ইতিহাসের ৫০ টি প্রশ্ন উত্তর MCQ – 04

টেলিগ্রামে যুক্ত হোন

50-history-questions-answers-part-4

ইতিহাসের ৫০ টি প্রশ্ন উত্তর MCQ – 04: আজকে আমরা আলোচনা করবো ইতিহাসের ৫০ টি প্রশ্ন উত্তর নিয়ে। এই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর গুলি বিভিন্ন সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন Railway Group D, PSC, SSC CHSL, SSC CGL, SSC MTS, WBP Abgari Constable, WBP SI, WBP Constable, ICDS Supervisor, ICDS Supervisor, RRB NTPC তে আপনাদের সাহায্য করবে। ইতিহাস থেকে এই প্রশ্ন গুলো প্রস্তুত করা হয়েছে। আশা করি এই পোস্টটি আপনাদের ভালো লাগবে।


ইতিহাসের ৫০ টি প্রশ্ন উত্তর MCQ – 04

. কবিরের ভক্তিমূলক গান কে কি বলে?
Ans: দোঁহা

. মুঘল সাম্রাজ্যের পতনের জন্য কে দায়ী?
Ans: ঔরঙ্গজেব

. ভারত সভা কত সালে স্থাপিত হয়?
Ans: ১৮৭৬ সালে

. সাইমন কমিশন কত সালে ভারতে আসে?
Ans: ১৯২৮ সালে

. নৌ বিদ্রোহ কত সালে হয়?
Ans: ১৯৪৬ সালে

. হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা কে?
Ans: বিম্বিসার

. মেঘদুত এর রচয়িতা কে?
Ans: কালিদাস

. কে বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেন?
Ans: দ্বিতীয় চন্দ্রগুপ্ত

. মাস্টারদা নামে কে পরিচিত?
Ans: সূর্য সেন

১০. রাইটার্স বিল্ডিং অভিযান কত সালে হয়?
Ans: ১৯৩০ সালে

১১. গান্ধীজী প্রথম সত্যাগ্রহ কোথায় করেন?
Ans: দক্ষিণ আফ্রিকার নাটালে

১২. ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ফরমান দেন কে?
Ans: ফারুকশিয়ার

১৩. হিন্দু মেলা স্থাপিত হয় কত সালে?
Ans: ১৮৬৭ সালে

১৪. অ্যান্টি সার্কুলার সোসাইটি সম্পাদক কে?
Ans: শচীন্দ্রকুমার বসু

১৫. শুদ্ধি আন্দোলনের নেতা কে ছিলেন?
Ans: দয়ানন্দ সরস্বতী

১৬. চতুরাশ্রমের প্রথম আশ্রমের নাম কি?
Ans: ব্রহ্মচর্য

১৭. পুনা চুক্তি হয় কত সালে?
Ans: ১৯৩২ সালে

১৮. ভারতছাড়ো আন্দোলনের সূচনা কে করেন?
Ans: গান্ধীজি

১৯. মালিক কাফুর কে ছিলেন?
Ans: আলাউদ্দিন খলজির সেনাপতি

২০. সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে?
Ans: মঙ্গল পান্ডে

২১. জাতীয় কংগ্রেসে প্রতিষ্ঠার সময় ভাইসরয় কে ছিলেন?
Ans: ডাফরিন

২২. অতীশ দীপঙ্কর কে ছিলেন?
Ans: বৌদ্ধ পণ্ডিত

২৩. সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে?
Ans: খিজির খান

২৪. বক্সারের যুদ্ধ কত সালে হয়?
Ans: ১৭৬৪ সালে

২৫. কনিষ্কের সভাকবি কে ছিলেন?
Ans: অশ্বঘোষ

২৬. শকাব্দ কে প্রচলন করেন?
Ans: কনিষ্ক

২৭. পাটলিপুত্র কোথায় অবস্থিত?
Ans: গণ্ডক-গঙ্গা-শোন নদীর সঙ্গমে

২৮. রাওলাট আইন পাস হয় কত সালে?
Ans: ১৯১৯ সালে

২৯. পল্লব বংশের শ্রেষ্ঠ রাজা কে?
Ans: প্রথম নরসিংহ বর্মন

৩০. বন্দীজীবন কে লেখেন?
Ans: শচীন সান্যাল

৩১. ভিক্টোরিয়া ইনস্টিটিউশন কে প্রতিষ্ঠা করেন?
Ans: কেশব চন্দ্র

৩২. খোদা সত্যাগ্রহ হয় কত সালে?
Ans: ১৯১৮ সালে

৩৩. সলবাইয়ের সন্ধি কত সালে হয়?
Ans: ১৭৮২ সালে

৩৪. কার রাজসভার অষ্টপ্রধান ছিলেন?
Ans: শিবাজীর

৩৫. সন্ধ্যা পত্রিকার সম্পাদক কে ছিলেন?
Ans: ব্রহ্মবান্ধব উপাধ্যায়

৩৬. বৃহৎকথা কে লেখেন?
Ans: গুণাঢ্য

৩৭. কোল বিদ্রোহ হয় কত সালে?
Ans: ১৮৩১ সালে

৩৮. ভারতে গান্ধীজি প্রথম সত্যাগ্রহ কোথায় করেন?
Ans: চম্পারনে

৩৯. মুঘলদের সময় সরকারি ভাষা কি ছিল?
Ans: ফার্সি

৪০. সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে?
Ans: সিমুক

৪১. গান্ধী আরউইন চুক্তি অপর নাম কি?
Ans: দিল্লি চুক্তি

৪২. সগৌলির সন্ধি হয় কত সালে?
Ans: ১৮১৬ সালে

৪৩. ইলবার্ট বিল আন্দোলন কত সালে হয়?
Ans: ১৮৮৩ সালে

৪৪. অমৃতবাজার পত্রিকার সম্পাদক কে ছিলেন?
Ans: শিশির কুমার ঘোষ

৪৫. খিলাফত আন্দোলন হয় কত সালে?
Ans: ১৯২০ সালে

৪৬. শ্রী চৈতন্য প্রবর্তিত ধর্মের নাম কি?
Ans: বৈষ্ণব

৪৭. বিজ্ঞান পরিষদ তৈরি হয় কত সালে?
Ans: ১৮৬৪ সালে

৪৮. শিলাদিত্য উপাধি কে গ্রহণ করেন?
Ans: হর্ষবর্ধন

৪৯. আলিপুর বোমা মামলায় প্রধান আসামী কে ছিলেন?
Ans: অরবিন্দ ঘোষ

৫০. জামা মসজিদ কে নির্মান করেন?
Ans: শাহজাহান


এই পোস্টটি লেখার জন্য কিছু বই এর সাহায্য নেওয়া হয়েছে। পোস্টটিতে কোনো রকম ভুল থাকলে অথবা আপনার কোনো মতামত থাকলে আমাদের সাথে contact@netstudy.in যোগাযোগ করুন।আশা করি এই পোস্টটি ভালো লেগেছে। পোস্টটি ভালো লাগলে কমেন্ট এ জানাবেন এবং সবার সাথে শেয়ার করবেন।

Share your love

Leave a Reply