আজকে, পশ্চিমবঙ্গ জেনারেল নলেজ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হল। সাধারণ জ্ঞানের প্রশ্ন উত্তর গুলি আপনাদের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। পোস্টটি কেমন লাগলো আমাদের অবশ্যই জানাবেন।
পশ্চিমবঙ্গ জিকে প্রশ্ন উত্তর:
1. পশ্চিমবঙ্গের রাজ্যপালের নাম কি ?
Ans: সিভি আনন্দ বোস।
2. পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি ?
Ans: কোলকাতা।
3. পশ্চিমবঙ্গের কোথায় রেল ইঞ্জিন তৈরির কারখানা আছে ?
Ans: চিত্তরঞ্জন।
4. পশ্চিমবঙ্গের শিক্ষা মন্ত্রীর নাম কি ?
Ans: শ্রী ব্রাত্য বসু।
5. পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?
Ans: সান্দাকফু (২,৬৩৬ মিটার (১১,৯২৯ ফুট))।
6. পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতুর নাম কি ?
Ans: জয়ী সেতু (তিস্তা নদীর উপরে, কোচবিহার)।
7. পশ্চিমবঙ্গের জাতীয় মাছ কি?
Ans: রুই মাছ।
8. পশ্চিমবঙ্গের জনসংখ্যা কত ২০২১ ?
Ans: আনুমানিক জনসংখ্যা হল 9.8 কোটি।
9. পশ্চিমবঙ্গের মুসলিম জনসংখ্যা কত ?
Ans: 31,144,763 জনেরও বেশি (2021)
10. পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নাম কি ?
Ans: মমতা বন্দ্যোপাধ্যায়।
11. পশ্চিমবঙ্গের শিল্প মন্ত্রীর নাম কি ?
Ans: শশী পাঁজা।
12. পশ্চিমবঙ্গের জাতীয় খেলা কি ?
Ans: খো খো।
13. পশ্চিমবঙ্গের কোন জেলায় বক্সা ব্যাঘ্র প্রকল্প অবস্থিত ?
Ans: আলিপুরদুয়ার।
14. পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপালের নাম কি ?
Ans: সি. রাজগোপালাচারী।
15. পশ্চিমবঙ্গের চা চাষ হয় কোথায় ?
Ans: দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, এবং উত্তর দিনাজপুর।
16. পশ্চিমবঙ্গের বিধানসভা আসন সংখ্যা কত ?
Ans: মোট আসনসংখ্যা ২৯৫
17. পশ্চিমবঙ্গের স্বাস্থ্য মন্ত্রীর নাম কি ?
Ans: মমতা বন্দ্যোপাধ্যায়।
18. পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্র মন্ত্রীর নাম কি ?
Ans: মমতা বন্দ্যোপাধ্যায়।
19. পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি ?
Ans: প্রফুল্লচন্দ্র ঘোষ।
20. পশ্চিমবঙ্গের লোকসভা আসন সংখ্যা কত ?
Ans: ৪২টি।
21. পশ্চিমবঙ্গের বর্তমান অর্থমন্ত্রীর নাম কি?
Ans: চন্দ্রিমা ভট্টাচার্য
22. পশ্চিমবঙ্গের কোন জেলায় জনসংখ্যা সবচেয়ে কম ?
Ans: কালিম্পং
23. পশ্চিমবঙ্গের ব্লক কয়টি ?
Ans: ৩৪২টি
24. পশ্চিমবঙ্গের কোন জেলায় কোনো মহকুমা নেই?
Ans: কোলকাতা
25. পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি ?
Ans: দক্ষিণ চব্বিশ পরগনা ( ৯,৯৬০ বর্গ কিমি)
26. পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় বাঁধ কোনটি ?
Ans: ফারাক্কা বাঁধ ২,২৪০ মিটার (৭,৩৫০ ফুট) লম্বা
27. পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় মেলা কোনটি ?
Ans: গঙ্গাসাগর মেলা
28. পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় শহর কোনটি ?
Ans: কোলকাতা।
29. পশ্চিমবঙ্গের সবচেয়ে ছোট জেলা কোনটি
Ans: কোলকাতা।
30. পশ্চিমবঙ্গের সর্বাধিক বৃষ্টিপাত কোথায় হয় ?
Ans: দার্জিলিং ও জলপাইগুড়ি জেলায়।
31. পশ্চিমবঙ্গের আয়তন কত ?
Ans: ৮৮,৭৫২ বর্গকিলোমিটার (৩৪,২৬৭ বর্গমাইল)
32. পশ্চিমবঙ্গের আদ্রতম স্থান কোনটি ?
Ans: আলিপুরদুয়ার
33. পশ্চিমবঙ্গের জনঘনত্ব কত ?
Ans: 1028 জন/বর্গ কিমি।
34. আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের স্থান কত তম ?
Ans: ভারতের চতুর্থ সর্বাধিক জনবহুল রাজ্য
35. পশ্চিমবঙ্গের শুষ্কতম অঞ্চল এর নাম কি?
Ans: বীরভূম জেলার ময়ূরেশ্বর(বৃষ্টিপাত প্রায় ৯৫ সেমি.)
36. পশ্চিমবঙ্গের শীতলতম মাস কোনটি?
Ans: জানুয়ারি
37. পশ্চিমবঙ্গের প্রধান ভাষা কি?
Ans: বাংলা ভাষা
38. পশ্চিমবঙ্গের সংরক্ষিত বনভূমির পরিমাণ কত?
Ans: রাজ্যের মোট ভৌগোলিক আয়তনের মাত্র ১৪ শতাংশ
39. শৈল শহর কোনটি?
Ans: শিলিগুড়ি
40. পশ্চিমবঙ্গের কোন জেলায় জনসংখ্যা বেশি?
Ans: উত্তর 24 পরগনা।
41. পশ্চিমবঙ্গের দীর্ঘতম রেল স্টেশন কোনটি?
Ans: খড়্গপুর জংশন
আরো পড়ুন:
পশ্চিমবঙ্গের জাতীয় প্রতীক
পশ্চিমবঙ্গের কোন জেলা কিসের জন্য বিখ্যাত
পশ্চিমবঙ্গের জেলার তালিকা PDF
পশ্চিমবঙ্গের লোকসভা কেন্দ্রের তালিকা
পশ্চিমবঙ্গের নদ নদীর তালিকা PDF
পশ্চিমবঙ্গের সেতুর তালিকা PDF