সাধারণ জ্ঞান : বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রস্তুতি MCQ – 10: আজকে আমরা আলোচনা করবো, সাধারণ জ্ঞানের (General Knowlage) প্রশ্ন উত্তর নিয়ে। এই প্রশ্ন উত্তর গুলি আপনাদের বিভিন্ন সরকারি ও বেসকারি পরীক্ষাতে কমন পেতে আপনাদের সাহায্য করবে। বিভিন্ন বিষয় থেকে এই প্রশ্ন গুলি প্রস্তুত করা হয়েছে। আশা করি এই পোস্টটি আপনাদের ভালো লাগবে।
সাধারণ জ্ঞান : বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রস্তুতি MCQ – 10
1. ‘কালাহারি’ মরুভূমি কোন দেশে অবস্থিত?
a. দক্ষিন আফ্রিকা
b. চিলি
c. সৌদি আরব
d. ভারত
Ans: a
2. ভারতের বৃহত্তম জাদুঘর কোথায় অবস্থিত?
a. দিল্লী
b. মুম্বাই
c. কলকাতা
d. বিহার
Ans: c
3. ভারতের কোন শহর ‘পূর্বের অ্যাথেন্স’ নামে পরিচিত?
a. মাদুরাই
b. এলাহাবাদ
c. কোচি
d. পাটনা
Ans: a
4. নীচের কোনটি ভারতের হীরের শহর হিসাবে পরিচিত?
a. সুরাট
b. পান্না
c. মুম্বই
d. জয়পুর
Ans: a
5. বিশ্বের বৃহত্তম নদী দ্বীপ কোনটি?
a. শ্রীরাঙ্গম দ্বীপ
b. মাজুলি দ্বীপ
c. ভবানী দ্বীপ
d. আগাটি দ্বীপ
Ans: b
6. কোন শহর ভারতের স্কটল্যান্ড নামেও পরিচিত?
a. কুর্গ
b. আহমেদাবাদ
c. শ্রীনগর
d. দার্জিলিং
Ans: a
7. ভারতের ‘মশলার বাগান’ কাকে বলে?
a. অন্ধ্রপ্রদেশ
b. কেরালা
c. কাশ্মীর
d. পাঞ্জাব
Ans: b
8. বিক্রম সারাভাই মহাকাশ কেন্দ্রটি কোথায় অবস্থিত?
a. তিরুবনন্তপুরম
b. বেঙ্গালুরু
c. চেন্নাই
d. আহমেদাবাদ
Ans: a
9. ‘বিশ্ব আবহাওয়া সংস্থা’র সদর দফতরটি কোথায় অবস্থিত?
a. নিউ ইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র
b. লন্ডন, যুক্তরাজ্য
c. জেনেভা, সুইজারল্যান্ড
d. ভিয়েনা, অস্ট্রিয়া
Ans: c
10. পেমায়াংটসে মঠ ভারতের নীচের কোন রাজ্যে অবস্থিত?
a. আসাম
b. মেঘালয়
c. সিকিম
d. মেঘালয়
Ans: c
11. ‘সাতপুরার রানি’ নামে কোন ভ্রমণ অঞ্চল পরিচিত?
a. অমরকণ্টক
b. পাঁচমারি
c. ওমকারেশ্বর
d. খাজুরাহো
Ans: b
12. সিয়াচেন হিমবাহ কোথায় অবস্থিত ?
a. আকসাই চিনের পূর্বে
b. লেহ-এর পূর্ব দিকে
c. গিলগিটের উত্তরে
d. নুব্রা উপত্যকার উত্তরে
Ans: d
13. অ্যাঞ্জেল জলপ্রপাত কোথায় অবস্থিত?
a. ভেনেজুয়েলা
b. ব্রাজিল
c. মার্কিন যুক্তরাষ্ট্র
d. চীন
Ans: a
14. কোন শহরকে ‘নীরব শহর’ বলা হয় ?
a. ভিয়েনা
b. মিলান
c. রোম
d. ভেনিস
Ans: c
15. ‘চ্যালেঞ্জার খাত’ কোথায় অবস্থিত?
a. ভারত মহাসাগর
b. প্রশান্ত মহাসাগর
c. বঙ্গোপসাগর
d. আরব সাগর
Ans: b
16. আন্তর্জাতিক ভূমিকম্প সমীক্ষা কেন্দ্র কোথায় অবস্থিত?
a. মার্কিন যুক্তরাষ্ট্রে
b. ব্রিটেন
c. রাশিয়া
d. কানাডা
Ans: a
17. স্বর্ণ মন্দির ভারতের কোথায় অবস্থিত?
a. পশ্চিমবঙ্গ
b. বিহার
c. পাঞ্জাব
d. হরিয়ানা
Ans: c
18. পৃথিবীর মধ্যে নবীনতম স্বাধীন রাষ্ট্রের নাম কী?
a. লাইবেরিয়া
b. দক্ষিণ সুদান
c. মন্টিনিগ্রো
d. বার্বাডোজ
Ans: d
See Also:
> ভারতের জাতীয় প্রতীক MCQ প্রশ্ন ও উত্তর
> ভারতের শীর্ষ দশ বৃহত্তম হ্রদ তালিকা
> ভারতের অধিক জনসংখ্যা যুক্ত শহরের তালিকা
> পৃথিবীর বিখ্যাত শিল্প সমৃদ্ধ দেশসমূহ তালিকা
> ভারতের বিভিন্ন স্থানের বর্তমান নাম ও পূর্বনাম
এই পোস্টটি লেখার জন্য কিছু বই এর সাহায্য নেওয়া হয়েছে। পোস্টটিতে কোনো রকম ভুল থাকলে অথবা আপনার কোনো মতামত থাকলে আমাদের সাথে [email protected] যোগাযোগ করুন।আশা করি এই পোস্টটি ভালো লেগেছে। পোস্টটি ভালো লাগলে কমেন্ট এ জানাবেন এবং সবার সাথে শেয়ার করবেন।