ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর MCQ – 07: আজকে আমরা আলোচনা করবো ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে। এই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর গুলি বিভিন্ন পরীক্ষাতে আপনাদের সাহায্য করবে। ইতিহাস (History) থেকে এই প্রশ্ন গুলো প্রস্তুত করা হয়েছে। আশা করি এই পোস্টটি আপনাদের ভালো লাগবে।
ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর MCQ – 07
1. অর্থশাস্ত্র কে রচনা করেন ?
Ans: অর্থশাস্ত্র রচনা করেন কৌটিল্য।
2. হর্ষচরিত কে রচনা করেন?
Ans: হর্ষচরিত রচনা করেন বাণভট্ট।
3. রামচরিত কে রচনা করেন ?
Ans: রামচরিত রচনা করেন সন্ধ্যাকর নন্দী।
4. সন্ধ্যাকর নন্দী কে ছিলেন ?
Ans:সন্ধ্যাকর নন্দী ছিলেন পালদের রাজসভার কবি।
5. রাজতরঙ্গিনীর রচয়িতা কে ছিলেন ?
Ans: রাজতরঙ্গিনীর রচয়িতা কলহন।
6. কলহন রচিত গ্রন্থটির নাম কি ?
Ans: কলহন রচিত গ্রন্থটির নাম রাজতরঙ্গিনী।
7. রাজতরঙ্গিনী গ্রন্থে ভারতের কোন রাজ্যের ইতিহাস বর্ণিত আছে ?
Ans: রাজতরঙ্গিনী গ্রন্থে কাশ্মীর রাজ্যের ইতিহাস বর্ণিত আছে।
8. বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ কি ?
Ans: বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ ত্রিপিটক।
9. বুদ্ধচরিত – এর রচয়িতা কে ?
Ans: বুদ্ধচরিত – এর রচয়িতা অশ্বঘোষ।
10. তহকক-ই-হিন্দ কে রচনা করেন ?
Ans: তহকক-ই-হিন্দ এর রচয়িতা অলবিরুনি ।
11. আইহোল প্রশান্তি কার লেখা ?
Ans: চালুক্যরাজ দ্বিতীয় পুলাকেশীর সভাকবি রবিকীর্তি আইহোল প্রশস্তি রচনা করেন
12. এলাহাবাদ প্রশান্তি কার লেখা ?
Ans: সমুদ্রগুপ্তের সভাকবি হরিষেণ এলাহাবাদ প্রশস্তি রচনা করেন।
13. আইহোল প্রশান্তি তে কোন রাজার কীর্তি বর্ণনা আছে ?
Ans: আইহোল প্রশস্তিতে চালুক্যরাজ দ্বিতীয় পুলাকেশীর কীর্তি বর্ণনা করা আছে ।
14. নাসিক প্রশস্তি – তে কোন সাত বাহন রাজার কীর্তি বর্ণনা আছে ?
Ans: নাসিক প্রশস্তিতে সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা গৌতমীপুত্র সাতকর্ণীর কীর্তি বর্ণিত আছে ।
See Also:
> ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস MCQ – 03
> ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস MCQ – 02
> ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস MCQ – 01
> প্রাচীন ভারতের ইতিহাস MCQ – 02
> প্রাচীন ভারতের ইতিহাস MCQ – 02
এই পোস্টটি লেখার জন্য কিছু বই এর সাহায্য নেওয়া হয়েছে। পোস্টটিতে কোনো রকম ভুল থাকলে অথবা আপনার কোনো মতামত থাকলে আমাদের সাথে [email protected] যোগাযোগ করুন।আশা করি এই পোস্টটি ভালো লেগেছে। পোস্টটি ভালো লাগলে কমেন্ট এ জানাবেন এবং সবার সাথে শেয়ার করবেন।