পরিবেশ সংক্রান্ত দিবস সমূহ তালিকা PDF : আজকে আমরা আলোচনা করবে পরিবেশ সংক্রান্ত দিবস নিয়ে।পরিবেশ সংক্রান্ত দিবসের তালিকা সুন্দর ভাবে তুলে ধরা হলো। এই গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য সাহায্য করবে। আশা করি পোস্টটি আপনাদের ভালো লাগবে।
পরিবেশ সংক্রান্ত দিবস সমূহ তালিকা
তারিখ | দিবস সমূহ |
---|---|
২ রা ফেব্রুয়ারি | বিশ্ব জলাভূমি দিবস |
২৭ শে ফেব্রুয়ারি | আন্তর্জাতিক পোলার বিয়ার ডে |
৩ রা মার্চ | বিশ্ব বন্যপ্রাণী দিবস |
২০ ই মার্চ | বিশ্ব চড়ুই দিবস |
২১ ই মার্চ | বিশ্ব আরণ্য দিবস |
২২ শে মার্চ | বিশ্ব জল দিবস |
২৩ শে মার্চ | বিশ্ব আবহাওয়া দিবস |
৫ ই এপ্রিল | জাতীয় সমুদ্র দিবস |
৭ ই এপ্রিল | বিশ্ব স্বাস্থ্য দিবস |
১৮ ই এপ্রিল | বিশ্ব ঐতিহ্য দিবস |
২২ ই এপ্রিল | বসুন্ধরা দিবস |
৩ রা মে | আন্তর্জাতিক শক্তি দিবস |
৮ ই মে | বিশ্ব পরিযায়ী পাখি দিবস |
২০ শে মে | বিশ্ব মৌমাছি দিবস |
২১ শে মে | আন্তর্জাতিক চা দিবস |
২২ শে মে | আন্তর্জাতিক জৈব বৈচিত্র্য দিবস |
৩১ শে মে | বিশ্ব তামাক বিরোধী দিবস |
৫ ই জুন | বিশ্ব পরিবেশ দিবস |
৭ ই জুন | বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস |
৮ ই জুন | বিশ্ব মহাসাগর দিবস |
১৫ ই জুন | গ্লোবাল বায়ু দিবস |
২৬ শে জুন | বিশ্ব মাদক বিরোধী দিবস |
১ লা – ৭ ই জুলাই | বন মহোৎসব |
১১ ই জুলাই | বিশ্ব জনসংখ্যা দিবস |
২৬ শে জুলাই | আন্তর্জাতিক ম্যানগ্রোভ সংরক্ষণ দিবস |
২৯ শে জুলাই | আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস |
৯ ই আগস্ট | বিশ্ব আদিবাসী দিবস |
১০ ই আগস্ট | বিশ্ব সিংহ দিবস |
১২ ই আগস্ট | বিশ্ব হাতি দিবস |
১৬ ই সেপ্টেম্বর | বিশ্ব ওজন দিবস |
২২ শে সেপ্টেম্বর | বিশ্ব গণ্ডার দিবস |
২৭ শে সেপ্টেম্বর | বিশ্ব পর্যটন দিবস |
৪ ঠা অক্টোবর | বিশ্ব পশু দিবস |
১৬ ই অক্টোবর | বিশ্ব খাদ্য দিবস |
১৭ ই অক্টোবর | বিশ্ব দারিদ্র দিবস |
২০ শে অক্টোবর | জাতীয় সংহতি দিবস |
২৪ শে অক্টোবর | বিশ্ব উন্নয়ন দিবস |
১ লা নভেম্বর | বিশ্ব বাস্তু সংস্থান দিবস |
৫ ই নভেম্বর | বিশ্ব সুনামি সচেতনতা দিবস |
৭ ই নভেম্বর | জাতীয় ক্যান্সার সচেতনতা দিবস |
১৪ ই নভেম্বর | বিশ্ব ডায়াবেটিস দিবস |
১৯ শে নভেম্বর | বিশ্ব টয়লেট দিবস |
১ লা ডিসেম্বর | বিশ্ব এইডস দিবস |
৫ ই ডিসেম্বর | বিশ্ব মৃত্তিকা দিবস |
১১ ই ডিসেম্বর | আন্তর্জাতিক পর্বত দিবস |
১৪ ই ডিসেম্বর | জাতীয় শক্তি সংরক্ষন দিবস |
Important Questions :
১. বিশ্ব জলাভূমি দিবস কবে পালিত হয় ?
Ans: ২ রা ফেব্রুয়ারি।
২. আন্তর্জাতিক পোলার বিয়ার ডে কবে পালিত হয় ?
Ans: ২৭ শে ফেব্রুয়ারি।
৩. বিশ্ব বন্যপ্রাণী দিবস কবে পালিত হয় ?
Ans: ৩ রা মার্চ।
৪. বিশ্ব চড়ুই দিবস কবে পালিত হয় ?
Ans: ২০ ই মার্চ।
৫. বিশ্ব আরণ্য দিবস কবে পালিত হয় ?
Ans: ২১ ই মার্চ।
৬. বিশ্ব জল দিবস কবে পালিত হয় ?
Ans: ২২ শে মার্চ।
৭. বিশ্ব আবহাওয়া দিবস কবে পালিত হয় ?
Ans: ২৩ শে মার্চ।
৮. জাতীয় সমুদ্র দিবস কবে পালিত হয় ?
Ans: ৫ ই এপ্রিল।
৯. বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয় ?
Ans: ৭ ই এপ্রিল।
১০. বিশ্ব ঐতিহ্য দিবস কবে পালিত হয় ?
Ans: ১৮ ই এপ্রিল।
১১. বসুন্ধরা দিবস কবে পালিত হয় ?
Ans: ২২ ই এপ্রিল।
১২. আন্তর্জাতিক শক্তি দিবস কবে পালিত হয় ?
Ans: ৩ রা মে।
১৩. বিশ্ব পরিযায়ী পাখি দিবস কবে পালিত হয় ?
Ans: ৮ ই মে।
১৪. বিশ্ব মৌমাছি দিবস কবে পালিত হয় ?
Ans: ২০ শে মে।
১৫. আন্তর্জাতিক চা দিবস কবে পালিত হয় ?
Ans: ২১ শে মে।
১৬. আন্তর্জাতিক জৈব বৈচিত্র্য দিবস কবে পালিত হয় ?
Ans: ২২ শে মে।
১৭. বিশ্ব তামাক বিরোধী দিবস কবে পালিত হয় ?
Ans: ৩১ শে মে।
১৮. বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয় ?
Ans: ৫ ই জুন।
১৯. বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস কবে পালিত হয় ?
Ans: ৭ ই জুন।
২০. বিশ্ব মহাসাগর দিবস কবে পালিত হয় ?
Ans: ৮ ই জুন।
২১. গ্লোবাল বায়ু দিবস কবে পালিত হয় ?
Ans: ১৫ ই জুন।
২২. বিশ্ব মাদক বিরোধী দিবস কবে পালিত হয় ?
Ans: ২৬ শে জুন।
২৩. বন মহোৎসব দিবস কবে পালিত হয় ?
Ans: ১ লা – ৭ ই জুলাই।
২৪. বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালিত হয় ?
Ans: ১১ ই জুলাই।
২৫. আন্তর্জাতিক ম্যানগ্রোভ সংরক্ষণ দিবস কবে পালিত হয় ?
Ans: ২৬ শে জুলাই।
২৬. আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস কবে পালিত হয় ?
Ans: ২৯ শে জুলাই।
২৭. বিশ্ব আদিবাসী দিবস কবে পালিত হয় ?
Ans: ৯ ই আগস্ট।
২৮. বিশ্ব সিংহ দিবস কবে পালিত হয় ?
Ans: ১০ ই আগস্ট।
২৯. বিশ্ব হাতি দিবস কবে পালিত হয় ?
Ans: ১২ ই আগস্ট।
৩০. বিশ্ব ওজন দিবস কবে পালিত হয় ?
Ans: ১২ ই আগস্ট।
৩১. বিশ্ব গণ্ডার দিবস কবে পালিত হয় ?
Ans: ২২ শে সেপ্টেম্বর।
৩২. বিশ্ব পর্যটন দিবস কবে পালিত হয় ?
Ans: ২৭ শে সেপ্টেম্বর।
৩৩. বিশ্ব পশু দিবস কবে পালিত হয় ?
Ans: ৪ ঠা অক্টোবর।
৩৪. বিশ্ব খাদ্য দিবস কবে পালিত হয় ?
Ans: ১৬ ই অক্টোবর।
৩৫. বিশ্ব দারিদ্র দিবস কবে পালিত হয় ?
Ans: ১৭ ই অক্টোবর।
৩৬. জাতীয় সংহতি দিবস কবে পালিত হয় ?
Ans: ২০ শে অক্টোবর।
৩৭. বিশ্ব উন্নয়ন দিবস কবে পালিত হয় ?
Ans: ২৪ শে অক্টোবর।
৩৮. বিশ্ব বাস্তু সংস্থান দিবস কবে পালিত হয় ?
Ans: ১ লা নভেম্বর।
৩৯. বিশ্ব সুনামি সচেতনতা দিবস কবে পালিত হয় ?
Ans: ৫ ই নভেম্বর ।
৪০. জাতীয় ক্যান্সার সচেতনতা দিবস কবে পালিত হয় ?
Ans: ৭ ই নভেম্বর।
৪১. বিশ্ব ডায়াবেটিস দিবস কবে পালিত হয় ?
Ans: ১৪ ই নভেম্বর।
৪২. বিশ্ব টয়লেট দিবস কবে পালিত হয় ?
Ans: ১৯ শে নভেম্বর ।
৪৩. বিশ্ব এইডস দিবস কবে পালিত হয় ?
Ans: ১ লা ডিসেম্বর।
৪৪. বিশ্ব মৃত্তিকা দিবস কবে পালিত হয় ?
Ans: ৫ ই ডিসেম্বর।
৪৫. আন্তর্জাতিক পর্বত দিবস কবে পালিত হয় ?
Ans: ১১ ই ডিসেম্বর।
৪৬. জাতীয় শক্তি সংরক্ষন দিবস কবে পালিত হয় ?
Ans: ১৪ ই ডিসেম্বর।
এই পোস্টটি লেখার জন্য কিছু বই এর সাহায্য নেওয়া হয়েছে। পোস্টটিতে কোনো রকম ভুল থাকলে অথবা আপনার কোনো মতামত থাকলে আমাদের সাথে [email protected] যোগাযোগ করুন।
আশা করি এই পোস্টটি ভালো লেগেছে। পোস্টটি ভালো লাগলে কমেন্ট এ জানাবেন এবং সবার সাথে শেয়ার করবেন।