ভারতের বিভিন্ন শহরের প্রতিষ্ঠাতা তালিকা: আজকে আমরা আলোচনা করবো, ভারতের বিভিন্ন শহরের প্রতিষ্ঠাতা তালিকা নিয়ে। আশা করি, সাধারণ জ্ঞানের প্ৰশ্ন উত্তর গুলি আপনাদের বিভিন্ন সরকারি ও বেসরকারি পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে।
Table Of Contents
ভারতের বিভিন্ন শহরের প্রতিষ্ঠাতা
শহর | প্রতিষ্ঠাতা | রাজ্য |
---|---|---|
কলকাতা | জব চার্নক | পশ্চিমবঙ্গ |
দিল্লী | আনঙ্গপাল তোমার | দিল্লী |
তুঘলকাবাদ | গিয়াসউদ্দিন তুঘলক | দিল্লী |
বিজাপুর | ইউসুফ আদিল শাহ | কর্ণাটক |
ব্যাঙ্গালর | কেম্পে গৌরা | কর্ণাটক |
মুম্বাই | রাজা ভিমদেব | মহারাষ্ট্র |
চণ্ডিগড় | লে করবুসিয়ার | চণ্ডিগড় |
পাটনা | উদয়ীন | বিহার |
আহমেদাবাদ | সুলতান আহমেদ শাহ | গুজরাট |
উদয়পুর | দ্বিতীয় উদয় সিংহ | রাজস্থান |
জয়পুর | দ্বিতীয় জয় সিং | রাজস্থান |
আজমীর | রাজা অজয়পাল চৌহান | রাজস্থান |
মাদ্রাজ | ফ্রান্সিস ডে ও অ্যান্ড্রু কোগান | তামিলনাড়ু |
মহাবলীপুরম | নরসিংহবর্মন | তামিলনাড়ু |
রায়পুর | ব্রহ্মদেও রায় | ছত্তিশগড় |
ঝাঁসি | রাজা অর্চা | উত্তরপ্রদেশ |
এলাহাবাদ | আকবর | উত্তরপ্রদেশ |
গাজিয়াবাদ | উজির গাজী উদ্দিন | উত্তরপ্রদেশ |
আগ্রা | সিকান্দার লোদি | উত্তরপ্রদেশ |
দৌলতাবাদ | মহম্মদ বিন তুঘলক | মহারাষ্ট্র |
হায়দ্রাবাদ | কুলি কুতুব শাহ | তেলেঙ্গানা |
ফতেপুর সিক্রি | আকবর | উত্তরপ্রদেশ |
ফৈজাবাজ | আলী বর্দি খান | উত্তরপ্রদেশ |
মুরাদাবাদ | রুস্তম খান | উত্তরপ্রদেশ |
লখনউ | আসাফ-উদ-দৌলা | উত্তরপ্রদেশ |
অমৃতসর | গুরু রাম দাস | পাঞ্জাব |
ফিরোজপুর | ফিরোজ শাহ তুঘলক | পাঞ্জাব |
ভোপাল | রাজা ভোজ | মধ্যপ্রদেশ |
ভারতের বিভিন্ন শহরের প্রতিষ্ঠাতা সংক্রান্ত প্রশ্ন উত্তরঃ
প্রশ্নঃ কলকাতা শহরের প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ জব চার্নক
প্রশ্নঃ আগ্রা শহরের প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ সিকান্দার লোদি
প্রশ্নঃ ফতেপুর সিক্রি শহরের প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ আকবর
প্রশ্নঃ হায়দ্রাবাদ শহরের প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ মুহাম্মদ কুলি কুতুব শাহ
প্রশ্নঃ অমৃতসর শহরের প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ গুরু রাম দাস
প্রশ্নঃ ভোপাল শহরের প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ রাজা ভোজ/ দস্ত মহম্মদ খান
প্রশ্নঃ মুম্বাই শহরের প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ রাজা ভিমদেব
প্রশ্নঃ পাটনা শহরের প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ উদয়ীন
প্রশ্নঃ দিল্লি (ইন্দ্রপ্রস্থ) শহরের প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ আনঙ্গপাল তোমার
প্রশ্নঃ বিজাপুর শহরের প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ ইউসুফ আদিল শাহ
প্রশ্নঃ তুঘলকাবাদ শহরের প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ গিয়াসউদ্দিন তুঘলক
প্রশ্নঃ গাজিয়াবাদ শহরের প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ উজির গাজী উদ্দিন
প্রশ্নঃ উদয়পুর শহরের প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ দ্বিতীয় উদয় সিংহ
প্রশ্নঃ জয়পুর শহরের প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ দ্বিতীয় জয় সিং
প্রশ্নঃ আজমীর শহরের প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ অজয়দেব
প্রশ্নঃ এলাহাবাদ শহরের প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ আকবর
প্রশ্নঃ দৌলতাবাদ শহরের প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ মহম্মদ বিন তুঘলক
প্রশ্নঃ মাদ্রাজ শহরের প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ ফ্রান্সিস ডে ও অ্যান্ড্রু কোগান
প্রশ্নঃ মহাবলীপুরম শহরের প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ নরসিংহবর্মন
প্রশ্নঃ রায়পুর শহরের প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ ব্রহ্মদেও রায়
প্রশ্নঃ ঝাঁসি শহরের প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ রাজা অর্চা
প্রশ্নঃ ফিরোজপুর শহরের প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ ফিরোজ শাহ তুঘলক
প্রশ্নঃ চণ্ডিগড় শহরের প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ লে করবুসিয়ার
প্রশ্নঃ বেঙ্গালোর শহরের প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ কেম্পে গৌরা
প্রশ্নঃ ফৈজাবাজ শহরের প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ আলী বর্দি খান
প্রশ্নঃ মুরাদাবাদ শহরের প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ রুস্তম খান
ভারতের বিভিন্ন শহরের প্রতিষ্ঠাতা তালিকা PDF
File Details:
PDF Name : ভারতের বিভিন্ন শহরের প্রতিষ্ঠাতা তালিকা PDF
Language: Bengali
Size: 48.2KB
No. of Pages: 02
Download Link: Click Here To Download