আজকে, বাংলার নবাবদের তালিকা নিয়ে আমরা আলোচনা করবো। বাংলার নবাবদের তালিকাটি আপনাদের সামনে সুন্দর ভাবে তুলে ধরা হল। ইতিহাসের এই প্রশ্ন উত্তর গুলি বিভিন্ন প্রতিযোগিতামূলক এসে থাকে। আশা করি পোস্টটি পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে।
Table Of Contents
নাসিরি রাজবংশ
নাম | উপাধি | জন্ম | রাজত্ব | মৃত্যু |
---|---|---|---|---|
মুর্শিদ কুলি খান | জাফর খান বাহাদুর নাসিরি | ১৬৬৫ | ১৭১৭– ১৭২৭ | জুন ৩০, ১৭২৭ |
সরফরাজ খান বাহাদুর | আলা-উদ-দীন হায়দার জং | ? | ১৭২৭-১৭২৭ | এপ্রিল ২৯, ১৭৪০ |
সুজা উদ্দিন মুহাম্মদ খান | সুজা উদ-দৌলা | ১৬৭০ | জুলাই, ১৭২৭ – আগস্ট ২৬, ১৭৩৯ | আগস্ট ২৬, ১৭৩৯ |
সরফরাজ খান বাহাদুর | আলা-উদ-দীন হায়দার জং | ? | মার্চ ১৩, ১৭৩৯ – এপ্রিল ১৭৪০ | এপ্রিল ২৯, ১৭৪০= |
আফসার রাজবংশ
নাম | উপাধি | জন্ম | রাজত্ব | মৃত্যু |
---|---|---|---|---|
মুহাম্মদ আলীবর্দী খাঁন বাহাদুর | হাশিম উদ-দৌলা | ১০ই মে-এর পূর্বে, ১৬৭১ | এপ্রিল ২৯, ১৭৪০ – এপ্রিল ৯, ১৭৫৬ | এপ্রিল ৯, ১৭৫৬ |
মুহাদ্মদ সিরাজদ্দৌলা | সিরাজদ্দৌলা | ১৭৩৩ | এপ্রিল ১৭৫৬ – জুন ২, ১৭৫৭ | জুলাই ২, ১৭৫৭ |
নাজাফি রাজবংশ
নাম | উপাধি | জন্ম | রাজত্ব | মৃত্যু |
---|---|---|---|---|
মীর মুহাম্মদ জাফর আলী খান বাহাদুর | জাফর আলী খান বাহাদুর | ১৬৯১ | জুন ১৭৫৭ – আক্টোবর ১৭৬০ | জানুয়ারি ১৭, ১৭৬৫ |
মীর কাশিম আলী খান বাহাদুর | ইতিমাদ উদ-দৌলা | ? | অক্টোবর ২০, ১৭৬০ – ১৭৬৩ | মে ৮, ১৭৭৭ |
মীর মুহাম্মদ জাফর আলী খান বাহাদুর | জাফর আলী খান বাহাদুর | ১৬৯১ | জুলাই ২৫, ১৭৬৩ – জানুয়ারি ১৭, ১৭৬৫ | জানুয়ারি ১৭, ১৭৬৫ |
নাজিম উদ্দিন আলী খান বাহাদুর | নজম উদ-দৌলা | ১৭৫০ | ফেব্রুয়ারি ৫, ১৭৬৫ – মে ৮, ১৭৬৬ | মে ৮, ১৭৬৬ |
নাজাবুত আলী খান বাহাদুর | সাইফ উদ-দৌলা | ১৭৪৯ | মে ২২, ১৭৬৬ – মার্চ ১০, ১৭৭০ | মার্চ ১০, ১৭৭০ |
আশরাফ আলী খান বাহাদুর | মুবারক উদ-দৌলা | ১৭৫৯ | মার্চ, ১৭৭০ – সেপ্টেম্বর ৬, ১৭৯৩ | সেপ্টেম্বর ৬, ১৭৯৩ |
বাবর আলী খান বাহাদুর | আজাদ উদ-দৌলা | ? | ১৭৯৩ – এপ্রিল ২৮, ১৮১০ | এপ্রিল ২৮, ১৮১০ |
জাইন উদ্দিন আলী খান বাহাদুর | আলী জা | ? | জুন ৫, ১৮১০ – আগস্ট ৬, ১৮২১ | আগস্ট ৬, ১৮২১ |
আহমেদ আলী খান বাহাদুর | ওয়াল্লা জা | ? | ১৮১০ – আক্টোবর ৩০, ১৮২৪ | আক্টোবর ৩০, ১৮২৪ |
মুবারক আলী খান বাহাদুর | হুমায়ুন জা | সেপ্টেম্বর ২৯, ১৮১০ | ১৮২৪ – অক্টোবর ৩, ১৮৩৮ | অক্টোবর ৩, ১৮৩৮ |
মনসুর আলী খান বাহাদুর | ফেরাদুন জা | অক্টোবর ২৯, ১৮৩০ | অক্টোবর ২৯, ১৮৩৮ – নভেম্বর ১, ১৮৮০ (পদত্যাগ) | নভেম্বর ৫, ১৮৮৪ |
মুর্শিদাবাদের নবাবদের তালিকা
নাম | উপাধি | জন্ম | রাজত্ব | মৃত্যু |
---|---|---|---|---|
হাসান আলী মির্জা খান বাহাদুর | আলী কাদির | আগস্ট ২৫, ১৮৪৬ | ফেব্রুয়ারি ১৭, ১৮৮২ – ডিসেম্বর ২৫, ১৯০৬ | ডিসেম্বর ২৫, ১৯০৬ |
ওয়াসিফ আলী মির্জা খান বাহাদুর | আমীর উল-উমরা | জানুয়ারি ৭, ১৮৭৫ | ডিসেম্বর ১৯০৬–২৩শে অক্টোবর ১৯৫৯ | ২৩শে অক্টোবর ১৯৫৯ |
ওয়ারিস আলী মির্জা খান বাহাদুর | রেইস উদ-দৌল্লা | নম্বের ১৪, ১৯০১ | ১৯৫৯ – নভেম্বর ২০, ১৯৬৯ | নভেম্বর ২০, ১৯৬৯ |
সম্পর্কিত প্রশ্ন উত্তর
প্রশ্নঃ বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন?
উত্তরঃ সিরাজ উদ দৌলা।
প্রশ্নঃ মুর্শিদকুলি খাঁর মৃত্যুর পর কে বাংলার নবাব হন?
উত্তরঃ সুজা উদ্দিন মুহাম্মদ খান।
প্রশ্নঃ ছিয়াত্তরের মন্বন্তরের সময় বাংলার নবাব কে ছিলেন?
উত্তরঃ সিরাজ উদ দৌলা।
প্রশ্নঃ ১৭৭০ সালে বাংলার নবাব কে ছিলেন?
উত্তরঃ মুর্শিদ কুলি খান মুর্শিদ কুলি খান।
আরও পড়ুনঃ বিভিন্ন রাজার মন্ত্রীদের নাম তালিকা PDF
বাংলার নবাবদের তালিকা PDF
File Details:
PDF Name : বাংলার নবাবদের তালিকা PDF
Language: Bengali
Size: 44 KB
No. of Pages: 02
Download Link: Click Here to Download