সাধারণ জ্ঞান : বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রস্তুতি MCQ – 06

টেলিগ্রামে যুক্ত হোন

general-knowledge-questions-and-answers-part-6

সাধারণ জ্ঞান : বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রস্তুতি MCQ – 06: আজকে আমরা আলোচনা করবো সাধারণ জ্ঞান (General Knowlage) এর কিছু গুরুত্বপূর্ন প্রশ্ন উত্তর নিয়ে। বিভিন্ন বিষয় থেকে এই প্রশ্ন ও উত্তর (General Knowlage) প্রস্তুত করা হয়েছে। এই প্রশ্ন ও উত্তর গুলি আপনাদের বিভিন্ন সরকারি ও বেসরকারি পরীক্ষাতে কমন পেতে সাহায্য করবে।আশা করি এই পোস্টটি আপনাদের ভালো লাগবে।

সাধারণ জ্ঞান : বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রস্তুতি MCQ – 06:

1. সম্প্রতি প্রয়াত অডিও ক্যাসেট টেপের আবিষ্কর্তা Lou Ottens কোন দেশের বৈজ্ঞানিক?
a. আমেরিকা
b. পোল্যান্ড
c. নেদারল্যান্ডস
d. জাপান
Ans: c

2. ভারতের দুটি পশ্চিমবাহী নদীর নাম কি ?
a. কৃষ্ণা ও কাবেরী
b. গোদাবরী ও মহানদী
c. নর্মদা ও তাপ্তি
d. কোনোটিই নয়
Ans: c

3. করোনাতে আক্রান্ত হয়ে মৃত সাংবাদিকদের পরিবারকে কত টাকা আর্থিক সাহায্য করবে কেন্দ্র ?
a. ৩ লক্ষ
b. ৪ লক্ষ
c. ৫ লক্ষ
d. ১০ লক্ষ
Ans: c

4. রেটিনা ও অপটিক স্নায়ুর সংযোগস্থলকে কি বলে?
a. চক্ষুবিন্দু
b. পিতবিন্দু
c. অন্ধবিন্দু
d. কোনোটিই নয়
Ans: c

5. ভেন্টিফ্যাক্ট কোন প্রাকৃতিক শক্তি দ্বারা সৃষ্টি হয় ?
a. সমুদ্রতরঙ্গের ক্ষয় দ্বারা
b. নদীর সঞ্চয় দ্বারা
c. বায়ুর ক্ষয় দ্বারা
d. সমুদ্রতরঙ্গের সঞ্চয় দ্বারা
Ans: c

6. প্রথমবার জেনোম ম্যাপিং প্রজেক্ট লঞ্চ করা হলো কোন মহাসাগরে ?
a. ভারত মহাসাগরে
b. প্রশান্ত মহাসাগরে
c. বঙ্গপোসাগরে
d. আরবসাগরে
Ans: a

7. শিশুদের জন্য ১০০টি স্পোর্টস নার্সারি তৈরী করতে চলেছে কোন রাজ্য?
a. পশ্চিমবঙ্গ
b. পাঞ্জাব
c. হরিয়ানা
d. রাজস্থান
Ans: d

8. চাঁদের ব্যাস কত ?
a. প্রায় ৩৪৩৫ কিমি
b. প্রায় ৩৪৬০ কিমি
c. প্রায় ৩৪৬৫ কিমি
d. প্রায় ৩৪৭০ কিমি
Ans: a

9. মালাই চাকির হাডকে কি বলা হয় ?
a. ফিমার
b. টিবিয়া
c. টারসাস
d. প্যাটেলা
Ans: d

10. কার রাজসভা “নবরত্নের” জন্য বিখ্যাত ছিল ?
a. সমুদ্রগুপ্ত
b. দ্বিতীয় চন্দ্রগুপ্ত
c. হষবর্ধন
d. অশোক
Ans: b

11. সান্দাফু কোন শ্রেণীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ ?
a. সিঙ্গালীলা
b. ফালুট
c. টাইগার হিল
d. শিবালিক হিল
Ans: a

12. আন্দবান দ্বীপপুঞ্জের প্রধান বন্দর কোনটি ?
a. পোর্ট ব্লেয়ার
b. বিশাখাপত্তনম
c. মারগাঁও
d. তুতিকোরিন
Ans: a

13. কোন গ্রিক রাজদূত চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় যোগ দিয়ে ভারত সম্পর্কে বিবরণ লিখেছিল ?
a. মেঘাস্থিনিস
b. ফা- হিয়েন
c. মিন্দার
d. সেলুকাস
Ans: a

14. বিশ্বের মাখন ও ঘি উৎপাদনে কোন দেশ প্রথম ?
a. আমেরিকা
b. ভারত
c. সুইডেন
d. ব্রাজিল
Ans: b

15. রাশিয়াকে অতিক্রম করে বিশ্বের চতুর্থ ফরেস্ট রিজার্ভ দেশ কোনটি ?
a. ভারত
b. চীন
c. আমেরিকা
d. জাপান
Ans: a

16. সোলার সিস্টেমের আবিস্কারক কে ?
a. গ্যালিলিও
b. আর্কিমিডিস
c. লিওনার্দো দ্য ভিঞ্চি
d. কোপার্নিকাস
Ans: d

17. দুটি নিউরোনের মিলনস্থলকে কি বলে ?
a. সাইন্যাপ্স
b. ডেনড্রাইট
c. অ্যাক্সন
d. ইমপাল্স
Ans: a

18. সম্প্রতি সমুদ্রের প্লাষ্টিক বর্জ দিয়ে কম্পিউটার বানালো কোন কোম্পানি ?
a. Lenovo
b. HP
c. Apple
d. Microsoft
Ans: b

19. পূর্বঘাট পর্বতের অপর নাম কি ?
a. মলয়াদ্রি
b. সহাদ্রী
c. সেভরয়
d. কোনোটিই নয়
Ans: a

20. ২১ সালের মে মাসে Asian Boxing Championships হোস্ট করবে কোন দেশ ?
a. ভারত
b. বাংলাদেশ
c. শ্রীলংকা
d. মালদ্বীপ
Ans: a

21. কোন শাসককে “কবিরাজ” আখ্যা দেওয়া হয় ?
a. স্কন্দগুপ্ত
b. প্রথম চন্দ্রগুপ্ত
c. সমুদ্রগুপ্ত
d. কোনোটিই নয়
Ans: c

22. কোন রাজার প্রধানমন্ত্রীর নাম কৌটিল্য ?
a. চন্দ্রগুপ্ত মৌর্য
b. চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য
c. অশোক
d. হর্ষবর্ধন
Ans: a

23. কি জমাট বেধে ওপেল শিলার সৃষ্টি হয় ?
a. ধূলিকণা
b. কাদা
c. পলি
d. বালুকণা
Ans: d

24. আয়তনের দিক থেকে সবচেয়ে বেশি বন কোন রাজ্যে আছে ?
a. মধ্যপ্রদেশ
b. উত্তরপ্রদেশ
c. মনিপুর
d. পশ্চিমবঙ্গ
Ans: a

25. ভারতের বৃহত্তম ভাসমান সোলার পাওয়ার প্লান্ট কোন রাজ্যে তৈরী হচ্ছে ?
a. মহারাষ্ট্র
b. উত্তরপ্রদেশ
c. তেলেঙ্গানা
d. পশ্চিমবঙ্গ
Ans: c


এই পোস্টটি লেখার জন্য কিছু বই এর সাহায্য নেওয়া হয়েছে। পোস্টটিতে কোনো রকম ভুল থাকলে অথবা আপনার কোনো মতামত থাকলে আমাদের সাথে [email protected] যোগাযোগ করুন।
আশা করি এই পোস্টটি ভালো লেগেছে। পোস্টটি ভালো লাগলে কমেন্ট এ জানাবেন এবং সবার সাথে শেয়ার করবেন।

Share your love

Leave a Reply