সাধারণ জ্ঞান : বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রস্তুতি MCQ – 09

টেলিগ্রামে যুক্ত হোন

general-knowledge-questions-and-answers-part-9

সাধারণ জ্ঞান : বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রস্তুতি MCQ – 09: আজকে আমরা আলোচনা করবো, সাধারণ জ্ঞানের (General Knowlage) ২০ টি প্রশ্ন উত্তর নিয়ে। এই প্রশ্ন উত্তর গুলি আপনাদের বিভিন্ন সরকারি ও বেসকারি পরীক্ষাতে কমন পেতে আপনাদের সাহায্য করবে। বিভিন্ন বিষয় থেকে এই প্রশ্ন গুলি প্রস্তুত করা হয়েছে। আশা করি এই পোস্টটি আপনাদের ভালো লাগবে।


সাধারণ জ্ঞান : বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রস্তুতি MCQ – 09

1. অপুষ্টি বিরুদ্ধে লড়তে SAAMAR ক্যাম্পে লঞ্চ করলো কোন রাজ্য?
a. বিহার
b. ঝাড়খণ্ড
c. পশ্চিমবঙ্গ
d. রাজস্থান
Ans: b

2. মানুষের হাতের বাহু কোন শ্রেণীর লিভার?
a. প্রথম
b. দ্বিতীয়
c. তৃতীয়
d. কোনোটিই নয়
Ans: c

3. স্বর্ণ উৎপাদনে বিশ্বের প্রথম স্থান অধিকারী দেশ কোনটি?
a. চীন
b. ভারত
c. বেলজিয়াম
d. কঙ্গো
Ans: a

4. কবে কলকাতা মেট্রোরেল চালু হয়?
a. ১৯৮০
b. ১৯৮২
c. ১৯৮৪
d. ১৯৮৬
Ans: c

5. ম্যাডোনা ছবিটি কে এঁকেছেন
a. রাফায়েল
b. মাইকেল অ্যাঞ্জেলা
c. লিওনার্দো দা ভিঞ্চি
d. কোনোটিই নয়
Ans: a

6. বিষের বাঁশি কাব্যটি কার লেখা?
a. নজরুল ইসলাম
b. শঙ্খ ঘোষ
c. মধুসূদন দত্ত
d. জীবনানন্দ দাশ
Ans: a

7. বাঘাযতীন নামে কে পরিচিত?
a. যতীন্দ্রমোহন বাগচী
b. যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়
c. যদুনাথ সরকার
d. কোনোটিই নয়
Ans: b

8. সুপ্রিমকোর্টে কত ধরনের আপিল করা যায়?
a. চার
b. পাঁচ
c. ছয়
d. সাত
Ans: a

9. আলোর প্রতিসরণের সূত্র কে আবিষ্কার করেন?
a. হুক
b. বয়েল
c. ওয়েসিক
d. স্কেল
Ans: d

10. ভানগার্ড পত্রিকাটি কে সম্পাদনা করেন?
a. মানবেন্দ্র রায়
b. উইলিয়াম কেরি
c. নীলমণি হালদার
d. রাজা রামমোহন রায়
Ans: a

11. মৃতজীবির উদাহরণ হল –
a. ছত্রাক
b. কলসপত্র
c. স্বর্ণলতা
d. শৈবাল
Ans: a

12. সট ফিলিপ কোন খেলার সাথে যুক্ত?
a. ফুটবল
b. হকি
c. টেনিস
d. ক্রিকেট
Ans: d

13. কালো সীসা কাকে বলা হয়?
a. কোক
b. কার্বন
c. গ্রাফাইট
d. ভুসোকালি
Ans: c

14. মেগাস্থিনিস এর লেখা বইটির নাম কি?
a. ইন্ডিকা
b. এলাহাবাদ প্রশস্তি
c. অর্থশাস্ত্র
d. কোনোটিই নয়
Ans: a

15. হিরো সাইকেল কম্পানি গ্লোবাল হেডকোয়ার্টার কোথায়?
a. প্যারিস
b. লন্ডন
c. টোকিও
d. ক্যালিফোর্নিয়া
Ans: b

16. বক্সাইট উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে?
a. আসাম
b. উত্তর প্রদেশ
c. গুজরাট
d. ওড়িশা
Ans: d

17. বুড়াচাপোড়ি অভয়ারণ্যটি কোথায় অবস্থিত?
a. ত্রিপুরা
b. অসম
c. বিহার
d. পশ্চিমবঙ্গ
Ans: b

18. যে পদ্ধতিতে DDT মানুষের দেহে পৌছোয় তা হল –
a. জৈব বিবর্ধন
b. জৈব সঞ্চয়
c. ইউটিফিকেশন
d. সবগুলোই
Ans: a

19. বাংলার রূপকার কাকে বলা হয়?
a. রবীন্দ্রনাথ ঠাকুর
b. বিবেকানন্দ
c. নজরুল ইসলাম
d. বিধানচন্দ্র রায়
Ans: d

20. জাতির মেরুদন্ড হিসেবে কাকে চিহ্নিত করা হয়েছে?
a. কৃষকদের
b. শিক্ষকদের
c. ডাক্তারদের
d. মন্ত্রীদের
Ans: b


এই পোস্টটি লেখার জন্য কিছু বই এর সাহায্য নেওয়া হয়েছে। পোস্টটিতে কোনো রকম ভুল থাকলে অথবা আপনার কোনো মতামত থাকলে আমাদের সাথে [email protected] যোগাযোগ করুন।আশা করি এই পোস্টটি ভালো লেগেছে। পোস্টটি ভালো লাগলে কমেন্ট এ জানাবেন এবং সবার সাথে শেয়ার করবেন।

Share your love

Leave a Reply