বৈদিক যুগের দেব-দেবীর নাম তালিকা PDF | God of Vedic Age

টেলিগ্রামে যুক্ত হোন

god-of-vedic-age

বৈদিক যুগের দেব-দেবীর নাম তালিকা: আজকে আমরা আলোচনা করবো, বৈদিক যুগের দেব-দেবীর নাম তালিকা নিয়ে। আশা করি, সাধারণ জ্ঞানের প্ৰশ্ন উত্তর গুলি আপনাদের বিভিন্ন সরকারি ও বেসরকারি পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে।

বৈদিক যুগের দেব-দেবীর নাম

দেব-দেবীর প্রকৃতি নাম
সৌরদেবতা সূর্য, পুষাণ, সাবিত্রী
প্রভাতকালের দেবতা উষা
দেবতাদের তত্ত্বাবধায়িকা অপ্সরা
আকাশের দেবী দৌ
জলের দেবতা বরুন
মৃতের দেবতা যম
সৃষ্টির দেবতা প্রজাপতি
ধ্বংসের দেবতা রুদ্র
বিধান প্রদানকারী দেবী বিধাত্রী
বাতাসের দেবতা মরুৎ,পর্জনা
ঝড়ের দেবতা মরুৎ
চিরকালের দেবী অদিতি
পৃথিবীর দেবতা পৃথ্বী
সঙ্গীতের দেবতা গান্ধর্ব
বনদেবতা অরণ্যানী
নদীর দেবতা সরস্বতী

বৈদিক যুগের দেব-দেবী সংক্রান্ত প্রশ্ন উত্তরঃ

প্রশ্নঃ বৈদিক যুগে সৌরদেবতার নাম কী ছিল?
উত্তরঃ সূর্য, পুষাণ, সাবিত্রী

প্রশ্নঃ বৈদিক যুগে প্রভাতকালের দেবতার নাম কী ছিল?
উত্তরঃ উষা

প্রশ্নঃ বৈদিক যুগে দেবতাদের তত্ত্বাবধায়িকার নাম কী ছিল?
উত্তরঃ অপ্সরা

প্রশ্নঃ বৈদিক যুগে আকাশের দেবীর নাম কী ছিল?
উত্তরঃ দৌ

প্রশ্নঃ বৈদিক যুগে জলের দেবতার নাম কী ছিল?
উত্তরঃ বরুন

প্রশ্নঃ বৈদিক যুগে মৃতের দেবতার নাম কী ছিল?
উত্তরঃ যম

প্রশ্নঃ বৈদিক যুগে সৃষ্টির দেবতার নাম কী ছিল?
উত্তরঃ প্রজাপতি

প্রশ্নঃ বৈদিক যুগে ধ্বংসের দেবতার নাম কী ছিল?
উত্তরঃ রুদ্র

প্রশ্নঃ বৈদিক যুগে বিধান প্রদানকারী দেবীর নাম কী ছিল?
উত্তরঃ বিধাত্রী

প্রশ্নঃ বৈদিক যুগে বাতাসের দেবতার নাম কী ছিল?
উত্তরঃ মরুৎ,পর্জনা

প্রশ্নঃ বৈদিক যুগে ঝড়ের দেবতার নাম কী ছিল?
উত্তরঃ মরুৎ

প্রশ্নঃ বৈদিক যুগে চিরকালের দেবীর নাম কী ছিল?
উত্তরঃ অদিতি

প্রশ্নঃ বৈদিক যুগে পৃথিবীর দেবতার নাম কী ছিল?
উত্তরঃ পৃথ্বী

প্রশ্নঃ বৈদিক যুগে সঙ্গীতের দেবতার নাম কী ছিল?
উত্তরঃ গান্ধর্ব

প্রশ্নঃ বৈদিক যুগে বনদেবতার নাম কী ছিল?
উত্তরঃ অরণ্যানী

প্রশ্নঃ বৈদিক যুগে নদীর দেবতার নাম কী ছিল?
উত্তরঃ সরস্বতী



বৈদিক যুগের দেব-দেবীর নাম তালিকা PDF

File Details:
PDF Name: বৈদিক যুগের দেব-দেবীর নাম তালিকা PDF
Language: Bengali
Size: 47KB
No. of Pages: 01
Download Link: Click Here to Download

Share your love

Leave a Reply