ভারতের ঐতিহাসিক সন্ধি ও চুক্তি তালিকা PDF | Sondhi o Chukti

টেলিগ্রামে যুক্ত হোন

historic-treaties-agreements-indian-history

ভারতের ঐতিহাসিক সন্ধি ও চুক্তি তালিকা: আজকে আমরা আলোচনা করবো, ভারতের ঐতিহাসিক সন্ধি ও চুক্তি তালিকা নিয়ে। আশা করি, সাধারণ জ্ঞানের প্ৰশ্ন উত্তর গুলি আপনাদের বিভিন্ন সরকারি ও বেসরকারি পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে।

ঐতিহাসিক সন্ধি ও চুক্তি

সন্ধি/চুক্তি সাল অংশগ্রহণকারীরা
পুরন্দরের সন্ধি ১৬৬৫ শিবাজি ও মুঘল সেনাপতি জয়সিংহ
ওয়ারনার সন্ধি ১৭৩১ দ্বিতীয় শম্ভুজি ও শাহু
লা-ল্যাপেলের সন্ধি ১৭৪৮ ইংরেজ ও ফরাসি
আলিনগরের সন্ধি ১৭৫৭ সিরাজ-উদ-দৌলা ও রবার্ট ক্লাইভ
প্যারিসের সন্ধি ১৭৬৩ ইংরেজ ও ফরাসি
মাদ্রাজের সন্ধি ১৭৬৯ হায়দার আলী ও ইংরেজ
সুরাটের সন্ধি ১৭৭৫ মারাঠা ও ইংরেজ (বোম্বাই)
ওয়াড়গাঁওয়ের সন্ধি ১৭৭৫ মারাঠা ও ব্রিটিশ
পুরন্দরের সন্ধি ১৭৭৬ মারাঠা ও ইংরেজ (কলকাতা)
সলবাইয়ের সন্ধি ১৭৮২ ইংরেজ ও মারাঠা
ম্যাঙ্গালোর সন্ধি ১৭৮৪ টিপু সুলতান ও ইংরেজ
শ্রীরঙ্গপত্তনমের সন্ধি ১৭৯২ টিপু সুলতান ও ইংরেজ
বেসিনের সন্ধি ১৮০২ পেশোয়া দ্বিতীয় বাজিরাও ও
লর্ড ওয়েলেসলি
দেওগাঁও সন্ধি ১৮০৩ ইংরেজ ও সিন্ধিয়া
লাহোর সন্ধি ১৮০৬ রঞ্জিত সিংহ ও ইংরেজ সেনাপতি
অমৃতসর সন্ধি ১৮০৯ রঞ্জিত সিংহ ও চার্লস মেটকাফ
সগৌলির সন্ধি ১৮১৬ নেপালরাজ অমর সিংহ থাপা ও
ইংরেজদের মধ্যে
যান্দাবুর সন্ধি ১৮২৬ পাগিদোয়া ও ইংরেজ
লাহোরের চুক্তি ১৮৪৬ শিখ ও ইংরেজ
গন্ডোমার্কের সন্ধি ১৮৭৯ আফগান ও ইংরেজ
লক্ষ্ণৌ চুক্তি ১৯১৬ কংগ্রেস ও মুসলিম লিগ
রাওয়ালপিন্ডির সন্ধি ১৯১৯ আমীর আমান উল্লাহ ও ইংরেজ
গান্ধী-আরউইন চুক্তি ১৯৩১ মহত্মা গান্ধী ও লর্ড আরউইন
পুনা চুক্তি ১৯৩২ বি. আর. আম্বেদকর ও মহত্মা গান্ধী

ভারতের ঐতিহাসিক সন্ধি ও চুক্তি সংক্রান্ত প্রশ্ন ও উত্তরঃ

প্রশ্নঃ পুরন্দরের সন্ধি কবে স্বাক্ষরিত হয়েছিল?
উত্তরঃ ১৬৬৫ সালে

প্রশ্নঃ ওয়ারনার সন্ধি কবে স্বাক্ষরিত হয়েছিল?
উত্তরঃ ১৭৩১ সালে

প্রশ্নঃ লা-ল্যাপেলের সন্ধি কবে স্বাক্ষরিত হয়েছিল?
উত্তরঃ ১৭৪৮ সালে

প্রশ্নঃ আলিনগরের সন্ধি কবে স্বাক্ষরিত হয়েছিল?
উত্তরঃ ১৭৫৭ সালে

প্রশ্নঃ প্যারিসের সন্ধি কবে স্বাক্ষরিত হয়েছিল?
উত্তরঃ ১৭৬৩ সালে

প্রশ্নঃ মাদ্রাজের সন্ধি কবে স্বাক্ষরিত হয়েছিল?
উত্তরঃ ১৭৬৯ সালে

প্রশ্নঃ সুরাটের সন্ধি কবে স্বাক্ষরিত হয়েছিল?
উত্তরঃ ১৭৭৫ সালে

প্রশ্নঃ ওয়াড়গাঁওয়ের সন্ধি কবে স্বাক্ষরিত হয়েছিল?
উত্তরঃ ১৭৭৫ সালে

প্রশ্নঃ পুরন্দরের সন্ধি কবে স্বাক্ষরিত হয়েছিল?
উত্তরঃ ১৭৭৬ সালে

প্রশ্নঃ সলবাইয়ের সন্ধি কবে স্বাক্ষরিত হয়েছিল?
উত্তরঃ ১৭৮২ সালে

প্রশ্নঃ ম্যাঙ্গালোর সন্ধি কবে স্বাক্ষরিত হয়েছিল?
উত্তরঃ ১৭৮৪ সালে

প্রশ্নঃ শ্রীরঙ্গপত্তনমের সন্ধি কবে স্বাক্ষরিত হয়েছিল?
উত্তরঃ ১৭৯২ সালে

প্রশ্নঃ বেসিনের সন্ধি কবে স্বাক্ষরিত হয়েছিল?
উত্তরঃ ১৮০২ সালে

প্রশ্নঃ দেওগাঁও সন্ধি কবে স্বাক্ষরিত হয়েছিল?
উত্তরঃ ১৮০৩ সালে

প্রশ্নঃ লাহোর সন্ধি কবে স্বাক্ষরিত হয়েছিল?
উত্তরঃ ১৮০৬ সালে

প্রশ্নঃ অমৃতসর সন্ধি কবে স্বাক্ষরিত হয়েছিল?
উত্তরঃ ১৮০৯ সালে

প্রশ্নঃ সগৌলির সন্ধি কবে স্বাক্ষরিত হয়েছিল?
উত্তরঃ ১৮১৬ সালে

প্রশ্নঃ যান্দাবুর সন্ধি কবে স্বাক্ষরিত হয়েছিল?
উত্তরঃ ১৮২৬ সালে

প্রশ্নঃ লাহোরের চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল?
উত্তরঃ ১৮৪৬ সালে

প্রশ্নঃ গন্ডোমার্কের সন্ধি কবে স্বাক্ষরিত হয়েছিল?
উত্তরঃ ১৮৭৯ সালে

প্রশ্নঃ লক্ষ্ণৌ চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল?
উত্তরঃ ১৯১৬ সালে

প্রশ্নঃ রাওয়ালপিন্ডির সন্ধি কবে স্বাক্ষরিত হয়েছিল?
উত্তরঃ ১৯১৯ সালে

প্রশ্নঃ গান্ধী-আরউইন চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল?
উত্তরঃ ১৯৩১ সালে

প্রশ্নঃ পুনা চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল?
উত্তরঃ ১৯৩২ সালে

প্রশ্নঃ পুরন্দরের সন্ধি কাদের মধ্যে হয়েছিল?
উত্তরঃ শিবাজি ও মুঘল সেনাপতি জয়সিংহ

প্রশ্নঃ ওয়ারনার সন্ধি কাদের মধ্যে হয়েছিল?
উত্তরঃ দ্বিতীয় শম্ভুজি ও শাহু

প্রশ্নঃ লা-ল্যাপেলের সন্ধি কাদের মধ্যে হয়েছিল?
উত্তরঃ ইংরেজ ও ফরাসি

প্রশ্নঃ আলিনগরের সন্ধি কাদের মধ্যে হয়েছিল?
উত্তরঃ সিরাজ-উদ-দৌলা ও রবার্ট ক্লাইভ

প্রশ্নঃ প্যারিসের সন্ধি কাদের মধ্যে হয়েছিল?
উত্তরঃ ইংরেজ ও ফরাসি

প্রশ্নঃ মাদ্রাজের সন্ধি কাদের মধ্যে হয়েছিল?
উত্তরঃ হায়দার আলী ও ইংরেজ

প্রশ্নঃ সুরাটের সন্ধি কাদের মধ্যে হয়েছিল?
উত্তরঃ মারাঠা ও ইংরেজ (বোম্বাই)

প্রশ্নঃ ওয়াড়গাঁওয়ের সন্ধি কাদের মধ্যে হয়েছিল?
উত্তরঃ মারাঠা ও ব্রিটিশ

প্রশ্নঃ পুরন্দরের সন্ধি কাদের মধ্যে হয়েছিল?
উত্তরঃ মারাঠা ও ইংরেজ (কলকাতা)

প্রশ্নঃ সলবাইয়ের সন্ধি কাদের মধ্যে হয়েছিল?
উত্তরঃ ইংরেজ ও মারাঠা

প্রশ্নঃ ম্যাঙ্গালোর সন্ধি কাদের মধ্যে হয়েছিল?
উত্তরঃ টিপু সুলতান ও ইংরেজ

প্রশ্নঃ শ্রীরঙ্গপত্তনমের সন্ধি কাদের মধ্যে হয়েছিল?
উত্তরঃ টিপু সুলতান ও ইংরেজ

প্রশ্নঃ বেসিনের সন্ধি কাদের মধ্যে হয়েছিল?
উত্তরঃ পেশোয়া দ্বিতীয় বাজিরাও ও লর্ড ওয়েলেসলি

প্রশ্নঃ দেওগাঁও সন্ধি কাদের মধ্যে হয়েছিল?
উত্তরঃ ইংরেজ ও সিন্ধিয়া

প্রশ্নঃ লাহোর সন্ধি কাদের মধ্যে হয়েছিল?
উত্তরঃ রঞ্জিত সিংহ ও ইংরেজ সেনাপতি

প্রশ্নঃ অমৃতসর সন্ধি কাদের মধ্যে হয়েছিল?
উত্তরঃ রঞ্জিত সিংহ ও চার্লস মেটকাফ

প্রশ্নঃ সগৌলির সন্ধি কাদের মধ্যে হয়েছিল?
উত্তরঃ নেপালরাজ অমর সিংহ থাপা ও ইংরেজদের মধ্যে

প্রশ্নঃ যান্দাবুর সন্ধি কাদের মধ্যে হয়েছিল?
উত্তরঃ পাগিদোয়া ও ইংরেজ

প্রশ্নঃ লাহোরের চুক্তি কাদের মধ্যে হয়েছিল?
উত্তরঃ শিখ ও ইংরেজ

প্রশ্নঃ গন্ডোমার্কের সন্ধি কাদের মধ্যে হয়েছিল?
উত্তরঃ আফগান ও ইংরেজ

প্রশ্নঃ লক্ষ্ণৌ চুক্তি কাদের মধ্যে হয়েছিল?
উত্তরঃ কংগ্রেস ও মুসলিম লিগ

প্রশ্নঃ রাওয়ালপিন্ডির সন্ধি কাদের মধ্যে হয়েছিল?
উত্তরঃ আমীর আমান উল্লাহ ও ইংরেজ

প্রশ্নঃ গান্ধী-আরউইন চুক্তি কাদের মধ্যে হয়েছিল?
উত্তরঃ মহত্মা গান্ধী ও লর্ড আরউইন

প্রশ্নঃ পুনা চুক্তি কাদের মধ্যে হয়েছিল?
উত্তরঃ বি. আর. আম্বেদকর ও মহত্মা গান্ধী



ভারতের ঐতিহাসিক সন্ধি ও চুক্তি তালিকা PDF

File Details:
PDF Name: ভারতের ঐতিহাসিক সন্ধি ও চুক্তি তালিকা PDF
Language: Bengali
Size: 58KB
No. of Pages: 02
Download Link: Click Here to Download

Share your love

Leave a Reply