আজকে, বিভিন্ন দেশের জাতীয় খেলার তালিকা নিয়ে আমরা আলোচনা করবো।বিভিন্ন দেশের জাতীয় খেলার তালিকাটি আপনাদের সামনে সুন্দর ভাবে তুলে ধরা হল। সাধারণ জ্ঞানের এই প্রশ্ন উত্তর গুলি বিভিন্ন প্রতিযোগিতামূলক এসে থাকে। আশা করি পোস্টটি পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে।
বিভিন্ন দেশের জাতীয় খেলার তালিকা
দেশ | জাতীয় খেলা |
---|---|
কোস্টারিকা | ফুটবল |
উরুগুয়ে | ফুটবল |
মিশর | ফুটবল |
ইউক্রেন | ফুটবল |
মরিশাস | ফুটবল |
ব্রাজিল | ফুটবল |
ইতালি | ফুটবল |
নাইজেরিয়া | ফুটবল |
গ্রীস | ফুটবল |
আয়ারল্যান্ড | ফুটবল |
ভিয়েতনাম | ফুটবল |
ক্যামেরুন | ফুটবল |
নরওয়ে | ফুটবল |
জার্মানি | ফুটবল |
ইরাক | ফুটবল |
বুলগেরিয়া | ফুটবল |
মায়ানমার | ফুটবল |
হল্যান্ড | ফুটবল |
ইংল্যান্ড | ফুটবল, ক্রিকেট |
কলম্বিয়া | ফুটবল, ষাড়ের লড়াই |
অস্ট্রিয়া | ফুটবল, অলপিন স্কিইং |
পর্তুগাল | ফুটবল, সাইক্লিং, ড্রাইভিং |
সিঙ্গাপুর | ফুটবল, সাঁতার, ব্যাডমিন্টন |
ইরান | ফুটবল, রেস্টলিং |
আফগানিস্তান | বুজকাশি, ফুটবল |
সৌদি আরব | ফুটবল, ঘোড়দৌড় |
চেক রিপাবলিক | ফুটবল, আইস হকি |
সুইডেন | ফুটবল, আইস হকি |
জর্ডন | ফুটবল, বাস্কেটবল |
মরক্কো | ফুটবল, বাস্কেটবল |
ইজরায়েল | ফুটবল, বাস্কেটবল |
কেনিয়া | ফুটবল, অ্যাথলেটিক্স |
নেপাল | ফুটবল, ক্রিকেট |
জামাইকা | ফুটবল, ক্রিকেট |
জিম্বাবোয়ে | ফুটবল, ক্রিকেট |
ত্রিনিদাদ | ফুটবল, ক্রিকেট |
নেদারল্যান্ড | ফুটবল, সাইক্লিং |
ইথিওপিয়া | ফুটবল, অ্যাথলেটিক্স |
দক্ষিণ আফ্রিকা | রাগবি |
আর্জেন্টিনা | পটো (Pato), ফুটবল |
মার্কিন যুক্তরাষ্ট্র | বেসবল |
স্পেন | ষাঁড়ের লড়াই |
জাপান | সুমো (Sumo), জুজুৎসু |
পাকিস্তান | হকি, ক্রিকেট, পোলো |
নিউজিল্যান্ড | রাগবি |
মঙ্গোলিয়া | রেস্টলিং, তীরন্দাজি |
কিউবা | বেসবল |
ভারত | কবাডি, হকি |
ভুটান | তীরন্দাজি (Archery) |
বাংলাদেশ | কবাডি (Kabaddi) |
স্লোভেনিয়া | আলপিন স্কিয়িং (Alpine skiing), বাস্কেটবল |
শ্রীলঙ্কা | ক্রিকেট |
অস্ট্রেলিয়া | ক্রিকেট |
হাঙ্গেরি | ওয়াটার পোলো, সাঁতার |
হংকং | ব্যাডমিন্টন |
ফিলিপিন্স | আর্নিস (Arnis) |
সম্পর্কিত প্রশ্ন উত্তরঃ
1. ভারতের জাতীয় খেলা কি?
Ans: হকি সরকারিভাবে ভারতের জাতীয় খেলা
2. পশ্চিমবঙ্গের জাতীয় খেলার নাম কি?
Ans: পশ্চিমবঙ্গের জাতীয় খেলা খো খো।
3. কাবাডি কোন দেশের জাতীয় খেলা?
Ans: কাবাডি বাংলাদেশের জাতীয় খেলা।
4. চীনের জাতীয় খেলা কি?
Ans: টেবিল টেনিস হল চীনের জাতীয় খেলা।
5. বাংলাদেশের জাতীয় খেলা কি?
Ans: বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি।
6. আমেরিকার জাতীয় খেলা কি?
Ans: আমেরিকার জাতীয় খেলার নাম বেসবল।
7. শ্রীলঙ্কার জাতীয় খেলা কি?
Ans: শ্রীলঙ্কার জাতীয় খেলা ভলিবল।
8. কুস্তি কোন দেশের জাতীয় খেলা?
Ans: কুস্তি ইরানের জাতীয় খেলা।
9. জাপানের জাতীয় খেলা কি?
Ans: সুমো জাপানের জাতীয় খেলা।
10. স্পেনের জাতীয় খেলা কি?
Ans: স্পেনের জাতীয় খেলা ষাঁড়ের লড়াই।
11. রাশিয়ার জাতীয় খেলা কি?
Ans: রাশিয়ার জাতীয় খেলা দাবা।
12. নেপালের জাতীয় খেলা কি?
Ans: নেপালের জাতীয় খেলা ফুটবল , ক্রিকেট।
13. বেসবল কোন দেশের জাতীয় খেলা?
Ans: আমেরিকার জাতীয় খেলার নাম বেসবল।
14. পাকিস্তানের জাতীয় খেলা কি?
Ans: হকি, পোলো পাকিস্তানের জাতীয় খেলা।
15. ভুটানের জাতীয় খেলা কি?
Ans: ভুটানের জাতীয় খেলা ধনুর্বিদ্যা।
16. কোন দেশের জাতীয় খেলা কুস্তি?
Ans: কুস্তি ইরানের জাতীয় খেলা।
17. কানাডার জাতীয় খেলা কি?
Ans: কানাডার জাতীয় খেলা ল্যাক্রোসি ও আইস হকি।
18. ভলিবল কোন দেশের জাতীয় খেলা?
Ans: ভলিবল শ্রীলঙ্কার জাতীয় খেলা।
19. ইংল্যান্ডের জাতীয় খেলা কি?
Ans: ইংল্যান্ডের জাতীয় খেলার নাম ক্রিকেট, ফুটবল।
20. মালয়েশিয়ার জাতীয় খেলা কি?
Ans: মালয়েশিয়ার জাতীয় খেলা ব্যাডমিন্টন।
21. ফুটবল কোন দেশের জাতীয় খেলা?
Ans: ফুটবল নেপালের জাতীয় খেলা।
22. ব্যাডমিন্টন কোন দেশের জাতীয় খেলা?
Ans: ব্যাডমিন্টন ইন্দোনেশিয়ার জাতীয় খেলা।
23. অস্ট্রেলিয়ার জাতীয় খেলা কি?
Ans: অস্ট্রেলিয়ার জাতীয় খেলা অস্ট্রেলীয় ফুটবল।
24. টেবিল টেনিস কোন দেশের জাতীয় খেলা?
Ans: টেবিল টেনিস হল চীনের জাতীয় খেলা।
25. দাবা কোন দেশের জাতীয় খেলা?
Ans: রাশিয়ার জাতীয় খেলা দাবা।
26. ফ্রান্সের জাতীয় খেলা কি?
Ans: ফ্রান্সের জাতীয় খেলা ফুটবল।
27. বাংলাদেশের জাতীয় খেলার নাম কি?
Ans: কাবাডি হল বাংলাদেশের জাতীয় খেলা।
28. রাগবি কোন দেশের জাতীয় খেলা?
Ans: রাগবি স্কটল্যান্ডের জাতীয় খেলা।
29. ইন্দোনেশিয়ার জাতীয় খেলা কি?
Ans: ব্যাডমিন্টন ইন্দোনেশিয়ার জাতীয় খেলা।
30. আফগানিস্তানের জাতীয় খেলা কি?
Ans: আফগানিস্তানের জাতীয় খেলা ফুটবল, বুজকাশি।
31. পাকিস্তানের জাতীয় খেলা কি?
Ans: পাকিস্তানের জাতীয় খেলা ফিল্ড হকি।
32. ষাঁড়ের লড়াই কোন দেশের জাতীয় খেলা?
Ans: ষাঁড়ের লড়াই স্পেনের জাতীয় খেলা।
33. স্কটল্যান্ড এর জাতীয় খেলা কি?
Ans: স্কটল্যান্ড এর জাতীয় খেলা রাগবি।
34. কোন দেশের জাতীয় খেলা ক্রিকেট?
Ans: অস্ট্রেলিয়ার জাতীয় খেলা ক্রিকেট।
35. কানাডার জাতীয় খেলা কি?
Ans: আইস হকি কানাডার জাতীয় খেলা।
36. আর্চারি কোন দেশের জাতীয় খেলা?
Ans: আর্চারি ভুটানের জাতীয় খেলা।
File Details:
PDF Name : বিভিন্ন দেশের জাতীয় খেলার তালিকা PDF
Language : Bengali
Size : 58 KB
No. of Pages : 04
Download Link : Click Here To Download