আজকে, আন্তর্জাতিক সংস্থা ও তাদের সদর দপ্তর তালিকা নিয়ে আমরা আলোচনা করবো।আন্তর্জাতিক সংস্থা ও তাদের সদর দপ্তর তালিকাটি আপনাদের সামনে সুন্দর ভাবে তুলে ধরা হল। সাধারণ জ্ঞানের এই প্রশ্ন উত্তর গুলি বিভিন্ন প্রতিযোগিতামূলক এসে থাকে। আশা করি পোস্টটি পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে।
আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর
নং | সংস্থা | সদর দপ্তর |
---|---|---|
1 | AP | নিউইয়র্ক |
2 | UNICEF | নিউইয়র্ক |
3 | UNU | টোকিও |
4 | OAPEC | সাফাৎ, কুয়েত |
5 | World Bank | ওয়াশিংটন ডিসি |
6 | FAO | রোম |
7 | ASEAN | জাকার্তা |
8 | IMF | ওয়াশিংটন ডিসি |
9 | UNDP | নিউইয়র্ক |
10 | WIPO | জেনেভা |
11 | WTO | জেনেভা |
12 | UNIDO | ভিয়েনা |
13 | রেড ক্রস | জেনেভা |
14 | জাতিসংঘ | নিউইয়র্ক |
15 | সার্ক | কাঠমান্ডু |
16 | আন্তর্জাতিক আদালত | হেগ |
17 | ইন্টারপোল | লিঁও |
18 | এশীয় উন্নয়ন ব্যাঙ্ক | মেট্রো ম্যানিলা |
19 | আইসিসি | দুবাই |
20 | ফিফা | জুরিফ |
21 | কমনওয়েলথ | লন্ডন |
22 | ইউরোপিয়ান ইউনিয়ন | ব্রাসেলস |
23 | UNESCO | প্যারিস |
24 | OPCW | হেগ |
25 | WMO | জেনেভা |
26 | WTO | জেনেভা |
27 | UNPF | নিউইয়র্ক |
28 | WFP | রোম |
29 | IFAD | রোম |
30 | IMO | লন্ডন |
31 | WMO | জেনেভা |
32 | UNAIDS | জেনেভা |
33 | UNHCR | জেনেভা |
34 | UNIDIR | জেনেভা |
35 | UNITAR | জেনেভা |
36 | EU | ব্রাসেলস |
37 | EEC | ব্রাসেলস |
38 | OECD | প্যারিস |
39 | ADB | মান্দালুওং |
40 | ESA | প্যারিস |
41 | ITU | জেনেভা |
42 | AFP | প্যারিস |
43 | WWF | সুইজারল্যান্ড |
44 | NATO | ব্রাসেলস |
45 | OPEC | ভিয়েনা |
46 | WHO | জেনেভা |
48 | ILO | জেনেভা |
সংক্রান্ত প্রশ্ন উত্তরঃ
1. sail এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
Ans: নিউ দিল্লিতে sail এর সদর দপ্তর অবস্থিত।
2. who এর সদর দপ্তর কোথায়?
Ans: who এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনোভা তে অবস্থিত।
3. জাতিসংঘের সদর দপ্তর কোথায়?
Ans: জাতিসংঘের সদর দপ্তর নিউইয়র্ক এ অবস্থিত।
4. ভারতীয় রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত?
Ans: নিউ দিল্লিতে ভারতীয় রেলের সদর দপ্তর অবস্থিত।
5. ভারত সচিবের সদর দপ্তর কোথায়?
Ans: ভারত সচিবের সদর দপ্তর ছিল লন্ডনে।
6. amazon সদর দপ্তর কোথায় অবস্থিত?
Ans: amazon সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অবস্থিত।
7. google সদর দপ্তর কোথায় অবস্থিত?
Ans: গুগলের সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত।
8. isro এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
Ans: isro এর সদর দপ্তর বেঙ্গালুরুতে অবস্থিত।
9. ভারতে SBI-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
Ans: ভারতে SBI-এর সদর দপ্তর মুম্বাইতে অবস্থিত।
10. ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত?
Ans: ইন্টারপোলের সদর দপ্তর ফ্রান্সের লিয়নে অবস্থিত।
11. সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত?
Ans: নেপালের রাজধানী কাঠমান্ডু সার্কের সদর দফতর অবস্থিত ।
12. আইআরসিটিসি সদর দপ্তর কোথায় অবস্থিত?
Ans: আইআরসিটিসি সদর দপ্তর নিউ দিল্লিতে অবস্থিত।
13. আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল সদর দপ্তর কোথায় অবস্থিত?
Ans: আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল সদর দপ্তর দুবাইতে অবস্থিত।
14. nato এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
Ans: nato এর সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলস শহরে অবস্থিত।
15. fsi এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
Ans: fsi এর সদর দপ্তর উত্তরাখন্ডে অবস্থিত।
16. লীগ অব নেশনস এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
Ans: লীগ অব নেশনস এর সদর দপ্তর জেনেভায় অবস্থিত।
17. ইউনেস্কোর এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
Ans: ইউনেস্কোর এর সদর দপ্তর ফ্রান্সের প্যারিসে অবস্থিত।
18. opec সদর দপ্তর কোথায় অবস্থিত?
Ans: opec সদর দপ্তর অস্ট্রিয়ার ভিয়েনাতে অবস্থিত।
19. ongc এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
Ans: ongc এর সদর দপ্তর নয়াদিল্লি অবস্থিত।
20. সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায় অবস্থিত?
Ans: সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর দেরাদুনে অবস্থিত।
File Details:
PDF Name : আন্তর্জাতিক সংস্থা ও তাদের সদর দপ্তর তালিকা PDF
Language : Bengali
Size : 68 KB
No. of Pages : 03
Download Link : Click Here To Download