বিভিন্ন দেশের স্থানান্তর কৃষির নাম তালিকা PDF

টেলিগ্রামে যুক্ত হোন

list-of-local-names-of-shifting-cultivation

বিভিন্ন দেশের স্থানান্তর কৃষির নাম তালিকা: আজকে আমরা আলোচনা করবো, বিভিন্ন দেশের স্থানান্তর কৃষির নাম তালিকা নিয়ে। আশা করি, সাধারণ জ্ঞানের প্ৰশ্ন উত্তর গুলি আপনাদের বিভিন্ন সরকারি ও বেসরকারি পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে।

বিভিন্ন দেশের স্থানান্তর কৃষির নাম তালিকা

দেশের নাম স্থানান্তর কৃষির নাম
ভেনেজুয়েলা কোনুকো
কঙ্গো মাসোলে
মেক্সিকো মিলপা, কোমিল
ইন্দোনেশিয়া হুমা
ভারত ঝুম(উত্তর-পূর্ব পাহাড়ি অঞ্চল),
পোড়ু(উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশ),
দীপা (মধ্য প্রদেশ),
কুমারী (কেরল)
বাংলাদেশ ঝুম
শ্রীলঙ্কা চেনা
ব্রাজিল রোকা
মালেশিয়া লাডাং, লায়রান
মায়ানমার টাঙ্গিয়া, তোন্যক
ফিলিপাইন কেইঞ্জিন
থাইল্যান্ড তামরাই
দক্ষিন আফ্রিকা ফ্যাঙ
ভিয়েতনাম রে
লাওস হে
জাম্বিয়া
জিম্বাবোয়ে
উগান্ডা
চেতেমনী
সুদান নামাসু
পূর্ব আফ্রিকা লোগন
মাদাগাস্কার তাবী

বিভিন্ন দেশের স্থানান্তর কৃষির নাম সংক্রান্ত প্রশ্ন উত্তরঃ

প্রশ্নঃ কোনুকো কোন দেশের স্থানান্তর কৃষির নাম?
উত্তরঃ ভেনেজুয়েলার

প্রশ্নঃ মাসোলে কোন দেশের স্থানান্তর কৃষির নাম?
উত্তরঃ কঙ্গো

প্রশ্নঃ মিলপা কোন দেশের স্থানান্তর কৃষির নাম?
উত্তরঃ মেক্সিকো

প্রশ্নঃ কোমিল কোন দেশের স্থানান্তর কৃষির নাম?
উত্তরঃ মেক্সিকো

প্রশ্নঃ হুমা কোন দেশের স্থানান্তর কৃষির নাম?
উত্তরঃ ইন্দোনেশিয়া

প্রশ্নঃ ঝুম কোন দেশের স্থানান্তর কৃষির নাম?
উত্তরঃ ভারত

প্রশ্নঃ পোড়ু কোন দেশের স্থানান্তর কৃষির নাম?
উত্তরঃ ভারত

প্রশ্নঃ দীপা কোন দেশের স্থানান্তর কৃষির নাম?
উত্তরঃ ভারত

প্রশ্নঃ কুমারী কোন দেশের স্থানান্তর কৃষির নাম?
উত্তরঃ ভারত

প্রশ্নঃ চেনা কোন দেশের স্থানান্তর কৃষির নাম?
উত্তরঃ ভারত

প্রশ্নঃ রোকা কোন দেশের স্থানান্তর কৃষির নাম?
উত্তরঃ ব্রাজিল

প্রশ্নঃ লাডাং কোন দেশের স্থানান্তর কৃষির নাম?
উত্তরঃ মালেশিয়া

প্রশ্নঃ লায়রান কোন দেশের স্থানান্তর কৃষির নাম?
উত্তরঃ মালেশিয়া

প্রশ্নঃ টাঙ্গিয়া কোন দেশের স্থানান্তর কৃষির নাম?
উত্তরঃ মায়ানমার

প্রশ্নঃ তোন্যক কোন দেশের স্থানান্তর কৃষির নাম?
উত্তরঃ মায়ানমার

প্রশ্নঃ কেইঞ্জিন কোন দেশের স্থানান্তর কৃষির নাম?
উত্তরঃ ফিলিপাইন

প্রশ্নঃ তামরাই কোন দেশের স্থানান্তর কৃষির নাম?
উত্তরঃ থাইল্যান্ড

প্রশ্নঃ ফ্যাঙ কোন দেশের স্থানান্তর কৃষির নাম?
উত্তরঃ দক্ষিন আফ্রিকা

প্রশ্নঃ রে কোন দেশের স্থানান্তর কৃষির নাম?
উত্তরঃ ভিয়েতনাম

প্রশ্নঃ হে কোন দেশের স্থানান্তর কৃষির নাম?
উত্তরঃ লাওস

প্রশ্নঃ চেতেমনী কোন দেশের স্থানান্তর কৃষির নাম?
উত্তরঃ জাম্বিয়া, জিম্বাবোয়ে, উগান্ডা

প্রশ্নঃ নামাসু কোন দেশের স্থানান্তর কৃষির নাম?
উত্তরঃ সুদান

প্রশ্নঃ লোগন কোন দেশের স্থানান্তর কৃষির নাম?
উত্তরঃ পূর্ব আফ্রিকা

প্রশ্নঃ তাবী কোন দেশের স্থানান্তর কৃষির নাম?
উত্তরঃ মাদাগাস্কার



বিভিন্ন দেশের স্থানান্তর কৃষির নাম তালিকা PDF

File Details:
PDF Name : বিভিন্ন দেশের স্থানান্তর কৃষির নাম তালিকা PDF
Language: Bengali
Size: 44KB
No. of Pages: 02
Download Link: Click Here To Download

Share your love

Leave a Reply