ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস MCQ – 03

টেলিগ্রামে যুক্ত হোন

history-of-indias-freedom-struggle-mcq-03

ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস MCQ – 03: আজকে আমরা আলোচনা করবো, ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস MCQ প্রশ্ন ও উত্তর নিয়ে। ইতিহাসের এই প্রশ্ন উত্তর গুলি আপনাদের বিভিন্ন সরকারি ও বেসকারি পরীক্ষাতে কমন পেতে আপনাদের সাহায্য করবে। বিভিন্ন বিষয় থেকে এই প্রশ্ন গুলি প্রস্তুত করা হয়েছে। আশা করি এই পোস্টটি আপনাদের ভালো লাগবে।


ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস MCQ – 03

1. দিল্লির কেন্দ্রীয় আইনসভা কক্ষে কে ধ্বনি তুলেছিলেন বিপ্লব দীর্ঘজীবী হোক?
a. ভগৎ সিং
b. মোহন সিং,
c. হরদয়াল
d. মহেন্দ্র প্রতাপ
Ans: a

2. ‘খুদা-ই-খিদমরগারের’ নেতা কে ছিলেন?
a. জিন্নাহ
b. খান আব্দুল গফ্ফার খান
c. মহম্মদ আলী
d. কোনোটাই নয়
Ans: b

3. ভারতের স্বাধীনতা প্রাপ্তির সময় ভারতের ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন?
a. ক্লেমেন্ট
b. উইনস্টন চার্চিল
c. ম্যাকডোনাল
d. কোনোটাই নয়
Ans: a

4. কে বলেছিলেন ‘আজ বাংলা যা ভাবে, কাল ভারত তা ভাবে’?
a. আবুল কালাম আজাদ
b. নেহেরু
c. গোপালকৃষ্ণ গোখলে
d. কোনটাই নয়
Ans: c

5. ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে সামাজিক গণতান্ত্রিক প্রস্তাব পাস করেছিল?
a. দিল্লি
b. লাহোর
c. পুনে
d. সুরাট
Ans: b

6. ‘আমার দেশকে ভালোবাসা যদি অপরাধ হয়, তবে আমি অপরাধী’ কে বলেছিলেন?
a. চিত্তরঞ্জন দাস
b. মতিলাল নেহেরু
c. লালা রাজপথ রায়
d. রাজা গোপালচারী
Ans: a

7. পুণ্য মানবতাবাদের সাথে কে যুক্ত ছিলেন?
a. চিত্তরঞ্জন দাস
b. মানবেন্দ্রনাথ রায়
c. লালা রাজপথ রায়
d. রাজা গোপালচারী
Ans: b

8. শের-ই-পাঞ্জাব বলে কে পরিচিত?
a. লালা রাজপথ রায়
b. দ্বারকানাথ ঠাকুর
c. দাদাভাই নৌরজী
d. যতীন্দ্রনাথ ব্যানার্জি
Ans: a

9. রাজবিহারী বোস প্রথমে কোথাকার কেরানি ছিলেন ?
a. দিল্লি
b. দেরাদুন
c. পুনে
d. সুরাট
Ans: b

10. গণপতি উৎসব কে উদ্বোধন করেছিলেন?
a. বালগঙ্গাধর তিলক
b. বিপিনচন্দ্র পাল
c. ফিরোজ সাহ মেহেতা
d. দাদাভাই নৌরজী
Ans: a

11. ‘বঙ্গভঙ্গ আন্দোলনে “রাখি বন্ধন” কে চালু করেন?
a. রবীন্দ্রনাথ ঠাকুর
b. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
c. নবীনচন্দ্র সেন
d. রঙ্গলাল বন্দোপাধ্যায়
Ans: a

12. কোথায় জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল?
a. দিল্লি
b. লাহোর
c. জলন্ধর
d. অমৃতসর
Ans: d

13. কত সালে গান্ধীজি অসহযোগ আন্দোলন করেন?
a. 1916
b. 1920
c. 1923
d. 1926
Ans: b

14. ‘করেঙ্গে ইয়া মরেঙ্গে’ কোন আন্দোলনের মন্ত্র ছিল?
a. ভারত ছাড়ো
b. আইন অমান্য
c. অসহযোগ
d. কৃষক
Ans: a

15. কবে ডান্ডি অভিযান শুরু হয়?
a. 12 মার্চ 1930
b. 12 এপ্রিল 1925
c. 7 আগস্ট 1942
d. 14 মে 1935
Ans: a

16. মহাত্মা গান্ধীর প্রথম গণ আন্দোলন কি ছিল?
a. হোমরুল আন্দোলন
b. অসহযোগ আন্দোলন
c. আইন অমান্য আন্দোলন
d. ভারত ছাড়ো আন্দোলন
Ans: a

17. ‘প্যাসিভ রেসিস্টান্স’ মতবাদের প্রবক্তা কে ?
a. গোপালকৃষ্ণ গোখলে
b. মতিলাল নেহেরু
c. লালা রাজপথ রায়
d. রঙ্গলাল বন্দোপাধ্যায়
Ans: a

18. 1946 সালে ভারতীয় নাগরিকগন কোথায় সমবেত হয়েছিল?
a. কলকাতা
b. বোম্বাই
c. মাদ্রাসা
d. বিশাখাপত্তনম
Ans: b

19. মাস্টারদা নামে কে পরিচিত?
a. সূর্য সেন
b. দ্বারকানাথ ঠাকুর
c. দাদাভাই নৌরজী
d. যতীন্দ্রনাথ ব্যানার্জি
Ans: a

20. রানী গাইডিলিউ ব্রিটিশদের বিরুদ্বে একজন বিদ্রোহী তিনি ছিলেন –
a. মনিপুর
b. ত্রিপুরা
c. নাগাল্যান্ড
d. অসম
Ans: c

21. স্বদেশীকে কে বরিশাল গণ আন্দোলনে পরিণত করেছিলেন?
a. বালগঙ্গাধর তিলক
b. অশ্বিনী কুমার দত্ত
c. ফিরোজ সাহ মেহেতা
d. বিপিনচন্দ্র পাল
Ans: b

22. তমলুকে জাতীয় সরকার গঠনে সর্বাধিনায়ক কে ছিলেন?
a. রবীন্দ্রনাথ ঠাকুর
b. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের
c. সতীশ চন্দ্র সামন্ত
d. রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
Ans: c

23. 1907 সালে কার দ্বারা জার্মানিতে ভারতীয় তিরঙ্গা পতাকা উত্তোলিত করা হয়েছিল ?
a. মাদাম ভিখাজি রুস্তম কামা
b. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের
c. দাদাভাই নৌরজী
d. গান্ধীজি
Ans: a

24. 1937 সালে কংগ্রেস মন্ত্রিসভা গঠনের পর কখন তারা পদত্যাগ করল?
a. 1937
b. 1938
c. 1939
d. 1940
Ans: c

25. ভারতের বাহিরে প্রথম শহীদ কে ছিলেন?
a. অসফ আলি
b. ধিংডা
c. মহম্মদ আলী জিন্নাহ
d. কোনোটিই নয়
Ans: b

26. ভারতীয় সশস্ত্র বিপ্লববাদের জনক’ কাকে বলা হয়?
a. মাদাম ভিখাজি রুস্তম কামা
b. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের
c. দাদাভাই নৌরজী
d. বাসুদেব বলবন্ত ফাদকে
Ans: d


See Also:
> ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস MCQ – 02
> ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস MCQ – 01
> প্রাচীন ভারতের ইতিহাস MCQ – 02
> প্রাচীন ভারতের ইতিহাস MCQ – 01
> ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর MCQ – 07


এই পোস্টটি লেখার জন্য কিছু বই এর সাহায্য নেওয়া হয়েছে। পোস্টটিতে কোনো রকম ভুল থাকলে অথবা আপনার কোনো মতামত থাকলে আমাদের সাথে contact@netstudy.in যোগাযোগ করুন।আশা করি এই পোস্টটি ভালো লেগেছে। পোস্টটি ভালো লাগলে কমেন্ট এ জানাবেন এবং সবার সাথে শেয়ার করবেন।

Share your love

Leave a Reply