জানা অজানা সাধারণ জ্ঞান MCQ -2

টেলিগ্রামে যুক্ত হোন

known-unknown-general-knowledge-mcq-2

আজকে, জানা অজানা সাধারণ জ্ঞান MCQ -2 নিয়ে আমরা আলোচনা করবো। জানা অজানা সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর আপনাদের সামনে সুন্দর ভাবে তুলে ধরা হল। সাধারণ জ্ঞানের এই প্রশ্ন উত্তর গুলি বিভিন্ন প্রতিযোগিতামূলক এসে থাকে যেমন ‘গুজরাটের খেরা জেলার দরিদ্র কৃষকরা কি নামে পরিচিত?’ ‘তানাকা মেমোরিয়াল কি?’। আশা করি পোস্টটি পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে।


See Also:
পশ্চিমবঙ্গের সেতুর তালিকা PDF
জানা অজানা সাধারণ জ্ঞান MCQ -1
বাংলাদেশের প্রধানমন্ত্রীর তালিকা PDF
ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলসমূহ
ভারতের প্রধানমন্ত্রী তালিকা PDF
ভারতের অভয়ারণ্য তালিকা PDF
207+ বাগধারা তালিকা PDF
পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান
ভারতের রাষ্ট্রপতির তালিকা PDF
ভারতের উপরাষ্ট্রপতির তালিকা PDF
বর্তমানে কে কোন পদে আছেন 2023 PDF
কে কোন রাজ্যের খেলোয়াড় তালিকা PDF


জানা অজানা সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তরঃ

1. বোলান বিযুক্তি রেখা আর অপর নাম কি?
Ans: লেহম্যান / গুটেনবার্গ

2. কেরালা নতুন ফসল তোলার উৎসবের নাম কি
Ans: ওনাম

3. নেতাজি সুভাষচন্দ্র বসুর ছদ্মনাম কি ছিল?
Ans: সারদানন্দ

4. নিম পাতা খেলে কি উপকারিতা পাওয়া যায়?
Ans: রক্তের সুগার লেভেল কমতে সাহায্য করে ও রক্ত নালীকে প্রসারিত করে

5. মাইকেল মধুসূদন দত্ত রচিত পত্রকাব্য টির নাম কি?
Ans: বীরাঙ্গনা

6. পশ্চিমবঙ্গের শিল্প মন্ত্রীর নাম কি?
Ans: অমিত মিত্র

7. অপরিশোধিত তেলের উৎস থাকা দুটি স্থানের নাম কি?
Ans: মার্কিন যুক্তরাষ্ট্র, সৌদি আরব

8. প্যারিসে কোন সালে আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল?
Ans: 1985 সালে

9. গুজরাটের খেরা জেলার দরিদ্র কৃষকরা কি নামে পরিচিত?
Ans: কুনবি

10. বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম কি?
Ans: সমাচার দর্পণ


See Also:
জ্ঞানপীঠ পুরস্কার প্রাপকদের তালিকা PDF (১৯৬৫ – ২০২২ )
সাহিত্য একাডেমি পুরস্কার 2022 PDF
বিভিন্ন পুরস্কার ও তার ক্ষেত্র তালিকা PDF
রাজ্যভিত্তিক ভারতের তাপবিদ্যুৎ কেন্দ্র তালিকা PDF
ভারতের জলবিদ্যুৎ কেন্দ্র তালিকা PDF
ভারতীয় সংবিধানের বিভিন্ন উৎস PDF
ভারতের বিভিন্ন ব্যাঙ্কের প্রতিষ্ঠা সাল ও সদর দপ্তর PDF
পরিবেশ সংক্রান্ত দিবস সমূহ তালিকা PDF


11. তানাকা মেমোরিয়াল কি?
Ans: পূর্ব এশিয়ার সমস্যা সমাধানের জন্য জাপানের উচিত যুদ্ধ নীতি গ্রহন করার প্রতিবেদনটিকে তানাকা মেমোরিয়াল বলা হয়

12. অরোরা বোরিয়ালিস কোন মেরুতে দেখা যায়?
Ans: সুমেরু অঞ্চলে

13. বীরবলের প্রকৃত নাম কি ছিল?
Ans: মহেশ দাস

14. চুল লম্বা করার তেলের নাম কি?
Ans: অলিভ অয়েল

15. কোন ভিটামিনের অভাবে দাঁতের মাড়ি ফুলে যায়?
Ans: ভিটামিন কে

16. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন রাষ্ট্রপতি কে ছিলেন?
Ans: ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট

17. ভারতের জাতীয় খেলার নাম কি?
Ans: ফিল্ড হকি

18. শিবপুর বোটানিক্যাল গার্ডেন কেন কখন নির্মিত হয়?
Ans: ভারতের উদ্ভিজ সম্পদের প্রচারের উদ্দেশ্যে ১৭৮৬ সালে

19. বইওয়ালা নামে কারা খ্যাত ছিলেন?
Ans: অমূল্য বাবু কলেজ স্ট্রিটে বইওয়ালা নামে পরিচিত

20. নেপালের জাতীয় প্রাণীর নাম কি?
Ans: গরু


See Also:
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরদের তালিকা PDF
ভারতের অর্থ কমিশন ও তার চেয়ারম্যান তালিকা PDF
প্রাচীন ভারতের মুদ্রার নাম তালিকা PDF
অশোকের শিলালিপি তালিকা PDF
বিভিন্ন ধর্ম ও মতবাদের প্রতিষ্ঠাতা তালিকা PDF
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তালিকা PDF
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তালিকা PDF
কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তালিকা PDF
পৃথিবীর বিখ্যাত শিল্প সমৃদ্ধ দেশসমূহ তালিকা PDF
ভারতের অধিক জনসংখ্যা যুক্ত শহরের তালিকা PDF
ভারতের শীর্ষ দশ বৃহত্তম হ্রদ তালিকা PDF

Share your love

Leave a Reply