চন্দ্রযান ৩ প্রশ্ন উত্তর PDF | Chandrayaan-3 GK Question & Answer

টেলিগ্রামে যুক্ত হোন

chandrayaan-3-gk-question-answer

চন্দ্রযান ৩ প্রশ্ন উত্তর: আজকে আমরা আলোচনা করবো, চন্দ্রযান ৩ প্রশ্ন উত্তর নিয়ে। আশা করি, সাধারণ জ্ঞানের প্ৰশ্ন উত্তর গুলি আপনাদের বিভিন্ন সরকারি ও বেসরকারি পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে।

চন্দ্রযান ৩ প্রশ্ন উত্তর

প্রশ্নঃ চন্দ্রযান ৩ এর নেতৃত্বে কে ছিলেন?
উত্তরঃ এস সোমনাথ

প্রশ্নঃ চন্দ্রযান ৩ কে আবিষ্কার করেন?
উত্তরঃ ISRO

প্রশ্নঃ চন্দ্রযান ৩ এর নাম কি?
উত্তরঃ বিক্রম

প্রশ্নঃ চন্দ্রযান ৩ গতিবেগ কত?
উত্তরঃ ৬০০০ কিমি

প্রশ্নঃ চন্দ্রযান ৩ এর উদ্দেশ্য কি?
উত্তরঃ বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা

প্রশ্নঃ চন্দ্রযান 3 এর খরচ কত?
উত্তরঃ ৬১৫ কোটি

প্রশ্নঃ চন্দ্রযান-৩ লঞ্চ করা হয়েছে কোন তারিখে?
উত্তরঃ ১৪ই জুলাই ২০২৩

প্রশ্নঃ কোথা থেকে চন্দ্রযান-৩ লঞ্চ করা হলো?
উত্তরঃ অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে

প্রশ্নঃ কোথা থেকে চন্দ্রযান-৩ লঞ্চ করা হলো?
উত্তরঃ অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে

প্রশ্নঃ এই মিশনের জীবনসীমা কত?
উত্তরঃ দুপুর ২.৩৫

প্রশ্নঃ এই মিশনের জীবনসীমা কত?
উত্তরঃ দুপুর ২.৩৫

প্রশ্নঃ এই মিশনটি কোন রকেটের মাধ্যমে লঞ্চ করা হয়েছে?
উত্তরঃ LMV3-M4 বা GSLV Mark 3 রকেট বা Fat Boy

প্রশ্নঃ চন্দ্রযান-৩ মিশনের রকেট ইঞ্জিনটির নাম কী?
উত্তরঃ CE-20 ক্রায়োজেনিক ইঞ্জিন

প্রশ্নঃ LMV3-এর পুরো কথা কী?
উত্তরঃ Launch Vehicle Mark-III

প্রশ্নঃ চন্দ্রযান-৩ মিশনে কয়টি মডিউল ও কী কী?
উত্তরঃ ৩টি অংশ; যথা- ল্যান্ডার মডিউল, প্রপালসন মডিউল এবং রোভার

প্রশ্নঃ ল্যান্ডারটির নাম কী?
উত্তরঃ বিক্রম

প্রশ্নঃ রোভারটির নাম কী?
উত্তরঃ প্রজ্ঞান

প্রশ্নঃ রোভারটিতে মোট কয়টি পা বা চাকা রয়েছে?
উত্তরঃ ৬টি

প্রশ্নঃ চন্দ্রযান-৩ মিশনের থিম কী?
উত্তরঃ Science of the Moon

প্রশ্নঃ রোভার সহ ল্যান্ডার মডিউলটির ওজন কত ?
উত্তরঃ ১৭৫২ কেজি

প্রশ্নঃ রোভার সহ ল্যান্ডার মডিউলটির ওজন কত ?
উত্তরঃ ১৭৫২ কেজি

প্রশ্নঃ প্রপালসন মডিউলটির ওজন কত?
উত্তরঃ ২১৪৮ কেজি

প্রশ্নঃ চন্দ্রযান-৩-র মোট ওজন কত?
উত্তরঃ ৩৯০০ কেজি

প্রশ্নঃ বিক্রম ল্যান্ডারটির নামকরণ কার নামে করা হয়েছে?
উত্তরঃ বিক্রম সারাভাই-এর নামে



চন্দ্রযান ৩ প্রশ্ন উত্তর PDF

File Details:
PDF Name: চন্দ্রযান ৩ প্রশ্ন উত্তর PDF
Language: Bengali
Size: 57KB
No. of Pages: 02
Download Link: Click Here to Download

Share your love

Leave a Reply