ভারতের বিভিন্ন রাজ্যের নৃত্য তালিকা PDF | Folk Dances of India

টেলিগ্রামে যুক্ত হোন

list-of-dances-from-different-states-of-india

আজকে, ভারতের বিভিন্ন রাজ্যের নৃত্য তালিকা (Folk Dances of India) নিয়ে আমরা আলোচনা করবো। বিভিন্ন রাজ্যের নৃত্য তালিকাটি আপনাদের সামনে সুন্দর ভাবে তুলে ধরা হল। সাধারণ জ্ঞানের এই প্রশ্ন উত্তর গুলি বিভিন্ন প্রতিযোগিতামূলক এসে থাকে। আশা করি পোস্টটি পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে।

ভারতের বিভিন্ন রাজ্যের নৃত্য তালিকা

প্রদেশ নৃত্য
পশ্চিমবঙ্গ ছৌ, বাউল, কাঠি, কীর্তন, মহল, ঢালি, যাত্রা, গম্ভীরা
অসম বিহু, খেল গোপাল, কোঙ্গালি, রাসলীলা
মণিপুর রাসলীলা, মণিপুরী, কাবুই
মেঘালয় লাহো, নংক্রেম
নাগাল্যান্ড রংমা, বাম্বু
মিজোরাম খুয়াল্লাম, চেরাউ, লাম, বাঁশ-নৃত্য, চেরোকান
ঝাড়খণ্ড ছৌ, সরহুল
গুজরাট গর্বা, ডান্ডিয়া রাস, টিপ্পানি, ভাবাই
বিহার যাতা যতিন, ঝিঝিয়া, কাজারি
হিমাচল প্রদেশ  ঝোড়া, ঝালি, ছাড়ি, নাটি, কায়াঙ্গা
কর্ণাটক যক্ষগণ, হাত্তারি, সুগি, কুনিথা, লাম্বি
মহারাষ্ট্র তামাশা, লেজিন, গাফা, দাহিকলা, লোভানি
ওড়িশা ওডিশি, সাভারি, ছৌ, ঘুমারা, রনপা
কেরালা কথাকলি, মোহিনীনাট্টম, কাইকোটিকালি, থেইয়াম, তুল্লাল
পাঞ্জাব ভাংরা, গিদ্দা, ধামান, ডাফ
রাজস্থান ঘুমার, চক্রী, গাঙ্গোর, ঝুমা, ঝুলন লীলা
তামিলনাড়ু ভরতনাট্যম, কুমি, কলাট্টম
উত্তরপ্রদেশ নটঙ্কি, রাসলীলা, কাজরী, চাপেলি
ত্রিপুরা হোজাগিরি
উত্তরাখণ্ড কাজরী, রাসলীলা, চাপেলি
গোয়া তালগাদি, মান্ডো
মধ্যপ্রদেশ মাটকি, আদা, ফুলপতি
অরুণাচল প্রদেশ চালো, পপির
সিকিম সিকমারি, খুকুরি
অন্ধ্রপ্রদেশ কুচিপুড়ি
ছত্রিশগড় পন্থি
জম্মু ও কাশ্মীর রাউফ, হিকাত, দামালি, হেমিসগাম্পা, চাকরী
উত্তর ভারত কত্থক

ভারতের বিভিন্ন রাজ্যের নৃত্য সংক্রান্ত প্রশ্ন উত্তরঃ

প্রশ্নঃ ছৌ কোন রাজ্যের নৃত্য ?
উত্তরঃ পশ্চিমবঙ্গ

প্রশ্নঃ বাউল কোন রাজ্যের নৃত্য ?
উত্তরঃ পশ্চিমবঙ্গ

প্রশ্নঃ কাঠি কোন রাজ্যের নৃত্য ?
উত্তরঃ পশ্চিমবঙ্গ

প্রশ্নঃ কীর্তন কোন রাজ্যের নৃত্য ?
উত্তরঃ পশ্চিমবঙ্গ

প্রশ্নঃ মহল কোন রাজ্যের নৃত্য ?
উত্তরঃ পশ্চিমবঙ্গ

প্রশ্নঃ ঢালি কোন রাজ্যের নৃত্য ?
উত্তরঃ পশ্চিমবঙ্গ

প্রশ্নঃ যাত্রা কোন রাজ্যের নৃত্য ?
উত্তরঃ পশ্চিমবঙ্গ

প্রশ্নঃ গম্ভীরা কোন রাজ্যের নৃত্য ?
উত্তরঃ পশ্চিমবঙ্গ

প্রশ্নঃ বিহু কোন রাজ্যের নৃত্য ?
উত্তরঃ অসম

প্রশ্নঃ খেল গোপাল কোন রাজ্যের নৃত্য ?
উত্তরঃ অসম

প্রশ্নঃ কোঙ্গালি কোন রাজ্যের নৃত্য ?
উত্তরঃ অসম

প্রশ্নঃ রাসলীলা কোন রাজ্যের নৃত্য ?
উত্তরঃ অসম

প্রশ্নঃ মণিপুরী কোন রাজ্যের নৃত্য ?
উত্তরঃ মণিপুর

প্রশ্নঃ কাবুই কোন রাজ্যের নৃত্য ?
উত্তরঃ মণিপুর

প্রশ্নঃ লাহো কোন রাজ্যের নৃত্য ?
উত্তরঃ মেঘালয়

প্রশ্নঃ নংক্রেম কোন রাজ্যের নৃত্য ?
উত্তরঃ মেঘালয়

প্রশ্নঃ রংমা কোন রাজ্যের নৃত্য ?
উত্তরঃ নাগাল্যান্ড

প্রশ্নঃ বাম্বু কোন রাজ্যের নৃত্য ?
উত্তরঃ নাগাল্যান্ড

প্রশ্নঃ খুয়াল্লাম কোন রাজ্যের নৃত্য ?
উত্তরঃ মিজোরাম

প্রশ্নঃ চেরাউ কোন রাজ্যের নৃত্য ?
উত্তরঃ মিজোরাম

প্রশ্নঃ লাম কোন রাজ্যের নৃত্য ?
উত্তরঃ মিজোরাম

প্রশ্নঃ বাঁশ-নৃত্য কোন রাজ্যের নৃত্য ?
উত্তরঃ মিজোরাম

প্রশ্নঃ চেরোকান কোন রাজ্যের নৃত্য ?
উত্তরঃ মিজোরাম

প্রশ্নঃ সরহুল কোন রাজ্যের নৃত্য ?
উত্তরঃ ঝাড়খণ্ড

প্রশ্নঃ গর্বা কোন রাজ্যের নৃত্য ?
উত্তরঃ গুজরাট

প্রশ্নঃ ডান্ডিয়া রাস কোন রাজ্যের নৃত্য ?
উত্তরঃ গুজরাট

প্রশ্নঃ টিপ্পানি কোন রাজ্যের নৃত্য ?
উত্তরঃ গুজরাট

প্রশ্নঃ ভাবাই কোন রাজ্যের নৃত্য ?
উত্তরঃ গুজরাট

প্রশ্নঃ যাতা যতিন কোন রাজ্যের নৃত্য ?
উত্তরঃ বিহার

প্রশ্নঃ ঝিঝিয়া কোন রাজ্যের নৃত্য ?
উত্তরঃ বিহার

প্রশ্নঃ কাজারি কোন রাজ্যের নৃত্য ?
উত্তরঃ বিহার

প্রশ্নঃ ঝোড়া কোন রাজ্যের নৃত্য ?
উত্তরঃ হিমাচল প্রদেশ

প্রশ্নঃ ঝালি কোন রাজ্যের নৃত্য ?
উত্তরঃ হিমাচল প্রদেশ

প্রশ্নঃ ছাড়ি কোন রাজ্যের নৃত্য ?
উত্তরঃ হিমাচল প্রদেশ

প্রশ্নঃ নাটি কোন রাজ্যের নৃত্য ?
উত্তরঃ হিমাচল প্রদেশ

প্রশ্নঃ কায়াঙ্গা কোন রাজ্যের নৃত্য ?
উত্তরঃ হিমাচল প্রদেশ

প্রশ্নঃ যক্ষগণ কোন রাজ্যের নৃত্য ?
উত্তরঃ কর্ণাটক

প্রশ্নঃ হাত্তারি কোন রাজ্যের নৃত্য ?
উত্তরঃ কর্ণাটক

প্রশ্নঃ সুগি কোন রাজ্যের নৃত্য ?
উত্তরঃ কর্ণাটক

প্রশ্নঃ কুনিথা কোন রাজ্যের নৃত্য ?
উত্তরঃ কর্ণাটক

প্রশ্নঃ লাম্বি কোন রাজ্যের নৃত্য ?
উত্তরঃ কর্ণাটক

প্রশ্নঃ তামাশা কোন রাজ্যের নৃত্য ?
উত্তরঃ মহারাষ্ট্র

প্রশ্নঃ লেজিন কোন রাজ্যের নৃত্য ?
উত্তরঃ মহারাষ্ট্র

প্রশ্নঃ গাফা কোন রাজ্যের নৃত্য ?
উত্তরঃ মহারাষ্ট্র

প্রশ্নঃ দাহিকলা কোন রাজ্যের নৃত্য ?
উত্তরঃ মহারাষ্ট্র

প্রশ্নঃ লোভানি কোন রাজ্যের নৃত্য ?
উত্তরঃ মহারাষ্ট্র

প্রশ্নঃ ওডিশি কোন রাজ্যের নৃত্য ?
উত্তরঃ ওড়িশা

প্রশ্নঃ সাভারি কোন রাজ্যের নৃত্য ?
উত্তরঃ ওড়িশা

প্রশ্নঃ ঘুমারা কোন রাজ্যের নৃত্য ?
উত্তরঃ ওড়িশা

প্রশ্নঃ রনপা কোন রাজ্যের নৃত্য ?
উত্তরঃ ওড়িশা

প্রশ্নঃ কথাকলি কোন রাজ্যের নৃত্য ?
উত্তরঃ কেরালা

প্রশ্নঃ মোহিনীনাট্টম কোন রাজ্যের নৃত্য ?
উত্তরঃ কেরালা

প্রশ্নঃ কাইকোটিকালি কোন রাজ্যের নৃত্য ?
উত্তরঃ কেরালা

প্রশ্নঃ থেইয়াম কোন রাজ্যের নৃত্য ?
উত্তরঃ কেরালা

প্রশ্নঃ তুল্লাল কোন রাজ্যের নৃত্য ?
উত্তরঃ কেরালা

প্রশ্নঃ ভাংরা কোন রাজ্যের নৃত্য ?
উত্তরঃ পাঞ্জাব

প্রশ্নঃ গিদ্দা কোন রাজ্যের নৃত্য ?
উত্তরঃ পাঞ্জাব

প্রশ্নঃ ধামান কোন রাজ্যের নৃত্য ?
উত্তরঃ পাঞ্জাব

প্রশ্নঃ ডাফ কোন রাজ্যের নৃত্য ?
উত্তরঃ পাঞ্জাব

প্রশ্নঃ ঘুমার কোন রাজ্যের নৃত্য ?
উত্তরঃ রাজস্থান

প্রশ্নঃ চক্রী কোন রাজ্যের নৃত্য ?
উত্তরঃ রাজস্থান

প্রশ্নঃ গাঙ্গোর কোন রাজ্যের নৃত্য ?
উত্তরঃ রাজস্থান

প্রশ্নঃ ঝুমা কোন রাজ্যের নৃত্য ?
উত্তরঃ রাজস্থান

প্রশ্নঃ ঝুলন লীলা কোন রাজ্যের নৃত্য ?
উত্তরঃ রাজস্থান

প্রশ্নঃ ভরতনাট্যম কোন রাজ্যের নৃত্য ?
উত্তরঃ তামিলনাড়ু

প্রশ্নঃ কুমি কোন রাজ্যের নৃত্য ?
উত্তরঃ তামিলনাড়ু

প্রশ্নঃ কলাট্টম কোন রাজ্যের নৃত্য ?
উত্তরঃ তামিলনাড়ু

প্রশ্নঃ নটঙ্কি কোন রাজ্যের নৃত্য ?
উত্তরঃ উত্তরপ্রদেশ

প্রশ্নঃ রাসলীলা কোন রাজ্যের নৃত্য ?
উত্তরঃ উত্তরপ্রদেশ

প্রশ্নঃ কাজরী কোন রাজ্যের নৃত্য ?
উত্তরঃ উত্তরপ্রদেশ

প্রশ্নঃ চাপেলি কোন রাজ্যের নৃত্য ?
উত্তরঃ উত্তরপ্রদেশ

প্রশ্নঃ হোজাগিরি কোন রাজ্যের নৃত্য ?
উত্তরঃ ত্রিপুরা

প্রশ্নঃ চাপেলি কোন রাজ্যের নৃত্য ?
উত্তরঃ উত্তরাখণ্ড

প্রশ্নঃ তালগাদি কোন রাজ্যের নৃত্য ?
উত্তরঃ গোয়া

প্রশ্নঃ মান্ডো কোন রাজ্যের নৃত্য ?
উত্তরঃ গোয়া

প্রশ্নঃ মাটকি কোন রাজ্যের নৃত্য ?
উত্তরঃ মধ্যপ্রদেশ

প্রশ্নঃ আদা কোন রাজ্যের নৃত্য ?
উত্তরঃ মধ্যপ্রদেশ

প্রশ্নঃ ফুলপতি কোন রাজ্যের নৃত্য ?
উত্তরঃ মধ্যপ্রদেশ

প্রশ্নঃ চালো কোন রাজ্যের নৃত্য ?
উত্তরঃ অরুণাচল প্রদেশ

প্রশ্নঃ পপির কোন রাজ্যের নৃত্য ?
উত্তরঃ অরুণাচল প্রদেশ

প্রশ্নঃ সিকমারি কোন রাজ্যের নৃত্য ?
উত্তরঃ সিকিম

প্রশ্নঃ খুকুরি কোন রাজ্যের নৃত্য ?
উত্তরঃ সিকিম

প্রশ্নঃ কুচিপুড়ি কোন রাজ্যের নৃত্য ?
উত্তরঃ অন্ধ্রপ্রদেশ

প্রশ্নঃ পন্থি কোন রাজ্যের নৃত্য ?
উত্তরঃ ছত্রিশগড়

প্রশ্নঃ রাউফ কোন রাজ্যের নৃত্য ?
উত্তরঃ জম্মু ও কাশ্মীর

প্রশ্নঃ হিকাত কোন রাজ্যের নৃত্য ?
উত্তরঃ জম্মু ও কাশ্মীর

প্রশ্নঃ দামালি কোন রাজ্যের নৃত্য ?
উত্তরঃ জম্মু ও কাশ্মীর

প্রশ্নঃ হেমিসগাম্পা কোন রাজ্যের নৃত্য ?
উত্তরঃ জম্মু ও কাশ্মীর

প্রশ্নঃ চাকরী কোন রাজ্যের নৃত্য ?
উত্তরঃ জম্মু ও কাশ্মীর

প্রশ্নঃ কত্থক কোন রাজ্যের নৃত্য ?
উত্তরঃ উত্তর ভারত

ভারতের বিভিন্ন রাজ্যের নৃত্য তালিকা PDF

File Details:
PDF Name : ভারতের বিভিন্ন রাজ্যের নৃত্য তালিকা (Folk Dances Of India PDF)
Language : Bengali
Size : 51 KB
No. of Pages : 02
Download Link : Click Here To Download

Share your love

Leave a Reply