সাধারণ জ্ঞান : বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রস্তুতি MCQ – 03: আজকে আমরা আলোচনা করবো General Knowledge এর প্রশ্ন উত্তর নিয়ে। এই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর গুলি বিভিন্ন সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন Railway Group D, PSC, SSC CHSL, SSC CGL, SSC MTS, WBP Abgari Constable, WBP SI, WBP Constable, ICDS Supervisor, ICDS Supervisor, RRB NTPC তে আপনাদের সাহায্য করবে। সাধারণ জ্ঞান, ইতিহাস, ভূগোল, গণিত ও বিভিন্ন বিষয় থেকে এই প্রশ্ন গুলো প্রস্তুত করা হয়েছে। আশা করি এই পোস্টটি আপনাদের ভালো লাগবে।
সাধারণ জ্ঞান : বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রস্তুতি MCQ – 03
১. সূর্য-সিদ্ধান্ত গ্রন্থটি কার লেখা?
Ans: গুপ্তযুগের বিখ্যাত বিজ্ঞানী আর্যভট্টের লেখা ।
২. কোন ব্যবসায়ের ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায়?
Ans: এক মালিকানা।
৩. আকার, আকৃতি বা কার্যক্ষমতার বিচারে কম্পিউটারকে কি কি ভাগে ভাগে ভাগ করা যায়?
Ans: তিন ভাগে।
৪. সমুদ্র স্রোতগুলোকে কত ভাগে ভাগ করা হয়?
Ans: তিন ভাগে।
৫. বাংলাদেশের দীর্ঘতম সমুদ্র সৈকত কোনটি?
Ans: উত্তর-কক্সবাজার সমুদ্র সৈকত।
৬. বাংলাদেশের দীর্ঘতম সড়ক সেতু কোনটি?
Ans: যমুনা বহুমুখী সেতু বা বঙ্গবন্ধু সেতু।
৭. বাংলাদেশের দীর্ঘতম নদ কোনটি?
Ans: ব্রহ্মপুত্র।
৮. পৃথিবীর দীর্ঘতম ব্যং কোনটি?
Ans: গ্যালিয়াথ ফ্রগ(Goliath frog)।
৯. বিশ্বের উচ্চতম সেতু কোনটি?
Ans: জর্জ সেতু।
১০. বিশ্বের দীর্ঘতম ঝুলন্ত আকাশি কাইকিও সেতু কোথায় অবস্থিত?
Ans: জাপান।
১১. বিশ্বের দীর্ঘতম রেল সেতু কোনটি?
Ans: হুয়ে পিলভ সেতু।
১২. বিশ্বের দীর্ঘতম যুদ্ধ কোনটি?
Ans: ইংল্যান্ডের গৃহযুদ্ধ(১৬৪২-১৬৫১) সময়।
১৩. দীর্ঘতম নদী অববাহিকা কোনটি?
Ans: অ্যামাজন অববাহিকা।
১৪. সোভিয়েত প্রজাতন্ত্রের (USSR)স্বাধীনতা ঘোষণাকারী প্রথম দেশ কোনটি ?
Ans: লিথুয়ানিয়া।
১৫. প্রথম বিশ্বযুদ্ধ কতদিন পর্যন্ত চলেছিল?
Ans: 1914 থেকে 1918 সাল।
১৬. পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী কোনটি?
Ans: আন্দিজ পর্বতমালা।
১৭. পৃথিবীর দীর্ঘতম রেলপথ টানেল কোথায় অবস্থিত?
Ans: জাপানে।
১৮. বিশ্বের দীর্ঘতম নদী (যৌথভাবে) কোনটি?
Ans: মিসিসিপি-মিসৌরী।
১৯. বিশ্বে প্রথম কবে, কোথায় রেলপথ বসানো হয়?
Ans: ১৮২৫ সালে, ব্রিটেনে।
২০. ব্রিটিশ বাংলায় প্রথম রেলপথ বসানো হয় কোথায়?
Ans: হাওড়া থেকে চুচুঁড়া পর্যন্তু।
২১. পৃথিবীর দীর্ঘতম নদ নীলনদ কোন সাগরে পতিত হয়েছে?
Ans: ভুমমধ্যসাগর।
২২. উপমহাদেশের প্রথম ব্রিটিশ গর্ভনর কে ছিল?
Ans: লর্ড ক্লাইভ।
২৩. ব্রিটিশ বাংলার প্রথম পাটকল কবে কোথায় স্থাপন করা হয়?
Ans: ১৮৫৫ সালে, কলকাতায়।
২৪. বিশ্বে প্রথম কবে, কোথায় রেলপথ বসানো হয়?
Ans: ১৮২৫ সালে, ব্রিটেনে।
২৫. পাকিস্তানের প্রথম গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় বসে?
Ans: করাচিতে।
২৬. প্রথম কাগজ আবিষ্কার হয় কোথায়?
Ans: চীন।
২৭. উপমহাদেশে ব্রিটিশ বিরোধী সিপাহী বিদ্রোহ কোন সালে ও কোথায় সংঘটিত হয়?
Ans: ১৮৫৭ সালে ৯ মার্চ, বঙ্গদেশের ব্যারাকপুরে।
২৮. পৃথিবীর প্রথম রিয়াল টাইম রেডিও সার্চ ইঞ্জিন তৈরি করেছেন কে?
Ans: মাইকেল রবার্টসন ।
২৯. পেট্রোল ইঞ্জিন কোন ধরনের ইঞ্জিন?
Ans: অন্তর্দহ ইঞ্জিন।
৩০. মিগ ইঞ্জিন কোথায় সংযোজিত হয়?
Ans: কোরাপুট।
৩১. কত সালে পেট্রোল ইঞ্জিন আবিষ্কৃত হয়?
Ans: ১৮৮৬ সালে।
৩২. বাষ্প ইঞ্জিন চালিত ডুবোজাহাজ আবিস্কৃত হয় কবে?
Ans: ১৮৮০ সালে।
৩৩. বিশ্বের সর্ববৃহৎ সৌরশক্তি চালিত নৌকাটি কখন উদ্বোধন করা হয়েছে?
Ans: ২৫ ফেব্রুয়ারি ২০১০।
৩৪. ১৯৯৩ সালে প্রথম আবিস্কৃত ব্রাউজারের আবিস্কারক কে?
Ans: মার্ক এড্রিসন ।
৩৫. NO এর বাষ্প ঘনত্ব কত?
Ans: বাষ্প ঘনত্ব ১৫।
৩৬. কমলালেবুর শহর কাকে বলে?
Ans: নাগপুরকে।
৩৭. SO2 এর বাস্প ঘনত্ব কত?
Ans: ৩২।
৩৮. এশিয়ার বৃহত্তম উপদ্বীপ কোনটি?
Ans: আরব উপদ্বীপ।
৩৯. নীল্ নদ কোথায় পড়েছে?
Ans: ভূমধ্যসাগরে।
৪০. মিশরের প্রধান অর্থকরী ফসল কোনটি?
Ans: কার্পাস।
৪১. দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে কী বলে?
Ans: দোয়াব।
৪২. আফ্রিকার কঙ্গো নদীর ওপর নাম কী?
Ans: জাইরে।
৪৩. বান ডাকা কোন জোয়ারের সঙ্গে যুক্ত?
Ans: ভরা জোয়ার।
৪৪. ‘সব বিষয়ের জননী’ কোন শাস্ত্রকে বলা হয়?
Ans: ভুগোলকে।
৪৫. কোন শহরকে উদ্যান নগরী বলে?
Ans: বেঙ্গালুরুকে।
৪৬. সাহারা মরুভূমির প্রধান খনিজ সম্পদ কী?
Ans: খনিজ তেল।
৪৭. কোন প্রণালীর মাধ্যমে আফ্রিকা ইউরোপ থেকে বিছিন্ন?
Ans: জিব্রাল্টার প্রণালী।
৪৮. নদীর মাঝে পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি?
Ans: মারাজো।
৪৯. ভূগোল শব্দটি প্রথম কে ব্যবহার করেন?
Ans: এরাটোসথেনিস।
৫০. তামা উৎপাদনে পৃথিবীতে কোন দেশ প্রথম স্থান অধিকার করেছে?
Ans: চিলি।
এই পোস্টটি লেখার জন্য কিছু বই এর সাহায্য নেওয়া হয়েছে। পোস্টটিতে কোনো রকম ভুল থাকলে অথবা আপনার কোনো মতামত থাকলে আমাদের সাথে contact@netstudy.in যোগাযোগ করুন।
আশা করি এই পোস্টটি ভালো লেগেছে। পোস্টটি ভালো লাগলে কমেন্ট এ জানাবেন এবং সবার সাথে শেয়ার করবেন।