গভর্নর, গভর্নর জেনারেল ও ভাইসরয় তালিকা PDF

টেলিগ্রামে যুক্ত হোন

governor-governor-general-and-viceroy-list-pdf

আজকে, গভর্নর, গভর্নর জেনারেল ও ভাইসরয় তালিকা নিয়ে আমরা আলোচনা করবো।গভর্নর, গভর্নর জেনারেল ও ভাইসরয় তালিকাটি আপনাদের সামনে সুন্দর ভাবে তুলে ধরা হল। ইতিহাসের এই প্রশ্ন উত্তর গুলি বিভিন্ন প্রতিযোগিতামূলক এসে থাকে। আশা করি পোস্টটি পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে।


বাংলার গভর্নর তালিকা

বাংলার গভর্নর কার্যকাল
রবার্ট ক্লাইভ ১৭৫৭-৬০
হেনরি ভ্যান্সিটার্ট ১৭৬০-৬৫
রবার্ট ক্লাইভ ১৭৬৫-৬৭
ভেরেলস্ট ১৭৬৭-৬৯
জন কার্টিয়ের ১৭৬৯-৭২
ওয়ারেন হেস্টিংস ১৭৭২-৭৪

বাংলার গভর্নর জেনারেল তালিকা

বাংলার গভর্নর জেনারেল কার্যকাল
ওয়ারেন হেস্টিংস ১৭৭২-৮৫
স্যার জন ম্যাকপরসন ১৭৮৫-৮৬
লর্ড কর্ণওয়ালিশ ১৭৮৬-৯৩
স্যার জন শোরে ১৭৯৩-৯৮
স্যার অ্যালুর্ত ক্লার্ক ১৭৯৮
লর্ড ওয়েলেসলি ১৭৯৮-১৮০৫
লর্ড কর্ণওয়ালিশ ১৮০৫
স্যার জর্জ বার্লো ১৮০৫-০৭
লর্ড মিন্টো ১৮০৭-১৩
লর্ড হেস্টিংস ১৮১৩-২৩
জন অ্যাডাম ১৮২৩
লর্ড আমহার্স্ট ১৮২৩-২৮
উইলিয়াম বইলি ১৮২৮

ভারতের গভর্নর জেনারেল তালিকা

ভারতের গভর্নর জেনারেল কার্যকাল
লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক ১৮২৮-৩৫
স্যার চার্লস মেটকাফে ১৮৩৫-৩৬
লর্ড অকল্যান্ড ১৮৩৬-৪২
লর্ড এলেনবোরো ১৮৪২-৪৪
উইলিয়াম উইলবার ফোর্স বার্ড ১৮৪৪
লর্ড হার্ডিঞ্জ ১৮৪৪-৪৮
লর্ড ডালহৌসি ১৮৪৮-৫৬
লর্ড ক্যানিং ১৮৫৬-৫৮

ভারতের ভাইসরয় তালিকা

ভারতের ভাইসরয় কার্যকাল
লর্ড ক্যানিং ১৮৫৮-৬২
লর্ড এলগিন প্রথম ১৮৬২-৬৩
লর্ড জন লরেন্স ১৮৬৪-৬৯
লর্ড মেয়ো ১৮৬৯-৭২
লর্ড নর্থব্রুক ১৮৭২-৭৬
লর্ড লিটন ১৮৭৬-৮০
লর্ড রিপন ১৮৮০-৮৪
লর্ড ডাফরিন ১৮৮৪-৮৮
লর্ড ল্যান্ডসডাউন ১৮৮৮-৯৪
লর্ড এলগিন দ্বিতীয় ১৮৯৪-৯৯
লর্ড কার্জন ১৮৯৯-১৯০৫
লর্ড মিন্টো দ্বিতীয় ১৯০৫-১০
লর্ড হার্ডিঞ্জ দ্বিতীয় ১৯১০-১৬
লর্ড চেমসফোর্ড ১৯১৬-২১
লর্ড রিডিং ১৯২১-২৬
লর্ড আরউইন ১৯২৬-৩১
লর্ড উইলিংডন ১৯৩১-৩৬
লর্ড লিনলিথগো ১৯৩৬-৪৪
লর্ড ওয়াভেল ১৯৪৪-৪৭

স্বাধীন ভারতের গভর্নর জেনারেল তালিকা

স্বাধীন ভারতের গভর্নর জেনারেল কার্যকাল
লর্ড মাউন্টব্যাটেন ১৯৪৭-৪৮
চক্রবর্তী রাজাগোপালাচারী ১৯৪৮-৫০

সংক্রান্ত প্রশ্ন উত্তরঃ

1. স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে?
Ans: স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল চক্রবর্তী রাজাগোপালাচারী।

2. ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন?
Ans: ভারতের শেষ গভর্নর জেনারেল লর্ড মাউন্টব্যাটেন।

3. ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন?
Ans: ভারতের প্রথম গভর্নর জেনারেল লর্ড ওয়ারেন হেস্টিংস।

4. স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন?
Ans: স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল চক্রবর্তী রাজাগোপালাচারী।

5. ভারতের প্রথম ব্রিটিশ গভর্নর জেনারেল ছিলেন?
Ans: ভারতের প্রথম ব্রিটিশ গভর্নর জেনারেল লর্ড ওয়ারেন হেস্টিংস ।

6. ভারতের শেষ ভাইসরয় ও গভর্নর জেনারেল কে ছিলেন?
Ans: ভারতের শেষ ভাইসরয় লর্ড ওয়াভেল এবং ভারতের শেষ গভর্নর জেনারেল লর্ড ক্যানিং।

7. কলকাতা মেডিকেল কলেজ কোন গভর্নর জেনারেল প্রতিষ্ঠা করেন?
Ans: কলকাতা মেডিকেল কলেজ গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেণ্টিঙ্ক প্রতিষ্ঠা করেন।

8. স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন?
Ans: স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্টব্যাটেন।

9. মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন?
Ans: মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং।

10. বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন?
Ans: বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস।

11. কোন গভর্নর জেনারেলের আমলে বিধবা বিবাহ আইন পাশ হয়?
Ans: লর্ড ডালহৌসির আমলে বিধবা বিবাহ আইন পাশ হয়।

12. কে কবে ভারতের প্রথম গভর্নর জেনারেল নিযুক্ত হন?
Ans: ১৭৭২ সালে ওয়ারেন হেস্টিংস ভারতের প্রথম গভর্নর জেনারেল নিযুক্ত হন।

13. বাংলার প্রথম ব্রিটিশ গভর্নর কে ছিলেন?
Ans: বাংলার প্রথম ব্রিটিশ গভর্নর ছিলেন রবার্ট ক্লাইভ।

14. ছিয়াত্তরের মন্বন্তরের সময় বাংলার গভর্নর কে ছিলেন?
Ans: ছিয়াত্তরের মন্বন্তরের সময় বাংলার গভর্নর ছিলেন জন কর্টিয়ার।

15. সাঁওতাল বিদ্রোহের সময় গভর্নর জেনারেল কে ছিলেন?
Ans: সাঁওতাল বিদ্রোহের সময় গভর্নর জেনারেল ছিলেন লর্ড কর্নওয়ালিশের।

16. ভারতের দ্বিতীয় গভর্নর জেনারেল কে ছিলেন?
Ans: ভারতের দ্বিতীয় গভর্নর জেনারেল ছিলেন স্যার চার্লস মেটকাফে।

17. সিপাহী বিদ্রোহের সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর জেনারেল কে ছিলেন?
Ans: লর্ড ক্যানিং সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন।

18. ব্রিটিশ ভারতের সর্বশেষ গভর্নর জেনারেল বা ভাইসরয় কে ছিলেন?
Ans: লর্ড লুই মাউন্টব্যাটেন ছিলেন ভারতের শেষ ভাইসরয়।

19. 1857 সালের বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন?
Ans: 1857 সালের বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং।

20. গান্ধীজীর আইন অমান্য আন্দোলনের সময় কে গভর্নর জেনারেল ছিলেন?
Ans: গান্ধীজীর আইন অমান্য আন্দোলনের সময় গভর্নর জেনারেল ছিলেন লর্ড আরউইন।

21. বৈদ্যুতিক টেলিগ্রাফ কোন গভর্নর জেনারেলের সময় ভারতে চালু হয়েছিল?
Ans: লর্ড ডালহৌসির সময় ভারতে বৈদ্যুতিক টেলিগ্রাফ চালু হয়েছিল।

22. কোম্পানির আমলে ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন?
Ans: লর্ড মাউন্টব্যাটেন ছিলেন ভারতের শেষ ব্রিটিশ গভর্নর জেনারেল।

23. পরাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন?
Ans: পরাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন লর্ড ওয়াভেল।

24. ভারতে রেলপথ কোন গভর্নর জেনারেলের সময় ভারতে চালু হয়েছিল?
Ans: লর্ড ডালহৌসির সময় ভারতে রেলপথ চালু হয়েছিল।


File Details:
PDF Name : গভর্নর, গভর্নর জেনারেল ও ভাইসরয় তালিকা PDF
Language : Bengali
Size : 56 KB
No. of Pages : 04
Download Link : Click Here To Download

Share your love

Leave a Reply