আজকে, ভারতের কৃষিজ গবেষণাগার তালিকা নিয়ে আমরা আলোচনা করবো। ভারতের কৃষিজ গবেষণাগার তালিকাটি আপনাদের সামনে সুন্দর ভাবে তুলে ধরা হল। সাধারণ জ্ঞানের এই প্রশ্ন উত্তর গুলি বিভিন্ন প্রতিযোগিতামূলক এসে থাকে। আশা করি পোস্টটি পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে।
আন্তর্জাতিক সংস্থা ও তাদের সদর দপ্তর তালিকা
নং | গবেষণা কেন্দ্রের নাম | অবস্থান |
---|---|---|
১ | কেন্দ্রীয় ধান গবেষনা কেন্দ্র | ওড়িশা |
২ | ভারতের চিনি গবেষনা কেন্দ্র | কানপুর |
৩ | ভারতের লিচু গবেষনা কেন্দ্র | মুজফফরপুর |
৪ | ভারতের বার্লি গবেষনা কেন্দ্র | কার্নাল |
৫ | ভারতের কফি গবেষনা কেন্দ্র | কর্নাটক |
৬ | ভারতের তামাক গবেষনা কেন্দ্র | অন্ধ্রপ্রদেশ |
৭ | ভারতের মশলা গবেষনা কেন্দ্র | কেরালা |
৮ | জাতীয় কৃষি গবেষনা কেন্দ্র | নতুন দিল্লী |
৯ | ভারতের দুগ্ধ গবেষনা কেন্দ্র | হরিয়ানা |
১০ | ভারতের লাক্ষা গবেষনা কেন্দ্র | ঝাড়খন্ড |
১১ | ভারতের আলু গবেষনা কেন্দ্র | হিমাচলপ্রদেশ |
১২ | ভারতের কলা গবেষনা কেন্দ্র | তামিলনাডু |
১৩ | ভারতের আঙ্গুর গবেষনা কেন্দ্র | মহারাষ্ট্র |
১৪ | ভারতের লেবু গবেষনা কেন্দ্র | মহারাষ্ট্র |
১৫ | ভারতের ইক্ষু গবেষণা কেন্দ্র | তামিলনাডু |
১৬ | জাতীয় পথ গবেষণা কেন্দ্র | নতুন দিল্লী |
১৭ | ভারতের উট গবেষনা কেন্দ্র | রাজস্থান |
১৮ | ভারতের ছাগল গবেষণা কেন্দ্র | উত্তরপ্রদেশ |
১৯ | ভারতের পাম তেল গবেষনা কেন্দ্র | অন্ধ্রপ্রদেশ |
২০ | ভারতের ভুট্টা গবেষনা কেন্দ্র | নতুন দিল্লী |
২১ | ভারতের অর্কিড গবেষণা কেন্দ্র | সিকিম |
২২ | ভারতের গম গবেষনা কেন্দ্র | নতুন দিল্লী |
২৩ | ন্যাশানাল বোটানিকেল ইন্সটিটিউট | উত্তরপ্রদেশ |
২৪ | কেন্দ্রীয় নারকেল গবেষণা কেন্দ্র | কেরল |
২৫ | কেন্দ্রীয় চর্ম গবেষণা কেন্দ্র | চেন্নাই |
২৬ | কেন্দ্রীয় খনি গবেষণা কেন্দ্র | রাঁচী |
২৭ | ভারতের ঘোড়া গবেষণা কেন্দ্র | হরিয়ানা |
২৮ | ভারতের শাক-সবজি গবেষনা কেন্দ্র | উত্তরপ্রদেশ |
২৯ | ভারতের বেদানা গবেষনা কেন্দ্র | মহারাষ্ট্র |
৩০ | কেন্দ্রীয় বীজ গবেষণা কেন্দ্র | উত্তরপ্রদেশ |
৩১ | সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইন্সটিটিউট | উত্তরাখন্ড |
৩২ | শুকর গবেষণা কেন্দ্র | আসাম |
৩৩ | ভারতের মহিষ গবেষনা কেন্দ্র | হরিয়ানা |
৩৪ | ডাল জাতীয় শস্য গবেষনা কেন্দ্র | কানপুর |
৩৫ | ভারতের মিলেট গবেষনা কেন্দ্র | হায়দ্রাবাদ |
৩৬ | ভারতের সিল্ক গবেষনা কেন্দ্র | কর্ণাটক |
৩৭ | ভারতের পোলট্রি গবেষনা কেন্দ্র | কর্ণাটকা |
৩৮ | ভারতের মৌমাছি গবেষনা কেন্দ্র | মহারাষ্ট্র |
৩৯ | ভারতের চা গবেষণা কেন্দ্র | অসম |
সংক্রান্ত প্রশ্ন উত্তরঃ
1. ভারতের ধান গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
Ans: ভারতের ধান গবেষণা কেন্দ্র ওড়িশার কটকে অবস্থিত।
2. রেলওয়ে সংক্রান্ত গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
Ans: রেলওয়ে সংক্রান্ত গবেষণা কেন্দ্রটি পাচপদ্রায় অবস্থিত।
3. ভারতের মরু গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
Ans: ভারতের মরু গবেষণা কেন্দ্রটি রাজস্থানের যোধপুরে অবস্থিত।
4. ভারতের গম গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
Ans: ভারতের গম গবেষণা কেন্দ্র পুসায় অবস্থিত।
5. আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
Ans: আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্র ফিলিপাইন্সে অবস্থিত।
6. ভারতের মৃত্তিকা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
Ans: ভারতের মৃত্তিকা গবেষণা কেন্দ্রটি উত্তরাখণ্ডের দেরাদুনে অবস্থিত।
7. পশ্চিমবঙ্গের ধান গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
Ans: পশ্চিমবঙ্গের ধান গবেষণা কেন্দ্র চুঁচুড়া ও কল্যাণীতে অবস্থিত।
8. ভারতের চা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
Ans: ভারতের চা গবেষণা কেন্দ্র অসমের টোকলাই ও জোরহাটে অবস্থিত।
9. ভারতের মরুভূমি গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
Ans: ভারতের মরুভূমি গবেষণা কেন্দ্র রাজস্থানের যোধপুরে অবস্থিত।
10. ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
Ans: ভারতের অরণ্য গবেষণা কেন্দ্রটি দেরাদুনে অবস্থিত।
11. ভারতের কার্পাস গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
Ans: ভারতের কার্পাস গবেষণা কেন্দ্রটি মহারাষ্ট্রের নাগপুরে অবস্থিত।
12. ভারতের ইক্ষু গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
Ans: ভারতের ইক্ষু গবেষণা কেন্দ্রটি তামিলনাডু্র কোয়েম্বাটুরে অবস্থিত।
13. ভারতের কফি গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
Ans: ভারতের কফি গবেষণা কেন্দ্রটি কাসারগড় অবস্থিত।
14. ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
Ans: ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র বেঙ্গালুরু শহরের অবস্থিত।
15. ভারতের ডাল গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
Ans: ভারতের ডাল গবেষণা কেন্দ্রটি কানপুরে অবস্থিত।
16. পশ্চিমবঙ্গের পাট গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
Ans: পশ্চিমবঙ্গের পাট গবেষণা কেন্দ্রটি ব্যারাকপুরে অবস্থিত।
17. ভারতের মাটি গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
Ans: ভারতের মাটি গবেষণা কেন্দ্রটি উত্তরাখণ্ডের দেরাদুনে অবস্থিত।
18. ভারতের আলু গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত?
Ans: ভারতের আলু গবেষণা কেন্দ্রটি শিমলা, হিমাচল প্রদেশে অবস্থিত।
19. ভারতের কেন্দ্রীয় আখ গবেষণাগার কোথায় অবস্থিত ?
Ans: ভারতের কেন্দ্রীয় আখ গবেষণাগারটি কোয়েম্বাটুরে অবস্থিত।
20. ভারতের মিলেট গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
Ans: ভারতের মিলেট গবেষণা কেন্দ্রটি হায়দ্রাবাদে অবস্থিত।
File Details:
PDF Name : ভারতের কৃষিজ গবেষণাগার তালিকা PDF
Language : Bengali
Size : 50 KB
No. of Pages : 02
Download Link : Click Here To Download