্মিথ |
মিসলেস ভ্যাকসিন | হাম | মোরিস হিলম্যান |
রুবেলা ভ্যাকসিন | রুবেলা | মোরিস হিলম্যান |
ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন | ইনফ্লুয়েঞ্জা | থমাস ফ্রান্সিস |
বিভিন্ন রোগের ভ্যাকসিন সংক্রান্ত প্রশ্ন উত্তর:
প্রশ্নঃ লাইভ ওরাল পোলিও টিকা কোন্ রোগ প্রতিরোধের জন্য দেওয়া হয়?
উত্তরঃ পোলিও
প্রশ্নঃ ভ্যারিসেল্লা টিকা কোন্ রোগ প্রতিরোধের জন্য দেওয়া হয়?
উত্তরঃ চিকেন পক্স
প্রশ্নঃ কলেরা ভ্যাকসিন কোন্ রোগ প্রতিরোধের জন্য দেওয়া হয়?
উত্তরঃ কলেরা
প্রশ্নঃ টিটেনাস টক্সয়েড কোন্ রোগ প্রতিরোধের জন্য দেওয়া হয়?
উত্তরঃ টিটেনাস
প্রশ্নঃ DTP ভ্যাকসিন কোন্ রোগ প্রতিরোধের জন্য দেওয়া হয়?
উত্তরঃ ডিপথেরিয়া
প্রশ্নঃ বিসিজি ভ্যাকসিন কোন্ রোগ প্রতিরোধের জন্য দেওয়া হয়?
উত্তরঃ যক্ষ্মা
প্রশ্নঃ MMR ভ্যাকসিন কোন্ রোগ প্রতিরোধের জন্য দেওয়া হয়?
উত্তরঃ মাম্পস
প্রশ্নঃ র্যাবিস ভ্যাকসিন কোন্ রোগ প্রতিরোধের জন্য দেওয়া হয়?
উত্তরঃ জলাতঙ্ক
প্রশ্নঃ ইনঅ্যাক্টিভেটেড পোলিও ভ্যাকসিন কোন্ রোগ প্রতিরোধের জন্য দেওয়া হয়?
উত্তরঃ পোলিও
প্রশ্নঃ HEP A ভ্যাকসিন কোন্ রোগ প্রতিরোধের জন্য দেওয়া হয়?
উত্তরঃ হেপাটাইটিস-এ
প্রশ্নঃ HEP B ভ্যাকসিন কোন্ রোগ প্রতিরোধের জন্য দেওয়া হয়?
উত্তরঃ হেপাটাইটিস-বি
প্রশ্নঃ VACCINIA ভ্যাকসিন কোন্ রোগ প্রতিরোধের জন্য দেওয়া হয়?
উত্তরঃ স্মল পক্স
প্রশ্নঃ TAB ভ্যাকসিন কোন্ রোগ প্রতিরোধের জন্য দেওয়া হয়?
উত্তরঃ টাইফয়েড
প্রশ্নঃ PCV ভ্যাকসিন কোন্ রোগ প্রতিরোধের জন্য দেওয়া হয়?
উত্তরঃ নিউমোনিয়া
প্রশ্নঃ HIB ভ্যাকসিন কোন্ রোগ প্রতিরোধের জন্য দেওয়া হয়?
উত্তরঃ ইনফ্লুয়েঞ্জা-বি
প্রশ্নঃ মিসলেস ভ্যাকসিন কোন্ রোগ প্রতিরোধের জন্য দেওয়া হয়?
উত্তরঃ হাম
প্রশ্নঃ রুবেলা ভ্যাকসিন কোন্ রোগ প্রতিরোধের জন্য দেওয়া হয়?
উত্তরঃ রুবেলা
প্রশ্নঃ ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন কোন্ রোগ প্রতিরোধের জন্য দেওয়া হয়?
উত্তরঃ ইনফ্লুয়েঞ্জা
প্রশ্নঃ পোলিও টিকা আবিষ্কার করেন কোন বিজ্ঞানী?
উত্তরঃ স্যাবিন
প্রশ্নঃ ভ্যারিসেল্লা টিকা আবিষ্কার করেন কোন বিজ্ঞানী?
উত্তরঃ টমাস ওয়েলার
প্রশ্নঃ কলেরার টিকা আবিষ্কার করেন কোন বিজ্ঞানী?
উত্তরঃ রবার্ট কোচ
প্রশ্নঃ টিটেনাস টক্সয়েড টিকা আবিষ্কার করেন কোন বিজ্ঞানী?
উত্তরঃ এমিল ভন বেহরিং
প্রশ্নঃ ডিপথেরিয়া টিকা আবিষ্কার করেন কোন বিজ্ঞানী?
উত্তরঃ লেইলা ডেনমার্ক
প্রশ্নঃ বিসিজি টিকা আবিষ্কার করেন কোন বিজ্ঞানী?
উত্তরঃ আলবার্ট কালমেট্টে, ক্যামিলে গুয়েরিন
প্রশ্নঃ মাম্পস টিকা আবিষ্কার করেন কোন বিজ্ঞানী?
উত্তরঃ মোরিস হিলম্যান
প্রশ্নঃ র্যাবিস টিকা আবিষ্কার করেন কোন বিজ্ঞানী?
উত্তরঃ লুই পাস্তুর
প্রশ্নঃ ইনঅ্যাক্টিভেটেড পোলিও টিকা আবিষ্কার করেন কোন বিজ্ঞানী?
উত্তরঃ জোনাস সল্ক
প্রশ্নঃ হেপাটাইটিস-এ টিকা আবিষ্কার করেন কোন বিজ্ঞানী?
উত্তরঃ মোরিস হিলম্যান
প্রশ্নঃ হেপাটাইটিস-বি টিকা আবিষ্কার করেন কোন বিজ্ঞানী?
উত্তরঃ পাবলো ডিটি ভ্যালেনজুয়েলা
প্রশ্নঃ ভ্যাক্সিনিয়া টিকা আবিষ্কার করেন কোন বিজ্ঞানী?
উত্তরঃ এডওয়ার্ড জেনার
প্রশ্নঃ টাইফয়েড টিকা আবিষ্কার করেন কোন বিজ্ঞানী?
উত্তরঃ আলমরথ এডওয়ার্ড রাইট
প্রশ্নঃ HIB টিকা আবিষ্কার করেন কোন বিজ্ঞানী?
উত্তরঃ ডেভিড স্মিথ
প্রশ্নঃ মিসলেস টিকা আবিষ্কার করেন কোন বিজ্ঞানী?
উত্তরঃ মোরিস হিলম্যান
প্রশ্নঃ রুবেলা টিকা আবিষ্কার করেন কোন বিজ্ঞানী?
উত্তরঃ মোরিস হিলম্যান
প্রশ্নঃ ইনফ্লুয়েঞ্জা টিকা আবিষ্কার করেন কোন বিজ্ঞানী?
উত্তরঃ থমাস ফ্রান্সিস
বিভিন্ন রোগের ভ্যাকসিনের নাম PDF
File Details:
PDF Name: বিভিন্ন রোগের ভ্যাকসিনের নাম PDF
Language: Bengali
Size: 48KB
No. of Pages: 02
Download Link: Click Here to Download