ইতিহাসের ৫০ টি প্রশ্ন উত্তর MCQ – 05: আজকে আমরা আলোচনা করবো ইতিহাসের ৫০ টি প্রশ্ন উত্তর নিয়ে। এই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর গুলি বিভিন্ন সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন Railway Group D, PSC, SSC CHSL, SSC CGL, SSC MTS, WBP Abgari Constable, WBP SI, WBP Constable, ICDS Supervisor, ICDS Supervisor, RRB NTPC তে আপনাদের সাহায্য করবে। ইতিহাস থেকে এই প্রশ্ন গুলো প্রস্তুত করা হয়েছে। আশা করি এই পোস্টটি আপনাদের ভালো লাগবে।
ইতিহাসের ৫০ টি প্রশ্ন উত্তর MCQ – 05
১. ফরওয়ার্ড ব্লক কে গঠন করেন?
Ans: সুভাষচন্দ্র বসু
২. প্রিয়দর্শীকা কে লিখেন?
Ans: হর্ষবর্ধন
৩. গান্ধার শিল্প কোন যুগের?
Ans: কুষাণ যুগের
৪. কাকোরি ষড়যন্ত্র মামলায় প্রধান অভিযুক্ত কে ছিলেন?
Ans: রামপ্রসাদ বিসমিল
৫. ভারতের সশস্ত্র বিপ্লবের জনক কে?
Ans: বাসুদেব বলবন্ত ফাড়কে
৬. পরিব্রাজক রচনা করেন কে?
Ans: স্বামী বিবেকানন্দ
৭. ব্রহ্মানন্দ উপাধি কে পান?
Ans: কেশব চন্দ্র
৮. বিশ্বম্ভর কার নাম ছিল?
Ans: নিমাই এর
৯. গৌতম বুদ্ধ নির্বাণ লাভ করেন কোন বৃক্ষের নিচে?
Ans: অশ্বত্থ
১০. বিজয়নগর এর প্রতিষ্ঠাতা কে?
Ans: হরিহর
১১. গান্ধী আরউইন চুক্তি কত সালে হয়?
Ans: ১৯৩১ সালে
১২. গুপ্তাব্দের প্রচলন কবে হয়?
Ans: ৩২০ সালে
১৩. কালিদাস কার সভাকবি ছিলেন?
Ans: দ্বিতীয় চন্দ্রগুপ্তের
১৪. রাশিয়ায় বলশেভিক আন্দোলন হয় কত সালে?
Ans: ১৯১৭ সালে
১৫. দক্ষিণ ভারতের কৃষক আন্দোলন হয় কত সালে?
Ans: ১৮৭৫ সালে
১৬. ইস্ট ইন্ডিয়া সোসাইটি তৈরি হয় কত সালে?
Ans: ১৮৬৬ সালে
১৭. দুদুমিয়া কে ছিলেন?
Ans: ফরাজি আন্দোলনের নেতা
১৮. নিকোলো কন্টি কার আমলে ভারতে আসেন?
Ans: প্রথম দেবে রায়ের আমলে
১৯. ম্যাঙ্গালোরের সন্ধি হয় কত সালে?
Ans: ১৭৮৪ সালে
২০. অন্ধ্র কবিতার পিতামহ কাকে বলা হয়?
Ans: রঙ্গলাল বন্দোপাধ্যায়
২১. স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সবচেয়ে বেশি দিন অনশন কে করেছিলেন?
Ans: যতীন্দ্র নাথ দাস
২২. হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন?
Ans: হরিশচন্দ্র মুখোপাধ্যায়
২৩.কল্পনা দত্ত কিসের সঙ্গে যুক্ত ছিলেন?
Ans: চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে
২৪. অ্যান্টি সার্কুলার সোসাইটি সম্পাদক কে?
Ans: শচীন্দ্রকুমার বসু
২৫. বিক্রম শীল উপাধি কে গ্রহণ করেন?
Ans: ধর্মপাল
২৬. স্যার টমাস রো কার আমলে ভারতে আসেন?
Ans: জাহাঙ্গীরের আমলে
২৭. সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কে ছিলেন?
Ans: কৃষ্ণকুমার মিত্র
২৮. ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন?
Ans: লর্ড মাউন্টব্যাটেন
২৯. কুনিক উপাধি কে গ্রহণ করেন?
Ans: অজাতশত্রু
৩০. ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন ?
Ans: লর্ড ক্যানিং
৩১. অধীনতামূলক মিত্রতা নীতি কে কবে প্রবর্তন করেন?
Ans: ১৭৯৮ খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলি
৩২. কোন পেশোয়া অধীনতামূলক মিত্রতা নীতিতে স্বাক্ষর করেছিলেন?
Ans: পেশোয়া দ্বিতীয় বাজিরাও
৩৩. তৃতীয় ইঙ্গ-মারাঠা যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল?
Ans: ১৮১৭-১৯ সালে
৩৪. শিখ ধর্মের প্রতিষ্ঠাতা কে?
Ans: গুরু নানক
৩৫. নেপোলিয়নের ক্ষুদ্র সংস্করণ কাকে বলা হয়?
Ans:রঞ্জিত সিংহকে
৩৬. “সব লাল হো জায়েগা” কে বলেছিলেন?
Ans: রঞ্জিৎ সিংহ
৩৭. কাকে আধুনিক পাঞ্জাবের জনক বলা হয়?
Ans: লর্ড ডালহৌসি
৩৮. খালসা বাহিনী কে গঠন করেন?
Ans: গুরু গোবিন্দ সিংহ
৩৯. কোন যুদ্ধে টিপু সুলতানের মৃত্যু হয় ?
Ans: দ্বিতীয় মহীশূর যুদ্ধে
৪০. সুরাটের সন্ধি কবে, কাদের মধ্যে স্বাক্ষরিত হয় ?
Ans: দ্বিতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ
৪১. কে সর্বপ্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেছিলেন?
Ans: হায়দ্রাবাদের নিজাম
৪২. শেষতম পেশোয়া কে ছিলেন?
Ans: দ্বিতীয় বাজীরাও, মতান্তরে তাঁর দত্তক পুত্র নানা সাহেব
৪৩. কবে কোন যুদ্ধে মারাঠা রাজ্যের পতন ঘটে?
Ans: ১৮১৮ সালের মধ্যে ইঙ্গ-মারাঠা যুদ্ধে
৪৪. অধীনতামূলক মিত্রতা নীতি কে কবে প্রবর্তন করেন?
Ans: ১৭৯৮ খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলি
৪৫. দ্বিতীয় ইঙ্গ-শিখ যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল?
Ans: ১৮৪৮-৪৯ খ্রিষ্টাব্দে
৪৬. সগৌলির সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল?
Ans: ১৮১৬ খ্রিস্টাব্দে, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে নেপালী নেতা অমর সিং থাপা
৪৭. দ্বিতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল?
Ans: ১৭৮০ থেকে ১৭৮৪ সাল
৪৮. ধর্মসভার প্রতিষ্ঠাতা কে?
Ans: রাধাকান্ত দেব
৪৯. সতীদাহ প্রথা কখন শেষ হয়েছিল?
Ans: ১৮২৯ সালে
৫০. ‘দেব সমাজ’ কে প্রতিষ্ঠা করেছিলেন?
Ans: শিবনারায়ণ অগ্নিহোত্রি
এই পোস্টটি লেখার জন্য কিছু বই এর সাহায্য নেওয়া হয়েছে। পোস্টটিতে কোনো রকম ভুল থাকলে অথবা আপনার কোনো মতামত থাকলে আমাদের সাথে [email protected] যোগাযোগ করুন।আশা করি এই পোস্টটি ভালো লেগেছে। পোস্টটি ভালো লাগলে কমেন্ট এ জানাবেন এবং সবার সাথে শেয়ার করবেন।