ঐতিহাসিক ব্যক্তিদের আসল নাম তালিকা PDF | Real Name of Historical Personalities

টেলিগ্রামে যুক্ত হোন

real-name-of-historical-personalities

ঐতিহাসিক ব্যক্তিদের আসল নাম তালিকা: আজকে আমরা আলোচনা করবো, ঐতিহাসিক ব্যক্তিদের আসল নাম তালিকা নিয়ে। আশা করি, সাধারণ জ্ঞানের প্ৰশ্ন উত্তর গুলি আপনাদের বিভিন্ন সরকারি ও বেসরকারি পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে।

ঐতিহাসিক ব্যক্তিদের আসল নাম

ঐতিহাসিক ব্যক্তি আসল নাম
গিয়াসউদ্দিন বলবন উলুঘ খাঁ
গিয়াসউদ্দিন তুঘলক গাজি মালিক
মহম্মদ বিন তুঘলক জুনা খাঁ
সিকন্দর লোদী নিজাম খাঁ
বাবর জাহিরুদ্দিন মহম্মদ বাবর
শেরশাহ ফরিদ খাঁ
জাহাঙ্গীর নূরউদ্দিন মহম্মদ সেলিম
শাহজাহান খুররম
চানক্য বা কৌটিল্য বিষ্ণু গুপ্ত
হুসেন শাহ সৈয়দ হুসেন
মহম্মদ ঘোরি মুইজউদ্দিন
আকবর জালালউদ্দিন মহম্মদ আকবর
ফিরোজ শাহ তুঘলক ফিরোজ বিন রজ্জব
আলাউদ্দিন খিলজি আলি গুরশাম্প
নূরজাহান মেহেরুউন্নিসা
মমতাজ আর্জুমন্দ বানু বেগম
মুর্শিদকুলি খাঁ সূর্য নারায়ণ মিশ্র/ মহম্মদ হাদি
আহম্মদ খান আবদালী আহম্মদ শাহ দুরানি
সিরাজ-উদদৌলা মির্জা মহম্মদ সিরাজ-উদদৌলা
তাঁতিয়া তোপী রামচন্দ্র পান্ডুরঙ্গ
নানাসাহেব ধন্দু পান্ত
তিতুমীর মীর নিসার আলী
চেঙ্গিস খাঁ তেমুচিন
আমির খসরু আবুল হাসান জমিনউদ্দিন খসরু

ঐতিহাসিক ব্যক্তিদের আসল নাম সংক্রান্ত প্রশ্ন উত্তরঃ

প্রশ্নঃ বাবরের আসল নাম কী?
উত্তরঃ জাহিরুদ্দিন মহম্মদ বাবর

প্রশ্নঃ গিয়াসউদ্দিন বলবনের আসল নাম কী?
উত্তরঃ উলুঘ খাঁ

প্রশ্নঃ গিয়াসউদ্দিন তুঘলকের আসল নাম কী?
উত্তরঃ গাজি মালিক

প্রশ্নঃ মহম্মদ বিন তুঘলকের আসল নাম কী?
উত্তরঃ জুনা খাঁ

প্রশ্নঃ সিকন্দর লোদীর আসল নাম কী?
উত্তরঃ নিজাম খাঁ

প্রশ্নঃ বাবরের আসল নাম কী?
উত্তরঃ জাহিরুদ্দিন মহম্মদ বাবর

প্রশ্নঃ শেরশাহের আসল নাম কী?
উত্তরঃ ফরিদ খাঁ

প্রশ্নঃ জাহাঙ্গীর আসল নাম কী?
উত্তরঃ নূরউদ্দিন মহম্মদ সেলিম

প্রশ্নঃ শাহজাহানের আসল নাম কী?
উত্তরঃ খুররম

প্রশ্নঃ চানক্য বা কৌটিলের আসল নাম কী?
উত্তরঃ বিষ্ণু গুপ্ত

প্রশ্নঃ হুসেন শাহের আসল নাম কী?
উত্তরঃ সৈয়দ হুসেন

প্রশ্নঃ মহম্মদ ঘোরির আসল নাম কী?
উত্তরঃ মুইজউদ্দিন

প্রশ্নঃ আকবরের আসল নাম কী?
উত্তরঃ জালালউদ্দিন মহম্মদ আকবর

প্রশ্নঃ ফিরোজ শাহ তুঘলকের আসল নাম কী?
উত্তরঃ ফিরোজ বিন রজ্জব

প্রশ্নঃ আলাউদ্দিন খিলজির আসল নাম কী?
উত্তরঃ আলি গুরশাম্প

প্রশ্নঃ নূরজাহানের আসল নাম কী?
উত্তরঃ মেহেরুউন্নিসা

প্রশ্নঃ মমতাজের আসল নাম কী?
উত্তরঃ আর্জুমন্দ বানু বেগম

প্রশ্নঃ মুর্শিদকুলি খাঁ আসল নাম কী?
উত্তরঃ সূর্য নারায়ণ মিশ্র/ মহম্মদ হাদি

প্রশ্নঃ আহম্মদ খান আবদালীর আসল নাম কী?
উত্তরঃ আহম্মদ শাহ দুরানি

প্রশ্নঃ সিরাজ-উদদৌলার আসল নাম কী?
উত্তরঃ মির্জা মহম্মদ সিরাজ-উদদৌলা

প্রশ্নঃ তাঁতিয়া তোপীর আসল নাম কী?
উত্তরঃ রামচন্দ্র পান্ডুরঙ্গ

প্রশ্নঃ নানাসাহেবের আসল নাম কী?
উত্তরঃ ধন্দু পান্ত

প্রশ্নঃ তিতুমীর আসল নাম কী?
উত্তরঃ মীর নিসার আলী

প্রশ্নঃ চেঙ্গিস খাঁর আসল নাম কী?
উত্তরঃ তেমুচিন

প্রশ্নঃ আমির খসরুর আসল নাম কী?
উত্তরঃ আবুল হাসান জমিনউদ্দিন খসরু



ঐতিহাসিক ব্যক্তিদের আসল নাম তালিকা PDF

File Details:
PDF Name : ঐতিহাসিক ব্যক্তিদের আসল নাম তালিকা PDF
Language: Bengali
Size: 48.2KB
No. of Pages: 02
Download Link: Click Here To Download

Share your love

Leave a Reply