ইতিহাসের ৫০ টি প্রশ্ন উত্তর MCQ – 01: আজকে আমরা আলোচনা করবো ইতিহাসের ৫০ টি প্রশ্ন উত্তর নিয়ে। এই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর গুলি বিভিন্ন সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন Railway Group D, PSC, SSC CHSL, SSC CGL, SSC MTS, WBP Abgari Constable, WBP SI, WBP Constable, ICDS Supervisor, ICDS Supervisor, RRB NTPC তে আপনাদের সাহায্য করবে। ইতিহাস থেকে এই প্রশ্ন গুলো প্রস্তুত করা হয়েছে। আশা করি এই পোস্টটি আপনাদের ভালো লাগবে।
ইতিহাসের ৫০ টি প্রশ্ন উত্তর MCQ – 01
১. মাস্টারদা নামে কে পরিচিত
Ans: সূর্য সেন
২. গান্ধী আরউইন চুক্তি অপর নাম কি
Ans: দিল্লি চুক্তি
৩. রাশিয়ায় বলশেভিক আন্দোলন হয় কত সালে?
Ans: ১৯১৭ সালে
৪. ভারতে গান্ধীজি প্রথম সত্যাগ্রহ কোথায় করেন?
Ans: চম্পারনে
৫. পাটলিপুত্র কোথায় অবস্থিত?
Ans: গণ্ডক-গঙ্গা-শোন নদীর সঙ্গমে
৬. এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে?
Ans: উইলিয়াম জোন্স
৭. কল্পনা দত্ত কিসের সঙ্গে যুক্ত ছিলেন?
Ans: চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে
৮. ভারতের সশস্ত্র বিপ্লবের জনক কে?
Ans: ফাঁড়কে
৯. ইলবার্ট বিল আন্দোলন কত সালে হয়?
Ans: ১৮৮৩ সালে
১০. পরিব্রাজক রচনা করেন কে?
Ans: স্বামী বিবেকানন্দ
১১. দুদুমিয়া কে ছিলেন?
Ans: ফরাজি আন্দোলনের নেতা
১২. ব্রহ্মানন্দ উপাধি কে পান?
Ans: কেশব চন্দ্র
১৩. শ্রী চৈতন্য প্রবর্তিত ধর্মের নাম কি?
Ans: বৈষ্ণব
১৪. অন্ধ্র কবিতার পিতামহ কাকে বলা হয়?
Ans: রঙ্গলাল বন্দোপাধ্যায়
১৫. নিকোলো কন্টি কার আমলে ভারতে আসেন?
Ans: প্রথম দেব রায়ের আমলে
১৬. কাকোরি ষড়যন্ত্র মামলায় প্রধান অভিযুক্ত কে ছিলেন?
Ans: রামপ্রসাদ বিসমিল
১৭. পুনা চুক্তি হয় কত সালে?
Ans: ১৯৩২ সালে
১৮. রাইটার্স বিল্ডিং অভিযান কত সালে হয়?
Ans: ১৯৩০ সালে
১৯. গান্ধীজী প্রথম সত্যাগ্রহ কোথায় করেন?
Ans: দক্ষিণ আফ্রিকার নাটালে
২০. রাওলাট আইন পাস হয় কত সালে?
Ans: ১৯১৯ সালে
২১. স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সবচেয়ে বেশি দিন অনশন কে করেছিলেন?
Ans: যতীন দাস
২২. কোল বিদ্রোহ হয় কত সালে?
Ans: ১৮৩১ সালে
২৩. ভিক্টোরিয়া ইনস্টিটিউশন কে প্রতিষ্ঠা করেন?
Ans: কেশব চন্দ্র
২৪. চতুরাশ্রমের প্রথম আশ্রমের নাম কি?
Ans: ব্রহ্মচর্য
২৫. হিন্দু মেলা স্থাপিত হয় কত সালে?
Ans: ১৮৬৭ সালে
২৬. হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন?
Ans: হরিশচন্দ্র মুখোপাধ্যায়
২৭. বন্দেমাতরাম কি?
Ans: একটি ইংরেজী দৈনিক
২৮. বিজ্ঞান পরিষদ তৈরি হয় কত সালে?
Ans: ১৮৬৪ সালে
২৯. বিশ্বম্ভর কার নাম ছিল?
Ans: নিমাই এর
৩০. ইস্ট ইন্ডিয়া সোসাইটি তৈরি হয় কত সালে?
Ans: ১৮৬৬ সালে
৩১. শুদ্ধি আন্দোলনের নেতা কে ছিলেন?
Ans: দয়ানন্দ সরস্বতী
৩২. খিলাফত আন্দোলন হয় কত সালে?
Ans: ১৯২০ সালে
৩৩. বন্দীজীবন কে লেখেন?
Ans: শচীন সান্যাল
৩৪. অমৃতবাজার পত্রিকার সম্পাদক কে ছিলেন?
Ans: শিশির কুমার ঘোষ
৩৫. বৃহৎকথা কে লেখেন?
Ans: গুণাঢ্য
৩৬. খোদা সত্যাগ্রহ হয় কত সালে?
Ans: ১৯১৮ সালে
৩৭. গান্ধার শিল্প কোন যুগের?
Ans: কুষাণ যুগের
৩৮. ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ফরমান দেন কে?
Ans: ফারুকশিয়ার
৩৯. দক্ষিণ ভারতের কৃষক আন্দোলন হয় কত সালে?
Ans: ১৮৭৫ সালে
৪০. সগৌলির সন্ধি হয় কত সালে?
Ans: ১৮১৬ সালে
৪১. অ্যান্টি সার্কুলার সোসাইটি সম্পাদক কে?
Ans: শচীন্দ্রকুমার বসু
৪২. ম্যাঙ্গালোরের সন্ধি হয় কত সালে?
Ans: ১৭৮৪ সালে
৪৩. সবুজপত্র পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
Ans: প্রমথ চৌধুরী
৪৪. গ্রিসের রাজধানীর নাম কি ?
Ans: এথেন্স
৪৫. সাঁওতাল বিদ্রোহের সূচনা হয় কত সালে ?
Ans: ১৮৫৫ সালে
৪৬. প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন ?
Ans: Atmaram Pandurang
৪৭. সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন ?
Ans: হরিষেন
৪৮. পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল ?
Ans: ১৫৫৬ সালে
৪৯. জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কত সালে হয়েছিল ?
Ans: ১৯১৯ সালে
৫০. ডান্ডি পদযাত্রা কোন সালে হয়েছিল ?
Ans: ১৯৩০ সালে
এই পোস্টটি লেখার জন্য কিছু বই এর সাহায্য নেওয়া হয়েছে। পোস্টটিতে কোনো রকম ভুল থাকলে অথবা আপনার কোনো মতামত থাকলে আমাদের সাথে contact@netstudy.in যোগাযোগ করুন।আশা করি এই পোস্টটি ভালো লেগেছে। পোস্টটি ভালো লাগলে কমেন্ট এ জানাবেন এবং সবার সাথে শেয়ার করবেন।