এক নজরে পশ্চিমবঙ্গ

টেলিগ্রামে যুক্ত হোন

west-bengal-at-a-glance

আজকে, আমরা আলোচনা করবো এক নজরে পশ্চিমবঙ্গ।পশ্চিমবঙ্গের অবস্থান, জনসংখ্যা, শিক্ষার হার, সরকারি ভাষা, বৃহত্তম রাজ্য, ক্ষুদ্রতম রাজ্য, জনঘনত্ব, জাতীয় সঙ্গীত, উচ্চতম শৃঙ্গ আরও অনেক কিছু নিয়ে এই তালিকাটি প্রস্তূত করা হল।সাধারণ জ্ঞানের এই পোস্টটি কেমন লাগলো অবশই আমাদের জানাবেন।

এক নজরে পশ্চিমবঙ্গ

1 রাজধানী কোলকাতা
2 আয়তন 88,752 বর্গকিমি
3 আক্ষাঙ্শ 27°10′ – 21°38′ উত্তর
4 দ্রাঘিমাংশ 89°50′ – 85°50′ পূর্ব
5 আন্তর্জাতিক সীমানা 7,516.6 কিমি
6 জনসংখ্যা 91,276,115 জন (2011)
7 বৃহত্তম জেলা দক্ষিণ 24 পরগনা (9960 বর্গকিমি )
8 ক্ষুদ্রতম জেলা কোলকাতা (185 বর্গকিমি )
9 সর্বনিম্ন জনবহুল জেলা কালিম্পঙ
10 পুরুষ 46,809,027 জন (2011)
11 মহিলা 44,467,088 জন (2011)
12 জনঘনত্ব 1028 / বর্গকিমি
13 সর্বাধিক জনঘনত্ব জেলা কলকাতা (24252জন /বর্গকিমি)
14 সর্বনিম্ন জনঘনত্ব জেলা কালিম্পঙ (241জন /বর্গকিমি)
15 লিঙ্গ অনুপাত 950
16 সর্বাধিক লিঙ্গ অনুপাত জেলা দার্জিলিং (971)
17 সর্বাধিক লিঙ্গ অনুপাত জেলা কলকাতা (899)
18 স্বাক্ষরতার হার 76.26 %
19 সর্বাধিক স্বাক্ষর জেলা মেদিনীপুর (87.66)
20 সর্বনিম্ন স্বাক্ষর জেলা উত্তর দিনাজপুর (60.13)
21 জেলা সংখ্যা 23 টি
22 উচ্চতম শৃঙ্গ সান্দাকফু
23 রাজ্যের পাখি স্বেত কন্ঠী মাছরাঙা
24 রাজ্যের পশু মেছো বিড়াল
25 রাজ্যের ফুল শিউলি
26 রাজ্যের গাছ ছাতিম
27 লোকসভার আসন 42টি
28 রাজ্যসভা আসন 16টি
29 বিধানসভা আসন 295টি
30 প্রতিবেশী রাজ্য বিহার, ঝাড়খন্ড, উড়িষ্যা, আসাম, সিকিম
31 সীমান্তরবর্তী দেশ নেপাল, ভুটান ও বাংলাদেশ।

আরো পড়ুন:
এক নজরে ভারত
এক নজরে বিশ্ব


File Details:
PDF Name : এক নজরে পশ্চিমবঙ্গ PDF
Language : Bengali
Size : 54 KB
No. of Pages : 03
Download Link : Click Here To Download

Share your love

Leave a Reply