পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান

টেলিগ্রামে যুক্ত হোন

general-knowledge-about-padma-bridge

আজকে, পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান নিয়ে আমরা আলোচনা করবো। পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান আপনাদের সামনে সুন্দর ভাবে তুলে ধরা হল।সাধারণ জ্ঞানের এই প্রশ্ন উত্তর গুলি বিভিন্ন প্রতিযোগিতামূলক এসে থাকে। আশা করি পোস্টটি পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে।


See Also:
ভারতের রাষ্ট্রপতির তালিকা PDF
ভারতের উপরাষ্ট্রপতির তালিকা PDF
বর্তমানে কে কোন পদে আছেন 2023 PDF
কে কোন রাজ্যের খেলোয়াড় তালিকা PDF
জ্ঞানপীঠ পুরস্কার প্রাপকদের তালিকা PDF (১৯৬৫ – ২০২২ )
সাহিত্য একাডেমি পুরস্কার 2022 PDF
বিভিন্ন পুরস্কার ও তার ক্ষেত্র তালিকা PDF
রাজ্যভিত্তিক ভারতের তাপবিদ্যুৎ কেন্দ্র তালিকা PDF
ভারতের জলবিদ্যুৎ কেন্দ্র তালিকা PDF
ভারতীয় সংবিধানের বিভিন্ন উৎস PDF
ভারতের বিভিন্ন ব্যাঙ্কের প্রতিষ্ঠা সাল ও সদর দপ্তর PDF
পরিবেশ সংক্রান্ত দিবস সমূহ তালিকা PDF


পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান MCQ

1. পদ্মা সেতুর প্রকল্পের নাম কী?
Ans: পদ্মা বহুমুখী সেতু প্রকল্প

2. পদ্মা সেতু বিশ্বের কততম সেতু?
Ans: বিশ্বের ১২২তম দীর্ঘ সেতু

3. পদ্মা সেতু এশিয়ার কততম সেতু?
Ans: ২৫ তম

4. পদ্মা সেতু কবে উদ্বোধন করা হয়?
Ans: ২০২২ সালের ২৫ জুন

5. পদ্মা সেতু কোথায় অবস্থিত?
Ans: মুন্সিগঞ্জের মাওয়া ও শরীয়তপুরের জাজিরা

6. মাটির কত মিটার গভীর গিয়ে পাইল বসানো হয়েছে পদ্মা সেতুতে?
Ans: মাটির ১২২ মিটার গভীর গিয়ে

7. পদ্মা সেতুর দৈর্ঘ্য কত?
Ans: ৬.১৫ কিলোমিটার (২০,১৮০ ফুট)

8. পদ্মা সেতুর প্রস্থ কত?
Ans: ১৮.১৮ মিটার (৫৯.৬৫ ফুট)

9. পদ্মা সেতু কত কিলোমিটার নদী শাসন?
Ans: ১২ কিলোমিটার

10. পদ্মা সেতুতে কত টাকা খরচ হয়?
Ans: ৩০,১৯৩ কোটি ৩৯ লক্ষ

11. পদ্মা সেতুর সুবিধা কি কি?
Ans: ৬-৭ ঘণ্টায় পণ্য পরিবহন ও আমদানি-রপ্তানিতে খরচ ও সময় বাঁচবে

12. পদ্মা সেতুর প্রথম কাজ কবে শুরু হয়?
Ans: ২৬ নভেম্বর ২০১৪

13. পদ্মা সেতুর কাজ কবে শেষ হয়?
Ans: ২৩ জুন ২০২২

14. পদ্মা সেতু কোন দুটি জেলাকে সংযুক্ত করবে?
Ans: মুন্সীগঞ্জ, শরীয়তপুর ও মাদারীপুরকে সংযুক্ত করবে।

15. কত তারিখে পদ্মা সেতু উদ্বোধন করা হয়েছে ?
Ans: ২৫ জুন ২০২২

16. পদ্মা সেতুর লেন কয়টি?
Ans: ৪টি

17. পদ্মা সেতুর পিলার সংখ্যা কত?
Ans: ৪২ টি

18. পদ্মা সেতুর ভায়াডাক্ট পিলার কয়টি?
Ans: ৮১টি

19.পদ্মা সেতুর স্পান কতটি?
Ans: ৪১ টি

20. পদ্মা সেতুর মোট পাইলিংয়ের সংখ্যা কত?
Ans: ২৬৪ টি

21. পদ্মা সেতুর পাইলিং গভীরতা কত?
Ans: ৩৮৩ ফুট

22. পদ্মা সেতুর আকৃতি কেমন ?
Ans: এস আকৃতির

23. পদ্মা সেতু কবে চালু হয়?
Ans: ২৬ জুন ২০২২

24. পদ্মা সেতু নির্মাণকারী সংস্থার নাম কি ?
Ans: চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কোম্পানি লিঃ

25. পদ্মা সেতুর আয়ুস্কাল কত বছর নির্ধারণ করা হয়েছে?
Ans: ১০০ বছর

26. পদ্মা সেতুর ভূমিকম্প সহনশীলতার মাত্রা কত?
Ans: রিখটার স্কেলে ৯


See Also:
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরদের তালিকা PDF
ভারতের অর্থ কমিশন ও তার চেয়ারম্যান তালিকা PDF
প্রাচীন ভারতের মুদ্রার নাম তালিকা PDF
অশোকের শিলালিপি তালিকা PDF
বিভিন্ন ধর্ম ও মতবাদের প্রতিষ্ঠাতা তালিকা PDF
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তালিকা PDF
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তালিকা PDF
কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তালিকা PDF
পৃথিবীর বিখ্যাত শিল্প সমৃদ্ধ দেশসমূহ তালিকা PDF
ভারতের অধিক জনসংখ্যা যুক্ত শহরের তালিকা PDF
ভারতের শীর্ষ দশ বৃহত্তম হ্রদ তালিকা PDF


File Details:
PDF Name : পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান PDF
Language : Bengali
Size : 79 KB
No. of Pages : 04
Download Link : Click Here To Download

Share your love

Leave a Reply