ইতিহাস ভূগোলের মধ্যে সম্পর্ক ২০টি প্রশ্ন ও উত্তর

Rate this post

etihas-vugoler-moddhe-somprokho

আজকে, ইতিহাস ভূগোলের মধ্যে সম্পর্ক ২০টি প্রশ্ন ও উত্তর নিয়ে আমরা আলোচনা করবো। ইতিহাস ভূগোলের মধ্যে সম্পর্ক ২০টি প্রশ্ন ও উত্তর আপনাদের সামনে সুন্দর ভাবে তুলে ধরা হল। ইতিহাসের এই প্রশ্ন উত্তর গুলি বিভিন্ন প্রতিযোগিতামূলক এসে থাকে। আশা করি পোস্টটি পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে।


1. কোন দেশকে ‘ক্ষুদ্রাকৃতি মহাদেশ’ বলা হয়?
Ans: ভারতবর্ষ।

2. কোন দেশকে ‘নৃতত্ত্বের জাদুঘর ‘ বলা হয়?
Ans: ভারতবর্ষ।

3. কোন দেশকে ‘বিশ্বের সারাংশ ‘ বলা হয়?
Ans: ভারতবর্ষ।

4. অর্থশাস্ত্র কে রচনা করেন?
Ans: কৌটিল্য।

5. হর্ষচরিত কে রচনা করেন ?
Ans: বাণভট্ট।

6. রামচরিত কার রচনা ?
Ans: সন্ধ্যাকর নন্দী।

7. সন্ধ্যাকর নন্দী কে ছিলেন ?
Ans: পাল রাজবংশের একজন প্রাচীন কবি।

8. ‘রাজতরঙ্গিনী’ -র রচয়িতা কে?
Ans: কলহন।

9. কহুন রচিত গ্রন্থটির নাম কি?
Ans: রাজতরঙ্গিনী।

10. কহুন রচিত গ্রন্থটি থেকে কোথাকার ইতিহাস জানা যায় ?
Ans: কাশ্মীরের ইতিহাস।

11. রাজতরঙ্গিনী গ্রন্থে প্রাচীন ভারতের কোন রাজ্যের ইতিহাস বর্ণিত আছে ?
Ans: কাশ্মীর।

12. সন্ধ্যাকর নন্দী কোন রাজবংশের সভাকবি ছিলেন?
Ans: পাল।

13. রামচরিত মানস কোন ভাষায় লেখা?
Ans: সংস্কৃত।

14. বৌদ্ধদের প্রধান ধর্ম গ্রন্থের নাম কী?
Ans: ত্রিপিটক।

15. বুদ্ধচরিত এর রচয়িতা কে?
Ans: অশ্বঘোষ।

16. তাহকিক-ই-হিন্দ -এর রচয়িতা কে ?
Ans: আল বেরুনী।

17. আইহোল প্রশস্তি কে রচনা করেন?
Ans: রবিকীর্তি।

18. এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন?
Ans: হরিষেণ।

19. আইহোল প্রশস্তিতে কোন রাজার কীর্তি বর্ণিত আছে ?
Ans: চালুক্যরাজ দ্বিতীয় পুলাকেশী।

20. নাসিক প্রশস্তিতে কোন সাতবাহন রাজার কীর্তি বর্ণিত আছে ?
Ans: গৌতমীপুত্র সাতকর্ণীর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top