বিভিন্ন স্থানীয় বায়ু তালিকা PDF | List of Local Winds PDF

টেলিগ্রামে যুক্ত হোন

list-of-local-winds

বিভিন্ন স্থানীয় বায়ু তালিকা: আজকে আমরা আলোচনা করবো, বিভিন্ন স্থানীয় বায়ু তালিকা নিয়ে। আশা করি, সাধারণ জ্ঞানের প্ৰশ্ন উত্তর গুলি আপনাদের বিভিন্ন সরকারি ও বেসরকারি পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে।

বিভিন্ন স্থানীয় বায়ুর নাম

স্থানীয় বায়ু প্রকৃতি অঞ্চল
কালবৈশাখী উষ্ণ-আর্দ্র পূর্ব ভারত ও বাংলাদেশ
চিনুক উষ্ণ-শুষ্ক রকি পার্বত্য অঞ্চলের পূর্ব ঢালে
খামসিন উষ্ণ-শুষ্ক ইজিপ্ট
সিরক্ক উষ্ণ-আর্দ্র সাহারা থেকে ভূমধ্যসাগরের (দিকে সিসিলিতে )
হারমাট্টান উষ্ণ-শুষ্ক পশ্চিম আফ্রিকার মধ্যভাগ থেকে বাইরের দিকে
আঁধি উষ্ণ-শুষ্ক উত্তর পূর্ব ভারতের সমভূমি অঞ্চল
লু উষ্ণ-শুষ্ক উত্তর-পশ্চিম ভারত
ফন উষ্ণ-শুষ্ক ইউরোপের রাইন উপত্যকায়
মিস্ট্রাল শীতল আল্পস পর্বত থেকে ফ্রান্সের দিকে
পম্পেরো উষ্ণ-শুষ্ক আন্দিজ পার্বত্য অঞ্চলে
সোলানো উষ্ণ-আর্দ্র সাহারা থেকে লাইবেরিয়ার দিকে
বোরা শীতল-শুষ্ক হাঙ্গেরির বহির্ভাগ থেকে উত্তর ইতালি
পুনাস শীতল-শুষ্ক আন্দিজ পর্বতের পশ্চিম ঢাল
লেভেন্ডার শীতল স্পেন
নরওয়েষ্টার উষ্ণ নিউজিল্যান্ড
সান্টা আনা উষ্ণ দক্ষিন ক্যালিফোর্নিয়া
ব্লিজার্দ খুব শীতল তুন্দ্রা অঞ্চল
ব্রিক ফিল্ডার উষ্ণ অস্ট্রেলিয়া
পুর্গা শীতল রাশিয়ার তুন্দ্রা অঞ্চল

বিভিন্ন স্থানীয় বায়ু সংক্রান্ত প্রশ্ন উত্তরঃ

প্রশ্নঃ কালবৈশাখী কি ধরনের বায়ু?
উত্তরঃ উষ্ণ-আর্দ্র

প্রশ্নঃ চিনুক কি ধরনের বায়ু?
উত্তরঃ উষ্ণ-শুষ্ক

প্রশ্নঃ খামসিন কি ধরনের বায়ু?
উত্তরঃ উষ্ণ-শুষ্ক

প্রশ্নঃ সিরক্ক কি ধরনের বায়ু?
উত্তরঃ উষ্ণ-আর্দ্র

প্রশ্নঃ হারমাট্টান কি ধরনের বায়ু?
উত্তরঃ উষ্ণ-শুষ্ক

প্রশ্নঃ আঁধি কি ধরনের বায়ু?
উত্তরঃ উষ্ণ-শুষ্ক

প্রশ্নঃ লু কি ধরনের বায়ু?
উত্তরঃ উষ্ণ-শুষ্ক

প্রশ্নঃ ফন কি ধরনের বায়ু?
উত্তরঃ উষ্ণ-শুষ্ক

প্রশ্নঃ মিস্ট্রাল কি ধরনের বায়ু?
উত্তরঃ শীতল

প্রশ্নঃ পম্পেরো কি ধরনের বায়ু?
উত্তরঃ উষ্ণ-শুষ্ক

প্রশ্নঃ সোলানো কি ধরনের বায়ু?
উত্তরঃ উষ্ণ-আর্দ্র

প্রশ্নঃ বোরা কি ধরনের বায়ু?
উত্তরঃ শীতল-শুষ্ক

প্রশ্নঃ পুনাস কি ধরনের বায়ু?
উত্তরঃ শীতল-শুষ্ক

প্রশ্নঃ লেভেন্ডার কি ধরনের বায়ু?
উত্তরঃ শীতল

প্রশ্নঃ নরওয়েষ্টার কি ধরনের বায়ু?
উত্তরঃ উষ্ণ

প্রশ্নঃ সান্টা আনা কি ধরনের বায়ু?
উত্তরঃ উষ্ণ

প্রশ্নঃ ব্লিজার্দ কি ধরনের বায়ু?
উত্তরঃ খুব শীতল

প্রশ্নঃ ব্রিক ফিল্ডার কি ধরনের বায়ু?
উত্তরঃ উষ্ণ

প্রশ্নঃ পুর্গা কি ধরনের বায়ু?
উত্তরঃ শীতল

প্রশ্নঃ কালবৈশাখী বায়ু কোথায় প্রবাহিত হয়?
উত্তরঃ পূর্ব ভারত ও বাংলাদেশ

প্রশ্নঃ চিনুক বায়ু কোথায় প্রবাহিত হয়?
উত্তরঃ রকি পার্বত্য অঞ্চলের পূর্ব ঢালে

প্রশ্নঃ খামসিন বায়ু কোথায় প্রবাহিত হয়?
উত্তরঃ ইজিপ্ট

প্রশ্নঃ সিরক্ক বায়ু কোথায় প্রবাহিত হয়?
উত্তরঃ সাহারা থেকে ভূমধ্যসাগরের (দিকে সিসিলিতে )

প্রশ্নঃ হারমাট্টান বায়ু কোথায় প্রবাহিত হয়?
উত্তরঃ পশ্চিম আফ্রিকার মধ্যভাগ থেকে বাইরের দিকে

প্রশ্নঃ আঁধি বায়ু কোথায় প্রবাহিত হয়?
উত্তরঃ উত্তর পূর্ব ভারতের সমভূমি অঞ্চল

প্রশ্নঃ লু বায়ু কোথায় প্রবাহিত হয়?
উত্তরঃ উত্তর-পশ্চিম ভারত

প্রশ্নঃ ফন বায়ু কোথায় প্রবাহিত হয়?
উত্তরঃ ইউরোপের রাইন উপত্যকায়

প্রশ্নঃ মিস্ট্রাল বায়ু কোথায় প্রবাহিত হয়?
উত্তরঃ আল্পস পর্বত থেকে ফ্রান্সের দিকে

প্রশ্নঃ পম্পেরো বায়ু কোথায় প্রবাহিত হয়?
উত্তরঃ আন্দিজ পার্বত্য অঞ্চলে

প্রশ্নঃ সোলানো বায়ু কোথায় প্রবাহিত হয়?
উত্তরঃ সাহারা থেকে লাইবেরিয়ার দিকে

প্রশ্নঃ বোরা বায়ু কোথায় প্রবাহিত হয়?
উত্তরঃ হাঙ্গেরির বহির্ভাগ থেকে উত্তর ইতালি

প্রশ্নঃ পুনাস বায়ু কোথায় প্রবাহিত হয়?
উত্তরঃ আন্দিজ পর্বতের পশ্চিম ঢাল

প্রশ্নঃ লেভেন্ডার বায়ু কোথায় প্রবাহিত হয়?
উত্তরঃ স্পেন

প্রশ্নঃ নরওয়েষ্টার বায়ু কোথায় প্রবাহিত হয়?
উত্তরঃ নিউজিল্যান্ড

প্রশ্নঃ সান্টা আনা বায়ু কোথায় প্রবাহিত হয়?
উত্তরঃ দক্ষিন ক্যালিফোর্নিয়া

প্রশ্নঃ ব্লিজার্দ বায়ু কোথায় প্রবাহিত হয়?
উত্তরঃ তুন্দ্রা অঞ্চল

প্রশ্নঃ ব্রিক ফিল্ডার বায়ু কোথায় প্রবাহিত হয়?
উত্তরঃ অস্ট্রেলিয়া

প্রশ্নঃ পুর্গা বায়ু কোথায় প্রবাহিত হয়?
উত্তরঃ রাশিয়ার তুন্দ্রা অঞ্চল



বিভিন্ন স্থানীয় বায়ু তালিকা PDF

File Details:
PDF Name: বিভিন্ন স্থানীয় বায়ু তালিকা PDF
Language: Bengali
Size: 52KB
No. of Pages: 02
Download Link: Click Here to Download

Share your love

Leave a Reply