ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস MCQ – 02

টেলিগ্রামে যুক্ত হোন

history-of-indias-freedom-struggle-mcq-02

ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস MCQ – 02: আজকে আমরা আলোচনা করবো, ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস MCQ প্রশ্ন ও উত্তর নিয়ে।ইতিহাসের এই প্রশ্ন উত্তর গুলি আপনাদের বিভিন্ন সরকারি ও বেসকারি পরীক্ষাতে কমন পেতে আপনাদের সাহায্য করবে। বিভিন্ন বিষয় থেকে এই প্রশ্ন গুলি প্রস্তুত করা হয়েছে। আশা করি এই পোস্টটি আপনাদের ভালো লাগবে।


ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস MCQ – 02

1. ব্রিটিশ শাসনের সময় ভারত থেকে ধন নির্গমনের তত্ত্ব প্রথম কে প্রবর্তন করেন?
a. সুরেন্দ্রনাথ
b. গোপালকৃষ্ণ গোখলে
c. দাদাভাই নৌরজী
d. রমেশ চন্দ্র দত্ত
Ans: c

2. কংগ্রেস 26 শে জানুয়ারিতে স্বাধীনতা দিবস পালনের সিদ্ধান্ত নির্মুক্ত কোন স্থানে গ্রহণ করেছিলেন?
a. কলকাতা
b. বোম্বাই
c. লাহোর
d. মাদ্রাজ
Ans: c

3. ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে?
a. বিপিনচন্দ্র
b. উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়
c. আলফ্রেড ওয়েব
d. জর্জ ইউল
Ans: b

4. হরিপুর কংগ্রেস অধিবেশনে সভাপতি কে নির্বাচিত হন?
a. বিদ্যাসাগর
b. জহরলাল নেহেরু
c. সুভাষ চন্দ্র বোস
d. সীতা রামাইয়া
Ans: c

5. ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি নেতা কে ছিলেন?
a. সুভাষচন্দ্র বোস
b. জহরলাল নেহেরু
c. গান্ধিজি
d. বালগঙ্গাধর তিলক
Ans: a

6. কে ফরওয়ার্ড ব্লক রাজনৈতিক দলের প্রতিষ্ঠা করেন?
a. চিত্তরঞ্জন দাস
b. সুভাষচন্দ্র বসু
c. মতিলাল নেহেরু
d. বিপিন বিহারী গাঙ্গুলী
Ans: b

7. সুভাষচন্দ্র বসু ভারতীয় সরকার গঠিত হবার ঘোষণা করেন কোথা থেকে?
a. ইন্ডিয়া
b. সিঙ্গাপুর
c. কলম্বো
d. রেঙ্গুন
Ans: b

8. কত সালে সুভাষচন্দ্র বসু তার এলগিন রোডের বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলেন?
a. 1931
b. 1941
c. 1951
d. 1952
Ans: b

9. ‘জয় হিন্দ’ স্লোগান কে দিয়েছিলেন ?
a. গান্ধিজি
b. মতিলাল নেহেরু
c. সুভাষচন্দ্র বসু
d. বালগঙ্গাধর তিলক
Ans: c

10. আজাদ হিন্দ ফৌজের দায়িত্ব নেতাজির হাতে কে তুলে দিয়েছিলেন?
a. রাসবিহারী বসু
b. গান্ধিজি
c. মতিলাল নেহেরু
d. বিপিন বিহারী গাঙ্গুলী
Ans: a

11. রাওলাট আইন প্রবর্তিত হয় কত সালে?
a. 1918
b. 1919
c. 1920
d. 1921
Ans: b

12. আজাদ হিন্দ ফৌজ প্রথম কোথায় স্থাপিত হয়?
a. ইন্ডিয়া
b. সিঙ্গাপুর
c. কলম্বো
d. রেঙ্গুন
Ans: b

13. অস্থায়ী আজাদ হিন্দ সরকার কোথায় গঠিত হয়েছিল?
a. ইন্ডিয়া
b. সিঙ্গাপুর
c. কলম্বো
d. রেঙ্গুন
Ans: b

14. ১৯৪৬ সালের গণপরিষদের সভাপতি কে ছিলেন?
a. রাজেন্দ্র প্রসাদ
b. বালগঙ্গা তিলক
c. অরবিন্দ ঘোষ
d. আবুল কালাম আজাদ
Ans: a

15. এদের মধ্যে কে কখনই স্বরাজ দলের নেতা ছিলেন না?
a. চিত্তরঞ্জন দাস
b. মতিলাল নেহেরু
c. লালা রাজপথ রায়
d. রাজা গোপালাচারী
Ans: c

16. কোন আইন কাল আইন নামে পরিচিত?
a. ইলবার্ট আইন
b. রাওলাট আইন
c. হান্টার আইন
d. Act of 1909
Ans: b

17. ব্রতচারী আন্দোলন কে গড়ে তোলেন ?
a. গুরুসদয় দত্ত
b. ফিরোজ সাহ মেহতা
c. বিপিনচন্দ্র পাল
d. দাদাভাই নৌরজী
Ans: d

18. ‘স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়’ কি লিখেছিলেন?
a. দ্বিজেন্দ্রলাল রায়
b. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
c. নবীনচন্দ্র সেন
d. রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
Ans: d

19. ‘আগামী 50 বছর ভারতীয়দের একমাত্র উপাস্য দেবতা হোক ভারত মাতা’ কে বলেছিলেন?
a. স্বামী বিবেকানন্দ
b. গোপালকৃষ্ণ গোখলে
c. দাদাভাই নৌরজী
d. রমেশচন্দ্র দত্ত
Ans: a

20. ‘গ্রান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া’ কাকে বলা হত?
a. দাদাভাই নৌরজী
b. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
c. নবীনচন্দ্র সেন
d. মতিলাল নেহেরু
Ans: a

21. ভারতের লৌহ মানব কাকে বলা হয়?
a. সুভাষচন্দ্র বোস
b. গান্ধীজি
c. সর্দার বল্লভ ভাই প্যাটেল
d. আবুল কালাম আজাদ
Ans: c

22. কি কারণে সাইমন কমিশন গঠিত হয়েছিল?
a. ভারতের সংবিধান সংস্কারের জন্য
b. শাসন সংস্কারের জন্য
c. শিক্ষা সংস্কারের জন্য
d. জেলা কোড সংস্কারের
Ans: a

23. স্বরাজ্য পার্টির প্রথম সভাপতি কে ছিলেন?
a. মতিলাল নেহেরু
b. সি আর দাস
c. রাজেন্দ্র প্রসাদ
d. রাজাগোপালচারী
Ans: b

24. ভারতের বিপ্লববাদের কে জননী রূপে কে খ্যাত ছিলেন?
a. ভগিনী নিবেদিতা
b. মাদাম কামা
c. বেসান্ত
d. মাতঙ্গিনী হাজরা
Ans: b

25. মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিস্কোতে গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন?
a. লালা হরদয়াল
b. গান্ধীজি
c. মতিলাল নেহেরু
d. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
Ans: a


See Also:
> ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস MCQ – 03
> ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস MCQ – 01
> প্রাচীন ভারতের ইতিহাস MCQ – 02
> প্রাচীন ভারতের ইতিহাস MCQ – 01
> ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর MCQ – 07


এই পোস্টটি লেখার জন্য কিছু বই এর সাহায্য নেওয়া হয়েছে। পোস্টটিতে কোনো রকম ভুল থাকলে অথবা আপনার কোনো মতামত থাকলে আমাদের সাথে [email protected] যোগাযোগ করুন।আশা করি এই পোস্টটি ভালো লেগেছে। পোস্টটি ভালো লাগলে কমেন্ট এ জানাবেন এবং সবার সাথে শেয়ার করবেন।

Share your love

Leave a Reply