ভারতের জলবিদ্যুৎ কেন্দ্র তালিকা PDF | Hydro Electric Power Plant in India

টেলিগ্রামে যুক্ত হোন

list-of-hydro-power-plant-of-india

ভারতের জলবিদ্যুৎ কেন্দ্র তালিকা : আজকে আমরা আলোচনা করবো Geography এর প্রশ্ন উত্তর নিয়ে। এই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর গুলি বিভিন্ন সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন Railway Group D, PSC, SSC CHSL, SSC CGL, SSC MTS, WBP Abgari Constable, WBP SI, WBP Constable, ICDS Supervisor, ICDS Supervisor, RRB NTPC তে আপনাদের সাহায্য করবে। ভূগোল থেকে এই প্রশ্ন গুলো প্রস্তুত করা হয়েছে। আশা করি এই পোস্টটি আপনাদের ভালো লাগবে।

ভারতের জলবিদ্যুৎ কেন্দ্র তালিকা

জলবিদ্যুৎ কেন্দ্র নদী অবস্থান
ভাকরা নাঙ্গাল জলবিদ্যুৎ কেন্দ্র শতদ্রু হিমাচল প্রদেশ
ন্যাপথা ঝাকড়ি জলবিদ্যুৎ কেন্দ্র শতদ্রু হিমাচল প্রদেশ
দিহার জলবিদ্যুৎ কেন্দ্র বিপাশা হিমাচল প্রদেশ
সালাল জলবিদ্যুৎ কেন্দ্র চেনাব জম্মু ও কাশ্মীর
উরি জলবিদ্যুৎ কেন্দ্র ঝিলাম জম্মু ও কাশ্মীর
রঙ্গীত জলবিদ্যুৎ কেন্দ্র রঙ্গীত সিকিম
তিস্তা জলবিদ্যুৎ কেন্দ্র তিস্তা সিকিম
কালীনদী জলবিদ্যুৎ কেন্দ্র কালীনদী কর্ণাটক
শিবসমুদ্রম জলবিদ্যুৎ কেন্দ্র কাবেরী কর্ণাটক
সরাবতী জলবিদ্যুৎ কেন্দ্র সরাবতী কর্ণাটক
নাগার্জুনাসাগর জলবিদ্যুৎ কেন্দ্র কৃষ্ণা অন্ধ্রপ্রদেশ
সৃসাইলাম জলবিদ্যুৎ কেন্দ্র কৃষ্ণা অন্ধ্রপ্রদেশ
মাচকুন্ড জলবিদ্যুৎ কেন্দ্র মাচকুন্ড অন্ধ্রপ্রদেশ
সুবর্ণরেখা জলবিদ্যুৎ কেন্দ্র সুবর্ণরেখা বিহার/ঝাড়খন্ড
মাইথন জলবিদ্যুৎ কেন্দ্র বরাকর ঝাড়খন্ড
পাঞ্চেৎ জলবিদ্যুৎ কেন্দ্র দামোদর ঝাড়খন্ড
ম্যাসাঞ্জোর জলবিদ্যুৎ কেন্দ্র ময়ূরাক্ষী পশ্চিমবঙ্গ/ঝাড়খন্ড
জলঢাকা জলবিদ্যুৎ কেন্দ্র পশ্চিমবঙ্গ
হীরাকুঁদ জলবিদ্যুৎ কেন্দ্র মহানদী উড়িষ্যা
বালিমেলা জলবিদ্যুৎ কেন্দ্র সিলেরু উড়িষ্যা
বানসাগর জলবিদ্যুৎ কেন্দ্র শোন মধ্যপ্রদেশ
ইন্দিরা সাগর জলবিদ্যুৎ কেন্দ্র নর্মদা মধ্যপ্রদেশ
সর্দার সরোবর জলবিদ্যুৎ কেন্দ্র নর্মদা গুজরাট
ইদ্দুকি জলবিদ্যুৎ কেন্দ্র পেরিয়ার কেরালা
কোয়েনা জলবিদ্যুৎ কেন্দ্র কোয়েনা মহারাষ্ট্র
লোকটাক জলবিদ্যুৎ কেন্দ্র লেইমাটাক মনিপুর
তেহারি জলবিদ্যুৎ কেন্দ্র ভাগীরথী উত্তরাখন্ড
রিহান্দ জলবিদ্যুৎ কেন্দ্র রিহান্দ উত্তরপ্রদেশ/মধ্যপ্রদেশ
যমুনা জলবিদ্যুৎ কেন্দ্র যমুনা উত্তরপ্রদেশ
জওহরসাগর জলবিদ্যুৎ কেন্দ্র চম্বল রাজস্থান

ভারতের জলবিদ্যুৎ কেন্দ্র সংক্রান্ত প্রশ্ন উত্তরঃ

প্রশ্নঃ ভাকরা নাঙ্গাল জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত?
উত্তরঃ হিমাচল প্রদেশ

প্রশ্নঃ ন্যাপথা ঝাকড়ি জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত?
উত্তরঃ হিমাচল প্রদেশ

প্রশ্নঃ দিহার জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত?
উত্তরঃ হিমাচল প্রদেশ

প্রশ্নঃ সালাল জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত?
উত্তরঃ জম্মু ও কাশ্মীর

প্রশ্নঃ উরি জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত?
উত্তরঃ জম্মু ও কাশ্মীর

প্রশ্নঃ রঙ্গীত জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত?
উত্তরঃ সিকিম

প্রশ্নঃ তিস্তা জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত?
উত্তরঃ সিকিম

প্রশ্নঃ কালীনদী জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত?
উত্তরঃ কর্ণাটক

প্রশ্নঃ শিবসমুদ্রম জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত?
উত্তরঃ কর্ণাটক

প্রশ্নঃ সরাবতী জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত?
উত্তরঃ কর্ণাটক

প্রশ্নঃ নাগার্জুনাসাগর জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত?
উত্তরঃ অন্ধ্রপ্রদেশ

প্রশ্নঃ সৃসাইলাম জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত?
উত্তরঃ অন্ধ্রপ্রদেশ

প্রশ্নঃ মাচকুন্ড জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত?
উত্তরঃ অন্ধ্রপ্রদেশ

প্রশ্নঃ সুবর্ণরেখা জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত?
উত্তরঃ বিহার / ঝাড়খন্ড

প্রশ্নঃ মাইথন জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত?
উত্তরঃ ঝাড়খন্ড

প্রশ্নঃ পাঞ্চেৎ জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত?
উত্তরঃ ঝাড়খন্ড

প্রশ্নঃ ম্যাসাঞ্জোর জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত?
উত্তরঃ পশ্চিমবঙ্গ / ঝাড়খন্ড

প্রশ্নঃ জলঢাকা জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত?
উত্তরঃ পশ্চিমবঙ্গ

প্রশ্নঃ হীরাকুঁদ জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত?
উত্তরঃ উড়িষ্যা

প্রশ্নঃ বালিমেলা জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত?
উত্তরঃ উড়িষ্যা

প্রশ্নঃ বানসাগর জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত?
উত্তরঃ মধ্যপ্রদেশ

প্রশ্নঃ ইন্দিরা সাগর জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত?
উত্তরঃ মধ্যপ্রদেশ

প্রশ্নঃ সর্দার সরোবর জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত?
উত্তরঃ গুজরাট

প্রশ্নঃ ইদ্দুকি জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত?
উত্তরঃ কেরালা

প্রশ্নঃ কোয়েনা জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত?
উত্তরঃ মহারাষ্ট্র

প্রশ্নঃ লোকটাক জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত?
উত্তরঃ মনিপুর

প্রশ্নঃ তেহারি জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত?
উত্তরঃ উত্তরাখন্ড

প্রশ্নঃ রিহান্দ জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত?
উত্তরঃ উত্তরপ্রদেশ / মধ্যপ্রদেশ

প্রশ্নঃ যমুনা জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত?
উত্তরঃ উত্তরপ্রদেশ

প্রশ্নঃ জওহরসাগর জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত?
উত্তরঃ রাজস্থান

প্রশ্নঃ ভাকরা নাঙ্গাল জলবিদ্যুৎ কেন্দ্র কোন নদীর উপর গড়ে উঠেছে?
উত্তরঃ শতদ্রু

প্রশ্নঃ ন্যাপথা ঝাকড়ি জলবিদ্যুৎ কেন্দ্র কোন নদীর উপর গড়ে উঠেছে?
উত্তরঃ শতদ্রু

প্রশ্নঃ দিহার জলবিদ্যুৎ কেন্দ্র কোন নদীর উপর গড়ে উঠেছে?
উত্তরঃ বিপাশা

প্রশ্নঃ সালাল জলবিদ্যুৎ কেন্দ্র কোন নদীর উপর গড়ে উঠেছে?
উত্তরঃ চেনাব

প্রশ্নঃ উরি জলবিদ্যুৎ কেন্দ্র কোন নদীর উপর গড়ে উঠেছে?
উত্তরঃ ঝিলাম

প্রশ্নঃ রঙ্গীত জলবিদ্যুৎ কেন্দ্র কোন নদীর উপর গড়ে উঠেছে?
উত্তরঃ রঙ্গীত

প্রশ্নঃ তিস্তা জলবিদ্যুৎ কেন্দ্র কোন নদীর উপর গড়ে উঠেছে?
উত্তরঃ তিস্তা

প্রশ্নঃ কালীনদী জলবিদ্যুৎ কেন্দ্র কোন নদীর উপর গড়ে উঠেছে?
উত্তরঃ কালীনদী

প্রশ্নঃ শিবসমুদ্রম জলবিদ্যুৎ কেন্দ্র কোন নদীর উপর গড়ে উঠেছে?
উত্তরঃ কাবেরী

প্রশ্নঃ সরাবতী জলবিদ্যুৎ কেন্দ্র কোন নদীর উপর গড়ে উঠেছে?
উত্তরঃ সরাবতী

প্রশ্নঃ নাগার্জুনাসাগর জলবিদ্যুৎ কেন্দ্র কোন নদীর উপর গড়ে উঠেছে?
উত্তরঃ কৃষ্ণা

প্রশ্নঃ সৃসাইলাম জলবিদ্যুৎ কেন্দ্র কোন নদীর উপর গড়ে উঠেছে?
উত্তরঃ কৃষ্ণা

প্রশ্নঃ মাচকুন্ড জলবিদ্যুৎ কেন্দ্র কোন নদীর উপর গড়ে উঠেছে?
উত্তরঃ মাচকুন্ড

প্রশ্নঃ সুবর্ণরেখা জলবিদ্যুৎ কেন্দ্র কোন নদীর উপর গড়ে উঠেছে?
উত্তরঃ সুবর্ণরেখা

প্রশ্নঃ মাইথন জলবিদ্যুৎ কেন্দ্র কোন নদীর উপর গড়ে উঠেছে?
উত্তরঃ বরাকর

প্রশ্নঃ পাঞ্চেৎ জলবিদ্যুৎ কেন্দ্র কোন নদীর উপর গড়ে উঠেছে?
উত্তরঃ দামোদর

প্রশ্নঃ ম্যাসাঞ্জোর জলবিদ্যুৎ কেন্দ্র কোন নদীর উপর গড়ে উঠেছে?
উত্তরঃ ময়ূরাক্ষী

প্রশ্নঃ হীরাকুঁদ জলবিদ্যুৎ কেন্দ্র কোন নদীর উপর গড়ে উঠেছে?
উত্তরঃ মহানদী

প্রশ্নঃ বালিমেলা জলবিদ্যুৎ কেন্দ্র কোন নদীর উপর গড়ে উঠেছে?
উত্তরঃ সিলেরু

প্রশ্নঃ বানসাগর জলবিদ্যুৎ কেন্দ্র কোন নদীর উপর গড়ে উঠেছে?
উত্তরঃ শোন

প্রশ্নঃ ইন্দিরা সাগর জলবিদ্যুৎ কেন্দ্র কোন নদীর উপর গড়ে উঠেছে?
উত্তরঃ নর্মদা

প্রশ্নঃ সর্দার সরোবর জলবিদ্যুৎ কেন্দ্র কোন নদীর উপর গড়ে উঠেছে?
উত্তরঃ নর্মদা

প্রশ্নঃ ইদ্দুকি জলবিদ্যুৎ কেন্দ্র কোন নদীর উপর গড়ে উঠেছে?
উত্তরঃ পেরিয়ার

প্রশ্নঃ কোয়েনা জলবিদ্যুৎ কেন্দ্র কোন নদীর উপর গড়ে উঠেছে?
উত্তরঃ কোয়েনা

প্রশ্নঃ লোকটাক জলবিদ্যুৎ কেন্দ্র কোন নদীর উপর গড়ে উঠেছে?
উত্তরঃ লেইমাটাক

প্রশ্নঃ তেহারি জলবিদ্যুৎ কেন্দ্র কোন নদীর উপর গড়ে উঠেছে?
উত্তরঃ ভাগীরথী

প্রশ্নঃ রিহান্দ জলবিদ্যুৎ কেন্দ্র কোন নদীর উপর গড়ে উঠেছে?
উত্তরঃ রিহান্দ

প্রশ্নঃ যমুনা জলবিদ্যুৎ কেন্দ্র কোন নদীর উপর গড়ে উঠেছে?
উত্তরঃ যমুনা

প্রশ্নঃ জওহরসাগর জলবিদ্যুৎ কেন্দ্র কোন নদীর উপর গড়ে উঠেছে?
উত্তরঃ চম্বল


See Also:
> ভূগোলের ৫০ টি প্রশ্ন ও উত্তর MCQ – 01
> ভূগোলের ৫০ টি প্রশ্ন ও উত্তর MCQ – 02
> রাজ্যভিত্তিক ভারতের তাপবিদ্যুৎ কেন্দ্র তালিকা PDF


ভারতের জলবিদ্যুৎ কেন্দ্র তালিকা PDF

File Details:
PDF Name : ভারতের জলবিদ্যুৎ কেন্দ্র তালিকা PDF
Language: Bengali
Size: 399 KB
No. of Pages: 02
Download Link: Click Here To Download

Share your love

Leave a Reply