ইতিহাসের ৫০ টি প্রশ্ন উত্তর MCQ – 06

টেলিগ্রামে যুক্ত হোন

50-history-questions-answers-part-6

ইতিহাসের ৫০ টি প্রশ্ন উত্তর MCQ – 06: আজকে আমরা আলোচনা করবো ইতিহাসের ৫০ টি প্রশ্ন উত্তর নিয়ে। এই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর গুলি বিভিন্ন সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন Railway Group D, PSC, SSC CHSL, SSC CGL, SSC MTS, WBP Abgari Constable, WBP SI, WBP Constable, ICDS Supervisor, ICDS Supervisor, RRB NTPC তে আপনাদের সাহায্য করবে। ইতিহাস (History) থেকে এই প্রশ্ন গুলো প্রস্তুত করা হয়েছে। আশা করি এই পোস্টটি আপনাদের ভালো লাগবে।


ইতিহাসের ৫০ টি প্রশ্ন উত্তর MCQ – 06

. খিলাফত আন্দোলন হয় কত সালে?
Ans: ১৯২০ সালে।

. চতুরাশ্রমের প্রথম আশ্রমের নাম কি?
Ans: ব্রহ্মচর্য।

. কলকাতা মাদ্রাসা স্থাপিত হয় কত সালে?
Ans: ১৭৮১ সালে।

. ভার্সাই সন্ধি হয় কাদের মধ্যে?
Ans: ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে।

. পুরন্দরের চুক্তি হয়েছিল কাদের মধ্যে?
Ans: ইংরেজ ও মারাঠাদের মধ্যে।

. পুষ্যভূতি রাজাদের রাজধানী কোথায় ছিল?
Ans: থানেশ্বর।

. তরাইনের প্রথম যুদ্ধ হয় কত সালে?
Ans: ১১৯১ সালে।

. অদ্ভুত সাগর কে রচনা করেন?
Ans: বল্লাল সেন।

. মর্লেমিন্টো সংস্কার হয় কত সালে?
Ans: ১৯০১ সালে।

১০. মেগাস্থিনিস কার আমলে ভারতে আসেন?
Ans: চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে।

১১. মিলিন্দপঞ্হ কে লেখেন?
Ans: নাগসেন।

১২. রাষ্ট্রকূট বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন?
Ans: তৃতীয় গোবিন্দ।

১৩. মালবিকাগ্নিমিত্রম কে লেখেন?
Ans: কালিদাস।

১৪. গঙ্গোইকোন্ড উপাধি কে গ্রহণ করেন?
Ans: প্রথম রাজেন্দ্র চোল।

১৫. আরবরা সিন্ধু বিজয় করেন কত সালে?
Ans: ৭১২ সালে।

১৬. দাক্ষিণাত্যের ক্ষত হয় কার আমলে?
Ans: ঔরঙ্গজেবের আমলে।

১৭. চিরস্থায়ী বন্দোবস্ত হয় কত সালে?
Ans: ১৭৯৩ সালে।

১৮. পুলিশি ব্যবস্থা সংস্কার করেন কে?
Ans: লর্ড কর্নওয়ালিস।

১৯. উডের ডেসপাচ ঘোষিত হয় কত সালে?
Ans: ১৮৫৪ সালে।

২০. নিকোলো কন্টি কার আমলে ভারতে আসেন?
Ans: প্রথম দেবে রায়ের আমলে।

২১. বিশ্বম্ভর কার নাম ছিল?
Ans: নিমাই এর।

২২. শুদ্ধি আন্দোলনের নেতা কে ছিলেন?
Ans: দয়ানন্দ সরস্বতী।

২৩. পরিব্রাজক রচনা করেন কে?
Ans: স্বামী বিবেকানন্দ।

২৪. বিজ্ঞান পরিষদ তৈরি হয় কত সালে?
Ans: ১৮৬৪ সালে।

২৫. ব্রহ্মানন্দ উপাধি কে পান?
Ans: কেশব চন্দ্র।

২৬. শ্রী চৈতন্য প্রবর্তিত ধর্মের নাম কি?
Ans: বৈষ্ণব।

২৭. বাহমনী বংশের শ্রেষ্ঠ সুলতানকে ছিলেন?
Ans: ফিরোজ শাহ।

২৮. কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয় কত সালে?
Ans: ১৮৩৫ সালে।

২৯. ভার্সাই সন্ধি কত সালে হয়?
Ans: ১৭৮৩ সালে।

৩০. তৃতীয় মহীশূরের যুদ্ধ হয় কাদের মধ্যে?
Ans: টিপু ও কর্নওয়ালিস এর মধ্যে।

৩১. পুরন্দরের চুক্তি হয় কত সালে?
Ans: ১৭৭৬ সালে।

৩২. পরমেশ্বর পরমভট্টরক মহারাজাধিরাজ উপাধি কে নেন?
Ans: ধর্মপাল ও দেবপাল দুজনেই।

৩৩. মিতাক্ষরা আইন কে রচনা করেন?
Ans: বিজ্ঞানেশ্বর।

৩৪. তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয় কত সালে?
Ans: ১১৯২ সালে।

৩৫. নাগানন্দ কে রচনা করেন?
Ans: হর্ষবর্ধন।

৩৬. ক্যাপ্টেন হকিন্স কার সময় ভারতে আসেন?
Ans: জাহাঙ্গীর।

৩৭. ভারতের প্রথম মুসলিম আক্রমণকারী কারা?
Ans: তুর্কি।

৩৮. ধীমান কে?
Ans: পাল যুগের একজন বিখ্যাত ভাস্কর্য শিল্পী।

৩৯. পল্লব বংশের শেষ রাজা কে ছিলেন?
Ans: অপরাজিত বর্মন।

৪০. রঙ্গিলা খান কে কি বলা হয়?
Ans: দ্বিতীয় আকবর।

৪১. তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ হয় কার আমলে?
Ans: লর্ড হেস্টিংস এর আমলে।

৪২. ম্যাঙ্গালোর সন্ধি কাদের মধ্যে হয়?
Ans: ইংরেজ ও টিপু সুলতানের মধ্যে।

৪৩. পাঁচশালা বন্দোবস্ত কে প্রবর্তন করেন?
Ans: ওয়ারেন হেস্টিংস।

৪৪. ফোর্ট উইলিয়াম স্থাপিত হয় কত সালে প্রতিষ্ঠিত হয়?
Ans: ১৮০০ সালে।

৪৫. অন্ধ্র কবিতার পিতামহ কাকে বলা হয়?
Ans: পোদ্দন।

৪৬. ভিক্টোরিয়া ইনস্টিটিউশন কে প্রতিষ্ঠা করেন?
Ans: কেশব চন্দ্র।

৪৭. দুদুমিয়া কে ছিলেন?
Ans: ফরাজি আন্দোলনের নেতা।

৪৮. কোল বিদ্রোহ হয় কত সালে?
Ans: ১৮৩১ সালে।

৪৯. ছিয়াত্তরের মন্বন্তর হয় কত সালে?
Ans: ১৭৭০ সালে।

৫০. কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয় কার আমলে?
Ans: বেন্টিঙ্কের আমলে।


এই পোস্টটি লেখার জন্য কিছু বই এর সাহায্য নেওয়া হয়েছে। পোস্টটিতে কোনো রকম ভুল থাকলে অথবা আপনার কোনো মতামত থাকলে আমাদের সাথে [email protected] যোগাযোগ করুন।আশা করি এই পোস্টটি ভালো লেগেছে। পোস্টটি ভালো লাগলে কমেন্ট এ জানাবেন এবং সবার সাথে শেয়ার করবেন।

Share your love

Leave a Reply