পশ্চিমবঙ্গ জেনারেল নলেজ PDF | পশ্চিমবঙ্গ জিকে প্রশ্ন উত্তর

টেলিগ্রামে যুক্ত হোন

west-bengal-general-knowledge

আজকে, পশ্চিমবঙ্গ জেনারেল নলেজ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হল। সাধারণ জ্ঞানের প্রশ্ন উত্তর গুলি আপনাদের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। পোস্টটি কেমন লাগলো আমাদের অবশ্যই জানাবেন।

পশ্চিমবঙ্গ জিকে প্রশ্ন উত্তর:

1. পশ্চিমবঙ্গের রাজ্যপালের নাম কি ?
Ans: সিভি আনন্দ বোস।

2. পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি ?
Ans: কোলকাতা।

3. পশ্চিমবঙ্গের কোথায় রেল ইঞ্জিন তৈরির কারখানা আছে ?
Ans: চিত্তরঞ্জন।

4. পশ্চিমবঙ্গের শিক্ষা মন্ত্রীর নাম কি ?
Ans: শ্রী ব্রাত্য বসু।

5. পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?
Ans: সান্দাকফু (২,৬৩৬ মিটার (১১,৯২৯ ফুট))।

6. পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতুর নাম কি ?
Ans: জয়ী সেতু (তিস্তা নদীর উপরে, কোচবিহার)।

7. পশ্চিমবঙ্গের জাতীয় মাছ কি?
Ans: রুই মাছ।

8. পশ্চিমবঙ্গের জনসংখ্যা কত ২০২১ ?
Ans: আনুমানিক জনসংখ্যা হল 9.8 কোটি।

9. পশ্চিমবঙ্গের মুসলিম জনসংখ্যা কত ?
Ans: 31,144,763 জনেরও বেশি (2021)

10. পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নাম কি ?
Ans: মমতা বন্দ্যোপাধ্যায়।

11. পশ্চিমবঙ্গের শিল্প মন্ত্রীর নাম কি ?
Ans: শশী পাঁজা।

12. পশ্চিমবঙ্গের জাতীয় খেলা কি ?
Ans: খো খো।

13. পশ্চিমবঙ্গের কোন জেলায় বক্সা ব্যাঘ্র প্রকল্প অবস্থিত ?
Ans: আলিপুরদুয়ার।

14. পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপালের নাম কি ?
Ans: সি. রাজগোপালাচারী।

15. পশ্চিমবঙ্গের চা চাষ হয় কোথায় ?
Ans: দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, এবং উত্তর দিনাজপুর।

16. পশ্চিমবঙ্গের বিধানসভা আসন সংখ্যা কত ?
Ans: মোট আসনসংখ্যা ২৯৫

17. পশ্চিমবঙ্গের স্বাস্থ্য মন্ত্রীর নাম কি ?
Ans: মমতা বন্দ্যোপাধ্যায়।

18. পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্র মন্ত্রীর নাম কি ?
Ans: মমতা বন্দ্যোপাধ্যায়।

19. পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি ?
Ans: প্রফুল্লচন্দ্র ঘোষ।

20. পশ্চিমবঙ্গের লোকসভা আসন সংখ্যা কত ?
Ans: ৪২টি।

21. পশ্চিমবঙ্গের বর্তমান অর্থমন্ত্রীর নাম কি?
Ans: চন্দ্রিমা ভট্টাচার্য

22. পশ্চিমবঙ্গের কোন জেলায় জনসংখ্যা সবচেয়ে কম ?
Ans: কালিম্পং

23. পশ্চিমবঙ্গের ব্লক কয়টি ?
Ans: ৩৪২টি

24. পশ্চিমবঙ্গের কোন জেলায় কোনো মহকুমা নেই?
Ans: কোলকাতা

25. পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি ?
Ans: দক্ষিণ চব্বিশ পরগনা ( ৯,৯৬০ বর্গ কিমি)

26. পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় বাঁধ কোনটি ?
Ans: ফারাক্কা বাঁধ ২,২৪০ মিটার (৭,৩৫০ ফুট) লম্বা

27. পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় মেলা কোনটি ?
Ans: গঙ্গাসাগর মেলা

28. পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় শহর কোনটি ?
Ans: কোলকাতা।

29. পশ্চিমবঙ্গের সবচেয়ে ছোট জেলা কোনটি
Ans: কোলকাতা।

30. পশ্চিমবঙ্গের সর্বাধিক বৃষ্টিপাত কোথায় হয় ?
Ans: দার্জিলিং ও জলপাইগুড়ি জেলায়।

31. পশ্চিমবঙ্গের আয়তন কত ?
Ans: ৮৮,৭৫২ বর্গকিলোমিটার (৩৪,২৬৭ বর্গমাইল)

32. পশ্চিমবঙ্গের আদ্রতম স্থান কোনটি ?
Ans: আলিপুরদুয়ার

33. পশ্চিমবঙ্গের জনঘনত্ব কত ?
Ans: 1028 জন/বর্গ কিমি।

34. আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের স্থান কত তম ?
Ans: ভারতের চতুর্থ সর্বাধিক জনবহুল রাজ্য

35. পশ্চিমবঙ্গের শুষ্কতম অঞ্চল এর নাম কি?
Ans: বীরভূম জেলার ময়ূরেশ্বর(বৃষ্টিপাত প্রায় ৯৫ সেমি.)

36. পশ্চিমবঙ্গের শীতলতম মাস কোনটি?
Ans: জানুয়ারি

37. পশ্চিমবঙ্গের প্রধান ভাষা কি?
Ans: বাংলা ভাষা

38. পশ্চিমবঙ্গের সংরক্ষিত বনভূমির পরিমাণ কত?
Ans: রাজ্যের মোট ভৌগোলিক আয়তনের মাত্র ১৪ শতাংশ

39. শৈল শহর কোনটি?
Ans: শিলিগুড়ি

40. পশ্চিমবঙ্গের কোন জেলায় জনসংখ্যা বেশি?
Ans: উত্তর 24 পরগনা।

41. পশ্চিমবঙ্গের দীর্ঘতম রেল স্টেশন কোনটি?
Ans: খড়্গপুর জংশন


আরো পড়ুন:
পশ্চিমবঙ্গের জাতীয় প্রতীক
পশ্চিমবঙ্গের কোন জেলা কিসের জন্য বিখ্যাত
পশ্চিমবঙ্গের জেলার তালিকা PDF
পশ্চিমবঙ্গের লোকসভা কেন্দ্রের তালিকা
পশ্চিমবঙ্গের নদ নদীর তালিকা PDF
পশ্চিমবঙ্গের সেতুর তালিকা PDF


Share your love

Leave a Reply