জীবন বিজ্ঞানের ৬০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

Rate this post

60-important-life-science-questions-answers

জীবন বিজ্ঞানের ৬০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর: আজকে আমরা আলোচনা করবো Life Sciences এর প্রশ্ন উত্তর নিয়ে। এই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর গুলি বিভিন্ন সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন Railway Group D, PSC, SSC CHSL, SSC CGL, SSC MTS, WBP Abgari Constable, WBP SI, WBP Constable, ICDS Supervisor, ICDS Supervisor, RRB NTPC তে আপনাদের সাহায্য করবে। জীবন বিজ্ঞান থেকে এই প্রশ্ন গুলো প্রস্তুত করা হয়েছে। আশা করি এই পোস্টটি আপনাদের ভালো লাগবে।


জীবন বিজ্ঞানের ৬০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর:

. মানুষের মুখে কর্তন দাতের সংখ্যা কতো ?
Ans: ২০ টি।

. কিডনীর কার্যকরী একক কী ?
Ans: নেফরন।

. মানব দেহে রাসায়নিক দূত হিসাবে কাজ করে কী ?
Ans: হরমোন।

. নার্ভের মাধ্যমে প্রবাহিত আবেগের গতি প্রতি সেকেন্ডে কত মিটার ?
Ans: ১২৫ মিটার।

. থাইরয়েড গ্রন্থি হতে নিঃসৃত প্রানরসের নাম কী ?
Ans: থাইরক্সিন।

. কোন হরমোনের অভাবে স্নায়ু ও পেশীর অস্থিরতা বেড়ে যায় ও পেশীর খিচুনী শুরু হয় ?
Ans: প্যারা থরমোন।

. মহিলাদের পরিনত জনন কোষকে কি বলে ?
Ans: ডিম্বাণু।

. মানুষ সাদা ও কালো হয় কোন হরমোনের কারণে ?
Ans: মেলানিন।

. কোন জিনিস পিত্তের বর্ণের জন্য দায়ী ?
Ans: বিলিরুবিন।

১০. মানব দেহের ক্ষুদ্রতম অস্থির নাম কি ?
Ans: স্টেপিস।

১১. একজন বয়স্ক লোক প্রতি মিনিটে কত বার শ্বাস নেয় ?
Ans: ১২ – ১৮ বার।

১২. লম্বা হওয়ার জন্য কোন হরমোন দায়ী ?
Ans: গ্রোথ হরমোন।

১৩. সেলসিয়াস স্কেলে মানব দেহের স্বাভাবিক উষ্ণতা কত ?
Ans: ৩৬.৯ ডিগ্রী।

১৪. ডায়োস্টোল চাপ বলতে কী বুঝায় ?
Ans: হৃদপিন্ডের প্রসারণ।

১৫. পালমোনারী (ফুসফুসীয়) শিরা কী বহন করে ?
Ans: অক্সিজেন বাহী রক্ত।

১৬. অনুচক্রিকার গড় আয়ু কতো দিন ?
Ans: ১০ দিন।

১৭. বিলিরুবিন কোথায় তৈরী হয় ?
Ans: যকৃত।

১৮. পিত্ত রস অগ্নাশয় রসের সাথে মিলিত হয় কোথায় ?
Ans: ডিওডেনাম।

১৯. শরীর থেকে বর্জ পদার্থ ইউরিয়া বের করে দেয় কোন অঙ্গ ?
Ans: কিডনি।

২০. বহিঃকর্ণ ও মধ্যকর্ণ এর সংযোকস্থলের পর্দাটির নাম কি ?
Ans: টিস্প্যানিক পর্দা।

২১. দাড়ি গোঁফ গজায় কোন হরমোনের জন্য ?
Ans: টেস্টোস্টেরন।

২২. ফসফরাস বেশি থাকে কোন অঙ্গে ?
Ans: অস্থিতে।

২৩. প্রতি মিনিটে হৃদপিন্ডের স্বাভাবিক গড় স্পন্দন কত ?
Ans: ৭২

২৪. কোন হরমোন রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়ায় ?
Ans: গ্লোকাগন।

২৫. কোন অ্যাসিড মানব দেহে অপেক্ষাকৃত বেশি পরিমানে আছে ?
Ans: HCL

২৬. মানব দেহের রক্ত সঞ্চালন চক্র আবিস্কার করেন কে ?
Ans: উইলিয়াম হার্ভে।

২৭. সিস্টোলিক চাপ বলতে কী বুজায় ?
Ans: হৃদপিন্ডের সংকোচন চাপ।

২৮. রক্তের লোহিত কণিকা তৈরি হয় কোথায়?
Ans: অস্থিমজ্জায়।

২৯. লোহিত রক্ত কণিকার আয়ুষ্কাল কতো দিন ?
Ans: ৫ -৬ দিন।

৩০. মুত্রের ঝাঝালো গন্ধের দায়ী পদার্থের নাম কী ?
Ans: অ্যামোনিয়া।

৩১. আমিষ জাতীয় খাদ্য পরিপাক করে কোন জারক রস ?
Ans: পেপসিন।

৩২. প্রোটিন জাতীয় খাদ্যের প্রধান কাজ কি ?
Ans: দেহের ক্ষয় পূরণ ও বৃদ্ধি জাতীয় কাজ করা।

৩৩. মস্তিস্কে প্রতি মিনিটে কি পরিমাণ রক্ত সরবরাহ হয় ?
Ans: ৩৫০ মি.লি.

৩৪. নিউরন কি ?
Ans: স্নায়ু কলার প্রতিটি কোষকে নিউরন বলে।

৩৫. জরায়ু সংকোচন সহায়তা করে কোন হরমোন ?
Ans: অক্সিটোসিন।

৩৬. রোগ জীবাণু ধ্বংস করতে সাহায্য করে কোন রস ?
Ans: পিত্তরস।

৩৭. ধমনী শেষ হয় কোথায় ?
Ans: লসিকায়।

৩৮. পরিপাক তন্ত্রের সবচেয়ে শক্তিশালী স্ফিত অংশের নাম কি ?
Ans: পাকস্থলী।

৩৯. কোন সন্ধিতে সবচেয়ে বেশী Movement হয় ?
Ans: সাইনভিয়াল সন্ধি।

৪০. মানুষের করোটিতে কতটি অস্থি থাকে ?
Ans: ২৪ টি।

৪১. খাদ্য দ্রব্য সবচেয়ে বেশি শোষিত হয় পোস্টিক নালীর কোন অংশে ?
Ans: ক্ষুদ্রান্তে।

৪২. জীবন রক্ষাকারী হরমোন কোনটি ?
Ans: অ্যালডোস্টেরন।

৪৩. ভয় পেলে গায়ের লোম খাড়া হয় কোন হরমোনের অভাবে ?
Ans: অ্যাড্রনালিন।

৪৪. জীব দেহের ওজনের প্রায় ২৪ ভাগ কোন পদার্থ ?
Ans: কার্বন।

৪৫. যকৃত বা পেশী কোষে অতিরিক্ত গ্লুকোজ জমা থাকে কি রূপে ?
Ans: গ্লাইকোজেন রূপে।

৪৬. চোখের মধ্যে সবচেয়ে সংবেদনশীল অংশের নাম কি ?
Ans: রেটিনা।

৪৭. একজন স্ত্রী লোক জননকালে প্রতি মাসে কয়টি ডিম্ব উত্পাদন করে ?
Ans: ১ টি।

৪৮. মুত্র প্রস্তুত হয় কোথায় ?
Ans: কিডনীতে।

৪৯. স্বাভাবিক অবস্থায় একজন মানুষের উপর প্রতি বর্গ ইঞ্চিতে বায়ুর চাপ কত ?
Ans: ১৫ পাউন্ড।

৫০. অ্যামাইনো অ্যাসিড ইউরিয়ায় পরিনত হয় কোথায় ?
Ans: যকৃত এ।

৫১. রক্তে হিমোগ্লোবিন থাকে কোথায় ?
Ans: লোহিত রক্তকনিকায়।

৫২. রক্ত কতো প্রকার ?
Ans: ৩ প্রকার।

৫৩. মানব দেহে মোট কশেরুকার সংখ্যা কতো ?
Ans: ৩৩ টি।

৫৪. মানব দেহের হৃদপিন্ড কত প্রকোষ্ঠ বিশিষ্ট ?
Ans: চার প্রকোষ্ট বিশিষ্ট।

৫৫. রক্ত শুন্যতা বলতে বোঝায় ?
Ans: রক্তে হিমোগ্লোবিনের পরিমান কমে যাওয়া।

৫৬. বক্ষ গহ্বর ও উদর পৃথক রাখে কে ?
Ans: ডায়াফ্রাম।

৫৭. রক্তের গ্রুপ আবিষ্কার করেন কে ?
Ans: ল্যান্ড ষ্টিনার।

৫৮. মুত্র হলুদ দেখায় কেন ?
Ans: বিলিরুবিনের জন্য।

৫৯. চোখের জল নিঃসৃত হয় কোথা থেকে ?
Ans: লেকরিমাল গ্রন্থি থেকে।

৬০. মানব দেহে বৃহতম গ্রন্থি কোনটি ?
Ans: যকৃত।


এই পোস্টটি লেখার জন্য কিছু বই এর সাহায্য নেওয়া হয়েছে। পোস্টটিতে কোনো রকম ভুল থাকলে অথবা আপনার কোনো মতামত থাকলে আমাদের সাথে [email protected] যোগাযোগ করুন।
আশা করি এই পোস্টটি ভালো লেগেছে। পোস্টটি ভালো লাগলে কমেন্ট এ জানাবেন এবং সবার সাথে শেয়ার করবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top