ভারতের শীর্ষ দশ বৃহত্তম হ্রদ তালিকা PDF | Largest Lakes in India

টেলিগ্রামে যুক্ত হোন

largest-lakes-in-india

ভারতের শীর্ষ দশ বৃহত্তম হ্রদ তালিকা: আজকে আমরা আলোচনা করবো, ভারতের শীর্ষ দশ বৃহত্তম হ্রদ তালিকার প্রশ্ন উত্তর নিয়ে। সাধারণ জ্ঞানের এই প্রশ্ন উত্তর গুলি আপনাদের বিভিন্ন সরকারি ও বেসকারি পরীক্ষাতে কমন পেতে আপনাদের সাহায্য করবে। বিভিন্ন বিষয় থেকে এই প্রশ্ন গুলি প্রস্তুত করা হয়েছে। আশা করি এই পোস্টটি আপনাদের ভালো লাগবে।


ভারতের শীর্ষ দশ বৃহত্তম হ্রদ তালিকা

ক্রমিক সংখ্যা নাম এলাকা (বর্গ কিমি) রাজ্য
1 ভেম্বানাদ লেক 2033 কেরালা
2 চিল্কা হ্রদ 1165 ওড়িশা
3 শিবাজি সাগর হ্রদ 891.7 মহারাষ্ট্র
4 প্যাংগং লেক 700 লাদাখ
5 ইন্দিরা সাগর হ্রদ 627 মধ্যপ্রদেশ
6 পুলিকাট লেক 450 অন্ধ্রপ্রদেশ
7 সর্দার সরোবর হ্রদ 375 গুজরাট, রাজস্থান, মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশ
8 লোকটাক হ্রদ 287 মণিপুর
9 নাগার্জুন সাগর লেক 285 তেলেঙ্গানা
10 উলার লেক 260 জম্মু ও কাশ্মীর

ভারতের শীর্ষ দশ বৃহত্তম হ্রদ তালিকার প্রশ্ন উত্তর

প্রশ্নঃ ভারতের বৃহত্তম অভ্যন্তরীণ লবণাক্ত জলের হ্রদ কোনটি?
Ans: সম্বর

প্রশ্নঃ ভারতে বৃহত্তম উপহ্রদ হ্রদ কোনটি?
Ans: চিল্কা হ্রদ

প্রশ্নঃ ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ কোনটি?
Ans: উলার হ্রদ

প্রশ্নঃ চিল্কা হ্রদ কোথায় অবস্থিত ?
উত্তরঃ ওড়িশা

প্রশ্নঃ ভেম্বানাদ লেক কোথায় অবস্থিত ?
উত্তরঃ কেরালা

প্রশ্নঃ শিবাজি সাগর হ্রদ কোথায় অবস্থিত ?
উত্তরঃ মহারাষ্ট্র

প্রশ্নঃ প্যাংগং লেক কোথায় অবস্থিত ?
উত্তরঃ লাদাখ

প্রশ্নঃ ইন্দিরা সাগর হ্রদ কোথায় অবস্থিত ?
উত্তরঃ মধ্যপ্রদেশ

প্রশ্নঃ পুলিকাট লেক কোথায় অবস্থিত ?
উত্তরঃ অন্ধ্রপ্রদেশ

প্রশ্নঃ সর্দার সরোবর হ্রদ কোথায় অবস্থিত ?
উত্তরঃ গুজরাট, রাজস্থান, মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশ

প্রশ্নঃ লোকটাক হ্রদ কোথায় অবস্থিত ?
উত্তরঃ মণিপুর

প্রশ্নঃ নাগার্জুন সাগর লেক কোথায় অবস্থিত ?
উত্তরঃ তেলেঙ্গানা

প্রশ্নঃ উলার লেক কোথায় অবস্থিত ?
উত্তরঃ উলার লেক


See Also:
> ভারতের জাতীয় প্রতীক MCQ প্রশ্ন ও উত্তর
> ভারতের অধিক জনসংখ্যা যুক্ত শহরের তালিকা
> সাধারণ জ্ঞান : বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রস্তুতি MCQ – 10
> পৃথিবীর বিখ্যাত শিল্প সমৃদ্ধ দেশসমূহ তালিকা
> ভারতের বিভিন্ন স্থানের বর্তমান নাম ও পূর্বনাম


ভারতের শীর্ষ দশ বৃহত্তম হ্রদ তালিকা PDF

File Details:
PDF Name: ভারতের শীর্ষ দশ বৃহত্তম হ্রদ তালিকা PDF
Language: Bengali
Size: 50KB
No. of Pages: 01
Download Link: Click Here to Download

Share your love

Leave a Reply