সাধারণ জ্ঞান : বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রস্তুতি MCQ – 07: আজকে আমরা আলোচনা করবো, সাধারণ জ্ঞানের (General Knowlage) ২৫ টি প্রশ্ন উত্তর নিয়ে। এই প্রশ্ন উত্তর গুলি আপনাদের বিভিন্ন সরকারি ও বেসকারি পরীক্ষাতে কমন পেতে আপনাদের সাহায্য করবে। বিভিন্ন বিষয় থেকে এই প্রশ্ন গুলি প্রস্তুত করা হয়েছে। আশা করি এই পোস্টটি আপনাদের ভালো লাগবে।
সাধারণ জ্ঞান : বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রস্তুতি MCQ – 07:
1. কোন বায়ু বাণিজ্যিক বায়ু নাম পরিচিত ?
a. সাময়িক বায়ু
b. আয়ন বায়ু
c. মেরু বায়ু
d. পশ্চিমা বায়ু
Ans: b
2. দলমা অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত ?
a. মিজোরাম
b. ঝাড়খন্ড
c. মধ্যপ্রদেশ
d. মহারাষ্ট্র
Ans: b
3. টায়ালিন উৎসেচক কোথায় পাওয়া যায় ?
a. পিত্তরসে
b. পিত্তথলিতে
c. পাকরসে
d. লালারসে
Ans: d
4. মানব বিকাশের ক্ষেত্রে ভারতের কোন রাজ্য সর্বোচ্চ স্তরে আছে ?
a. গুজরাট
b. কেরালা
c. পাঞ্জাব
d. মহারাষ্ট্র
Ans: b
5. রাইন নদীর উৎপত্তিস্থল কোথায় ?
a. আল্পস পর্বত
b. রকি পর্বত
c. বিন্ধ্য পর্বত
d. আন্দিজ পর্বত
Ans: a
6. জাতিপুঞ্জের সদর দপ্তর কোথায় ?
a. টোকিও
b. রোম
c. নিউইয়র্ক
d. ওয়াসিংটন
Ans: c
7. জ্যাব কথিত কোন খেলার সাথে যুক্ত ?
a. বক্সিং
b. হকি
c. কবাডি
d. টেনিস
Ans: a
8. কাঁচি কোন শ্রেণীর লিভার ?
a. প্রথম শ্রেণীর
b. দ্বিতীয় শ্রেণীর
c. তৃতীয় শ্রেণীর
d. কোনটিই নয়
Ans: a
9. পৃথিবীর অষ্টম আর্চয্ কোনটি ?
a. হাওয়াই দ্বীপ
b. বরবুদুরের স্তূপ
c. বুর্জ খলিফা
d. রামেশ্বরের মন্দির
Ans: b
10. ১০০ মিটার দৌড়ে দুতি চাঁদকে পরাজিত করে Federation Cup এ কে সোনা জিতলো ?
a. হিম দাস
b. এস. ধনলক্ষী
c. পি. টি. উষা
d. কোনটিই নয়
Ans: b
11. চৌম্বকের একক কি ?
a. ওয়েবার
b. ওরস্টেড
c. হেনরি
d. গাউস
Ans: a
12. দিল্লী টেকনোলজি ইউনিভার্সিটিতে “innovation Lab” তৈরি করে কোন কোম্পানি ?
a. Samsung
b. Nokia
c. Microsoft
d. Xaomi
Ans: a
13. কোন দেশ প্রথম কাগজ ব্যবহার করে ?
a. দক্ষিণ আফ্রিকা
b. সুইডেন
c. কানাডা
d. চীন
Ans: d
14. কোন পাহাড়ি অঞ্চলকে “Queen of the Hill Station” বলা হয় ?
a. নৈনিতাল
b. মুসৌরি
c. সিমলা
d. ঋষিকেশ
Ans: b
15. “Butterfly” কথাটি কোন খেলার সাথে জড়িত ?
a. সাঁতার
b. কবাডি
c. ওয়াটার পোলো
d. রেসলিং
Ans: a
16. NCC তে রূপান্তরকামী সম্প্রদায়কে অংশগ্রহণের অনুমোদন দেয় কোন রাজ্যের হাইকোর্ট ?
a. কর্ণাটক
b. কেরালা
c. ঝাড়খন্ড
d. মহারাষ্ট্র
Ans: b
17. অঙ্করভাট মন্দির কোথায় অবস্থিত ?
a. ভিয়েতনাম
b. কম্বোডিয়া
c. ভুটান
d. পাকিস্তান
Ans: b
18. “The Race of Life” বইটি কার লেখা ?
a. হিম দাস
b. ঝুলন গোস্বামী
c. মিলখা সিং
d. পিটি উষা
Ans: c
19. কোন কোম্পানি IPL 2021 এর অফিসিয়াল পাটনার ছিল ?
a. Unacademy
b. Vivo
c. BIjus
d. UPstox
Ans: a
20. কানাডার জাতীয় খেলা কি ?
a. রাখবি
b. ক্রিকেট
c. ল্যাকরোসে
d. লং টেনিস
Ans: c
21. JCB Prize 2020 এর জন্য মনোনীত হাওয়া “Undertow” শিরোনামে বইটি কার লেখা ?
a. জাঙ্গভি বড়ুয়া
b. অরুন্ধতী রায়
c. গৌরী মিত্র
d. ঝুম্পা লাহিড়ী
Ans: a
22. ইউরেনাস কত সালে আবিষ্কার হয় ?
a. ১৯৭১সালে
b. ১৯৮১ সালে
c. ১৯৯১ সালে
d. ১৯৯৩ সালে
Ans: a
23. “দরবেশের সুলতান” কাকে বলা হয় ?
a. কুতুবুদ্দিন আইবক
b. নাসিরুদ্দিন মহম্মদ
c. ইলতুৎমিস
d. জাহাঙ্গীর
Ans: b
24. পৃথিবীর বৃহত্তম উপহ্রদ কোনটি ?
a. চিল্কা
b. মধ্য এশিয়ার মরুসাগর
c. দক্ষিণ ব্রাজিলের লাগোয়া দোপাতো
d. উড়াল
Ans: c
25. অনশনের কারণে কোন বিপ্লবী জেলের মধ্যে মারা যান ?
a. ভগৎ সিং
b. বিপিন চন্দ্র পাল
c. যতীন দাস
d. সুভাষচন্দ্র বসু
Ans: c
এই পোস্টটি লেখার জন্য কিছু বই এর সাহায্য নেওয়া হয়েছে। পোস্টটিতে কোনো রকম ভুল থাকলে অথবা আপনার কোনো মতামত থাকলে আমাদের সাথে [email protected] যোগাযোগ করুন।
আশা করি এই পোস্টটি ভালো লেগেছে। পোস্টটি ভালো লাগলে কমেন্ট এ জানাবেন এবং সবার সাথে শেয়ার করবেন।