এই পোস্টে জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর শেয়ার করলাম। যেটিতে বাছাই করা জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। প্রশ্নোত্তরগুলি রাজ্য ও কেন্দ্র সরকারের চাকরির পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে।
জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: কখন অস্বচ্ছ বস্তুর ছায়ার দৈর্ঘ্য বস্তুর দৈর্ঘ্যের সমান হবে?
উত্তর: ছায়া
প্রশ্ন: কখন অপারেটিং সিস্টেমের আপডেট স্বয়ংক্রিয়ভাবে হয়?
উত্তর: ইন্টারনেট সংযোগ থাকলে
প্রশ্ন: কখন অপারেশন সার্চলাইটের পরিকল্পনা করা হয়?
উত্তর: ২২ ফেব্রুয়ারি ১৯৭১
প্রশ্ন: কখন অংশীদারি কারবারের সুনাম মূল্যায়ন করা হয়?
উত্তর: ২৭ শে নভেম্বর, ২০২০
প্রশ্ন: কবে অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন?
উত্তর: ১৭৯৮ সালে
প্রশ্ন: কাকে অনাক্রম্য বিদ্যার জনক বলা হয়?
উত্তর: এডওয়ার্ড জেনার
প্রশ্ন: কাকে অবলম্বন করে বাংলা সাহিত্যে প্রথম জীবনী সাহিত্যের সূত্রপাত ঘটে?
উত্তর: শ্রী চৈতন্যদেব
প্রশ্ন: কাকে অর্থবিদ্যার জনক বলে অভিহিত করা হয়?
উত্তর: অ্যাডাম স্মিথ
প্রশ্ন: কাকে অনাক্রম্যতা জনক বলা হয়?
উত্তর: অ্যারিস্টটলকে
প্রশ্ন: কাকে অপারেশন ফ্লাড এর জনক বলা হয়?
উত্তর: ডাঃ ভার্গিস কুরিয়েন
প্রশ্ন: কাকে অনুবাদকদের শেখ বলা হয়?
উত্তর: হুনাইন ইবনে ইসহাক
প্রশ্ন: ক্যাস্টর অয়েল কি দিয়ে তৈরি হয়?
উত্তর: ভেন্নার বীজ
প্রশ্ন: অ্যালকোহল কি দিয়ে তৈরি হয়?
উত্তর: শস্য, ফল বা সবজি
প্রশ্ন: অলিভ অয়েল কি দিয়ে তৈরি?
উত্তর: জলপাই
প্রশ্ন: ছাতা দিয়ে মাথা রক্ষা বাগধারাটির অর্থ কি?
উত্তর: সম্মান রক্ষা করা
প্রশ্ন: অজন্তা গুহা কিসের জন্য বিখ্যাত?
উত্তর: প্রাচীন বৌদ্ধ শিলা-কাটা স্থাপত্যের অন্যতম শ্রেষ্ঠ কৃতিত্বের উদাহরণ
প্রশ্ন: অর্থের সংগতি রক্ষার জন্য পরোক্ষ উক্তিতে কিসের পরিবর্তন করতে হয়?
উত্তর: ক্রিয়া ও সর্বনাম পদের
প্রশ্ন: কাজিরাঙ্গা অভয়ারণ্য কিসের জন্য বিখ্যাত?
উত্তর: রয়্যাল বেঙ্গল টাইগার, এক শিংওয়ালা গন্ডার, জলা হরিণ, এশিয়াটিক হাতি এবং জল মহিষ
প্রশ্ন: বাক্যের অর্থ সংগতি রক্ষার জন্য কিসের পরিবর্তন করতে হয়?
উত্তর: সর্বনামের
প্রশ্ন: কিসের অভাবের জন্য দুধকে এখন সুষম খাদ্য বলে না?
উত্তর: লোহা (iron) ও ভিটামিন-সি
প্রশ্ন: গরুমারা অভয়ারণ্য কিসের জন্য বিখ্যাত?
উত্তর: গন্ডারের
প্রশ্ন: জলদাপাড়া অভয়ারণ্য কিসের জন্য বিখ্যাত?
উত্তর: ভারতীয় গন্ডার
প্রশ্ন: গির অরণ্য কিসের জন্য বিখ্যাত?
উত্তর: সিংহ-র জন্য বিখ্যাত
প্রশ্ন: পেরিয়ার অভয়ারণ্য কিসের জন্য বিখ্যাত?
উত্তর: এশিয়ান হাতি
প্রশ্ন: কে অস্ট্রেলিয়া আবিষ্কার করেন?
উত্তর: জন্সজুন
প্রশ্ন: কে অরন্ধন দিবস পালনের ডাক দেন?
উত্তর: জুনিয়র ডাক্তাররা
প্রশ্ন: কে অনুশীলন সমিতি সংগঠিত করেছিলেন?
উত্তর: সতীশচন্দ্র বসু ও প্রমথনাথ মিত্র
প্রশ্ন: কে অভিজ্ঞান শকুন্তলম রচয়িতা ছিলেন?
উত্তর: কালিদাস
প্রশ্ন: কে অমিত্রাঘাত নামে পরিচিত?
উত্তর: বিন্দুসার
প্রশ্ন: অতিবেগুনি রশ্মি কোথা থেকে আসে?
উত্তর: সূর্যালোক
প্রশ্ন: অতিথি পাখি কোথা থেকে আসে?
উত্তর: সাইবেরিয়া, উত্তর ইউরোপ, হিমালয় পর্বত ও তিব্বত অঞ্চল থেকে
প্রশ্ন: ন্যানো অবজেক্ট তৈরি হয় কোথা থেকে?
উত্তর: মলিকুলার কম্পোনেন্ট থেকে
প্রশ্ন: ডান্ডি অভিযান কোথা থেকে শুরু হয়?
উত্তর: সবরমতী আশ্রম থেকে ডান্ডি
প্রশ্ন: অক্সিটোসিন হরমোন কোথা থেকে ক্ষরিত হয়?
উত্তর: পিটুইটারি গ্রন্থিতে
প্রশ্ন: অ্যাড্রিনালিন হরমোন কোথা থেকে নিঃসৃত হয়?
উত্তর: অ্যাড্রেনাল গ্রন্থির মেডালা অংশ থেকে নিঃসৃত হয়
প্রশ্ন: কোথায় অসংখ্য নক্ষত্র আছে?
উত্তর: আকাশগঙ্গায়
প্রশ্ন: কোথায় অক্সিজেনের পরিমাণ কম থাকে?
উত্তর: উন্মুক্ত মহাসাগর এবং উপকূলীয় জলে অক্সিজেনের মাত্রা কম থাকে
প্রশ্ন: লালসালু উপন্যাসে অবিশ্রান্ত ঢোলক বেজে চলে কোথায়?
উত্তর: ডোম পাড়ায়