ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম: আজকে আমরা আলোচনা করবো ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম সম্পর্কিত প্রশ্ন উত্তর নিয়ে। এই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর গুলি বিভিন্ন সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন SSC CGL, SSC MTS, ICDS Supervisor, RRB NTPC, WBP Constable, ICDS Supervisor, Railway Group D, WBP Abgari Constable, WBP SI, PSC, SSC CHSL তে কমন পেতে সাহায্য করবে। ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম বিষয় থেকে এই প্রশ্ন গুলো প্রস্তুত করা হয়েছে। আশা করি এই পোস্টটি আপনাদের ভালো লাগবে।
ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম:
১. আয়তন হিসাবে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি ?
Ans: রাজস্থান
২. জনসংখ্যার হিসাবে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি ?
Ans: উত্তর প্রদেশ
৩. ভারতের বৃহত্তম কেন্দ্র শাসিত অঞ্চল কোনটি ?
Ans: লাদাখ
৪. ভারতের বৃহত্তম বন্দর কোনটি ?
Ans: মুম্বাই
৫. ভারতের বৃহত্তম নগরী কোনটি ?
Ans: মুম্বাই
৬. ভারতের বৃহত্তম সমাধি সৌধ কোনটি ?
Ans: তাজমহল
৭. ভারতের বৃহত্তম গম্বুজ কোনটি ?
Ans: গোল গম্বুজ
৮.ভারতের বৃহত্তম মন্দির কোনটি ?
Ans: মীনাক্ষী মন্দির, মাদুরাই
৯. ভারতের বৃহত্তম গির্জা কোনটি ?
Ans: সেন্ট ক্যাথিড্রাল, গোয়া
১০. ভারতের বৃহত্তম মসজিদ কোনটি ?
Ans: তাজ উল মসজিদ
১১. ভারতের বৃহত্তম ব্যাংক কোনটি ?
Ans: স্টেট ব্যাংক অব ইন্ডিয়া
১২.ভারতের বৃহত্তম হোটেল কোনটি ?
Ans: অবেরয়-শেরাটন
১৩. ভারতের বৃহত্তম গুহা মন্দির কোনটি ?
Ans: কৈলাস, ইলোরা
১৪.ভারতের বৃহত্তম সার কারখানা কোনটি ?
Ans: সিন্ধ্রি, বিহার
১৫. ভারতের বৃহত্তম মিউজিয়াম কোনটি ?
Ans: ভারতীয় জাদুঘর, কলকাতা
১৬. ভারতের বৃহত্তম বনভূমি কোনটি ?
Ans: কাজিরাঙ্গা, অসম
১৭. ভারতের বৃহত্তম তারামণ্ডল কোনটি ?
Ans: বিড়লা তারামণ্ডল
১৮. ভারতের বৃহত্তম কারাগার কোনটি ?
Ans: তিহার জেল, দিল্লি
১৯. ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ কোনটি ?
Ans: চিল্কা
২০. ভারতের বৃহত্তম জলপ্রপাত কোনটি ?
Ans: গেরসোপ্পা
২১. ভারতের বৃহত্তম বিশ্ববিদ্যালয় কোনটি ?
Ans: কলকাতা বিশ্ববিদ্যালয়
২২. ভারতের বৃহত্তম বদ্বীপ কোনটি ?
Ans: সুন্দরবন
২৩. ভারতের বৃহত্তম রেল স্টেশন কোনটি ?
Ans: ভিক্টোরিয়া টারমিনাস
২৪. ভারতের বৃহত্তম স্টেডিয়াম কোনটি ?
Ans: নরেন্দ্র মোদী স্টেডিয়াম
২৫. ভারতের বৃহত্তম স্তূপ কোনটি ?
Ans: সাঁচি স্তূপ
২৬. ভারতের বৃহত্তম মরুভূমি কোনটি ?
Ans: থর
২৭. ভারতের বৃহত্তম পশু মেলা কোনটি ?
Ans: শোনপুর
২৮. ভারতের বৃহত্তম বিমানবন্দর কোনটি ?
Ans: মুম্বাই বিমানবন্দর
২৯. ভারতের বৃহত্তম উদ্ভিদ উদ্যান কোনটি ?
Ans: শিবপুর বোটানিক্যাল গার্ডেন
৩০. ভারতের বৃহত্তম হ্রদ কোনটি ?
Ans: উলার হ্রদ
৩১. ভারতের বৃহত্তম মেলা কোনটি ?
Ans: কুম্ভ মেলা
৩২. ভারতের বৃহত্তম জলাধার কোনটি ?
Ans: টালা ট্যাঙ্ক
৩৩. ভারতের বৃহত্তম ইস্পাত কারখানা কোনটি ?
Ans: ভিলাই
৩৪. ভারতের বৃহত্তম শৈলাবাস কোনটি ?
Ans: সিমলা
৩৫. ভারতের বৃহত্তম গুরুদ্বার কোনটি ?
Ans: অমৃতসরের স্বর্ণ মন্দির
৩৬. ভারতের বৃহত্তম গ্রন্থাগার কোনটি ?
Ans: ন্যাশনাল লাইব্রেরি, কলকাতা
৩৭. ভারতের বৃহত্তম চিড়িয়াখানা কোনটি ?
Ans: কোমাডো ড্রাগনও
৩৮. ভারতের বৃহত্তম নদী পরিকল্পনা কোনটি ?
Ans: ভাকরা-নাঙ্গাল
৩৯. ভারতের বৃহত্তম বাজার কোনটি ?
Ans: নিউ মার্কেট, কলকাতা
৪০. ভারতের বৃহত্তম তেল শোধনাগার কোনটি ?
Ans: জামনগর, গুজরাত
ভারতের দীর্ঘতম
১. ভারতের দীর্ঘতম নদী কোনটি ?
Ans: গঙ্গা, ২৫১০ কিমি
২. ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি ?
Ans: সিয়াচেন
৩. ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি ?
Ans: হিরাকুঁদ বাঁধ
৪. ভারতের দীর্ঘতম রেলপথ কোনটি ?
Ans: উত্তর রেলপথ
৫. ভারতের দীর্ঘতম সেতু কোনটি ?
Ans: ভূপেন হাজারিকা সেতু বা ঢোলা-সাদিয়া সেতু
৬. ভারতের দীর্ঘতম পর্বতমালা কোনটি ?
Ans: হিমালয়
৭. ভারতের দীর্ঘতম গুহা মন্দির কোনটি ?
Ans: ইলোরা
৮. ভারতের দীর্ঘতম সুড়ঙ্গপথ কোনটি ?
Ans: জওহর টানেল
৯. ভারতের দীর্ঘতম নদী সেতু কোনটি ?
Ans: মহাত্মা গান্ধি সেতু
১০. ভারতের দীর্ঘতম হাইওয়ে কোনটি ?
Ans: NH 44, শ্রীনগর থেকে কন্যাকুমারী
১১. ভারতের দীর্ঘতম ময়দান কোনটি ?
Ans: গড়ের মাঠ, কলকাতা
১২. ভারতের দীর্ঘতম গুহা কোনটি ?
Ans: অমরনাথ, জম্মু ও কাশ্মীর
১৩. ভারতের দীর্ঘতম খাল কোনটি ?
Ans: ইন্দিরা গান্ধি খাল , রাজস্থান
১৪. ভারতের দীর্ঘতম ক্যান্টিলিভার সেতু কোনটি ?
Ans: হাওড়া ব্রিজ
১৫. ভারতের দীর্ঘতম গিরিপথ কোনটি ?
Ans: খাইবার গিরিপথ
ভারতের উচ্চতম
১. ভারতের উচ্চতম স্তম্ভ কোনটি ?
Ans: কুতুব মিনার
২. ভারতের উচ্চতম মন্দির কোনটি ?
Ans: মীনাক্ষী মন্দির, মাদুরাই
৩. ভারতের উচ্চতম তোরণদ্বার কোনটি ?
Ans: বুলন্দ দরওয়াজা
৪. ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ কোনটি ?
Ans: গডউইন অস্টিন
৫. ভারতের উচ্চতম বিমান বন্দর কোনটি ?
Ans: লেহ, লাডাক
৬. ভারতের উচ্চতম ধাতু নির্মিত স্তম্ভ কোনটি ?
Ans: অশোক স্তম্ভ, সারনাথ
৭. ভারতের উচ্চতম স্তূপ কোনটি ?
Ans: সাঁচি স্তূপ
৮. ভারতের উচ্চতম বাঁধ কোনটি ?
Ans: তেহেরি বাঁধ
৯. ভারতের উচ্চতম অট্টালিকা কোনটি ?
Ans: বিকাশ মিনার, নিউ দিল্লি
১০. উচ্চতম উচ্চতম রেল স্টেশন কোনটি ?
Ans: ঘুম, দার্জিলিং
ভারতের সর্বাপেক্ষা বেশি
১. ভারতের সর্বাপেক্ষা প্রাচীন পর্বত কোনটি ?
Ans: আরাবল্লি পর্বত
২. ভারতের সর্বাপেক্ষা বেশি জনাকীর্ণ শহর কোনটি ?
Ans: মুম্বাই
৩. ভারতের সর্বাপেক্ষা পুরোন কাগজ কল কোনটি ?
Ans: পশ্চিমবঙ্গ
৪. ভারতে শিক্ষার হার সর্বাধিক কোন রাজ্যে ?
Ans: কেরল
৫. ভারতের সর্বাপেক্ষা বেশি দিন মুখ্যমন্ত্রীর নাম কি ?
Ans: পবন চামলিং
এই পোস্টটি লেখার জন্য কিছু বই এর সাহায্য নেওয়া হয়েছে। পোস্টটিতে কোনো রকম ভুল থাকলে অথবা আপনার কোনো মতামত থাকলে আমাদের সাথে [email protected] যোগাযোগ করুন।আশা করি এই পোস্টটি ভালো লেগেছে। পোস্টটি ভালো লাগলে কমেন্ট এ জানাবেন এবং সবার সাথে শেয়ার করবেন।