সাধারণ জ্ঞান : বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রস্তুতি MCQ – 02

টেলিগ্রামে যুক্ত হোন

general-knowledge-questions-and-answers-part-2

সাধারণ জ্ঞান : বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রস্তুতি MCQ – 02: আজকে আমরা আলোচনা করবো General Knowledge এর প্রশ্ন উত্তর নিয়ে। এই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর গুলি বিভিন্ন সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন Railway Group D, PSC, SSC CHSL, SSC CGL, SSC MTS, WBP Abgari Constable, WBP SI, WBP Constable, ICDS Supervisor, ICDS Supervisor, RRB NTPC তে আপনাদের সাহায্য করবে। সাধারণ জ্ঞান, ইতিহাস, ভূগোল, গণিত ও বিভিন্ন বিষয় থেকে এই প্রশ্ন গুলো প্রস্তুত করা হয়েছে। আশা করি এই পোস্টটি আপনাদের ভালো লাগবে।


সাধারণ জ্ঞান : বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রস্তুতি MCQ – 02

. শিক্ষক দিবস কবে পালিত হয়?
Ans:৫ সেপ্টেম্বর

. কোন নদীর উপর ভংকর নংগল বাঁধ?
Ans: শতদ্রু

. কোন বস্তু যখন সমস্ত আলো শোষন করে তখন তাকে কেমন দেখায় ?
Ans: কালো দেখায়

. টেলিফোনের আবিষ্কারক কে ?
Ans: আলেকজান্ডার গ্রাহাম বেল

. ‘থিউরি অব রিলেটিভিটি’ এর উদ্ভাবক কে ?
Ans: আলবার্ট আইনস্টাইন

. পৃথিবীতে সবচেয়ে শক্ত পদার্থ কোনটি?
Ans: হীরক

. ঔরঙ্গজেবের স্ত্রী-র সমাধি ‘বিবি কা মকবারা’ কোথায় অবস্থিত?
Ans: ঔরঙ্গাবাদ

. শেরশাহের সমাধি কোথায় অবস্থিত?
Ans: সাসারাম,বিহার

. মোনাজাইট কীসের আকরিক?
Ans: থোরিয়াম

১০. গনগনি পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত?
Ans: পশ্চিম মেদিনীপুর

১১. চিতোরের বিজয় স্তম্ভ কে তৈরি করেন?
Ans: রানা কুম্ভ

১২. মুম্বাই-পুনে কে যুক্ত করেছে কোন গিরিপথ?
Ans: ভোরঘাট

১৩. মোনপা, অভর, মুশমি, নিশি উপজাতি কোন রাজ্যে দেখা যায়?
Ans: অরুনাচল প্রদেশ

১৪. গোলকোন্ডা ফোর্ট কোন রাজ্যে অবস্থিত?
Ans: হায়দ্রাবাদ,তেলেঙ্গানা

১৫. ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি ?
Ans: নীলগিরি

১৬. পৃথিবী একমাত্র প্রাকৃতিক উপগ্রহের নাম কি ?
Ans: চাঁদ

১৭. জাপানে পরমাণু বোমা কবে ফেলে ?
Ans: ১৯৪৫ সালের ৬ই আগস্ট

১৮. বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেন কে ?
Ans: টমাস এডিসন

১৯. ১ অশ্বক্ষমতা = কত ওয়াট ?
Ans: ৭৪৬ ওয়াট

২০. রঙ্গিন টেলিভিশন থেকে ক্ষতিকর কী রশ্মি নির্গত হয় ?
Ans: মৃদু রঞ্জন রশ্মি

২১. ভারতবর্ষের পূর্বতম রাজ্য কী?
Ans: অরুণাচল প্রদেশ

২২. কোডার্মা কোন খনিজের জন্য বিখ্যাত??
Ans: অভ্র

২৩. অটল টানেল কোন পাস দিয়ে তৈরি করা হয়েছে?
Ans: রোটাং পাস

২৪. শাহজাহান কোথায় মোতি মসজিদ তৈরি করেন?
Ans: আগ্রা

২৫. ভারতের “Rock Garden” কোথায় অবস্থিত ?
Ans: চন্ডীগড়

২৬. নন্দাদেবী শৃঙ্গ কোন শ্রেণির অন্তর্ভুক্ত?
Ans: কুমায়ুন হিমালয়

২৭. কয়লা ও খনিজ তেল কোন শীলায় সঞ্চিত থাকে?
Ans: পাললিক শীলা

২৮. জোজিলা পাস কোন কোন স্থানকে যুক্ত করে?
Ans: শ্রীনগর এবং লে

২৯. জওহর টানেল কোন পাস দিয়ে তৈরি করা হয়েছে?
Ans: বানিহাল পাস

৩০. বিজাপুরের গোলগম্বুজ কার সমাধিক্ষেত্র?
Ans: মহম্মদ আদিল শাহ

৩১. চিতোরের বিজয়স্তম্ভ কে তৈরি করেন?
Ans: রানা কুম্ভ

৩২. একটি বৈদ্যুতিক পাখা ধীরে চালালে বিদ্যুৎ খরচ কী হবে ?
Ans: একই হয়

৩৩. ম্যানগ্রোভ জাতীয় গাছ কোথায় দেখা যায়?
Ans: সুন্দরবনে

৩৪. মানুষের বিজ্ঞানসম্মত নাম কী?
Ans: হোমো সেপিয়েন্স

৩৫. ১৯৯৭ সালে পরিবেশের উপর রাষ্ট্রসংঘের সভা আয়োজিত হয়?
Ans: জেনেভা শহরে

৩৬. অম্লবৃষ্টির জন্য দায়ী কোন গ্যাস?
Ans: সালফার ডাই অক্সাইড গ্যাস।

৩৭. পৃথিবী পৃষ্ঠ থেকে বায়ুস্তরের উচ্চতা কত?
Ans: ১৬০০ কিমি

৩৮. কত সালে ত্রিপুরা পূর্ণ রাজ্যের মর্যাদা পায়?
Ans: ১৯৭২ সালে

৩৯. কত সালে মুসলিম লিগ প্রতিষ্ঠিত হয়?
Ans: ১৯০৬ সালের ১৬ই অক্টোবর।

৪০. ইন্দো চীনের বর্তমান নাম কী?
Ans: ভিয়েতনাম

৪১. ইয়ং ইটালি কে গঠন করেন?
Ans: ম্যাৎসিনি

৪২. ইল দুচে কার উপাধি ছিল?
Ans: মুসোলিনি

৪৩. কত সালে নৌ বিদ্রোহ ঘটে?
Ans: ১৯৪৬ সালে

৪৪. আলিপুর ষড়যন্ত্র মামলায় রাজসাক্ষী কে ছিলেন?
Ans: নরেন গোঁসাই

৪৫. অ্যাসিড আবিষ্কার হয় কত সালে ?
Ans: ১৯৮১ সালে

৪৬. HIV এর পুরো নাম কি ?
Ans: হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস

৪৭. কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেন ?
Ans: বল্লাল সেন

৪৮. আম্বেদকর স্টেডিয়াম কোথায় অবস্থিত ?
Ans: দিল্লীতে

৪৯. দানসাগর গ্রন্থের রচয়িত
Ans: বল্লাল সেন

৫০. গোবিন্দ অভয়ারণ্য কোথায় অবস্থিত ?
Ans: উত্তরাখণ্ড


এই পোস্টটি লেখার জন্য কিছু বই এর সাহায্য নেওয়া হয়েছে। পোস্টটিতে কোনো রকম ভুল থাকলে অথবা আপনার কোনো মতামত থাকলে আমাদের সাথে [email protected] যোগাযোগ করুন।
আশা করি এই পোস্টটি ভালো লেগেছে। পোস্টটি ভালো লাগলে কমেন্ট এ জানাবেন এবং সবার সাথে শেয়ার করবেন।

Share your love

Leave a Reply