ইতিহাসের ৫০ টি প্রশ্ন উত্তর MCQ – 03: আজকে আমরা আলোচনা করবো ইতিহাসের ৫০ টি প্রশ্ন উত্তর নিয়ে। এই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর গুলি বিভিন্ন সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন SSC CGL, SSC MTS, WBP Abgari Constable, WBP SI, WBP Constable, ICDS Supervisor, ICDS Supervisor, RRB NTPC, Railway Group D, PSC, SSC CHSL তে আপনাদের সাহায্য করবে। ইতিহাস থেকে এই প্রশ্ন গুলো প্রস্তুত করা হয়েছে। আশা করি এই পোস্টটি আপনাদের ভালো লাগবে।
ইতিহাসের ৫০ টি প্রশ্ন উত্তর MCQ – 03
১. কারা কবে মিত্রমেলার প্রতিষ্ঠা করেন?
Ans: ১৮৯৯ সালে, গণেশ সাভারকর ও দামোদর সাভারকর
২. কে গান্ধীজীকে মহাত্মা নামে অভিহিত করেন?
Ans: রবীন্দ্রনাথ ঠাকুর।
৩. কে রাখিবন্দন উৎসব প্রবর্তন করেন?
Ans: রবীন্দ্রনাথ ঠাকুর।
৪. কে মুসোলিনিকে কে প্রধান মন্ত্রী হিসাবে নিযুক্ত করেন?
Ans: ভিক্টর ইমানুয়েল।
৫. কে ব্ল্যাকশার্ট বাহিনী গঠন করেন্?
Ans: মুসোলিনি।
৬. কে দেশীয় ভাষায় সংবাদ পত্র আইন পাশ করেন?
Ans: লর্ড লিটন।
৭. কোথায় প্রথম আণবিক বোমা ফেলা হয়?
Ans: হিরোশিমায়।
৮. কোন দেশে প্রথম শিল্প বিপ্লব হয়েছিল?
Ans: ইংল্যান্ড।
৯. কোলকাতা এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে?
Ans: স্যার উইলিয়াম জোনস
১০. কত সালে প্রথম বিশ্বযুদ্ধ সংগঠিত হয়?
Ans: ১৯১৪ সালের ২৮ জুলাই
১১. কত সালে বঙ্গভঙ্গ ঘোষিত হয়?
Ans: ১৯০৫ সালের ১৬ই অক্টোবর
১২. ইল দুচে কার উপাধি ছিল?
Ans: মুসোলিনি।
১৩. ঈশ্বরচন্দ্রের রচিত একটি গ্রন্থের নাম লেখো।
Ans: বর্ণপরিচয়।
১৪. ইন্ডিয়া লিগের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
Ans: রাসবিহারী বসু
১৫. এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়?
Ans: ১৭৮৪ সালের ১৫ জানুয়ারী
১৬. কত সালে নৌ বিদ্রোহ ঘটে?
Ans: ১৯৪৬ সালের ১৮ ফেব্রুয়ারি
১৭. কত সালে কলকাতা থেকে দিল্লিতে ভারতের রাজধানী স্থানান্তর করা হয়?
Ans: ১৯১১ সালে
১৮. আমার সংগ্রাম গ্রন্থটি কার লেখা?
Ans: হিটলার।
১৯. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য্য কে?
Ans: স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় ।
২০. কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র কে?
Ans: চিত্তরঞ্জন দাশ।
২১. করেঙ্গে ইয়া মরেঙ্গে উক্তিটি কার?
Ans: মহাত্মা গান্ধি।
২২. কবে পাকিস্তানের জন্ম হয়?
Ans: ১৯৪৭ সালের ১৪ আগস্ট।
২৩. কবে কাদের মধ্যে মিউনিখ চুক্তি সম্পাদিত হয়?
Ans: ১৯৩৮ সালে মুসোলিনির উদ্যোগে ইংল্যান্ড-ফ্রান্স-জার্মানির মধ্যে।
২৪. কত খ্রিষ্টাব্দে সতীদাহ প্রথা উচ্ছেদ হয়?
Ans: ১৮২৯ সালে।
২৫. কত সালে মুসলিম লিগ প্রতিষ্ঠিত হয়?
Ans: ১৯০৬ সালের ৩০ ডিসেম্বর।
২৬. কবে ভগৎ সিং এর ফাঁসি হয়?
Ans: ১৯৩১ সালে।
২৭. কবে সম্মিলিত জাতিপুঞ্জ বা রাষ্ট্রসংঘ গঠিত হয়?
Ans: ১৯২০ সালের ১০ই জানুয়ারি।
২৮. কয়টি রাষ্ট্রকে নিয়ে প্রথম সম্মিলিত জাতিপুঞ্জ গঠিত হয়?
Ans: ৫১ টি।
২৯. কবে সেরাজেভো হত্যাকাণ্ড ঘটনা ঘটে?
Ans: ১৯১৪ খ্রিস্টাব্দের ২৮ জুন।
৩০. কলকাতা মাদ্রাসা কে প্রতিষ্ঠা করেন?
Ans: ওয়ারেন হেস্টিংস।
৩১. আমার স্বপ্নের ভারত (The India of my dreams)কে বলেছিলেন?
Ans: ডঃ আব্দুল কালাম।
৩২. কলকাতা মাদ্রাসা কবে প্রতিষ্ঠিত হয়?
Ans: ১৭৮০ সালে অক্টোবরে
৩৩. ইউরোপের রুগ্নমানুষ কাকে বলা হয়?
Ans: তুরস্ক।
৩৪. আলীগড় আন্দোলনের প্রবর্তক কে?
Ans: স্যার সৈয়দ আহমদ্ খান।
৩৫. আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে?
Ans: স্বামী দয়া নন্দ সরস্বতী।
৩৬. আমেদাবাদ কটন টেক্সটাইল কে গঠন করেন?
Ans: গান্ধিজি।
৩৭. ইউনিয়ন অব ডেথ কী?
Ans: একটি সন্ত্রাসবাদী দল।
৩৮. আসামের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন?
Ans: গোপীনাথ বরদলৈ
৩৯. ইউরোপের কোন্ দেশে প্রথম ফ্যাসিবাদের জন্ম হয়?
Ans: ইতালিতে।
৪০. ইকনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া’ (Economic History of India) গ্রন্থটি কে লিখেছেন ?
Ans: রমেশচন্দ্র দত্ত।
৪১. ‘এ নেশন ইন মেকিং’ কার লেখা ?
Ans: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।
৪২. সি.আর.মার্টিন কার ছদ্মনাম ?
Ans: মানবেন্দ্রনাথ রায়।
৪৩. ভারতের আত্মা গ্রন্থটি রচয়িতা কে?
Ans: মহাত্মা গান্ধি।
৪৪. দ্য ইন্ডিয়ান স্ট্রাগল গ্রন্থের রচয়িতা কে?
Ans: সুভাসচন্দ্র বসু।
৪৫. UNO-এর পুরো নাম কি?
Ans: ইউনাইটেড নেশন্স অর্গানাইজেস্ন।
৪৬. WHO-এর পুরো নাম কী?
Ans: ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেসন (World Health Organization)।
৪৭. সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব কে ছিলেন?
Ans: ট্রিগভে হাভডেন লি।
৪৮. আটলান্টিক সনদ কবে স্বাক্ষরিত হয়?
Ans: ১৯৪১ সালের ৯ই আগস্ট।
৪৯. অঙ্গরাজ্যের প্রকৃত শাসক কে?
Ans: মুখ্যমন্ত্রী।
৫০. অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে?
Ans: প্রমথনাথ মিত্র।
এই পোস্টটি লেখার জন্য কিছু বই এর সাহায্য নেওয়া হয়েছে। পোস্টটিতে কোনো রকম ভুল থাকলে অথবা আপনার কোনো মতামত থাকলে আমাদের সাথে [email protected] যোগাযোগ করুন।আশা করি এই পোস্টটি ভালো লেগেছে। পোস্টটি ভালো লাগলে কমেন্ট এ জানাবেন এবং সবার সাথে শেয়ার করবেন।