আজকে, গভর্নর, গভর্নর জেনারেল ও ভাইসরয় তালিকা নিয়ে আমরা আলোচনা করবো।গভর্নর, গভর্নর জেনারেল ও ভাইসরয় তালিকাটি আপনাদের সামনে সুন্দর ভাবে তুলে ধরা হল। ইতিহাসের এই প্রশ্ন উত্তর গুলি বিভিন্ন প্রতিযোগিতামূলক এসে থাকে। আশা করি পোস্টটি পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে।
বাংলার গভর্নর তালিকা
বাংলার গভর্নর | কার্যকাল |
---|---|
রবার্ট ক্লাইভ | ১৭৫৭-৬০ |
হেনরি ভ্যান্সিটার্ট | ১৭৬০-৬৫ |
রবার্ট ক্লাইভ | ১৭৬৫-৬৭ |
ভেরেলস্ট | ১৭৬৭-৬৯ |
জন কার্টিয়ের | ১৭৬৯-৭২ |
ওয়ারেন হেস্টিংস | ১৭৭২-৭৪ |
বাংলার গভর্নর জেনারেল তালিকা
বাংলার গভর্নর জেনারেল | কার্যকাল |
---|---|
ওয়ারেন হেস্টিংস | ১৭৭২-৮৫ |
স্যার জন ম্যাকপরসন | ১৭৮৫-৮৬ |
লর্ড কর্ণওয়ালিশ | ১৭৮৬-৯৩ |
স্যার জন শোরে | ১৭৯৩-৯৮ |
স্যার অ্যালুর্ত ক্লার্ক | ১৭৯৮ |
লর্ড ওয়েলেসলি | ১৭৯৮-১৮০৫ |
লর্ড কর্ণওয়ালিশ | ১৮০৫ |
স্যার জর্জ বার্লো | ১৮০৫-০৭ |
লর্ড মিন্টো | ১৮০৭-১৩ |
লর্ড হেস্টিংস | ১৮১৩-২৩ |
জন অ্যাডাম | ১৮২৩ |
লর্ড আমহার্স্ট | ১৮২৩-২৮ |
উইলিয়াম বইলি | ১৮২৮ |
ভারতের গভর্নর জেনারেল তালিকা
ভারতের গভর্নর জেনারেল | কার্যকাল |
---|---|
লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক | ১৮২৮-৩৫ |
স্যার চার্লস মেটকাফে | ১৮৩৫-৩৬ |
লর্ড অকল্যান্ড | ১৮৩৬-৪২ |
লর্ড এলেনবোরো | ১৮৪২-৪৪ |
উইলিয়াম উইলবার ফোর্স বার্ড | ১৮৪৪ |
লর্ড হার্ডিঞ্জ | ১৮৪৪-৪৮ |
লর্ড ডালহৌসি | ১৮৪৮-৫৬ |
লর্ড ক্যানিং | ১৮৫৬-৫৮ |
ভারতের ভাইসরয় তালিকা
ভারতের ভাইসরয় | কার্যকাল |
---|---|
লর্ড ক্যানিং | ১৮৫৮-৬২ |
লর্ড এলগিন প্রথম | ১৮৬২-৬৩ |
লর্ড জন লরেন্স | ১৮৬৪-৬৯ |
লর্ড মেয়ো | ১৮৬৯-৭২ |
লর্ড নর্থব্রুক | ১৮৭২-৭৬ |
লর্ড লিটন | ১৮৭৬-৮০ |
লর্ড রিপন | ১৮৮০-৮৪ |
লর্ড ডাফরিন | ১৮৮৪-৮৮ |
লর্ড ল্যান্ডসডাউন | ১৮৮৮-৯৪ |
লর্ড এলগিন দ্বিতীয় | ১৮৯৪-৯৯ |
লর্ড কার্জন | ১৮৯৯-১৯০৫ |
লর্ড মিন্টো দ্বিতীয় | ১৯০৫-১০ |
লর্ড হার্ডিঞ্জ দ্বিতীয় | ১৯১০-১৬ |
লর্ড চেমসফোর্ড | ১৯১৬-২১ |
লর্ড রিডিং | ১৯২১-২৬ |
লর্ড আরউইন | ১৯২৬-৩১ |
লর্ড উইলিংডন | ১৯৩১-৩৬ |
লর্ড লিনলিথগো | ১৯৩৬-৪৪ |
লর্ড ওয়াভেল | ১৯৪৪-৪৭ |
স্বাধীন ভারতের গভর্নর জেনারেল তালিকা
স্বাধীন ভারতের গভর্নর জেনারেল | কার্যকাল |
---|---|
লর্ড মাউন্টব্যাটেন | ১৯৪৭-৪৮ |
চক্রবর্তী রাজাগোপালাচারী | ১৯৪৮-৫০ |
সংক্রান্ত প্রশ্ন উত্তরঃ
1. স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে?
Ans: স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল চক্রবর্তী রাজাগোপালাচারী।
2. ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন?
Ans: ভারতের শেষ গভর্নর জেনারেল লর্ড মাউন্টব্যাটেন।
3. ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন?
Ans: ভারতের প্রথম গভর্নর জেনারেল লর্ড ওয়ারেন হেস্টিংস।
4. স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন?
Ans: স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল চক্রবর্তী রাজাগোপালাচারী।
5. ভারতের প্রথম ব্রিটিশ গভর্নর জেনারেল ছিলেন?
Ans: ভারতের প্রথম ব্রিটিশ গভর্নর জেনারেল লর্ড ওয়ারেন হেস্টিংস ।
6. ভারতের শেষ ভাইসরয় ও গভর্নর জেনারেল কে ছিলেন?
Ans: ভারতের শেষ ভাইসরয় লর্ড ওয়াভেল এবং ভারতের শেষ গভর্নর জেনারেল লর্ড ক্যানিং।
7. কলকাতা মেডিকেল কলেজ কোন গভর্নর জেনারেল প্রতিষ্ঠা করেন?
Ans: কলকাতা মেডিকেল কলেজ গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেণ্টিঙ্ক প্রতিষ্ঠা করেন।
8. স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন?
Ans: স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্টব্যাটেন।
9. মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন?
Ans: মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং।
10. বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন?
Ans: বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস।
11. কোন গভর্নর জেনারেলের আমলে বিধবা বিবাহ আইন পাশ হয়?
Ans: লর্ড ডালহৌসির আমলে বিধবা বিবাহ আইন পাশ হয়।
12. কে কবে ভারতের প্রথম গভর্নর জেনারেল নিযুক্ত হন?
Ans: ১৭৭২ সালে ওয়ারেন হেস্টিংস ভারতের প্রথম গভর্নর জেনারেল নিযুক্ত হন।
13. বাংলার প্রথম ব্রিটিশ গভর্নর কে ছিলেন?
Ans: বাংলার প্রথম ব্রিটিশ গভর্নর ছিলেন রবার্ট ক্লাইভ।
14. ছিয়াত্তরের মন্বন্তরের সময় বাংলার গভর্নর কে ছিলেন?
Ans: ছিয়াত্তরের মন্বন্তরের সময় বাংলার গভর্নর ছিলেন জন কর্টিয়ার।
15. সাঁওতাল বিদ্রোহের সময় গভর্নর জেনারেল কে ছিলেন?
Ans: সাঁওতাল বিদ্রোহের সময় গভর্নর জেনারেল ছিলেন লর্ড কর্নওয়ালিশের।
16. ভারতের দ্বিতীয় গভর্নর জেনারেল কে ছিলেন?
Ans: ভারতের দ্বিতীয় গভর্নর জেনারেল ছিলেন স্যার চার্লস মেটকাফে।
17. সিপাহী বিদ্রোহের সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর জেনারেল কে ছিলেন?
Ans: লর্ড ক্যানিং সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন।
18. ব্রিটিশ ভারতের সর্বশেষ গভর্নর জেনারেল বা ভাইসরয় কে ছিলেন?
Ans: লর্ড লুই মাউন্টব্যাটেন ছিলেন ভারতের শেষ ভাইসরয়।
19. 1857 সালের বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন?
Ans: 1857 সালের বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং।
20. গান্ধীজীর আইন অমান্য আন্দোলনের সময় কে গভর্নর জেনারেল ছিলেন?
Ans: গান্ধীজীর আইন অমান্য আন্দোলনের সময় গভর্নর জেনারেল ছিলেন লর্ড আরউইন।
21. বৈদ্যুতিক টেলিগ্রাফ কোন গভর্নর জেনারেলের সময় ভারতে চালু হয়েছিল?
Ans: লর্ড ডালহৌসির সময় ভারতে বৈদ্যুতিক টেলিগ্রাফ চালু হয়েছিল।
22. কোম্পানির আমলে ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন?
Ans: লর্ড মাউন্টব্যাটেন ছিলেন ভারতের শেষ ব্রিটিশ গভর্নর জেনারেল।
23. পরাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন?
Ans: পরাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন লর্ড ওয়াভেল।
24. ভারতে রেলপথ কোন গভর্নর জেনারেলের সময় ভারতে চালু হয়েছিল?
Ans: লর্ড ডালহৌসির সময় ভারতে রেলপথ চালু হয়েছিল।
File Details:
PDF Name : গভর্নর, গভর্নর জেনারেল ও ভাইসরয় তালিকা PDF
Language : Bengali
Size : 56 KB
No. of Pages : 04
Download Link : Click Here To Download