ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস MCQ – 01

টেলিগ্রামে যুক্ত হোন

history-of-indias-freedom-struggle-mcq-01

ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস MCQ – 01: আজকে আমরা আলোচনা করবো, ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস MCQ প্রশ্ন ও উত্তর নিয়ে। ইতিহাসের এই প্রশ্ন উত্তর গুলি আপনাদের বিভিন্ন সরকারি ও বেসকারি পরীক্ষাতে কমন পেতে আপনাদের সাহায্য করবে। বিভিন্ন বিষয় থেকে এই প্রশ্ন গুলি প্রস্তুত করা হয়েছে। আশা করি এই পোস্টটি আপনাদের ভালো লাগবে।


ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস MCQ – 01

1. সাইমন কমিশন কবে ভারতে এসেছিল?
a. 1937
b. 1927
c. 1935
d. 1947
Ans: b

2. ’ভারতের অর্ধনগ্ন ফকির’ -ব্রিটিশ প্রধানমন্ত্রী কার সম্বন্ধে বলেছিলেন ?
a. গান্ধীজি
b. বি.আর. আম্বেদকর
c. মহম্মদ আলি
d. রাজনারায়ণ
Ans: b

3. সারা ভারত হরিজন সংঘ কে প্রতিষ্ঠা করেছিলেন?
a. বি.আর. আম্বেদকর
b. রাজনারায়ণ
c. মহম্মদ আলি
d. গান্ধীজি
Ans: d

4. কিসের জন্য গান্ধীজী চম্পারন আন্দোলন করেছিলেন?
a. হরিজনদের অধিকার সুরক্ষা
b. আইন অমান্য আন্দোলন
c. নীল চাষীদের সমস্যা সমাধান
d. কোনটাই নয়
Ans: c

5. গান্ধীজীর কাছে অহিংসা ছিল –
a. বিরোধীদের ঘাবড়ে দেবার পথ
b. নিষ্ক্রিয় প্রতিক্রিয়া
c. একমাত্র উদ্দেশ্য
d. কোনটাই নয়
Ans: b

6. অসহযোগ আন্দোলন কবে প্রত্যাহার করা হয়?
a. 11 ফেব্রুয়ারি, 1922
b. 20 ফেব্রুয়ারি, 1922
c. 28 ফেব্রুয়ারি, 1920
d. 1 ফেব্রুয়ারি, 1922
Ans: a

7. কারেঙ্গে ইয়ে মরেঙ্গে কে ডাক দিয়েছিলেন?
a. আনন্দমোহন বসু
b. নেতাজি
c. গান্ধীজি
d. মহম্মদ আলি
Ans: c

8. গান্ধী কোন আন্দোলনের সঙ্গে যুক্ত হন?
a. অসহযোগ আন্দোলন
b. নীল বিদ্রোহ
c. আইন অমান্য আন্দোলন
d. ভারত ছাড়ো আন্দোলন
Ans: a

9. ‘সীমান্ত গান্ধী’ নামে কি পরিচিত?
a. খান আব্দুল গফফর খান
b. মহম্মদ আলি
c. গান্ধীজি
d. নেতাজি
Ans: a

10. কে বলেছিলেন কংগ্রেস যদি দেশ বিভাগ গ্রহণ করতে ইচ্ছুক হয়, তা হবে আমার মৃতদেহের উপর দিয়ে?
a. আব্দুল গাফফার খান
b. মহম্মদ আলী
c. গান্ধিজি
d. মহম্মদ আলী জিন্নাহ
Ans: c

11. গান্ধীজীর প্রতিষ্ঠিত শ্রমিক সংঘের নাম কি?
a. ভারতীয় জাতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস
b. মজুর মহাজন
c. সর্বভারতীয় ইউনিয়ন কংগ্রেস
d. ওয়ার্কস ওয়েলফেয়ার লিগ
Ans: b

12. গান্ধীজী ভারতে কোন আন্দোলনের প্রথম অভিজ্ঞতা কোথায় হয়েছিল?
a. ডান্ডি
b. চৌরিচৌরা
c. বারদৌলি
d. চম্পারন
Ans: d

13. কত সালে গান্ধীজি অসহযোগ আন্দোলন করেন?
a. 1916
b. 1920
c. 1923
d. 1926
Ans: b

14. কারেঙ্গে ইয়া মরেঙ্গে কোন আন্দোলনে মন্ত্র ছিল?
a. আইন অমান্য আন্দোলন
b. অসহযোগ আন্দোলন
c. কৃষক আন্দোলন
d. ভারত ছাড়ো আন্দোলন
Ans: d

15. অসহযোগ আন্দোলন শুরু করবার প্রাথমিক কারণ কি ?
a. জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড
b. রাওলাট আইন
c. খিলাপথ অন্যায়
d. কোনটাই নয়
Ans: a

16. কবে ডান্ডি অভিযান শুরু হয়?
a. 12 মার্চ, 1930
b. 12 এপ্রিল, 1925
c. 7 আগস্ট, 1942
d. 14 মে 1935
Ans: a

17. পাকিস্তান প্রস্তাবটির জনক কে?
a. চৌধুরী রহমত আলী
b. মহম্মদ আলী জিন্নাহ
c. অসফ আলী
d. কোনটাই নয়
Ans: a

18. ‘ডান্ডি মার্চের’ সাথে কোন আন্দোলন শুরু হয়?
a. হোমরুল আন্দোলন
b. অসহযোগ আন্দোলন
c. আইন অমান্য আন্দোলন
d. ভারত ছাড় আন্দোলন
Ans: c

19. মহাত্মা গান্ধীর প্রথম গণ আন্দোলনের নাম কি ছিল?
a. হোমরুল আন্দোলন
b. অসহযোগ আন্দোলন
c. আইন অমান্য আন্দোলন
d. ভারত ছাড় আন্দোলন
Ans: b

20. কোন ঘটনার পর গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন?
a. চৌরিচৌরা
b. জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড
c. ডান্ডি মার্চ
d. রাওলাট আইন
Ans: a

21. ‘স্বরাজ আমার জন্মগত অধিকার’ কে বলেছিলেন?
a. রাজা রামমোহন রায়
b. অরবিন্দ ঘোষ
c. স্বামী বিবেকানন্দ
d. বালগঙ্গাধর তিলক
Ans: d

22. 1907 সালে কংগ্রেসের সভাপতি পদে কি নির্বাচিত হয়েছিলেন?
a. দাদাভাই নৌরজী
b. রাজবিহারী বোস
c. মোহিতলাল নেহেরু
d. সুরেন্দ্রনাথ
Ans: b

23. কবে প্রথম তিরাঙ্গা পতাকা উত্তোলিত হয়েছিল?
a. 31 জানুয়ারি, 1928
b. 31 শে ডিসেম্বর 1929
c. 15 আগস্ট 1947
d. 26 শে জানুয়ারি 1950
Ans: b

24. এদের মধ্যে কে নরমপন্থী নন –
a. গোপালকৃষ্ণ গোখলে
b. দাদাভাই নৌরজী
c. ফিরোজ সাহ মেহতা
d. বিপিনচন্দ্র পাল
Ans: d

25. ভারতীয় জাতীয় কংগ্রেস কোন ভাইসরয়ের সময় প্রতিষ্ঠিত হয়?
a. লর্ড লিটন
b. লর্ড ডাফরিন
c. লর্ড রিপন
d. লর্ড ল্যান্সডাউন
Ans: b


See Also:
> ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস MCQ – 03
> ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস MCQ – 02
> প্রাচীন ভারতের ইতিহাস MCQ – 02
> প্রাচীন ভারতের ইতিহাস MCQ – 01
> ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর MCQ – 07


এই পোস্টটি লেখার জন্য কিছু বই এর সাহায্য নেওয়া হয়েছে। পোস্টটিতে কোনো রকম ভুল থাকলে অথবা আপনার কোনো মতামত থাকলে আমাদের সাথে contact@netstudy.in যোগাযোগ করুন।আশা করি এই পোস্টটি ভালো লেগেছে। পোস্টটি ভালো লাগলে কমেন্ট এ জানাবেন এবং সবার সাথে শেয়ার করবেন।

Share your love

Leave a Reply